botvনিউজ:

দীর্ঘ ২৬ ঘন্টা অন্ধকারে রয়েছে সরাইল সদরের ৭ মার্কেট ও অর্ধশতাধিক বাড়ি-ঘর। ফলে ভাদ্র মাসের এই ভ্যাঁসপা গরমে অতিষ্ট হয়ে ওঠেছে জনজীবন। হাসপাতাল মোড়ের বৈদ্যুতিক ট্রান্সফরমারের সামান্য ক্রুটির জন্য এমন দুর্ভোগের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় পিডিবি’র কর্মচারিরা। নির্বাহী প্রকৌশলী ছুটিতে তাই গত শনিবার বিকেল থেকে সারারাত দফায় দফায় চেষ্টা করেও সমস্যা সমাধান করতে পারেনি পিডিবি’র লোকজন।

পিডিবি’র লোকজন ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত শনিবার বিকাল ৫ টার দিকে হঠাৎ করে সরাইল সদরের বিদ্যুৎ চলে যায়। আধা ঘন্টা পর সব জায়গায় বিদ্যুৎ আসলেও বাতি গুলো লাফাতে থাকে। পরে প্রায় ঘন্টা খানেক চলে বিদ্যুৎ যাওয়া আসার খেলা। এক সময় কিছুটা স্থির হয়। কিন্তু হাসপাতাল মোড় থেকে সরাইল সদরে প্রবেশের সড়কের দু’পাশে গড়ে ওঠা মোল্লা মার্কেট (১), মোল্লা মার্কেট (২), হাজী সানু মোল্লা মার্কেট, গার্লস স্কুল রোড মার্কেট, গার্লস স্কুল মার্কেট, মিজান ঠাকুর মার্কেট ও সমুদ্র মার্কেট ছিল গতকাল বিকাল সাড়ে ৫টা পর্যন্ত অন্ধকারে। সেই সাথে মার্কেটের আশপাশের প্রায় অর্ধশতাধিক বাড়িÑঘরেও ছিল না বিদ্যুৎ।

ভাদ্র মাসের এ ভ্যাঁসপা গরমে সারারাত শিশু বাচ্চা নিয়ে ঘুমায়নি অনেকেই। সদ্য সমাপ্ত হওয়া কোরবানীর মাংস নিয়ে সকলেই পড়েছেন অবর্ণনীয় কষ্টে। মাংসকে পঁচনের হাত থেকে রক্ষার জন্য অনেককে গাড়িতে করে অন্যত্র স্বজনদের বাড়িতে পাঠাতেও দেখা গেছে। রাত শেষে গতকাল শনিবার সকাল থেকে অধীর আগ্রহে লোকজন অপেক্ষা করছিল বিদ্যুতের। কিন্তু ছোট সমস্যা বললেও সারাদিনেও সমাধান করতে পারছিলেন না পিডিবি কর্তৃপক্ষ। অবশেষে বিকাল সাড়ে ৫টার দিকে দেখা মিলে কাঙ্খিত বিদ্যুতের।

এ বিষয়ে সরাইল পিডিবি’র (বিক্রয় ও বিতরণ বিভাগ) নির্বাহী প্রকৌশলী মো. মাঈনুদ্দিন জুয়েল ২৪ ঘন্টারও অধিক সময় বিদ্যুৎ না থাকার কথা স্বীকার করে বলেন, একটি ট্রান্সফরমার ডেথ হয়ে গিয়েছিল। আমার লোকজন কাজ করে এটি ঠিক করেছে। তাই এত সময় লেগেছে। জরুরী কাজে ব্যবহারের জন্য অফিসে অতিরিক্ত ট্রান্সফরমার বরাদ্ধ আছে কিনা? এমন প্রশ্নের উত্তেরে তিনি বলেন, আছে। তাও ওইটাকে মেরামত করে নিলাম। এটা আসলে টেকনিকেল বিষয়।
###

২৬ ঘন্টা অন্ধকারে সরাইলের ৭ মার্কেট

botvনিউজ:

স্বাধীনতার কবি শামসুর রাহমান সম্মাননা প্রদান করেছে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস আবৃত্তি সংগঠন। এ বছর সম্মাননা গ্রহন করেন ভারতের ত্রিপুরা রাজ্যের কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেশ্বর ভট্টাচার্য।

গত শুক্রবার রাতে স্থানীয় সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে শামসুর রাহমান স্মরণ অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে কবি শামসুর রাহমানের জীবন ও কর্মের উপর আলোচনা, সম্মাননা প্রদান, আবৃত্তি প্রতিযোগিতার সনদপত্র বিতরণ, কবিতা পরিবেশিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। উদ্বোধন করেন পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন খান।

সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাতের সভাপতিত্বে ও তিতাস আবৃত্তি সংগঠনের সহকারী পরিচালক বাছির দুলালের পরিচালনা এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাহিত্য একাডেমির সভাপতি জয়দুল হোসেন, সুর স¤্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সম্পাদক আবদুল মান্নান সরকার, ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজের অধ্যক্ষ হরিলাল চন্দ্র দেবনাথ, রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ সভাপতি অধ্যাপক মানবর্দ্ধন পাল, সাধারণ সম্পাদক ডা. অরুনাভ পোদ্দার, মুক্তিযোদ্ধা আছরারুন্নবী মোবারক, ত্রিপুরার সংস্কৃতিকর্মী মনীষ চক্রবর্ত্তী, তিতাস আবৃত্তি সংগঠন পরিচালক মোঃ মনির হোসেন।
###

ব্রাহ্মণবাড়িয়ায় শামসুর রাহমান সম্মাননা প্রদান

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ায় সমীর বণিক-(৪৫) নামে এক স্বর্ণশিল্পীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার সুহিলপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

সমীর বনিক হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি শায়েস্তাগঞ্জে একটি স্বর্ণের দোকানের কারিগর (শিল্পী) ছিলেন।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে তাকে হত্যার পর লাশ মহাসড়কের পাশে ফেলে দেয়া হয়েছে। তিনি বলেন, নিহতের গলার নিচে আঘাতের চিহ্ন রয়েছে। তার লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
###

ব্রাহ্মণবাড়িয়ায় স্বর্ণশিল্পীর লাশ উদ্ধার

botvনিউজ:

আগামী ২২ আগষ্ট অনুষ্ঠিতব্য পবিত্র ঈদুল আযহায় কোরবানীর পশুর বর্জ্য নিষ্কাশনে জনসচেতনতা বৃদ্ধিতে বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যালি ও প্রচারিযান অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠন ক্লিন ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে সকালে স্থানীয় লোকনাথ উদ্যান (টেংকেরপাড়) একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং স্থানীয় বঙ্গবন্ধু স্কয়ারে গিয়ে শেষ হয়। এ সময়ে জনসচেতনতা বিষয়ক বিভিন্ন প্রচার পত্র বিলি করা হয়।

সকালে কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। ক্লিন ব্রাহ্মণবাড়িয়ার উপদেষ্টা ও ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের চেয়ারম্যান ডাঃ মোঃ আবু সাঈদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ, ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক আয়েশা আকতার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রেজাউল কবীর, পৌর কাউন্সিলর মুরাদ খান, সাংবাদিক আল আমীন শাহীন প্রমুখ।
###

কোরবানীর পশুর বর্জ্য নিষ্কাশনে জনসচেতনতা বৃদ্ধিতে

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে “ অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তিনদিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিনব্যাপী মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাউসদ পারভেজ মজুমদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ, উপজেলা কৃষি কর্মকর্তা আনিছুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আনোয়ার হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আরজু মিয়া প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে কৃষক/কৃষানীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তিনদিনব্যাপী মেলায় কৃষক কৃষানী ও শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিরতন এবং উপজেলা পরিষদ চত্বরে গাছের চারা রোপন করা হয়।

বৃক্ষমেলায় ফলদ ও বনজসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষের ১০টি স্টলে উপজেলার বিভিন্ন এলাকার নার্সারীর মালিকরা অংশ নেন। এর আগে সকালে বৃক্ষ মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
###

নাসিরনগরে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা শুরু

 

botvনিউজ:

সাংবাদিকতার বাতিঘর, দেশবরেণ্য সাংবাদিক ও সমকাল সম্পাদক গোলাম সারওয়ার এর প্রয়ানে গতকাল মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে এক শোক সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই বরেণ্য এই সাংবাদিকের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

প্রেসক্লাব সভাপতি খ.আ.ম রশীদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পীর পরিচালনায় শোক সভায় বরেণ্য এই সাংবাদিকের কর্মময় জীবনের ওপর আলোচনায় অংশ নেন দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি মোহাম্মদ আরজু, দৈনিক সমতট বার্তার সম্পাদক মনজুরুল আলম, দৈনিক তিতাসকন্ঠের সম্পাদক সৈয়দ মিজানুর রেজা, প্রেসক্লাবের সহ-সভাপতি আল আমিন শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক ও যায়যায়দিন প্রতিনিধি মোঃ বাহারুল ইসলাম মোল্লা, দৈনিক জনকন্ঠের স্টাফ রিপোর্টার রিয়াজ উদ্দিন জামি, এনটিভির স্টাফ রিপোর্টার শিহাবুদ্দিন বিপু, বাংলাভিশনের জেলা প্রতিনিধি আশিকুল ইসলাম, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি সৈয়দ মোহাম্মদ আকরাম, সংবাদ প্রতিদিনের মনির হোসেন ও বাংলাদেশ প্রতিদিনের মোশারফ হোসেন বেলাল প্রমুখ ।

শোকসভায় সাংবাদিকবৃন্দ প্রয়াত এই সাংবাদিকের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন সাংবাদিক গোলাম সারওয়ারের মৃত্যুতে বাংলাদেশের সাংবাদিকতা জগতের অপূরনীয় ক্ষতি হয়েছে। প্রয়াত এই সাংবাদিকের দেখানো পথ অনুসরণ করে বাংলাদেশের সাংবাদিকতাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সাংবাদিকগন। শোক সভায় প্রয়াত সাংবাদিকের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
###

সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের প্রয়ানে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে শোকসভা অনুষ্ঠিত

botvনিউজ:

১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বেলা ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি খ.আ.ম রশিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পীর পরিচালনায় আলোচনা সভার শুরুতেই ১৫ আগষ্টে জাতির জনক সহ শাহাদাৎবরণকারীদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রেজা, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, প্রেস ক্লাব কল্যাণ ফান্ডের আহবায়ক সৈয়দ মোহাম্মদ আকরাম, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার আবদুন নূর প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর মহানুভবতা এবং দেশপ্রেমের বিভিন্ন অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দেশ ও জাতির কল্যাণে সকলকে কাজ করার আহবান জানান। আলোচনা সভা শেষে ১৫ আগষ্ট শাহাদাৎবরনকারীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
###

জাতীয় শোক দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত

botvনিউজ:

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ১৫ আগস্টের রাত বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক রাত। তিনি বলেন,ফের আওয়ামী লীগ ক্ষমতায় এলে আমেরিকায় পালিয়ে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনী রাশেদ চৌধুরীকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে। এ নিয়ে আমেরিকা সরকারের সাথে আলোচনা ফলপ্রসু হয়েছে।

তিনি মঙ্গলবার দুপুরে ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আখাউড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শোক সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

আখাউড়া সিরাজুল হক মুক্তমঞ্চে উপজেলা আওয়ামীলীগের আহবায়ক জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি আরো বলেন, বঙ্গবন্ধুর খুনীদের কবে দেশে ফিরিয়ে আনা হবে সেটা নিয়ে সবার কৌতুহল। পোষা পাখি উড়ে যাওয়ার পর সেই পাখিকে যদি ফেরানো কষ্ট হয়, তাহলে বঙ্গবন্ধুর খুনীদের ফেরানো কত কষ্টকর আপনারা বুঝেন। তবে আমেরিকায় থাকা রাশেদ চৌধুরীকে ফেরানোর ব্যাপারে আমেরিকা সরকারের সাথে আলোচনা ফলপ্রসু হয়েছে।

তিনি বলেন, আগামীতে আওয়ামীলীগ ক্ষমতায় এলে রাশেদ চৌধুরীকে দেশে ফিরিয়ে আনা হবে। আর কানাডায় থাকা নূর চৌধুরীকেও দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। তবে কানাডায় আইন আছে- যদি কোনো দেশে অন্যায়ের জন্য মৃত্যুদন্ড সাজা হয় তাহলে তাকে সে দেশে পাঠানো হয় না। তারা শাস্তি হিসেবে মৃত্যুদন্ড মানেনা।

তিনি জিয়াউর রহমানের সমালোচনা করে বলেন, জিয়াউর রহমান ৬ বছর ক্ষমতায় ছিলেন। তিনি খুনী মোস্তাককে ফুটবলের মতো লাথি দিয়ে মসনদে বসেছিলেন। বঙ্গবন্ধুর খুনীদের তিনি বিদেশে চাকরি দিয়েছিলেন। পরে তাকেও গুলিতে ঝাঁঝরা হতে হয়েছে।

বিএনপির সমালোচনা করে মন্ত্রী বলেন, বাংলাদেশ উন্নত হোক বিএনপি চায় না। শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বে উন্নয়নের রোল মডেল করেছেন সেটা বিএনপি চায় না। তারা চায় বাংলাদেশে পাকিস্তান হোক।

শোক সভা ও মিলাদ মাহফিলে বক্তব্য রাখেন, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সেলিম ভূইয়া, কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট রাশেদুল কায়ছার জীবন প্রমুখ।
###

আখাউড়ায় জাতীয় শোক দিবসের আলোচনা সভায় আইনমন্ত্রী আনিসুল হক এমপি

 

botvনিউজ:

আগামী ২২ আগষ্ট পবিত্র ঈদ-উল আযহা। ইতিমধ্যেই ব্রাহ্মণবাড়িয়ার কোরবানীর পশুর হাটগুলো জমতে শুরু করেছে।
পবিত্র ঈদ-উল আজহাকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রায় সাড়ে ১৪ হাজার খামারে লক্ষাধিক কোরবানীর পশু প্রস্তুত করা হচ্ছে। খামারগুলোতে চলছে পশু হৃষ্টপুষ্ট করনের কাজ।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, খামারগুলোতে নজরদারী রাখা হচ্ছে যাতে করে ক্যামিক্যালের মাধ্যমে কোরবানির পশু মোটা তাজা করা না হয়।খামারীদের দাবি দেশে পর্যাপ্ত পরিমানে কোরবানির পশু রয়েছে। কোরবানী উপলক্ষে ভারত বা অন্য কোন দেশ থেকে যদি পশু আমদানি করা হয় তাহলে হুমকির মুখে পড়বে দেশীয় খামারীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, জেলায় প্রায় সাড়ে ১৪ হাজার খামার রয়েছে। এসব খামারে কোরবানীর জন্য প্রস্তুত রাখা হয়েছে ১ লাখ ৪ হাজার ৭ শ ৩৫ টি গবাদি পশু।
জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে গত বছর ব্রাহ্মণবাড়িয়া জেলায় ১ লাখ ৮১ হাজার পশু কোরবানি করা হয়। এবছরও সমপরিমান কোরবানির পশুর চাহিদা রয়েছে।

তবে খামারীরা বলছেন, চাহিদার অনুপাতে পর্যাপ্ত কোরবানির পশু মজুদ রয়েছে। এসব কোরবানীর পশুকে প্রাকৃতিক উপায়ে মোটা তাজা করনের জন্য খামারীরা প্রশিক্ষন নিয়ে দিন-রাত কাজ করছেন। কোরবানীর জন্য প্রস্তুত করা গবাদী পশুগুলোকে ঘাষ, খড়, খৈল, ভুষিসহ দেশীয় খাবারের মাধ্যমে হৃষ্টপুষ্ট করা হচ্ছে। খামারীরা জানায়, জেলায় যে পরিমান গবাদি পশু আছে তা দিয়েই কোরবানীর চাহিদা মেটানো সম্ভব।

এ ব্যাপারে সদর উপজেলার নাটাই (উত্তর) ইউনিয়নের আবুল বাশার জানান, কোরবানীর ঈদে বিক্রি করার জন্য তিনি গত এক বছর ধরে ১৬ গরু লালন পালন করছেন। তিনি জানান, গরুগুলোকে শুধুমাত্র ঘাষ, খড়, খৈল ও ভূষি খাওয়ান তিনি।

এ ব্যাপারে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা গণেশ চন্দ্র মন্ডল বলেন, ক্যামিক্যালের মাধ্যমে কোরবানির পশু যাতে মোটা তাজা করা না হয় সে ব্যাপারে জিরো টলারেন্স নীতি গ্রহন করা হয়েছে। তিনি বলেন, ক্যামিকেলের ব্যবহার রোধে নিয়মিত পর্যবেক্ষনের পাশাপাশি প্রাকৃতিক উপায়ে গবাদী পশু মোটা তাজা করনের জন্য খামারীদের প্রয়োজনীয় প্রশিক্ষন দেয়া হয়েছে।
###

 

খামারে কোরবানীর জন্য প্রস্তুত করা হয়ছেে লক্ষাধকি গরু

botvনিউজ:

নিরাপদ সড়কের দাবিতে ঢাকায় শিক্ষার্থীদের আন্দোলন চলার সময় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর নির্যাতনের প্রতিবাদে এবং জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মানববন্ধন পালিত হয়েছে।

রবিবার সকালে কসবা উপজেলা প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী। বক্তব্য রাখেন সাংবাদিক মোবারক হোসেন চৌধুরী নাছির, সজল আহাম্মেদ খান, প্রভাষক নজরুল ইসলাম, এস.এম নাছির উদ্দিন, গিয়াস উদ্দিন, জহিরুল ইসলাম জালাল, রাসেল প্রমুখ। মানববন্ধনে বক্তারা অবিলম্বে সাংবাদিক নির্যাতনকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি করে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের নিরাপত্তা বিধানে সরকারের কাছে দাবি জানান।
###

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে কসবায় সাংবাদিকদের মানববন্ধন

ফেসবুকে আমরা..