botvনিউজ:
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের শাহবাজপুর সাড়ে ছয় একর জমি অবৈধভাবে ব্রিক্সস মিলের মালিকরা দখল করে রেখেছে। সরেজমিনে দেখাযায়, শাহবাজপুর পাওয়ার স্টেশনের ৩৩/১১কেবি গ্রামীণ টাইপ উপ-কেন্দ্রের সাড়ে ছয়একর জমির উপর বিদ্যুৎ”র সাব ষ্টেশন কেন্দ্র।
এখানে রয়েছে দশ কামড়া বিশিষ্ট বিশাল বিল্ডিং। এতে দরজা জানালা বলতে কিছুই নেয় । সব দরজা জানালা খুলে নিয়েছে দুর্বৃত্তরা। এ সাব ষ্টেশনে বাউন্ডারি না থাকায় নিরাপত্তার অভাব রয়েছে। এ জায়গা অবৈধভাবে ব্রিক্সসের মালিকরা ইট রেখে দখল করে রেখেছে । এতে বিদ্যুৎ এর কর্মচারীদের দৈনন্দিনের কার্যক্রম চালিয়ে যাওয়া সমস্যার সম্মুখীন হচ্ছে।
সরাইল নির্বাহী প্রকৌশলী সুব্রত রায় অনুমতির বিষয়টি অস্বীকার করে বলেন, ব্রিক্সস ফিল্টের মালিকদের ইট অপসারনের জন্য বলেছি তারা এবিষয়ে কোন পদক্ষেপ নিচ্ছে না। তিনি বিষয়টি উর্ধতন কতৃপক্ষকে জানিয়েছেন।
Leave a Reply