botv নিউজ : 
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্থলবন্দরে ইমিগ্রেশন চেকপোষ্ট  অফিসে  মঙ্গলবার বিকেলে যাত্রীদের হামলায় দুই পুলিশ আহত হয়। এঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন আখাউড়া উপজেলার আনোয়ারপুর গ্রামের সারোয়ার আলম ভূইয়া (২৮) ও রিপন মিয়া (২২)।
চেকপোষ্ট পুলিশ জানায়, বিকেলে ভারতে যাওয়ার বহিরাগত সীল মারতে আসেন সারোয়ার আলম নামে এক যাত্রী। তখন স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ আতিকুর রহমানের কাছে পাসর্পোট জমা দিলে  অনুমতি সীল মারতে দিলে ত্রুটি ধরা পড়লে এ বিষয়ে কথা বলতে চাইলে  আটককৃত যাত্রী সারোয়ার ও তার সাথে থাকা রিপন মিয়া ক্ষিপ্ত হয়ে উঠে। তখন তারা পুলিশ অফিসারদের  উপর হামলা করে দুই পুলিশ  আহত হন।
এ সময় অফিসারদের মোবাইলসহ ইমিগ্রেশনের কাজে ব্যবহ্নত  সরকারী গুরুত্বপূর্ন মালামাল ভাংচুর করে তারা।  হামলায় এসআই বাহাদুর মিয়া ও এএসআই আতিকুর রহমান আহত হন।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন তরফদার জানান,এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। থানায় মামলা প্রস্তুতি চলছে।

আখাউড়া চেকপোষ্টে হামলা, দুই পুলিশ আহত, আটক ২

botvনিউজ:
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধিদের মধ্যে কম্বল বিতরন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ৬০জন অসহায় প্রতিবন্ধির হাতে কম্বল তুলে দেন জেলা প্রশাসক মোঃ রেজওয়ানুর রহমান।
কম্বল বিতরণকালে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেন, দরিদ্র জনগোষ্ঠীর পাশে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন সব সময় পাশে থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্র্যাট মোঃ শাহেদুল ইসলাম, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আবু হোরায়রাহ সহ প্রশাসনের কর্মকর্তারাগন।
###

প্রতিবন্ধিদের মাঝে কম্বল বিতরন


botvনিউজ:

দীর্ঘ প্রতিক্ষার পর ২৪ জনিুয়ারি বুধবার উদ্বোধন হচ্ছে আশুগঞ্জ ৫০ শয্যা বিশিষ্ট আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। বুধবার দুপুরে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম স্বাস্থ্য কমপ্লেক্সটি উদ্বোধন করার কথা রয়েছে।

২০১০ সালের ১২ মে আশুগঞ্জের একটি জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশুগঞ্জে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের প্রতিশ্রুতি দেন।

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ি ২০১২ সালের ২৪ জানুয়ারি উপজেলা পরিষদ ভবনের নিচ তলার একটি কক্ষে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম চালু হয়।
পরে ২০১৪ সালের ৯ নভেম্বর উপজেলা পরিষদের পাশে পাঁচ একর জমিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের কাজ শুরু হয়। এর নির্মানকাজ বাস্তবায়ন করেন ঢাকা মার্কেন্টাইল কর্পোরেশন লিমিটেড নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। ১৭ কোটি ৫৪ লাখ ৭৪ হাজার টাকা ব্যয়ে নির্মিত এই হাসপাতাল কমপ্লেক্সটির নির্মানকাজ শেষে ২০১৬ সালের নভেম্বর মাসে ঠিকাদার স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করে।

জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ১০টি পদ থাকলেও বর্তমানে চারটিপদ শূন্য রয়েছে। এছাড়া তৃতীয় শ্রেণির ৪৬টি পদের বিপরীতে কর্মরত রয়েছে ৪০জন।

এ ব্যাপারে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সরোয়ার মাহবুব বলেন, ৫০ শয্যা নামে হলেও মূলত এটি ৩১ শয্যার হাসপাতাল। এখানে এক্স-রে মেশিন পাওয়া গেলেও আল্ট্রাসনোগ্রাফ ও ইসিজির কোনো মেশিন এখনো বরাদ্দ দেয়া হয়নি। চিকিৎসক স্বল্পতার কথা তিনি স্বীকার করে তিনি বলেন, বিষয়টি আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডাঃ নিশিত নন্দী মজুমদার জানান, আজ বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উদ্বোধন করা হবে। স্বাস্থ্য কমপ্লেক্সের সকল সমস্যা সমাধানের জন্য আমরা স্বাস্থ্য মন্ত্রীকে অবহিত করবো।
###

৫০ শয্যা বিশিষ্ট আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উদ্বোধন


botvনিউজ:

জাতীয়করণের দাবিতে মঙ্গলবার সকালে অবস্থান কর্মসূচী পালন করে ব্রাহ্মণবাড়িয়ায় কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডাররা।
মঙ্গলবার দুপুর ১২টায় সিভিল সার্জন কার্যালয়ের সামনে এই অবস্থান কর্মসূচী পালিত হয়। অবস্থান কর্মসূচী পালনকালে তারা চাকুরি সরকারী করণের দাবিতে বিভিন্ন ধরনের শ্লোগান দেন।

অবস্থান কর্মসূচী চলাকালে ফয়জুলনেছা, মাসুদ রানা, কামরুল ইসলাম, ফাতেমা বেগম বলেন, কমিউনিটি ক্লিনিক জনগনকে দেয়া প্রধানমন্ত্রীর উপহার।

মাঠপর্যায়ে কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডাররা স্বাস্থ্য শিক্ষা ও পুষ্টি বিষয়ক পরামর্শ, গর্ভবতী মায়েদের নিয়মিত চেকআপ, স্বাভাবিক প্রসব, ডায়াবেটিক প্রেসার মাপাসহ জনগনকে বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা দিয়ে আসছে।

তারা বলেন, প্রধানমন্ত্রী ঘোষনা করেছিলেন কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডারদের চাকুরি জাতীয়করণ করা হবে। তারা জানান, ২০১৩ সালের ১৯ সেপ্টম্বর স্বাস্থ্য অধিদপ্তরের ৪৬৬৮নং স্মারকে দেশের সকল জেলার সিভিল সার্জনদেরকে এক চিঠির মাধ্যমে জানানো হয় যে, কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডার (সিএইচপি) দের চাকুরি জাতীয় এবং স্থায়ীকরণ করা হবে। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও এই উদ্যোগ বাস্তবায়িত হয়নি।
###

কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডারদের অবস্থান কর্মসূচী পালন

“বাড়াবো প্রাণিজ আমিষ গড়বো দেশ স্বাস্থ্য মেধা সমৃদ্ধির বাংলাদেশ”এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পরে স্থানীয় অফিসার্স ক্লাবে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুমন ভৌমিকের সভাপতিত্বে ও ডাঃ জুবায়ের আহমেদের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আনিচ্ছুজ্জামান। বক্তব্য রাখেন খামারী নজরুল ইসলাম ও বাঙাল মিয়া প্রমূখ।
আলোচনা সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের খামারী, সরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ গন্যমান ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
###

নাসিরনগরে র‌্যালি-আলোচনা সভা অনুষ্ঠিত

ফেসবুকে আমরা..