জাতির জনকের শাহাদাৎ বার্ষিকিতে ব্রাহ্মণবাড়িয়ায় মাসব্যাপি কর্মসূচি শুরু

botvনিউজ:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় মাসব্যাপি কর্মসূচি শুরু হয়েছে।বুধবার প্রথম দিনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে “প্রাথমিক শিক্ষা জাতীয়করণে বঙ্গবন্ধুর অবদান” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র নায়ার কবির।

সদর উপজেলা শিক্ষা অফিসার আবদুস সামাদ আকন্দ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভাঢ বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বনিক, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী।

এছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের উদ্যোগে মাসব্যাপি মিলাদ ও দোয়া, আবৃত্তি, আলোচনা, জাতীয় ও কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, আলোকচিত্র প্রদর্শনী, খাদ্য বিতরণ কর্মসূচি পালিত হবে।
###

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা..