botvনিউজ:
বিজয়নগরে উপজেলা প্রশাসন আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব গতকাল রবিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। চাউড়া কবি সানাউল হক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত চুড়ান্ত পর্বে মুকুন্দপুর উচ্চ বিদ্যালয়কে হারিয়ে বিতর্ক বিষয়ের পক্ষ দল দাউদপুর উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। শ্রেষ্ঠ বক্তা হন বিজয়ি দলের দলনেতা আফরোজা সুলতানা শিনজা। চুড়ান্ত পর্বে বিতর্কের বিষয় ছিলো, ‘নৈতিক অবক্ষয়ই প্রশ্নপত্র ফাঁসের মূল কারণ’।
বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী আফরোজের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন। বিশেষ অতিথি ছিলেন বিজয়নগর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ তানভীর ভুইয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার মিলনকৃষ্ণ হালদার, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারন সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, চাউড়া কবি সানাউল হক উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ বশির আহমেদ। প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ের ৩২টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ৭৫ পরবর্তী সময় থেকেই নৈতিক অবক্ষয়ের রাজনীতি শুরু হয়েছে। এ বিষয়ে এখনই কাজ শুরু করতে হবে। সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে।
###
Leave a Reply