সঞ্চয় সপ্তাহ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যালি-আলোচনা সভা

botvনিউজ:

সঞ্চয় সপ্তাহ উপলক্ষে  শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে  শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসন ও জাতীয় সঞ্চয় ব্যুরোর উদ্যোগে পৌর ভবন প্রাঙ্গন থেকে এক বর্নাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান ।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সাহেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল-মামুন সরকার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বণিক, জেলা আনসার কমান্ড্যান্ট মোঃ মাহবুবুর রহমান, প্রেসক্লাবের সভাপতি খ.আ.ম রশিদুল ইসলাম।

বক্তব্য রাখেন জাতীয় সঞ্চয় ব্যুরোর সহকারী পরিচালক মোঃ হাবিবুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর উন্নত বাংলাদেশ গঠনের লক্ষ্য পূরনে সকলকে এগিয়ে আসতে হবে। সকলকে সঞ্চয় করতে হবে এবং সঞ্চয়ের মাধ্যমে স্বাবলম্বী হতে হবে।
###

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা..