botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা শতভাগ বিদ্যুতায়নের আওতায় এসেছে। ৫০ হাজার ছাড়িয়ে গেছে এ উপজেলার বিদ্যুৎ গ্রাহক সংখ্যা। নতুন বাড়িঘর ও প্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগ দেয়ার জন্য শুরু হয়েছে ‘স্পট মিটারিং’ কার্যক্রম।

এ কার্যক্রমের আওতায় গ্রামে গ্রামে গিয়ে আবেদন প্রাপ্তির প্রেক্ষিতে তাৎক্ষনিকভাবে মিটার লাগিয়ে দেয়া হচ্ছে।
পল্লী বিদ্যুত সমিতি সূত্রে জানা গেছে, বিজয়নগর উপজেলায় বর্তমানে এক হাজার ৩৩ কিলোমিটার এলাকাজুড়ে বিদ্যুৎ সংযোগ রয়েছে। ৩১ মার্চ নাগাদ বিদ্যুতের গ্রাহক সংখ্যা ৪৯ হাজার ৯৮২ জন। মূলত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে হুহু করে বাড়তে থাকে বিদ্যুৎ সংযোগ দেয়ার কাজ।

পল্লী বিদ্যুৎ থেকে পাওয়া এক হিসেব থেকে দেখা যায়, ২০০৮ সাল পর্যন্ত এ উপজেলায় গ্রাহক ছিল ১২ হাজার ৬৬২ জন। গত ১০ বছরে নতুন গ্রাহক হন ৩৭ হাজার ৩২০ জন। উপজেলায় একটি ১৫ এমভিএ উপকেন্দ্র রয়েছে। পাঁচ কোটি টাকা ব্যয়ে চম্পকনগরে আরেকটি উপকেন্দ্র নির্মাণে প্রক্রিয়া শুরু হয়েছে।

এখানে বিদ্যুৎ লাইন নির্মাণে ব্যয় হয়েছে ছয় কোটি ২০ লাখ টাকা। উপকেন্দ্র, ট্রান্সফরমার, মিটারসহ অন্যান্য খাতে ব্যয় হয়েছে ২০ কোটি টাকা।
বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ জহিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘বর্তমান সরকার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে বদ্ধপরিকর।

সরকারের পরিকল্পনা বাস্তবায়নে স্থানীয় সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী ব্যাপক ভূমিকা রাখা ও আন্তরিক প্রচেষ্টা থাকায় আমাদের উপজেলাকে দ্রুত শতভাগ বিদ্যুতায়নের আওতায় আনা সম্ভব হয়েছে।

এ ব্যাপারে পল্লী বিদ্যুৎ সমিতি আখাউড়ার ডিজিএম আহমেদ শাহ আল জাবের বলেন, ‘আমরাও কখনো ভাবিনি যে এত দ্রুত ওই উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন সম্ভব হবে। তবে সরকারের বিভিন্ন পরিকল্পনার কারণে এটা সহজ হয়ে গেছে। এ উপজেলায় এখন ‘স্পট মিটারিং’ এর মাধ্যমে সেবা দেয়া হচ্ছে।
###

বিজয়নগরে শতভাগ বিদ্যুতায়ন

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় যৌতুক, বাল্যবিবাহ, মাদক ও এইডস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

(৫এপ্রিল) বৃহস্পতিবার সকালে উপজেলার জমশেরপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম।
জমশেরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আমজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা,

কসবা প্রেসক্লাব সাধারন সম্পাদক নেপাল চন্দ্র সাহা, সাংবাদিক ভজন শংকর আচার্য্য ও কসবা উপজেলা কর্মচারী কল্যান পরিষদের সভাপতি মোহাম্মদ মোতাহার হোসেন। অনুষ্ঠানে ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
###

যৌতুক বাল্যবিবাহ মাদক প্রতিরোধে কসবায় সচেতনমূলক সভা

botv নিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহিউদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। (৪এপ্রিল) বুধবার দুপুর ১২টা দিকে তাকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ ইকবাল হোসাইনের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে করেন ।
এদিকে পুলিশের একটি সূত্র জানায়, গত ৬ মার্চ কসবা থানার উপ-পরিদর্শক (এসআই) শ্যামল মজুমদার ও মনির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল

কসবা উপজেলার টি.আলী মোড় থেকে দুটি প্রাইভেটকারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে। পরে তারা মাত্র ৪০ কজি গাঁজা থানায় জমা দিয়ে বাকি গাঁজা থানার পাশের একটি ঝোঁপে লুকিয়ে রাখেন।

পরে ওইদিন রাতেই জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওই ঝোঁপ থেকে গাঁজা উদ্ধার করে। তবে কী পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছিল সেটি সাংবাদিকদের জানানো হয়নি।
এ ঘটনায় ৭ মার্চ সকালে এস.আই শ্যামল ও এসআই মনিরসহ কসবা থানার ছয় সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। একই সাথে মাদকের তথ্য গোপনের ঘটনা তদন্তে দায়িত্ব দেয়া হয় অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইনকে। ওই ঘটনার সাথে সংশ্লিষ্টতার কারণে ওসি মহিউদ্দিনকে প্রত্যাহার করা হয়ে থাকতে পারে বলে সূত্রটি জানায়।

এ ব্যাপারে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহিউদ্দিন বলেন, পুলিশ সুপার মহোদয়ের মৌখিক নির্দেশনা পেয়েছি। তবে লিখিত এখনো পাইনি। তিনি বলেন, কি কারনে আমাকে প্রত্যাহার করা হয়েছে তা আমি জানিনা। তিনি বলেন, বদলী একটি চলমান প্রক্রিয়া, আজ না হয় কালতো যেতেই হবে।
###

কসবা থানার ওসি মহিউদ্দিনকে প্রত্যাহার

botv নিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে (২এপ্রিল) সোমবার সকালে আনন্দ র‌্যালি বের হয়। প্রত্যাশী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের উদ্যোগে বের হওয়া র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ

শামছুজ্জামান, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুর রহমান বিল্লাল, নির্বাহী সদস্য সচিব আব্দুল মমিন বাবুল, মুক্তিযোদ্ধা মো. বাহার মিয়া, আখাউড়া প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মো. নুরুন্নবী ভূঁইয়া, এন এস কবির পলাশ মো. মনির হোসেন, জুটন বনিক, কাজী সাফিয়া খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।
###

আখাউড়ায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আনন্দ র‌্যালি

botv নিউজ:

ব্রাহ্মণবাড়িয়ায় রেলওয়ে ষ্টেশনে আন্তঃনগর চারটি ট্রেনের যাত্রা বিরতি সহ ট্রেনের টিকিট কালোবাজারী বন্ধের দাবিতে মানববন্ধন পালিত হয়েছে।  সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে জেলা নাগরিক কমিটির উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে জেলা নাগরিক কমিটির সভাপতি ডাঃ বজলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক অ্যাডভোকেট হাবিবুল্লাহ্, জেলা সম্মিলিত সাংস্কৃতি জোটের আহবায়ক আবদুন নূর, প্রেসক্লাবের সাধারন সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী,

ব্রাহ্মণবাড়িয়া শিল্পী সংসদের সভাপতি আল-আমীন শাহীন, নিরাপদ সড়ক চাই জেলা কমিটির সাধারন সম্পাদক সাদেকুর রহমান, মুক্তিযোদ্ধা আশরারুন নবী মোবারক, আইন কলেজের শিক্ষার্থী কাকন আক্তার, জেনি আক্তার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ষ্টেশন হচ্ছে দেশের পূর্বাঞ্চলের অন্যতম ব্যস্ত রেলওয়ে ষ্টেশন। এই ষ্টেশন থেকে প্রতিদিন কয়েক হাজার যাত্রী ঢাকা-চট্টগ্রাম-সিলেট সহ দেশের বিভিন্ন প্রান্তে আসা যাওয়া করে। এ অবস্থায় ট্রেনের সংখ্যা কম থাকার পাশপাশি আসন সংখ্যাও বরাদ্ধ কম রয়েছে।

বক্তারা বলেন, এসব সংকটের পরেও প্রতিটি ট্রেনের টিকেট সপ্তাহ খানেক আগেই চোরাকারবারীদের হাতে চলে যাওয়ার কারণে তিনগুন বেশি টাকা দিয়ে ট্রেনের টিকিট ক্রয় করতে হচ্ছে। এতে যাত্রীদের অর্বনীয় দুর্ভোগ পোহাতে হয়।

বক্তারা ঢাকা-চট্টগ্রাম ও সিলেট রেলপথে চলাচল কারী, কালনী এক্সপ্রেস, সূবর্ণ এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস এবং বিজয় এক্সপ্রেস সহ চারটি ট্রেনের যাত্রা বিরতির দাবি জানান। নতুবা কঠোর আন্দোলনের ঘোষনা দেন।

মানববন্ধনে বিভিন্ন শ্রেনী পেশার মানুষসহ সাধারন মানুষ বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে অংশ গ্রহন করেন।
###

টিকিট কালোবাজারী বন্ধের দাবি ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

botv নিউজ:

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাবেক ও বর্তমান কমিটির দুই নেতাকে জড়িয়ে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদনের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আপত্তি জানাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ। গত শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদক এ কথা জানান।

সংবাদ সম্মেলনে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল জানান, পত্রিকায় সংবাদ প্রকাশের পর জেলার সাংবাদিকদেরকে নিয়ে ফেসবুকে করা আপত্তিকর মন্তব্যগুলো মুছে নেয়া হয়েছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ সময় জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন সাংবাদিকদের বিরুদ্ধে মন্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ২৯ মার্চ একটি জাতীয় দৈনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে ‘মাদক ছড়িয়ে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠানে’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদে উল্লেখ করা হয়, এসবের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম বিল্লাহ ও বর্তমান সাধারন সম্পাদক

শাহাদাৎ হোসেন শোভন জড়িত। প্রকাশিত এ সংবাদের জন্য পত্রিকাটির জেলা প্রতিনিধি শাহাদাৎ হোসেনকে দোষারোপ করে বিভিন্ন ধরণের হুমকি ধামকি দেয়া হয়। এ অবস্থায় বেশ কয়েকজন ছাত্রলীগ নেতা-কর্মী ফেসবুকে সাংবাদিকদেরকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন।

(৩১মার্চ )অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বলা হয়, জেলা ছাত্রলীগের পক্ষ থেকে পাঠানো প্রতিবাদ পত্র ইতিমধ্যেই ওই পত্রিকায় ছাপা হয়েছে। (১এপ্রিল)রবিবার  স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের কাছেও একটি লিখিত আবেদন করা হবে। প্রকৃত ঘটনা উদঘাটনের জন্যও দাবি তোলা হয় ছাত্রলীগের পক্ষ থেকে।

সংবাদ সম্মেলনে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন বলেন, প্রকাশিত সংবাদটি সম্পূর্ন ভিত্তিহীন। মাদক ব্যবসার সাথে তার কোন সংশ্লিষ্টতা নেই। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পুনঃ তদন্তের জন্য দাবি জানান।

সংবাদ সম্মেলনে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদক ছাড়াও সিনিয়র সহ-সভাপতি সুজন দত্ত, সহ-সভাপতি শামীম হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক নাঈম বিল্লাহ, সাবেক দপ্তর সম্পাদক সাইদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
###

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আপত্তি জানালেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ

botv নিউজ:

ব্রাহ্মণবাড়িয়ায় প্রশ্ন ফাঁসের কারণ, ফলাফল ও প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং প্রশ্ন ফাঁস রোধে কার্যকর ব্যবস্থা গ্রহনের দাবিতে সচেতন নাগরিক কমিটি (সনাক), টিআইবি ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রবিবার বেলা ১১ টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সনাক সদস্য নন্দিতা গুহ।
বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমীন, সিনিয়র শিক্ষক মনসুর আলী, এইচএসসি পরীক্ষার্থী মহিব সাগর প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সনাক সদস্য কবি জয়দুল হোসেন।

মানববন্ধনে বক্তারা বলেন, পরীক্ষায় প্রশ্ন ফাঁস শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা এবং মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার স্বপ্ন ধুলিস্যাৎ করার শামিল। তারা বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড, প্রশ্ন ফাঁসের মাধ্যমে এই মেরুদন্ডকে ভেঙ্গে দেওয়া হচ্ছে। বক্তারা বলেন, যারা প্রশ্ন ফাঁসের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির নিশ্চিত করতে হবে। মানববন্ধন পরিচালনা করেন সনাক সদস্য মোহাম্মদ আরজু।
###

প্রশ্ন ফাঁস রোধে ব্যবস্থা গ্রহনের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

ফেসবুকে আমরা..