botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় র‍্যাব-১৪ এর ভ্রাম্যমাণ আদালতে ৯ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩০০ গ্রাম গাঁজা ও ২লিটার দেশীয় মদ।
রবিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে কয়েক ঘন্টাব্যাপী রাত পর্যন্ত জেলা শহরের পৌরসভার আশপাশ এলাকায়  ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা।

র‍্যাব-১৪ জানান, ভ্রাম্যমাণ আদালতে আটকের পর ৯ জন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্তদের মধ্যে জেলা শহরের মধ্যপাড়ার আনোয়ার হোসেনের ছেলে কামাল মিয়া(৪২), শিমরাইলকান্দির আলী আকবরের ছেলে সুমন মিয়া (৩৪), উপজেলার শাহবাজপুরের মৃত তাজুল ইসলাম ছেলে সেলিমকে (২৮) ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৭ দিনের কারাদণ্ড।

এছাড়া পৈরতলার হাবীব মিয়ার ছেলে জোনাইদ মিয়া (২৫) কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। পশ্চিম ফুলবাড়িয়ার ফরিদ মিয়ার ছেলে সাদির মিয়া (৪০), শান্তিবাগের মাহির মিয়ার ছেলে সিদ্দিক মিয়া (৪২), উত্তর পৈরতলার নজিমুদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (৪২), কান্দিপাড়ার রশিদ মিয়ার ছেলে সাচ্চু মিয়া(৪৫) ও ফুলবাড়িয়ার আবরু মিয়ার ছেলে আবু সামাদ (৪৯)কে ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।
র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পরিচালক মাহফুজুর রহমান আটক মাদক সেবীদের ভ্রাম্যমান আদালতে সাজার বিষয়টি নিশ্চিত করেন।

ভ্রাম্যমাণ আদালতে ৯ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান ।

 

সিনিয়র সহ-সভাপতি পদে দুইজন- আল-আমীন শাহীন ও কাউছার এমরান।

সাধারণ সম্পাদক পদে দুইজন  জাবেদ রহিম বিজন  ও দীপক চৌধুরী বাপ্পি ।

botv নিউজ:

বিনাপ্রতিদ্বন্ধিতায় সভাপতি সহ ৯ পদপ্রার্থী নির্বাচিত ॥ সিনিয়র সহ সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আজ ভোট গ্রহণ ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এই নির্বাচনে ইতোমধ্যে বিনাপ্রতিদ্বন্ধিতায় সভাপতি পদ সহ ৯ পদপ্রার্থী নির্বাচিত হয়েছেন । নির্বাচনে সিনিয়র সহ সভাপতি ও সাধারণ সম্পাদক দুটি পদে ভোটগ্রহণ হবে । এর মধ্যে সিনিয়র সহ সভাপতি পদে আল আমীন শাহীন এবং আ ফ ম কাউসার এমরান , সাধারণ সম্পাদক পদে দীপক চৌধুরী বাপ্পী এবং জাবেদ রহিম বিজন প্রতিদ্বন্ধিতা করছেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব নির্বাচনের নির্বাচন কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহের নিগার সাক্ষরিত পত্রে জানা গেছে, বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিতরা হচ্ছেন সভাপতি পদে খ আ ম রশিদুল ইসলাম,

সহ সভাপতি পদে মফিজুর রহমান লিমন ,

যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ বাহারুল ইসলাম মোল্লা,

কোষাধ্যক্ষ পদে নজরুল ইসলাম শাহজাদা,

দপ্তর সম্পাদক পদে ফরহাদুল ইসলাম পারভেজ,

পাঠাগার ও ক্রীড়া সম্পাদক পদে মোশাররফ হোসেন বেলাল,

সাংস্কৃতিক ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে শিহাবউদ্দিন বিপু ,

কার্যকরী সদস্য পদে শাহজাহান সাজু ও মজিবুর রহমান খান।

৭মে-২০১৮ইং প্রেস ক্লাব মিলনায়তনে দুপুর ২ টা থেকে ৫ টা পর্যন্ত এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

###

৭মে নিবার্চন, কে হবে প্রেসক্লাব সম্পাদক/সহ-সভাপতি।

                                                                                   নিহত কামরুল


botv নিউজ:

নুরুন্নবী ভুইয়া, (ব্রাহ্মণবাড়িয়া) আখাউড়া থেকে: আখাউড়ায় দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় আহত ১০ জনের মধ্যে কামরুল মিয়া (১৮) নামে এক যুবক গতকাল বৃহস্প্রতিবার দুপুরে ঢাকায় মারাগেছে। নিহত কামরুলের বাড়িতে চলছে শোকের মাতম। গোটা গ্রাম জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

এদিকে আজ দুপুরে এই হত্যাকান্ডের ঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে। অন্যরা বাড়িঘরে তালা দিয়ে গ্রাম ছেড়ে পালিয়েছে।
স্থানীয় দক্ষিন ইউনিয়ন চেয়ারম্যান মো: জালাল উদ্দিন জানায়, বুধবার সকাল ৬টায় আখাউড়া নুরপুর গ্রামের কামরুল মিয়ার পরিবারের সাথে জজ মিয়ার পরিবারের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এই সংঘর্ষে কামরুল মিয়া ও তার ভাই ইকবাল মিয়াসহ দুই পরিবারের ১০জন আহত হয়।

নিহত কামরুলের বোন


কামরুল ও ইকবালকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল থেকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিক্যালে পাঠানো হয়। বাকীদের আখাউড়া হাসপাতালে ভর্তি করা হয়। আজ বৃহস্প্রতিবার দুপুর ১২১২টায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় কামরুল মারাগেছেন। পুলিশ জানিয়েছেন, কামরুল হত্যাকান্ডের ঘটনায় ইমান মিয়া (২৫), জজ মিয়া (৫৫) ও শরীফ মিয়া (২৮)কে গ্রেফতার করা হয়েছে।

নিহত কামরুলের ভাই


এদিকে আজ দুপুরে সরেজমিন নুরপুর গ্রামে গিয়ে দেখাগেছে, কামরুলের বাড়িতে শোকের মাতম চলছে। কামরুলের ভাইবোনের ভাইহারানো আহাজারী আর কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশ। ছোট ভাই মহসীন, বোন, চাচী ও চাচাসহ স্বজনরা শোকে কান্নায় মাটিতে লুটিয়ে পড়ছেন। ঢাকায় লাশের সাথে কামরুলের মা শোকে কান্নায় জ্ঞান হারিয়েছেন বলেও তাদের স্বজনরা জানায়।

এ ব্যাপারে আখাউড়া থানার ওসি তদন্ত আরিফ আমিন জানান, কামরুল হত্যাকান্ডের ঘটনায় ইতিমধ্যে ৩৩ খুনিকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতার করতে অভিযান চলছে।

আখাউড়ায় দুইপক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ১০। নিহতের বাড়িতে শোকের মাতম

botv নিউজ:

কালিসীমা দক্ষিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মানের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে মোকতাদির চৌধুরী এমপি বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে।

ব্রাহ্মণবাড়িয়ার অভাবনীয় উন্নয়নের রূপকার, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আওয়ামী লীগের সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, আমি কথা মালায় নয়, কাজে বিশ্বাসী। আমি মানুষের কষ্ট অনুধাবন করি। আমি আপনাদের সেবক হয়েই বাঁচতে চাই। সারাজীবন আপনাদের সেবা করতে চাই।

তিনি গতকাল শুক্রবার সকালে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের কালিসীমা দক্ষিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

কালিসীমা দক্ষিন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ডা. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মোকতাদির চৌধুরী এমপি আরো বলেন, শিক্ষার কোন বিকল্প নেই। যে জাতি যত শিক্ষিত, সে জাতি তত উন্নত। তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষার উন্নয়নে সরকার বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ে তুলতে নিরলসভাবে কাজ করছে। বিশ্বের কাছে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। তিনি শিক্ষার ক্ষেত্রে বর্তমান সরকারের কর্মকান্ডের ফিরিস্তি তুলে ধরে বলেন, বর্তমান সরকারের আমলে শিক্ষার ক্ষেত্রে অভাবনীয় উন্নয়ন হয়েছে। বছরের প্রথম দিনে সরকার শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দিচ্ছে। যা বিশে নজিরবিহীন। সরকার শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন ও ডিজিটাল পদ্ধতি চালু, নারী শিক্ষার প্রসারে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

তিনি বলেন ঘরে ঘরে বিদ্যুত, কমিউনিটি ক্লিনিক চালু করে স্বাস্থ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌছে দিয়েছে সরকার। তিনি বলেন সরকারি বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা নিয়ে আমি সারা ব্রাহ্মণবাড়িয়া শিক্ষার আলো ছড়িয়ে দিতে কাজ করছি। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানো ও দেশপ্রেমের চেতনায় গড়ে তুলতে হবে।

তিনি বলেন বর্তমান সরকারের যে উন্নয়ন কর্মকান্ড করছে তা রক্ষনাবেক্ষনের দায়িত্ব আমাদের সকলের।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মাহবুবুল আলম খোকন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাবিবুল¬াহ বাহার, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডঃ তাসলিমা সুলতানা খানম নিশাত, জেলা পরিষদের সদস্য বাবুল মিয়া, নাটাই দক্ষিন ইউপি চেয়ারমান নাজমুল হক, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুস সামাদ আকন্দ, জেলা আওয়ামীলীগের সদস্য নুরুল আমীন, শাহ আলম, সাবেক চেয়ারম্যান মোঃ হোসেন ও কদর আলম মাহবুব।

অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক,সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,শিক্ষক ও এলাকার গন্যমান ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা সদর উপজেলা যুবলীগের সভাপতি আলী আজম।
###

কালিসীমা দক্ষিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মানের ভিত্তিপ্রস্তর স্থাপন

botv নিউজ:

ব্রাহ্মণবাড়িয়ায় চলমান পদ্ধতিতে জেএসসি ও এসএসসি পরীক্ষা অনুষ্ঠানের দাবিতে স্কুল ছাত্রদের ডাকা ছাত্র সমাবেশের মাইক ছিনিয়ে নিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার বেলা ১১টায় বঙ্গবন্ধু স্কয়ারের সামনে ছাত্র সমাবেশ চলাকালে এই ঘটনা ঘটে। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে,  বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে স্কুলের শিক্ষার্থীরা শহরের প্রাণকেন্দ্র বঙ্গবন্ধু স্কয়ারের সামনে ছাত্র সমাবেশ শুরু হয়।

সমাবেশের খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রেজাউল কবিরের নেতৃত্বে পুলিশ অনুষ্ঠানস্থলে গিয়ে ছাত্র সমাবেশে বাঁধা প্রদান করে ও তাদের কাছ থেকে মাইক ছনিয়ে নেয়।

এ ব্যাপারে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্রাহ্মণবাড়িয়ার আহবায়ক মুহয়ী শারদ বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালনে পুলিশ বাঁধা দিয়েছে। পুলিশ তাদের কাছ থেকে মাইক ছিনিয়ে নিয়েছে।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রেজাউল কবির বলেন, আমরা মাইক নেইনি, মাইকওয়ালা নিজেই মাইক নিয়ে গেছে। তাদের দাবিগুলো জেলা প্রশাসকের ম্যাধমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে স্মারকলিপি দিতে আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি।
###

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র সমাবেশের মাইক ছিনিয়ে নিয়েছে পুলিশ

botv নিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরের প্রধান বাজার ইজারা মুক্ত ঘোষনা করেছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম। গত বুধবার রাতে বাজারের ব্যবসায়ীদের সাথে মতবিনিময়কালে আনুষ্ঠানিকভাবে এই ঘোষনা দেয়া হয়। এছাড়াও তিনি বাজারের রাস্তাঘাটের

উন্নয়নসহ গভীর নলকূপ স্থাপন, টয়লেট নির্মাণ, ড্রেন সংস্কার, ফায়ার সার্ভিসের সেবা নিশ্চিত করারও আশ্বাস দেন। নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে বাজার কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ আবুল হাসেমের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা

নির্বাহী কর্মকর্তা মোঃ মাসউদ পারভেজ মজুমদার, মুক্তিযোদ্ধা হাজী আবদুল বাকি, ব্যবসায়ী হাজী ওয়াজিল চৌধুরী, কাজল জ্যোতি দত্ত সহ ব্যবসায়ীগন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য এই প্রথমবারের মত নাসিরনগর বাজারকে ইজারামুক্ত করায় বি এম ফরহাদ হোসেন সংগ্রাম এমপিকে স্থানীয় ব্যবসায়ীগণ অভিনন্দন জানিয়েছেন।
##

নাসিরনগর বাজার ইজারা মুক্ত ঘোষনা

botv নিউজ:

৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামীলীগ নেতা ও তার ভাইদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
জেলার সরাইল উপজেলার অরুয়াইল গ্রামের বাসিন্দা আমির হোসেন বাদী হয়ে গত ৩০ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট (২য় আদালত) আদালতে অভিযোগটি দায়ের করেন।

বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট মোঃ জাহিদ হোসাইন অভিযোগটি এফআইআর হিসেবে গন্য করে তদন্ত করার জন্য সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন।
মামলার আসামীরা হলেন উপজেলার অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামের বাসিন্দা ও অরুয়াইল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম-(৩৮) তার ভাই মোঃ জহিরুল ইসলাম-(২৮)ও মোঃ তাজুল ইসলাম-(৪৫)।

আদালতে দায়েরকৃত অভিযোগ থেকে জানা যায়, গত ২৭ এপ্রিল মামলার বাদি আমির হোসেন ও তার মাতা অরুয়াইল থেকে একটি সিএনজিচালিত অটোরিকসায় করে ব্রাহ্মণবাড়িয়ায় যাওয়ার পথে সরাইল উপজেলার কুট্টাপাড়া সংলগ্ন সরাইল-নাসিরনগর ব্রীজের উপর অভিযুক্তরা একটি মাইক্রোবাসযোগে এসে আমীর হোসেন ও তার মাকে বহনকারী অটোরিকসার গতিরোধ করে।

পরে আসামীরা মাইক্রোবাস থেকে নেমে বাদীর কাছে৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। আসামী শফিকুল ইসলাম ৭ দিনের মধ্যে দাবিকৃত টাকা না দিলে বাদীর সন্তান ও তার মাতাকে অপহরন করে দাবিকৃত চাঁদা আদায় করবে বলে হুশিয়ারি দেন। অন্যথায় অরুয়াইল বাজারে অবস্থিত তাদের মার্কেট, জমিজমা, বাড়িঘর দখল করার হুমকি দেয়া হয়। পরে স্থানীয় লোকজন স্বাক্ষীসহ এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।

এ ব্যাপারে অরুয়াইল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও অভিযুক্ত শফিকুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, এটি তার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র। তিনি বলেন, মামলার বাদি, স্বাক্ষী ও তার মোবাইল ফোনের কল লিস্ট পরীক্ষা করলেই প্রকৃত ঘটনা জানা যাবে।

এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মফিজ উদ্দিনের সাথে কথা বলার জন্য তার সরকারি মোবাইল ফোনে কয়েকদফা চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
###

৫০ লাখ টাকা চাঁদাদাবির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে আদালতে মামলা

botv নিউজ:

ব্রাহ্মণবাড়িয়ায় ২৫০ শষ্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের ডাস্টবিন থেকে এক নবজাতককে (ছেলে শিশু) উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালের ভেতরের ডাস্টবিন থেকে এই নবজাতকটিকে উদ্ধার করা হয়। বাবু নামে এক অ্যাম্বুলেন্স চালক নবজাতকটিকে উদ্ধার করেন। নবজাতকটি বর্তমানে হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

অ্যাম্বুলেন্স চালক বাবু জানান, রাত সাড়ে ১২টার দিকে হাসপাতাল থেকে বাড়ি যাওয়ার সময় শিশুর কান্নার শব্দ শুনতে পেয়ে তিনি ডাস্টবিনের কাছে গিয়ে একটি নবজাতক পড়ে থাকতে দেখেন। পরে তিনি শিশুটিকে ডাস্টবিন থেকে তুলে এনে হাসপাতালে ভর্তি করেন।

জেলা সদর হাসপাতালের শিশু বিভাগের কনসালট্যান্ট ডাঃ ইকবাল হোসেন বলেন, নবজাতকটি এখন সুস্থ্য আছে।
জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ শওকত হোসেন বলেন, শিশুটি পুরোপুরি সুস্থ্য হলে সরকারি বিধি মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
###

ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতালের ডাস্টবিন থেকে নবজাতক উদ্ধার

ফেসবুকে আমরা..