সুমন আহম্মেদঃ
খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১০ টাকা কেজি দরে চাল বিক্রির উদ্বোধন হয়েছে।সোমবার সকালে মোগড়ায় বিক্রির উদ্বোধন করেন, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মোগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মনির হোসেন, খাদ্য কর্মকর্তা রাজীব কুমার শীল, খাদ্য পরিদর্শক আশীষ কুমার সরকার, খাদ্য বান্ধব কমিটির সদস্য বিশ্বজিৎ পাল বাবু। সংশ্লিষ্ট সূত্র জানায়,
উপজেলায় ২৯৮২ জনের মাঝে ৮৯.৪৬০ টন চাল বিক্রি করা হবে। ১০ টাকা দরে প্রত্যেকে ৩০ কেজি চাল করে চাল পাবেন। উপজেলার পাঁচ ইউনিয়নে ১০ জন ডিলার সপ্তাহের প্রতি সোম, মঙ্গল ও বুধবার চাল বিক্রি করবেন।
###
Leave a Reply