botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারার মামলায় মোখলেছুর রহমান লিটন-(৪৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। বুধবার ভোরে কুমিল্লা জেলা শহর থেকে তাকে আটক করা হয়। তিনি কসবা উপজেলার কুটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তবে লিটনকে সরাসরি ‘আটক’ বলা যাবে না বলে জানিয়ে পুলিশ। কার মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সেটিও স্পষ্ট জানা যায়নি।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান বলেন, সন্দেহভাজন হিসেবে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ৫৭ ধারার যে বিষয়গুলো আছে সেগুলোর সাথে তার সংশ্লিষ্টতা আছে কিনা বা তার মোবাইল থেকে পোস্ট করা হয়েছি কিনা এগুলো আমরা দেখছি।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-৪-( কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য ও আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এবং তার সহকারি একান্ত সচিব অ্যাডভোকেট রাশেদুল কাউছার ভূইয়া জীবনের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগে এপ্রিল মাসে কসবা থানায় ৭টি মামলা দায়ের করা হয়। দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত এসব মামলায় ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনের সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মোহাম্মদ শাহ আলম এবং কেন্দ্রীয় যুবলীগ নেতা শ্যামল কুমার রায়কেও আসামি করা হয়।
###

৫৭ ধারার মামলায় কসবায় আওয়ামীলীগ নেতা আটক

botv নিউজ:
মো. মুজিবুর রহমান অাজাদ। ব্রাহ্মণবাড়িয়ার অাখাউড়া উপজেলার একজন স্বজ্জন গুণী শিক্ষক। উপজেলার ধরখার ইউনিয়নের রাণীখার এস. এ হান্নান মাধ্যমিক ও কারিগরি উচ্চ বিদ্যালয়ে একাধারে ৩৭ বছর শিক্ষকতা করেছেন।
‘অাজাদ স্যার’ হিসেবে সমধিক পরিচিত এই কীর্তিমান শিক্ষককে সোমবার বিদ্যালয়ের পক্ষ থেকে আবেগঘন পরিবেশে অশ্রুজলে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
১৯৮২ সালে ওই বিদ্যালয়ে সহকারি শিক্ষক হিসেবে যোগ দিয়ে চলতি বছরের ৩ মার্চ তিনি অবসর গ্রহণ করেন। এরপর বিদ্যালয় পরিচালনা কমিটি এবং গুণমুগ্ধ শিক্ষার্থীরা তাঁকে বিদায় সংবর্ধনা প্রদানের উদ্যোগ নেন।
সোমবার বিদ্যালয়ের হলরুমে অনু্ষ্ঠিত বিদায় সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি, সাবেক গণপরিষদ সদস্য সৈয়দ এমদাদুল বারী। বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক সৈয়দ মাইনুদ্দিনের সঞ্চালনায় অনু্ষ্ঠিত বিদায় সংবর্ধনায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজুর রহমান ভূঁইয়া। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ওই বিদ্যালয়ের শিক্ষক জিয়াউল করিম, বকুল অাক্তার, পরিচালনা কমিটির সদস্য মো. মুছা, প্রাক্তন শিক্ষার্থী লোকমান খন্দকার প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘ ৩৭ বছরের শিক্ষকতা জীবনে স্কুলের প্রতি তাঁর দায়িত্ববোধ, সততা, আন্তরিকতা আর ছাত্র-ছাত্রীদের প্রতি নির্মোহ ভালোবাসা ছিল অতুলনীয়। এসময়ের মধ্যে তিনি নিজের ঘাম-শ্রম বিলিয়ে এই বিদ্যালয়ের মান উন্নয়নে সহযোগিতা করেন অকুন্ঠচিত্তে। এজন্য  এলাকার সকল মানুষের কাছে তিনি অাজীবন ভালোবাসা ও শ্রদ্ধার পাত্র হয়ে থাকবেন।
অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠান এবং বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দিয়ে তাকে সম্মাননা জানানো হয়।
রাণীখার গ্রামের মোল্লাবাড়ির বাসিন্দা মজিবুর রহমান অাজাদ ব্যক্তিগত জীবনে স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাকে নিয়ে বসবাস করছেন।
#
Attachments area

অাখাউড়ায় কীর্তিমান শিক্ষককে বিদায় সংবর্ধনা

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আই.ই.এম ইউনিট এবং সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের উদ্যোগে পৌরসভা সহ সদর উপজেলার ১১টি ইউনিয়নের ২৫টি পরিবারের নব-দম্পত্তি পদ্ধতি গ্রহনকারী ও শিশু- কিশোরদেরকে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয়।
গতকাল শনিবার সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান।
সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সোহেল রানা, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ভেসিমিনেশন অফিসার শিলা দাস চৌধুরী। মোঃ আকিব উদ্দিনের পরিচালনায় সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন আব্দুল মান্নান।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেন, সরকার নারীদের উন্নয়নে জন্য কাজ করছে। প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ে বর্তমানে ছাত্রের চেয়ে ছাত্রীর সংখ্যা বেশী। তিনি বলেন, সুস্থ্য দেহ, সুস্থ্য মন। সরকার তৃণমূলের মানুষের জন্য স্বাস্থ্যসেবাকে জনগনের দোরগোড়ায় পৌছে দিয়েছে। তিনি বলেন, মেয়েদের ১৮ বছরের আগে বিয়ে ও ২২ বছরের আগে সন্তান নয়। তিনি বলেন, আমাদের সন্তানদেরকে আমাদেরকে মানুষ করতে হবে, শিক্ষিত করে গড়ে তুলতে হবে। তিনি পরিকল্পিত পরিবারের উপর গুরুত্বারোপ করে বলেন, ভেবে চিন্তে আমাদেরকে সন্তান নিতে হবে। দুটি সন্তানই যথেষ্ট, একটি নিলে ভালো হয়।

তিনি বলেন, কোন অবস্থাতেই একটি ছেলে সন্তানের জন্য ৫টি মেয়ে সন্তান নেয়া উচিত নয়।
তিনি বলেন, সন্তানদেরকে শিক্ষিত হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক চেষ্টা করতে হবে। ফেসবুকে শিশুদের পড়াশুনায় যাতে ক্ষতি না করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। ফেসবুকে এমন কোন ব্যক্তির সাথে সম্পর্ক করা যাবেনা যা আমাদের সন্তানদেরকে বিপদে ফেলে দিবে।
আলোচনা সভা শেষে কিশোর, কিশোরী ও নব-দম্পতিদের মধ্যে কুইজ ও রচনা প্রতিযোগীতার বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন করা হয়।

বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে জনগনের দোরগোড়ায় পৌছে দিয়েছে

botvনিউজ:

শেখ হাসিনার সরকার জনগনের উন্নয়নের সরকার। ক্ষমতায় আসার পর এ সরকার বাংলার মেহনতি মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। শেখ হাসিনার উদ্যোগ,ঘরে ঘরে বিদ্যুৎ’পৌঁছে দেয়া হবে।  শনিবার(১২ মে)বিকালে নাসিরনগর উপজেলার গোয়ানগর ইউনিয়নের বিটাডুবি ও সোনাতলা গ্রামে নতুন বিদ্যুতায়নের উদ্বোধন অনুষ্ঠানে নৌ-পরিবহন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি এ কথা বলেন ।

এতে নতুন করে আলোকিত হল উপজেলার ভিটাডুবি ও সোনাতলা গ্রামের ২৮৪টি পরিবার। নতুন বিদ্যুৎ লাইন সংযোগের শুভ উদ্বোধন উপলক্ষে সোনাতল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ কিরণ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সুধি সমাবেশে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ মাসউদ পারভেজ মজুমদার,উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডাঃ রাফি উদ্দিন আহমেদ,সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার,সাংগঠনিক সম্পাদক ও ইউসিসির চেয়ারম্যান প্রদীপ কুমার রায়,সাংস্কৃতিক সম্পাদক অরুণ জ্যোতি ভট্রাচার্য,ওসি তদন্ত রঞ্জন কুমার ঘোষ,সহকারী জেনারেল ম্যানেজার(নিপর)মোঃ নজরুল ইসলাম,সাবেক চেয়ারম্যান জিতু মিয়া ও আওয়ামীলীগ নেতা আবদুল লতিফ। এ সময় উপজেলা ও স্থানীয় আওয়ামীলীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির ১ কোটি ৩৭ লাখ ৯৬ হাজার টাকা ব্যয়ে ৭.৮৯৮ কিলোমিটার দীর্ঘ বিদ্যুৎ লাইনের আওতায় উক্ত ২টি গ্রামে ৪৬৭ জনের মধ্যে ২৮৪ জন গ্রাহককে নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান করেছেন। বাকিদেরকে পর্যায়ক্রমে সংযোগ দেয়া হবে।

শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার- এমপি সংগ্রাম

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের শাহবাজপুর সাড়ে ছয় একর জমি অবৈধভাবে ব্রিক্সস মিলের মালিকরা দখল করে রেখেছে। সরেজমিনে দেখাযায়, শাহবাজপুর পাওয়ার স্টেশনের ৩৩/১১কেবি গ্রামীণ টাইপ উপ-কেন্দ্রের সাড়ে ছয়একর জমির উপর বিদ্যুৎ”র সাব ষ্টেশন কেন্দ্র।
এখানে রয়েছে দশ কামড়া বিশিষ্ট বিশাল বিল্ডিং। এতে দরজা জানালা বলতে কিছুই নেয় । সব দরজা জানালা খুলে নিয়েছে দুর্বৃত্তরা। এ সাব ষ্টেশনে বাউন্ডারি না থাকায় নিরাপত্তার অভাব রয়েছে। এ জায়গা অবৈধভাবে ব্রিক্সসের মালিকরা ইট রেখে দখল করে রেখেছে । এতে বিদ্যুৎ এর কর্মচারীদের দৈনন্দিনের কার্যক্রম চালিয়ে যাওয়া সমস্যার সম্মুখীন হচ্ছে।

সরাইল নির্বাহী প্রকৌশলী সুব্রত রায় অনুমতির বিষয়টি অস্বীকার করে বলেন, ব্রিক্সস ফিল্টের মালিকদের ইট অপসারনের জন্য বলেছি তারা এবিষয়ে কোন পদক্ষেপ নিচ্ছে না। তিনি বিষয়টি উর্ধতন কতৃপক্ষকে জানিয়েছেন।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের জমি অবৈধভাবে দখল

botv নিউজ:

ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে এক শিক্ষার্থী নিহত এবং ৪ শিক্ষার্থী আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। নিহতের নাম অন্বেষা বর্ধন-(১০)। সে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মধ্যপাড়ার জুয়েল বর্ধনের মেয়ে ও বিরামপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র।

আহতদের মধ্যে দুই শিক্ষার্থীকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ও অপর দু’জনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মিজানুর রহমান ও মোঃ সারোয়ার আলম খাঁন জানান, গতকাল বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করে কালবৈশাখি ঝড় শুরু হলে শিক্ষার্থীদের কয়েকজন বিদ্যালয়ের বারান্দায় দাঁড়িয়েছিল। হঠাৎ করে বিদ্যালয়ের আঙ্গিনায় থাকা একটি গাছ পড়ে পাঁচ শিক্ষার্থী আহত হয়। আহতদের মধ্যে দু’জনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। তিনজনকে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য অন্বেষা বর্ধনকে ঢাকায় নেওয়ার পথে মারা যায়।

এ ব্যাপারে জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোঃ আশরাফুল হক বলেন,অন্বেষা বর্ধন মাথায় এবং শরীরের বিভিন্ন অংশে আঘাত লাগায় তাকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় পাঠানো হয়। বাকি দু’জন শংকা মুক্ত।

এ ব্যাপারে সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত অন্বেষা পরিবারকে ১০ হাজার টাকা দেওয়া হয়েছে।
###

কালবৈশাখীর ঝড়ে ব্রাহ্মণবাড়িয়ায় গাছ পড়ে ১ শিক্ষার্থী নিহত ॥ আহত-৪

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ায় এক মহিলা কনস্টেবল আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার দুপুরে পুলিশ লাইনের মহিলা ব্যারাক থেকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। মৃতের নাম তাসলিমা আক্তার-(২৩) (কং নং ৬৮২)। তিনি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার রফিকুল ইসলামের মেয়ে। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসাইনকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসাইন বলেন,  বৃহস্পতিবার সকাল থেকে তাসলিমার ডিউটি থাকলেও সে ডিউটিতে যায়নি।
দুপুরে ব্যারাকের ৬৮২ নং কক্ষের ফ্যানের সাথে তাসলিমার ঝুলন্ত লাশ দেখে সংশ্লিষ্ট কর্মকর্তাদের খবর দেয়া হয়। পরে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আশরাফুল হক তাকে মৃত ঘোষনা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসাইন আরো বলেন, গত ছয় মাস আগে এনজিও কর্মী মোঃ ওয়াসিম মিয়ার সাথে তার বিয়ে হয়। দাম্পত্য কলহ না কী অন্য কোনো কারণে তাসলিমা আত্মহত্যা করেছেন তা তদন্ত করে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, এ ঘটনায় সদর মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে এবং তাঁকে ( অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসাইন) প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

##

 

ব্রাহ্মণবাড়িয়ায় মহিলা পুলিশ কনষ্টেবলের আত্মহত্যা ॥ তদন্ত কমিটি গঠন

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার জেলা সদর হাসপাতালের ডাস্টবিনের ময়লার স্তুপ থেকে উদ্ধার হওয়া সেই নবজাতককে এক নিঃসন্তান দম্পতির হাতে তুলে দেয়া হয়েছে।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান ওই শিশুটিকে জহিরুল ইসলাম ও নারগিস বেগম নামে এক নিঃসন্তান দম্পতির হাতে তুলে দেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মধ্য মেড্ডার বাসিন্দা মোঃ জহিরুল ইসলাম ও নারগিস বেগম দম্পতির কোনো সন্তান নেই।

তাঁদের কখনো সন্তান হবে না। ব্রাহ্মণবাড়িয়ার স্ট্যান্ডার্ড ব্যাংকের কর্মকর্তা জহিরুল ইসলাম ও কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নারগিস আক্তার ওই শিশুটিকে নেয়ার ইচ্ছা পোষণ করে।

গতকাল মঙ্গলকার সকালে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান তাঁর কার্যালয়ে জহিরুল ইসলাম ও নারগিস বেগম দম্পতির হাতে “নবজাতক”কে তুলে দেন। এ সময় সমাজসেবা অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক মাসুদুল হাসান তাপস, সহকারি পরিচালক মোস্তফা মাহমুদ সারোয়ার উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত ১ মে রাতে শিশুটিকে পাওয়া যায়।
###

ব্রাহ্মণবাড়িয়ায় ডাস্টবিন থেকে উদ্ধার হওয়া নবজাতক ‘বাবা-মায়ের’ কোলে

ফেসবুকে আমরা..