botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অগ্নিকান্ডে পাঁচটি দোকান ভস্মিভূত হয়েছে। গত রবিবার মধ্যরাতে উপজেলার পুরাতন বাজারে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্য রড-সিমেন্ট, হার্ডওয়্যার, ওয়ার্কসপ ও মোটর পার্টসের দোকান রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাত আড়াইটার দিকে পুরাতন বাজারে জনতা শপিং টাওয়ার সংলগ্ন একটি টিনশেড দোকান ঘরে আগুন লাগে। মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী দোকানগুলোতে। এতে পাঁচটি দোকান পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মালেক অগ্নিকান্ডে পাঁচ দোকান ভস্মিভূত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
###

কসবায় অগ্নিকান্ডে ৫ দোকান ভস্মিভূত

botvনিউজ:

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় মনোয়ারা বেগম-(৫৫) নামে এক সিএনজিচালিত অটো রিক্সা যাত্রী নিহত হয়েছেন। এ সময় অটোরিক্সার অপর যাত্রী আহত হয়। সোমবার বেলা ১১টায় আশুগঞ্জ রেলগেইট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মনোয়ারা বেগম আশুগঞ্জ উপজেলার যাত্রাপুর গ্রামের নান্নু মিয়ার স্ত্রী। এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, প্রাণ গ্রুপের মালবাহী একটি কাভার্ড ভ্যান হবিগঞ্জ জেলা থেকে ঢাকায় যাওয়ার পথে বেলা ১১টায় আশুগঞ্জ রেল গেইট এলাকায় পৌছে যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিক্সাটিকে চাপা দেয়। এতে অটোরিক্সাটি দুমড়ে-মুচড়ে গিয়ে অটোরিকসা যাত্রী মনোয়ারা বেগম ঘটনাস্থলেই মারা যায়। অটোরিক্সার অপর যাত্রী বাতেন মিয়া আহত হন। আহত বাতেনকে উদ্ধার করে স্থানীয় হাসাপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হোসেন সরকারের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক কাভার্ড ভ্যানের চালক ও হেলপারকে আটক করা হয়েছে।
###

আশুগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-১ ॥ আটক-২

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ায় সদর আসনের (সদর ও বিজয়নগর) প্রয়াত সাংসদ ও জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট লুৎফুল হাই সাচ্চুর স্মরণে একটি তোরণ নির্মান করা হয়েছে। জেলা পরিষদের অর্থায়নে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার রামরাইল বাসস্ট্যান্ডের সামনে এই তোরনটি নির্মান করা হয়।

সোমবার দুপুর ১২টায় নব-নির্মিত তোরণটির উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল আলম। এ সময় রামরাইল বাসস্ট্যান্ড থেকে সোহাতা গ্রামে যাওয়ার প্রধান সড়কটি লুৎফুল হাই সাচ্চুর নামে নামকরণ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক সচিব মোঃ মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আমানুল হক সেন্টু, সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মিনারা আলম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হারুন অর রশীদ প্রমুখ।

উল্লেখ্য, অ্যাডভোকেট লুৎফুল হাই সাচ্চু ব্রাহ্মণবাড়িয়া-৩-(সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য থাকাবস্থায় গত ২০১০ সালের ২২ নভেম্বর মৃত্যুবরণ করেন। তিনি ৪০ বছরেরও বেশি সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন। ৭০’র নির্বাচনে গণপরিষদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।
###

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক সাংসদ লুৎফুল হাই সাচ্চুর নামে তোরণ উদ্বোধন

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দরে ফের আমদানি-রফতানি শুরু হয়েছে। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ছয় দিনের ছুটি শেষে সোমবার সকাল থেকে আমদানি-রফতানি কার্যক্রম ফের শুরু হয়। দিকে ৬দিন পর আমদানি-রফতানি কার্যক্রম শুরু হওয়ায় শ্রমিকদের মাঝে কর্মচাঞ্চল্য ফিরে আসে।

আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিককারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঈদুল আযহা উপলক্ষে গত ২১ আগস্ট থেকে ২৬ আগস্ট পর্যন্ত আখাউড়া স্থলবন্দরে ছুটি ঘোষণা করা হয়েছিল। ছুটি শেষে সোমবার সকাল থেকে আবারো আমদানি-রফতানি শুরু হয়। তিনি বলেন, সকাল থেকে মাছ, প্লাস্টিক ও সিমেন্টবোঝাই কয়েকটি ট্রাক ভারতে প্রবেশ করেছে।

আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের সহকারী উপ-পরিদর্শক আতিকুল ইসলাম জানান, ঈদের ছুটিতে আমদানি-রফতানি বন্ধ থাকলেও চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।
###

ঈদুল আযহার ছুটি শেষে আখাউড়া স্থল বন্দরে আমদানি-রফতানি শুরু

botvনিউজ:

ইসলামী যুব খেলাফত নবীনগর উপজেলা শাখা কমিটি গঠন উপলক্ষে গতকাল রবিবার সকাল ১০টায় স্থানীয় ইসলামী ঐক্যজোট কার্যালয়ে এক যুব প্রতিনিধি সম্মেলন মাওলানা সাদেকুল ইসলাম মহল্লীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী ঐক্যজোট জেলা সাংগঠনিক সম্পাদক মুফতী মোহাম্মদ এনামুল হাসান। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ঐক্যজোট কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাওলানা মেহদী হাসান, জেলা ইসলামী ঐক্যজোট নেতা হাজী মোবারক হোসেন, মাওলানা শাহীন মোল্লা, ইসলামী ঐক্যজোট নবীনগর উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মাসউদুর রহমান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মুফতী মোহাম্মদ এনামুল হাসান বলেন, যুব সমাজ হচ্ছে দেশ, জাতি ও ইসলামের আশা আকাঙ্খার প্রতিক। বর্তমান যুব সমাজের অবস্থা অত্যন্ত হতাশাজনক। ইসলামের দুশমনদের ষড়যন্ত্রের পাতা ফাদে পা দিয়ে যুব সমাজ তাদের গৌরবময় অতীত ইতিহাস ভুলতে বসেছে। যুবকদের নৈতিক চরিত্রের অবক্ষয় আজ গোটা জাতিকে পুঙ্গ করে দিচ্ছে।
তিনি আরো বলেন, যুবসমাজকে আল্লাহ প্রদত্ত যৌবনের মহা মূল্যবান সময়কে আল্লাহর হুকুম মতো পরিচালনা করার জন্য যুব সমাজকে ইসলামের ছায়া তলে আসার পাশাপাশি ইসলাম প্রতিষ্ঠার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে যেতে হবে।

যুব প্রতিনিধি সম্মেলনে মাওলানা সাদেকুল ইসলাম মহল্লীকে সভাপতি ও মাওলানা গাজী মাজহারুল হক যুক্তিশাহীকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট ইসলামী যুব খেলাফত নবীনগর উপজেলা কমিটি ঘোষণা করা হয়।
###

নবীনগরে ইসলামী যুব খেলাফতের সম্মেলন অনুষ্ঠিত

botvনিউজ:

বিজয়নগরে উপজেলা প্রশাসন আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব গতকাল রবিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। চাউড়া কবি সানাউল হক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত চুড়ান্ত পর্বে মুকুন্দপুর উচ্চ বিদ্যালয়কে হারিয়ে বিতর্ক বিষয়ের পক্ষ দল দাউদপুর উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। শ্রেষ্ঠ বক্তা হন বিজয়ি দলের দলনেতা আফরোজা সুলতানা শিনজা। চুড়ান্ত পর্বে বিতর্কের বিষয় ছিলো, ‘নৈতিক অবক্ষয়ই প্রশ্নপত্র ফাঁসের মূল কারণ’।

বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী আফরোজের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন। বিশেষ অতিথি ছিলেন বিজয়নগর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ তানভীর ভুইয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার মিলনকৃষ্ণ হালদার, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারন সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, চাউড়া কবি সানাউল হক উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ বশির আহমেদ। প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ের ৩২টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ৭৫ পরবর্তী সময় থেকেই নৈতিক অবক্ষয়ের রাজনীতি শুরু হয়েছে। এ বিষয়ে এখনই কাজ শুরু করতে হবে। সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে।
###

বিজয়নগরে বিতর্ক প্রতিযোগিতা

botvনিউজ:

সরাইলের পানিশ্বরে মেঘনা নদীর কড়াল গ্রাস থেকে রক্ষার জন্য সাময়িক ভাবে বালির বস্তার বাঁধের উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার সকালে শাখাইতি গ্রামের জিল্লু মিয়ার মাঠের নিকটে নদীতে বস্তা ফেলে প্রকল্পের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডঃ জিয়াউল হক মৃধা। ইউপি চেয়ারম্যান মো. দ্বীন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধন পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এমপি। ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ শাহজাহান আলম সজুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ শাহিনুজ্জামান, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক মোঃ মাহফুজ আলী, বর্তমান যুগ্ম সম্পাদক জিয়াউল ইসলাম জজ মিয়া,

আশুগঞ্জ জাপার সভাপতি মেরাজ সিকদার, সাবেক ইউপি সদস্য মোঃ মোস্তফা ও ঠিকাদার মোঃ রুবেল সিকদার। জেলা পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় লোকজন জানায়, গত কয়েক বছরের বিরামহীন ভাঙ্গনে মেঘনায় বিলীন হয়ে গেছে মূল পানিশ্বর গ্রাম। আর এখন নিয়মিতই নদী গিলে খাচ্ছে শাখাইতি গ্রামের বাড়িঘর। সম্প্রতি দরিদ্র পাল সম্প্রদায়ের বাড়ি, ১৫-২০টি চাতাল মিল ও শতাধিক বসতঘর নদীতে বিলীন হয়ে গেছে। প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা একাধিকবার নদী ভাঙ্গন পরিদর্শনও করেছেন। এমপি ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের চেষ্টায় নদী ভাঙ্গনরোধে সাময়িকভাবে ২০ লাখ টাকার একটি প্রাথমিক প্রকল্প অনুমোদন পেয়েছে। ৭৭ মিটার জন গুরুত্বপূর্ণ স্থান সমূহে বালুর বস্তা ফেলে ভাঙ্গন তান্ডব সাময়িকভাবে রোধ করাই এ প্রকল্পের মূল লক্ষ্য। পর্যায়ক্রমে আরো প্রকল্প আসবে। প্রধান অতিথি বলেন, এখানকার সমস্যার কথা আমি সংসদে বলেছি। প্রধানমন্ত্রী নোটও করেছেন। দ্রুতই আরো বড় প্রকল্প আসছে।

আমার সময়ের মধ্যেই সরাইল-পানিশ্বর সড়কের কাজ হবে। স্থায়ী বেড়িবাঁধও হবে। আজবপুর ও মেঘনায় ভারতের বড় বড় জাহাজ নোঙ্গর করবে। মেঘনা অভিশাপ নয়, আশির্বাদও। এখানকার মানুষের জীবনমানের পরিবর্তন ঘটবে। অর্থনৈতিক ভাবে তারা উন্নতি সাধন করবে। তিনি বলেন, দেশকে জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদের হাত থেকে রক্ষা করতে হলে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে ক্ষমতায় থাকতে হবে। মহাজোটেই নির্বাচন হবে। আর এ আসন থেকে আমিই মনোনয়ন পাব। জাপার মনে কষ্ট দিয়ে আওয়ামীলীগ ক্ষমতায় থাকতে পারবে না। বিএনপি নির্বাচনে না আসলে জাপা ৩’শ আসনেই মনোনয়ন দিবে।
###

পানিশ্বরে মেঘনায় গ্রামরক্ষা বাঁধের উদ্বোধনকালে জিয়াউল হক মৃধা এমপি

botvনিউজ:

দীর্ঘ ২৬ ঘন্টা অন্ধকারে রয়েছে সরাইল সদরের ৭ মার্কেট ও অর্ধশতাধিক বাড়ি-ঘর। ফলে ভাদ্র মাসের এই ভ্যাঁসপা গরমে অতিষ্ট হয়ে ওঠেছে জনজীবন। হাসপাতাল মোড়ের বৈদ্যুতিক ট্রান্সফরমারের সামান্য ক্রুটির জন্য এমন দুর্ভোগের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় পিডিবি’র কর্মচারিরা। নির্বাহী প্রকৌশলী ছুটিতে তাই গত শনিবার বিকেল থেকে সারারাত দফায় দফায় চেষ্টা করেও সমস্যা সমাধান করতে পারেনি পিডিবি’র লোকজন।

পিডিবি’র লোকজন ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত শনিবার বিকাল ৫ টার দিকে হঠাৎ করে সরাইল সদরের বিদ্যুৎ চলে যায়। আধা ঘন্টা পর সব জায়গায় বিদ্যুৎ আসলেও বাতি গুলো লাফাতে থাকে। পরে প্রায় ঘন্টা খানেক চলে বিদ্যুৎ যাওয়া আসার খেলা। এক সময় কিছুটা স্থির হয়। কিন্তু হাসপাতাল মোড় থেকে সরাইল সদরে প্রবেশের সড়কের দু’পাশে গড়ে ওঠা মোল্লা মার্কেট (১), মোল্লা মার্কেট (২), হাজী সানু মোল্লা মার্কেট, গার্লস স্কুল রোড মার্কেট, গার্লস স্কুল মার্কেট, মিজান ঠাকুর মার্কেট ও সমুদ্র মার্কেট ছিল গতকাল বিকাল সাড়ে ৫টা পর্যন্ত অন্ধকারে। সেই সাথে মার্কেটের আশপাশের প্রায় অর্ধশতাধিক বাড়িÑঘরেও ছিল না বিদ্যুৎ।

ভাদ্র মাসের এ ভ্যাঁসপা গরমে সারারাত শিশু বাচ্চা নিয়ে ঘুমায়নি অনেকেই। সদ্য সমাপ্ত হওয়া কোরবানীর মাংস নিয়ে সকলেই পড়েছেন অবর্ণনীয় কষ্টে। মাংসকে পঁচনের হাত থেকে রক্ষার জন্য অনেককে গাড়িতে করে অন্যত্র স্বজনদের বাড়িতে পাঠাতেও দেখা গেছে। রাত শেষে গতকাল শনিবার সকাল থেকে অধীর আগ্রহে লোকজন অপেক্ষা করছিল বিদ্যুতের। কিন্তু ছোট সমস্যা বললেও সারাদিনেও সমাধান করতে পারছিলেন না পিডিবি কর্তৃপক্ষ। অবশেষে বিকাল সাড়ে ৫টার দিকে দেখা মিলে কাঙ্খিত বিদ্যুতের।

এ বিষয়ে সরাইল পিডিবি’র (বিক্রয় ও বিতরণ বিভাগ) নির্বাহী প্রকৌশলী মো. মাঈনুদ্দিন জুয়েল ২৪ ঘন্টারও অধিক সময় বিদ্যুৎ না থাকার কথা স্বীকার করে বলেন, একটি ট্রান্সফরমার ডেথ হয়ে গিয়েছিল। আমার লোকজন কাজ করে এটি ঠিক করেছে। তাই এত সময় লেগেছে। জরুরী কাজে ব্যবহারের জন্য অফিসে অতিরিক্ত ট্রান্সফরমার বরাদ্ধ আছে কিনা? এমন প্রশ্নের উত্তেরে তিনি বলেন, আছে। তাও ওইটাকে মেরামত করে নিলাম। এটা আসলে টেকনিকেল বিষয়।
###

২৬ ঘন্টা অন্ধকারে সরাইলের ৭ মার্কেট

ফেসবুকে আমরা..