botv নিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বাঙালির বৈশাখ আনন্দকে ভিন্নমাত্রা দিতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন।  মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামানের সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বিভিন্ন অফিসের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধি ও শিক্ষক-শিক্ষিকাসহ সর্বস্তরের নেতৃবৃন্দ।
সভায় বলা হয়, এবার আখাউড়া উপজেলায় সবচেয়ে আকর্ষণীয় হবে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। উৎসব, আনন্দ আর উচ্ছাসে ভরে উঠবে পৌরশহর থেকে শুরু করে গ্রামাঞ্চল। চারুকলার মঙ্গল শোভাযাত্রার আলোকে মাসব্যাপী উদযাপন হবে আখাউড়ায় বৈশাখ উৎসব।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান বলেছেন, এবার বৈশাখী উৎসব মাস ব্যাপী চলবে। নগরকেন্দ্রিক ভাবনা থেকে বেরিয়ে এসে মঙ্গল শোভাযাত্রাসহ দেশীয় গান, আবৃত্তি, নাটক, পুতুল নাচ, মেলা, খেলাধুলা ইত্যাদির মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা, প্রকৃত বাঙালির আত্মপরিচয় ও দেশপ্রেম তুলে ধরবেন আমাদের সংস্কৃতিক কর্মীরা। তিনি আরো বলেন, বৈশাখী উৎসবে অংশগ্রহনকারী মহিলারা লাল-সাদা শাড়ি, কপালে টিপ,

খোপায় ফুলের মালা নিয়ে বর্ণিল সাজে থাকবে, পুরুষের পোশাক ও চলায় থাকবে আনন্দের ছোয়া। প্রস্তুতি সভায় অন্যান্যদের মধ্যে ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ নেতা জমসিদ শাহ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল, মোগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হোসেন, অধ্যাপক কামাল উদ্দিন, আখাউড়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জুটন বনিক, প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোঃ সেকের মিয়া, নাছরীন নবী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: আব্দুর রাজ্জাক ভুইয়া, শিক্ষক দেবব্রত বনিক ও শাহ আলম প্রমুখ।
###

বাংলা নববর্ষ উদযাপনে আখাউড়ায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

botv নিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে অষ্টম শ্রেণীর এক স্কুল ছাত্রী। গত রবিবার রাতে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী বাইন হিরা উপজেলার তারুয়া গ্রামে কনের বাড়িতে গিয়ে বাল্য বিয়ে বন্ধ করে দেন। এ সময় বর ও কনের পরিবারের সদস্যদের আটক করেন তিনি। পরে মুচলেকা দিয়ে বিয়ে না দেয়ার অঙ্গীকার করায় স্থানীয় জনপ্রতিনিধিদের জিম্মায় তাদের ছেড়ে দেয়া হয়।

এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার তারুয়া গ্রামের মিয়াজী বাড়ির ফারুক মিয়ার মেয়ে ও তারুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী মুর্শিদার সাথে একই গ্রামের বাউল বাড়ির ছফিউল্লাহ মিয়ার ছেলে আব্দুল্লাহর বিয়ে হওয়ার কথা ছিল গতকাল সোমবার দুপুরে।

গত রবিবার রাতে ছিল গায়ে হলুদ। মুর্শিদার সহপাঠীদের কাছ থেকে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী বাইন হিরা রবিবার রাতে পুলিশ নিয়ে হাজির হন কনের বাড়িতে। গিয়ে দেখেন গায়ে হলুদের প্রস্তুতি চলছে।

উপজেলা নির্বাহী অফিসার বাড়িতে পৌছা মাত্রই বাড়ি থেকে পালিয়ে যান মুর্শিদার বাবা। কনের বাড়িতে অভিযান চলার কথা শুনে একই গ্রামে অবস্থিত বরের বাড়িতে থেকে পালিয়ে যায় বর সহ বরের পরিবারের সদস্যরা।

পুলিশ কনের মা শিরিনা বেগম এবং বরের চাচা হাবিবুল্লাকে আটক করে উপজেলা পরিষদে নিয়ে যায়।
পরে কনের পরিবারের দায়িত্ব নেন তারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিস হাসান এবং বরের পরিবারের দায়িত্ব নেন তারুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাদল সাদির। পরে তাদের জিম্মায় দুই পরিবারের সদস্যদের ছেড়ে দেয়া হয়।

বরের চাচা হাবিবুল্লাহ মিয়া জানান, বাল্য বিবাহ অপরাধ, আমরা না জেনে বিয়ের আনুষ্ঠানিকতা করেছিলাম। কিন্তু এখন আমরা বিষয়টি বুঝতে পেরেছি।
কনের মা শিরিনা বেগম জানান, আমি আমার ভূল বুঝতে পেরেছি। আমার মেয়ে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবো না।

এ ব্যাপারে আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী বাইন হিরার সাথে যোগাযোগ করলে তিনি বাল্য বিয়ে বন্ধ করার কথা স্বীকার করে বলেন, বাল্য বিয়ের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

###

আশুগঞ্জে বাল্য বিয়ে থেকে রক্ষা পেয়েছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী

botv নিউজ:

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার দক্ষিণ মৌড়াইল গ্রামে অবস্থিত সাহেরা-গফুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কবিতা ভূইয়ার অপসারন দাবিতে  সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র মিসেস নায়ার কবির।

স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি গোলাম মহিউদ্দিন খান খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল- মামুন সরকার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম,

জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি হাজী মোঃ হেলাল উদ্দিন হেলাল, বিশিষ্ট সাংবাদিক মুনজুরুল আলম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুস সামাদ আকন্দ।

বক্তব্য রাখেন ওয়ার্ড কাউন্সিলর মুরাদ খান, সদর উপজেলা বিআরডিবির চেয়ারম্যান এম.এ.এইচ মাহবুব আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকলিমা আক্তার, সাংবাদিক ইব্রাহিম খান সাদাত, দক্ষিন মৌড়াইল জামে মসজিদের ইমাম মাওলানা ইয়াসিন, শহর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জামাল খান, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মোঃ জালাল হোসেন খোকা, জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল।

সভায় প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র নায়ার কবির বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর কিন্তু কবিতা ভূইয়া যে ধরনের বেপরোয়া ও অশোভন আচরণ করছে তার মতো শিক্ষক যে বিদ্যালয়ে থাকবে সেই বিদ্যালয়ের পরিবেশ নষ্ট হবে। তিনি ২৪ ঘন্টার মধ্যে কবিতা ভূইয়াকে সাময়িক বরখাস্ত করে বিদ্যালয় থেকে অপসারন করার দাবি জানান।

অনুষ্ঠানে বক্তাদের দাবির প্রেক্ষিতে বিশেষ অতিথির বক্তব্যে সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুস সামাদ আকন্দ বলেন, সহকারি শিক্ষক কবিতা ভূইয়ার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। শিক্ষা কমিটির জরুরী সভা করে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে।
###

শিক্ষকের অপসারণ দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় অভিভাবক সমাবেশ

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মুক্তিযুদ্ধের ঐক্য, সংগঠনের উদ্যোগে ও অতন্দ্র প্রহরী বাস্তবায়নে জঙ্গীবাদের বিরুদ্ধে গণস্বাক্ষর ও মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শনী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গত শনিবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও গবেষক, মেজর (অবঃ) এ. এস. এম শামছুল আরেফিন।

প্রধান বক্তার বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ। বক্তব্য রাখেন পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ মোঃ জয়নাল আবেদীন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন তরফদার, মুক্তিযোদ্ধা জমশেদ শাহ, রফিকুল হক

খাদেম, শিক্ষক মোঃ তারেক, মৌসুমি আক্তার, মাহতাব উদ্দিন, শেকের মিয়া, সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু। আলোচনা সভা শেষে গেরিলা চলচ্চিত্র প্রদর্শিত হয়।
###

আখাউড়ায় মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শিত

botv নিউজ:

ব্রাহ্মণবাড়িয়ায় তৃতীয় শ্রেণীর এক স্কুল ছাত্র, ৮ বছরের এক শিশু বলাৎকারের শিকার হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটুরা এলাকায় এ ঘটনা ঘটে। রবিবার দুপুরে ওই শিশুকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটি ঘাটুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।

জেলা সদর হাসপাতালে শিশুটির মা সাংবাদিকদের জানান, তার স্বামী মানসিক ভারসাম্যহীন। তিনি পরিবার পরিজন নিয়ে ঘাটুরা এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। গত শনিবার বেলা ১১টার দিকে তার ছেলে স্কুলে যাওয়ার পথে একই এলাকার হৃদয় মিয়া তাকে প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে ডেকে নিয়ে বলাৎকার করে। পরে বাড়িতে এসে তার ছেলে সব কিছু খুলে বলে ও অসুস্থ্য হয়ে পড়ে। রবিবার দুপুরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের চিকিৎসক মোঃ আলী জানান, শিশুটির চিকিৎসা চলছে। ডাক্তারী পরীক্ষা-নিরীক্ষা শেষে বলাৎকারের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নবীর হোসেন বলেন, আমরা এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
###

ব্রাহ্মণবাড়িয়ায় ৮ বছরের শিশু বলাৎকারের শিকার

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের কামারমুড়া গ্রামের জাহের মিয়ার বাড়িতে গত শুক্রবার রাতে লাগা আগুনে একটি ঘর পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ওই পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। জাহের মিয়ার ছেলে বকুল মিয়া জানান,

রাত আটটার দিকে তাঁদের বাড়িতে আগুন লাগে। স্থানীয় লোকজনের পাশাপাশি আখাউড়া থেকে ফায়ার সার্ভিসের টিম এসে আগুন নিয়ন্ত্রনে আনে। শত্রুতা বশতঃ এক মাদক ব্যবসায়ি এ ঘটনা ঘটিয়েছেন বলে তিনি অভিযোগ করেন। এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হবে বলে তিনি জানান।
###

বিজয়নগরে অগ্নিকান্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি

botvনিউজ:

আফগানিস্তানে মাদ্রাসার অনুষ্ঠানে বিমান হামলায় শতাধিক কিশোর কোরআনে হাফেজ হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও বিক্ষোভ করেছে বিশ্ব সুন্নী আন্দোলন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা।

শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে কেন্দ্রীয় নেতা সুফী আহমেদ শাহ মোরশেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ হানিফ, কেন্দ্রীয় তো মাঈন উদ্দিন টিটু, সাইফ ইকবাল, সালমা সাফিরাহ প্রমুখ।

মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা অংশ গ্রহন করে। মানববন্ধনে বক্তারা বলেন, আফগানিস্তানের কুন্দুজ প্রদেশের একটি মাদ্রাসায় হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান অনুষ্ঠানে মার্কিন মদদপুষ্ট আফগান সেনাদের হেলিকপ্টার থেকে বোমা বর্ষণে নবীন হাফেজদের নৃশংস হত্যকান্ডের আর্ন্তজাতিক তদন্ত

ও দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি সিরিয়া, আরকান, ফিলিস্তিন, ইয়েমেন এবং দুনিয়ার সর্বত্র খুন-জুলুম-ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে বিশ্ব বিবেককে সোচ্চার হওয়ার আহবান জানান।
###

ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব সুন্নী আন্দোলনের বিক্ষোভ-মানববন্ধন

botvনিউজ:

সঞ্চয় সপ্তাহ উপলক্ষে  শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে  শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসন ও জাতীয় সঞ্চয় ব্যুরোর উদ্যোগে পৌর ভবন প্রাঙ্গন থেকে এক বর্নাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান ।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সাহেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল-মামুন সরকার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বণিক, জেলা আনসার কমান্ড্যান্ট মোঃ মাহবুবুর রহমান, প্রেসক্লাবের সভাপতি খ.আ.ম রশিদুল ইসলাম।

বক্তব্য রাখেন জাতীয় সঞ্চয় ব্যুরোর সহকারী পরিচালক মোঃ হাবিবুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর উন্নত বাংলাদেশ গঠনের লক্ষ্য পূরনে সকলকে এগিয়ে আসতে হবে। সকলকে সঞ্চয় করতে হবে এবং সঞ্চয়ের মাধ্যমে স্বাবলম্বী হতে হবে।
###

সঞ্চয় সপ্তাহ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যালি-আলোচনা সভা

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের উদ্যোগে চারশত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার, বীজ ও নগদ অর্থ বিতরন করা হয়েছে।

শুক্রবার সকালে প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য ও আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক কৃষকদের হাতে এই সার ও বীজ তুলে দেন।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলামের সভাপতিত্বে বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান

অ্যাডভোকেট মোঃ আনিসুল হক ভূইয়া, আইনমন্ত্রীর সহকারী একান্ত সচিব রাশেদুল কায়সার ভূইয়া জীবন, কসবা পৌর মেয়র মোঃ এমরান উদ্দিন জুয়েল, সহকারী কমিশনার (ভূমি) জোবাইদা আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, উপজেলা

আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এমজি হাক্কানী, কাজী মোঃ আজহারুল ইসলাম, আলহাজ্ব রুহুল আমিন ভূইয়া বকুল, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মোঃ শফিকুল ইসলাম রঙ্গু, কসবা প্রেসক্লাব সাধারন সম্পাদক নেপাল চন্দ্র সাহা, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ মনির হোসেন ও সাধারন সম্পাদক মো.আফজাল হোসেন রিমন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.কবির হোসেন।
###

কসবায় চারশত কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরন

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নিখোঁজের দুদিন পর মেঘনা নদী থেকে আমজাদ আলী-(৬০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বেলা ১১টায় মেঘনা নদী থেকে তার লাশ উদ্ধার করে। আমজাদ আলীর বাড়ি ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার চিলিপুর গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে আশুগঞ্জ উপজেলার পূর্ববাজার এলাকায় বসবাস করতেন।

পরিবারের লোকজন ও পুলিশ জানায়, গত বুধবার রাতে নিখোঁজ হন আমজাদ। সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেও তার সন্ধান না পাওয়ায় বৃহস্পতিবার রাতে তার ছেলে খোকন মিয়া আশুগঞ্জ থানায় একটি জিডি করেন।

শুক্রবার সকালে মেঘনা নদীতে আমজাদের লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে বেলা ১১টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

এ ব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মেজবাহ্ আহমেদ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
###

নিখোঁজের দুদিন পর আশুগঞ্জে মেঘনা নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

ফেসবুকে আমরা..