সুমন আহম্মেদঃ
আইনমন্ত্রী এড. আনিসুল হক বলেন, আবরারের ঘটনা অত্যন্ত দু:খজনক এবং মর্মান্তিক। এ ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। মঙ্গলবার সকালে আখাউড়া রেলওয়ে স্টেশন চত্বরে সাংবাদিক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলামের এক মন্তব্যের জবাবে মন্ত্রী বলেন, বিএনপির দায়িত্বজ্ঞানহীন নেতারা সব ঘটনায় রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য বক্তব্য দেন। বিএনপির কর্মকান্ড দেশবাসী জানেন। এখন ওরা যে বেসুরা গান গাইছেন, জনগণ তাতে কান দিবে না। তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা এ দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন। বিএনপি আইনের শাসন নষ্ট করেছিল।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মো. জয়নাল আবেদীন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম ভূইয়া, আখাউড়া পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মো. সেলিম ভূইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন সফিক আলেয়া, ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন প্রমুখ।
এর আগে সকাল সোয়া দশটায় আন্ত:নগর মহানগর এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে আখাউড়ায় এসে পৌঁছেন আইনমন্ত্রী আনিসুল হক।

###

আবরার হত্যাকারীদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে: আখাউড়ায় আইনমন্ত্রী

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আজ সকাল সোয়া সাতটার দিকে সিলেট থেকে চট্টগ্রামগামী জালালাবাদ এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এ দুর্ঘটনার পর থেকে সিলেটের সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
সকাল নয়টার এ রিপোর্ট লেখার সময় ট্রেনটির উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। উদ্ধার কাজ শেষ করতে আরো ঘন্টা দু’য়েক সময় লাগতে পারে বলে ধারণা পাওয়া গেছে। রেলওয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারিরা দুর্ঘটনা কবলিত স্থানে অবস্থান করছেন।

আখাউড়া রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. সেতাফুর রহমান জানান, আখাউড়া রেলওয়ে স্টেশনে ঢোকার মুহুর্তে সকাল সোয়া সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুই বগির মাঝখানের যন্ত্রাংশ ভেঙ্গে গিয়ে ট্রেনটির চারটি মালবাহী বগি লাইনচ্যুত হয়। তবে এতে কেউ হতাহত হয় নি।

আখাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. খলিলুর রহমান জানান, দুর্ঘটনার পর সিলেটের সঙ্গে চট্টগ্রামের যোগাযোগ বন্ধ থাকলেও ট্রেন সিডিউলের বিপর্যয় ঘটবে না। কেননা, ওই পথে বেলা একটার আগে আর কোনো ট্রেন নেই। উদ্ধার কাজ শেষ করতে ঘন্টাখানেকেরও বেশি সময় লাগবে বলে তিনি জানান।
###

আখাউড়ায় যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত সিলেট-চট্টগ্রাম যোগাযোগ বন্ধ

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস, আখাউড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, আখাউড়া উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট মুক্তিযোদ্ধা দেওয়ান খান খাদেম ইন্তেকাল করেছেন (ইন্না—রাজেউন)।

রোববার সকাল পৌনে ১০টায় আখাউড়ার খড়মপুরের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।

বাদ আছর খড়মপুর প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় খড়মপুর মাজার কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
নামাজে জানাযায় ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকন, আখাউড়া পৌর সভার মেয়র তাকজিল খলিফা কাজল,

আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক জয়নাল আবেদীন, যুগ্ম আহবায়ক মনির হোসেন বাবুল, উপজেলা জাতীয় পার্টির সভাপতি নজরুল হক ধনুসহ বিভিন্ন, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মুসল্লীরা অংশ নেন।

এদিকে প্রবীণ আওয়ামীলীগ নেতা দেওয়ান খান খাদেমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, ব্রাহ্মণবাড়িয়ার অভাবনীয় উন্নয়নের রূপকার, বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, বেসরকারি বিমান ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আওয়ামীলীগের সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।

###

আখাউড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি দেওয়ান খান খাদেমের ইন্তেকাল

সুমন আহম্মেদঃ
খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১০ টাকা কেজি দরে চাল বিক্রির উদ্বোধন হয়েছে।সোমবার সকালে মোগড়ায় বিক্রির উদ্বোধন করেন, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মোগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মনির হোসেন, খাদ্য কর্মকর্তা রাজীব কুমার শীল, খাদ্য পরিদর্শক আশীষ কুমার সরকার, খাদ্য বান্ধব কমিটির সদস্য বিশ্বজিৎ পাল বাবু। সংশ্লিষ্ট সূত্র জানায়,

উপজেলায় ২৯৮২ জনের মাঝে ৮৯.৪৬০ টন চাল বিক্রি করা হবে। ১০ টাকা দরে প্রত্যেকে ৩০ কেজি চাল করে চাল পাবেন। উপজেলার পাঁচ ইউনিয়নে ১০ জন ডিলার সপ্তাহের প্রতি সোম, মঙ্গল ও বুধবার চাল বিক্রি করবেন।
###

আখাউড়ায় ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মোটর সাইকেল দুর্ঘটনায় সাইফুল ইসলাম-(১৭) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। রোববার দুপুরে উপজেলার লামারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম আখাউড়া উপজেলার নূরপুর গ্রামের আলম মিয়ার ছেলে এবং স্থানীয় হীরাপুর নোয়াব মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। এ সময় দুর্ঘটনায় মাসুম খন্দকার নামে অপর আরোহী আহত হয়।

হাসপাতালে আহত মাসুম খন্দকার জানায়, রোববার দুপুরে সাইফুল এবং মাসুম উপজেলার হীরাপুর থেকে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যাওয়ার পথে ঢাকা-আগরতলা সড়কের আখাউড়া লামারবাড়ী এলাকায় একটি ইজিবাইকের সাথে ধাক্কা লেগে তারা মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে।

আহবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সাইফুলকে মৃত ঘোষনা করেন।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ সৈয়দ আরিফুল ইসলাম জানান, মাথায় গুরুতর আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই সাইফুল মারা গেছে।

###

আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

সুমন আহম্মেদঃ
ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের নিচে কাটা পড়ে জোৎস্না বেগম-(২৬) নামে এক গৃহবধূ নিহত হয়েছে। গতকাল শুক্রবার সকাল পৌনে ৯টায় আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। নিহত জোৎস্না স্থানীয় রেলওয়ে কলোনীর শামীম মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান,শুক্রবার সকালে ওই গৃহবধূ রেললাইন পারাপারের সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

এ ব্যাপারে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি দাসের সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
###

আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আপত্তিকর অবস্থায় ধরা পরে অবশেষে থানায় বিয়ে হয় প্রেমিক-প্রেমিকার। উভয়পক্ষের সম্মতিক্রমে চার লাখ টাকা দেনমোহর ধার্য করে সোমবার দুপুরে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমেদ নিজামীর উপস্থিতিতে আলোচিত প্রেমিক-প্রেমিকার বিয়ে পড়ান আখাউড়া পৌরসভার নিকাহ রেজিষ্টার (কাজী) মাওলানা কাজী কেফায়েতুল্লাহ মাহমুদি।

পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত সবাইকে মিষ্টি মুখ করান। নব-দম্পতি উপস্থিত সবার কাছে দোয়া কামনা করেন।

এলাকাবাসী ও পুলিশ জানায়, আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের হীরাপুর গ্রামের বাছির খন্দকারের ছেলে তোফাজ্জল খন্দকার-(২১) এর সাথে একই ইউনিয়নের নূরপুর গ্রামের মাসুদুর রহমানের মেয়ে মাইশা মনি মেঘলার-(১৮) দীর্ঘ ৫ বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল।

গত কয়েকদিন আগে মেঘলা একই গ্রামে তার খালার বাড়িতে বেড়াতে যায়। খবর পেয়ে রোববার সন্ধ্যায় তোফাজ্জল মেঘলার সাথে দেখার করতে যায়। রাতে আপত্তিকর অবস্থায় তাদেরকে আটক করে স্থানীয়রা।

পরে স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকার লোকজন তাদেরকে বিয়ের ব্যাপারে রাত ১১টা পর্যন্ত উভয় পরিবারের সাথে আলাপ আলোচনা করে। বিয়ের বিষয়ে মেঘলার পরিবার সম্মতি দিলেও বেঁকে বসেন তোফাজ্জলের পরিবার। অবশেষে রাতেই প্রেমিক যুগলকে আখাউড়া থানায় সোপর্দ করা হয়।

সোমবার দুপুরে পুলিশের সহযোগিতায় উভয়পক্ষের অভিভাবকদের সম্মতিক্রমে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার উপস্থিতিতে চার লাখ টাকা দেনমোহর ধার্য করে তাদের বিয়ে হয়। পরে থানার ওসি রসুল আহমদ নিজামী উপস্থিত সবাইকে মিষ্টি মুখ করান।

এ ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমদ নিজামী জানান, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সাংবাদিকদের উপস্থিতিতে এবং উভয়পক্ষের সম্মতিক্রমে চার লাখ টাকা দেনমোহর ধার্য করে সোমবার দুপুরে তাদের বিয়ে হয়েছে।

এ ব্যাপারে নিকাহ রেজিষ্টার (কাজী) মাওলানা কাজী কেফায়েতুল্লাহ মাহমুদি বলেন, সোমবার দুপুর দুইটায় থানার ভেতরে উভয়পরিবারের সদস্য, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার উপস্থিতিতে চার লাখ টাকা দেন মোহরে প্রেমিক যুগলের বিয়ে পড়ানো হয়েছে।
###

আপত্তিকর অবস্থায় ধরা পরে অবশেষে আখাউড়া থানায় প্রেমিক যুগলের বিয়ে

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের অবস্থান নিয়েছে প্রেমিকা। আজ বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই প্রেমিকের কুড়িপাইকার বাড়িতে অবস্থান করছিলো জেলার আশুগঞ্জের তালশহর এলাকার বাসিন্দা ওই প্রেমিকা।

স্থানীয় সূত্রে জানা গেছে, তালশহর গ্রামের ওই মেয়ের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ইমোর মাধ্যমে পরিচয় হয় আখাউড়ার ছোটকুড়িপাইকা গ্রামের শিরু মিয়ার ছেলে উজ্জল মিয়ার। পরিচয় গড়ায় প্রেমের সম্পর্কে। সম্প্রতি উজ্জল সৌদি আরব থেকে দেশে আসে। এ অবস্থায় মেয়েটি বিয়ের জন্য বলতে থাকে। কিন্তু উজ্জল ও তার পরিবার বিয়েতে রাজি হচ্ছিল না। এ নিয়ে এলাকায় সালিসও হয়। কিন্তু মেয়েটি বিয়ে বাদে অন্য কোনো সিদ্ধান্ত মানতে চাচ্ছে না। বৃহস্পতিবার সকালে মেয়েটি বিষের বোতল হাতে নিয়ে প্রেমিকের বাড়িতে হাজির হয়।

আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জালাল হোসেন স্থানীয়দের বরাত দিয়ে জানান, মেয়েটি সকাল থেকে ছেলের বাড়িতে অবস্থান করছে বলে জানতে পেরেছি। এ নিয়ে এর আগে উপজেলা পরিষদ চেয়ারম্যান বৈঠক করলেও কোনো সমাধান করতে পারেন নি।

আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাসেম ভূঁইয়া জানান, মেয়েটিকে তার পরিবারের কাউকে নিয়ে আসতে বলেছিলাম। কিন্তু সে একেক সময় একেকজনকে নিয়ে আসে। আমি সিদ্ধান্ত দিলে মানবে কি-না সে বিষয়েও মেয়েটি কিছু বলে না। এখন আবার মেয়েটি বিয়ের দাবিতে ছেলের বাড়িতে অবস্থান করছে বলে জানতে পেরেছি।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রসুল আহমেদ নিজামী বৃহস্পতিবার সন্ধ্যায় জানান, বিষয়টি তিনি জানতে পেরেছেন। তবে কোনো পক্ষ থেকেই থানাকে অবহিত করা হয় নি। সেখানে যাওয়ার জন্য পুলিশ পাঠানো হয়েছে।

###

আখাউড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সরকারি চাল বিক্রি করে টাকা ফেরত দিয়েছেন এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। অভিযুক্ত ওই চেয়ারম্যানকে পদত্যাগ কিংবা আইনি প্রক্রিয়ার কোনো একটা পথ বেছে নেয়ার নির্দেশ দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

অভিযুক্ত ওই চেয়ারম্যান হলেন উপজেলার মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল ভূঁইয়া। এলাকার ক্ষোভের মুখে ওই চেয়ারম্যান বিক্রি করা চালের ৪৩ হাজার টাকা গত শুক্রবার আখাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের আহবায়ক তাকজিল খলিফা কাজলের কাছে ফেরত দেন।

বিভিন্ন সূত্রে জানা গেছে, সম্প্রতি আখাউড়ার বিভিন্ন এলাকা বন্যায় প্লাবিত হয়। বন্যার্তদের সাহায্যার্থে কয়েক দফায় মনিয়ন্দ ইউনিয়নের জন্য ১০ টন চাল বরাদ্দ হয়। কিন্তু ওই পরিমাণ চাল বিতরণের মতো ক্ষতি ওই এলাকায় হয় নি। এই সুযোগটিই কাজে লাগান চেয়ারম্যান। এলাকায় আলোচনা হয়, চেয়ারম্যান অন্তত চার-পাঁচ টন চাল আত্মসাত করেছেন। এ অবস্থায় মনিয়ন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক খালেকুজ্জামান আলমগীর ভূঁইয়া সংশ্লিষ্ট এক কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন।

বিষয়টি স্থানীয় সংসদ সদস্য ও আইনমন্ত্রী আনিসুল হককেও অবহিত করা হয়। ওই চেয়ারম্যানকে পদত্যাগ করা কিংবা আইনী প্রক্রিয়ার কোনো একটা পথ বেছে নেয়ার জন্য বলতে উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়রকে নির্দেশ দেন মন্ত্রী। এ অবস্থায় মন্ত্রীর নির্দেশ পেয়ে চেয়ারম্যানকে কথাটা জানিয়ে দেন মেয়র। গত শুক্রবার মেয়রের কাছে চাল বিক্রির ৪৩ হাজার টাকা দিয়ে যান চেয়ারম্যান।

খালেকুজ্জামান আলমগীর ভূঁইয়া জানান, মেয়রের কাছে চেয়ারম্যান কিছু টাকা ফেরত দিয়েছেন বলে তিনি জানতে পেরেছেন। ওই চেয়ারম্যান গত বছরও চাল বিতরনে নানা ধরণের অনিয়ম করেন বলে তিনি অভিযোগ করেন।

এ ব্যাপারে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা গত শনিবার সন্ধ্যায় বলেন, চাল বিক্রির খবরটি বিভিন্নভাবে জানতে পারি। ওই চেয়ারম্যান পৌরসভার মেয়রের কাছে টাকা ফেরত দিয়েছেন বলে জানতে পেরেছি।

আখাউড়া পৌরসভার মেয়র মোঃ তাকজিল খলিফা বলেন, ‘ইউএনও’র কাছে দেয়ার জন্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল ভূঁইয়া আমার কাছে শুক্রবার ৪৩ হাজার টাকা দিয়ে গেছেন। রবিবার ওই টাকা ইউএনও’র কাছে বুঝিয়ে দেয়া হবে।’

তবে মনিয়ন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল ভূঁইয়া এ অভিযোগ অস্বীকার করেন। তিনি টাকা ফেরত দেন নি বলে জানান। এ বিষয়ে ফোনে না বলে সামনা সামনি বিস্তারিত বলবেন জানিয়ে কথা বলতে রাজি হন নি।
###

আখাউড়ায় সরকারি চাল বিক্রি করে টাকা ফেরত দিলেন ইউপি চেয়ারম্যান

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রক্তদানের সংগঠন “আত্মীয়” এর এক বছর পূর্তি উপলক্ষে শনিবার দুপুরে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ছিন্নমূল চার শতাধিক শিশুকে খাওয়ানো হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মো. শাহ আলম এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় ফ্লোরিডা আওয়ামী লীগ নেতা নেছার আহমেদ খলিফা, আখাউড়া উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আব্দুল মমিন বাবুল, উপজেলা ছাত্রলীগ সভাপতি শাহাবউদ্দিন বেগ শাপলু, সাধারন সম্পাদক শাখাওয়াত হোসেন নয়ন, সাংবাদিক মিনহাজুল আবেদীন খাদেম, কাজী মফিকুল ইসলাম, বিশ্বজিৎ পাল বাবু প্রমুখ উপস্থিত ছিলেন। আত্মীয় এর সমন্বয়ক সমীর চক্রবর্তী জানান, রক্তদানের পাশাপাশি সংগঠনটি সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম করে যাচ্ছে।
###

‘আত্মীয়’ এর বছর পুর্তিতে আখাউড়ায় ছিন্নমূলদের ভুড়িভোজ

ফেসবুকে আমরা..