botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ায় স্বামী কর্তৃক স্ত্রীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকালে শহরের মেড্ডা এলাকায় ঘটনাটি ঘটেছে। নিহত গৃহবধূর নাম রজিনা বেগম(৩৫)। সে দুই সন্তানের জননী। নিহতের স্বজনের অভিযোগ, পারিবারিক কলহের জের ধরে স্বামী স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া বিবাদ হত। আজ সকালে নিহত গৃহবধু ঘুম থেকে না উঠায় পরিবারের অন্য সদস্যরা তার ঘরে গিয়ে ডাকা ডাকি করে। পরে কোন সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে তার মরদেহ দেখতে পায়।

পরিবারের লোকজন জেলা সদর হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নবীর হোসেন জানান, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ওসি আরো জানান ঘটনার পর থেকেই নিহতের স্বামী রফিক মিয়া তার দুই সন্তানকে নিয়ে পলাতক রয়েছে।

###

ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রীকে খুন করে সন্তানকে নিয়ে পালিয়েছে স্বামী

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় আজ বুধবার দিনভর বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদক বিরোধী প্রচার-প্রচারনা,স্কুলের শিক্ষার্থীদের নিয়ে মাদক বিরোধী শপথ,দুর্নীতি-ইভটিজিং, জঙ্গীবাদ প্রতিরোধ ও বৃক্ষরোপন সপ্তাহ উদ্ভোধন করা হয়েছে।

সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় ও ধারিয়ারচর হাজী ওমর আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী শপথ বাক্যপাঠ করানো হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো,শরিফুল ইসলাম।

শপথ বাক্যপাঠ করান উপজেলা মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন।অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও শিক্ষকগন অংশগ্রহন করে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি প্রতিরোধ,বাল্যবিয়ে ও মাদকের কুফল নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়।

###

 

বাঞ্ছারামপুরে পুলশিরে উদ্যোগে মাদক বরিোধী শপথ,সাথে বৃক্ষ রোপন

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় যান্মাসিক পরীক্ষা চলাকালে পাশের ছাত্রকে খাতা না দেখানোর অভিযোগ দশম শ্রেণীর ছাত্র মোঃ রিয়াজউদ্দিন শুভকে বেদম মারধোর করেছে দৃর্বত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার বাদৈর ইউনিয়নের মান্দারপুর উচ্চ বিদ্যালয়ে।

আহত রিয়াজ উদ্দিন শুভ মান্দারপুর গ্রামের মুক্তিযোদ্ধা মরহুম সুজাউদ্দিন ভূইয়ার ছেলে। এ ঘটনায় আহত রিয়াজের মা হ্যাপি আক্তার বাদি হয়ে ১৩ জনকে আসামী করে কসবা থানায় একটি মামলা দায়ের করেছেন।

এলাকাবাসী ও থানায় দায়েরকৃত মামলা থেকে জানা গেছে, মান্দারপুর উচ্ছ বিদ্যালয়ে বর্তমানে ষান্মাসিক পরীক্ষা চলছে। রিয়াজ পরীক্ষা চলাকালে তার লিখিত খাতা পাশের ছাত্র রায়হানকে দেখতে না দেয়ায় সে ক্ষিপ্ত হয়। গত শনিবার সকালে রিয়াজ পরীক্ষা দেয়ার জন্য স্কুলের উদ্দেশ্যে রওয়ানা হলে পথিমধ্যে রায়হানের নেতৃত্বে একদল দুর্বৃত্ত আতর্কিত হামলা চালিয়ে রিয়াজকে বেদম মারধোর করে। পরে খবর পেয়ে তার আত্মীয় স্বজন ঘটনাস্থলে গিয়ে রিয়াজকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় রিয়াজের মা শনিবার রাতে কসবা থানায় ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে।

এ ব্যাপারে কসবা থানায় এস.আই ও মামলার তদন্তকারী কর্মকর্তা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
##

পরীক্ষা চলাকালে খাতা না দেখানোকে কেন্দ্র করে কসবায় স্কুল ছাত্রকে মারধোর

 

botvনিউজ:

জায়গা-সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ছোট দুই ভাইয়ের হাতে আমজাদ হোসেন-(৩৫) নামে বড় ভাই খুন হয়েছেন। রোববার সকাল সাড়ে ১১টায় উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আমজাদ কাশিনগর গ্রামের শওকত হোসেনের ছেলে। ঘটনার পর পরই ঘাতক দুই ভাই কাউছার মিয়া ও উসমান মিয়া পালিয়ে যায়।

নিহতের পারিবার জানায়, পৈতৃক সম্পত্তি নিয়ে আমজাদের সাথে তার আপন ছোট দুই ভাই কাউছার এবং উসমানের বিরোধ চলে আসছিল। আমজাদ এ বছর তার মাকে হজ্বে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

হজে যাওয়ার আগেই তিনি তার ভাইদের সাথে সম্পত্তি নিয়ে বিরোধ মিটিয়ে ফেলবেন বলে কথা দিয়েছিলেন। রোববার সকালে বাকবিতন্ডার এক পর্যায়ে কাউছার ও উসমান ধারালো অস্ত্র দিয়ে আমজাদকে এলোপাথাড়ি কোপাতে থাকে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী পারভিন বেগম বলেন, দীর্ঘ দিন ধরে আমার স্বামীকে আমার দুই দেবর ওসমান ও কাউসার মিলে মোটা অংকের টাকা দেওয়ার জন্য চাপ দিতে থাকে। রোববার সকালে তারা আমার ঘরে এসে টাকার জন্য হুমকি-ধামকি দিতে থাকে। পরে এক পর্যায়ে টাকা দিতে অনীহা প্রকাশ করলে তারা দুই ভাই মিলে দেশীয় অস্ত্র দিয়ে আমার স্বামীর সারা শরীরে এলোপাতাড়ি কুপাতে থাকে।

পরে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলী আরশাদ বলেন, এ ঘটনায় এখনো মামলা হয়নি। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ ব্যাপারে অতিরিক্তি পুলিশ সুপার মোঃ ইকবাল হোসাইন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
###

বিজয়নগরে ছোট ভাইদের হাতে বড় ভাই খুন

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে আগামী ১৪ জুলাই অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন“এ”প্লাস ক্যাম্পেইন সফলের লক্ষ্যে গতকাল বুধবার উপজেলা পর্যায়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরন সভায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসউদ পারভেজ মজুমদার, উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ, ইউপি চেয়ারম্যান ফয়েজ উদ্দিন ভুইয়া, ইউপি চেয়ারম্যান মোঃ ওয়াছ আলী,ইউপি চেয়ারম্যান এটিএম মোজাম্মেল হক, মেডিকেল অফিসার ডাঃ মুকবুল হোসেন,ডাঃ আওয়াতিক ইবনে মতিন,ডাঃ শোয়েব মোহাম্মদ শাহরিয়ার,ডাঃ কাওসার হাবিব।

অবহিতকরণ সভায় জনপ্রতিনিধি,এনজিও প্রতিনিধি ও সাংবাদিকসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
###

জাতীয় ভিটামিন“এ”প্লাস ক্যাম্পেইন উপলক্ষে নাসিরনগরে অবহিতকরণ সভা

 

 

 

 

 

 

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিনা পাসপোর্টে ভারতে যাওয়ার সময় দুইজনকে করেছে ২৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়ার উপজেলার সীমান্তবর্তী সেনারবাদী এলাকা থেকে তাদেরকে আটক করা হয় ।

আটককৃতরা হলেন, সরাইল উপজেলার দক্ষিণ আরিফাইল গ্রামের মোঃ শহিদ মিয়ার ছেলে মোঃ মনির মিয়া-(২৪) এবং একই উপজেলার জসিম মিয়ার স্ত্রী মোছাঃ সাজেদা বেগম- (২৫)। বিজিবি সূত্র জানায়, আটক দু’জনকে আখাউড়া থানায় সোর্পদ করা হয়েছে।
###

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় আখাউড়ায় মহিলাসহ দুইজন গ্রেপ্তার

 

 

 

 

 

 

 

 

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদক বিরোধী বিশেষ অভিযানে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার সিঙ্গারবিল ও বিষ্ণুপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তবে গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয় জানা যায়নি।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলী আরশাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৩ জন মাদক ব্যবসায়ী এবং নিয়মিত মামলার দুইজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে গ্রেপ্তারকৃতদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মাদক বিরোধী অভিযানে বিজয়নগরে ১৩ জন গ্রেপ্তার

botvনিউজ:

মাদক ব্যবসাসহ এলাকায় বিভিন্ন ধরনের অবৈধ কর্মকান্ডে বাঁধা প্রদান করায় জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সামসুজ আমান চৌধুরী (পারভেজ) ও তার পরিবারের লোকজনকে দুস্কৃতিকারীরা হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় পৌর এলাকার পশ্চিম মেড্ডার ৭০/১ “ চৌধুরী প্লাজা” এর বাসিন্দা আলী আশরাফ চৌধুরীর ছেলে ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সামসুজ আমান চৌধুরী পারভেজ বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার সদর মডেল থানায় পূর্ব মেড্ডার অহিদ মিয়ার ছেলে অন্তর-(২২), মধ্য মেড্ডার মৃত হিরা মিয়ার ছেলে শাকিল ও পূর্ব মেড্ডার আলাউদ্দিনের ছেলে খায়রুল বিল্লাহর নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা আরো ১০/১৫জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। ( জিডি নং-৮৪৬, তারিখ ১৪/০৬/২০১৮)।

অভিযোগে পারভেজ দাবি করেন, আসামীরা দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপসহ মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। পারভেজ এসব অসামাজিক কার্যকলাপে বাঁধা ও নিষেধ করলে তার সাথে আসামীদের বিরোধের সৃষ্টি হয়। এই বিরোধের জের ধরে গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে আসামীরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে পারভেজের বাসায় চড়াও হয়। তারা পারভেজ ও তার পরিবারের লোকজনকে অকথ্য ভাষায় গালাগালি করে ও

বাসার দরজা-জানায় ঢিল ছুড়ে ও কুবাইয়া ক্ষতি সাধন করে। বাড়ির লোকজনের চিৎকারের এলাকার লোকজন এগিয়ে আসলে তারা চলে যাওয়ার সময় পারভেজ ও তার পরিবারের লোকজনকে যেখানেই পাবে সেখানেই খুন করে লাশ গুম করে ফেলবে বলে হুমকি প্রদান করে। এ ঘটনায় পারভেজ ও তার পরিবারের লোকজন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নবীর হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ছাত্রলীগ নেতা পারভেজ ও তার পরিবারকে হত্যার হুমকি ॥ থানায় জিডি

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ায় এ্যাম্বুলেন্স ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ্যাম্বুলেন্স মালিক ও সদ্য সরকারি চাকুরীতে অবসরে যাওয়া মোঃ রফিককে (ড্রাইভার রফিক) মারধোর করেছে ক্যাডাররা।শনিবার দুপুরে জেলা সদর আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সামনে এ ঘটনা ঘটে। আহত রফিককে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত রফিক অভিযোগ করেছেন ক্যাডাররা তার কাছ থেকে ৫ লাখ টাকা নিয়ে যায়।

হাসপাতালে আহত রফিক বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় এ্যাম্বুলেন্স ব্যবসাকে কেন্দ্র করে মালিকদের মধ্যে ক্ষোভ রয়েছে। হাসপাতালের অভ্যন্তরে কাচালঙ্কা নামক একটি দোকান ভাড়া নিয়ে রনি নামক এক যুবক হাসপাতালের রোগীদের জোর করে তার নিয়ন্ত্রনাধীন এ্যাম্বুলেন্সে তুলে দেয়। এতে করে অন্যান্য এ্যাম্বুলেন্স মালিকরা ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এছাড়াও রনি হাসপাতালের ভেতরে থাকা কাচা লংকা নামক দোকানে বিভিন্ন ধরনের অবৈধ ব্যবসা করেন।

এনিয়ে রনির সাথে তার সম্পর্ক ভালো যাচ্ছেনা। আহত রফিক দাবি করেন, তিনি সম্প্রতি ঢাকা থেকে একটি এ্যাম্বুলেন্স কিনেছেন। গতকাল শনিবার তিনি ঢাকার মালিককে ৫ লাখ টাকা দেওয়ার কথা ছিল। বিষয়টি জানতে পেরে রনি তার পেছেনে লোক লাগিয়ে রাখে। দুপুর ২টার দিকে আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সামনে রনি, তার ভাই সোহেল, বন্ধু সিফাত, তনয়, উত্তম ও রাজু তাকে বেদম মারধোর করে তার কাছে থাকা ৫ লাখ টাকা নিয়ে যায়।

তিনি বলেন, এ ঘটনায় তিনি থানায় মামলা দায়ের করবেন।
এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নবীর হোসেন বলেন, বিষয়টি আমি শুনেছি, তবে এ ঘটনায় এখনো থানায় কোন অভিযোগ দেওয়া হয়নি।

এ্যাম্বুলেন্স মালিক রফিককে বেদম মারধোর ॥ ৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ২০১৮-২০১৯ অর্থবছরের জন্য ৩২ কোটি ৫৮ লাখ ৭৮ হাজার ৭৮৪ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় স্থানীয় সুর স¤্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে পৌরসভার মেয়র নায়ার কবির প্রস্তাবিত এই বাজেট ঘোষণা করেন।

বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র. আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ এ.এস.এম. শফিকুল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্সের সভাপতি আজিজুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রেজাউল কবীর প্রমুখ। অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এবারের বাজেটে সম্ভাব্য আয় ধরা হয়েছে ৩২ কোটি ৫৮ লাখ ৭৮ হাজার টাকা। আর সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৩১ কোটি ৯ লাখ টাকা এবং সমাপনী স্থিতি ১ কোটি ৫০ লাখ টাকা।

বাজেটে আয়ের খাত হিসেবে পৌরকর, রেইট, লাইসেন্স ফি, হাটবাজার, পুকুর ও টার্মিনাল ইজারা এবং পৌর সম্পত্তির ভাড়া ইত্যাদি এবং ব্যায়ের খাত হিসেবে জলবায়ু পরিবর্তন, হাট বাজার উন্নয়ন, ট্রাক টার্মিনাল নির্মাণ, শিশু পার্ক নির্মাণ, পৌর মিলনায়তন এবং পশুর হাট সম্প্রসারণ, বাণিজিক মার্কেট নির্মাণ ও সৌন্দর্যবর্ধনের কথা উল্লেখ করা হয়েছে।

পরে দুপুর সাড়ে ১২টায় পৌরসভার মাহবুবুল হুদা সভা কক্ষে বাজেটের উপর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলন মেয়র নায়ার কবির ও পৌর কর্মর্কতারা বাজেটের বিভিন্ন দিক নিয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন।

সংবাদ সম্মেলনে পৌরসভার সচিব সৈয়দ আবুজর গিফারী, নির্বাহী প্রকৌশলী নিকাশ চন্দ্র মিত্র, সহকারি প্রকৌশলী কাউছার আহমেদ, হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ গোলাম কাউসার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ.আ.ম রশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পীসহ জেলায় কর্মরত বিভিন্ন ইলেক্ট্রনিক, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
###

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাড়ে ৩২ কোটি টাকার বাজেট ঘোষণা

ফেসবুকে আমরা..