স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের কর্মসূচী চলাকালে (গত ২৬ থেকে ২৮ মার্চ) মাদরাসার ছাত্র ও হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের নারকীয় তান্ডবে ধ্বংসপ্রায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনটি দ্রুত সংস্কার করে ট্রেনের যাত্রা বিরতি চালু, তান্ডবের ঘটনায় ইন্ধনদাতা ও জড়িতদের গ্রেপ্তার ও বিচারসহ ৫ দফা দাবিতে আজ ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ব্রাহ্মণবাড়িয়া মূক ও বধির সমাজকল্যাণ সংঘের উদ্যোগে দুপুর ১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি হারুনুর রশিদের সভাপতিত্বে ও সহকারী পরিচালক সাজ্জাদ আনোয়ারের পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক তৌহিদ, সদস্য অপু, সোহাগ, জাহিদ, রহিম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা সাংকেতিক ভাষায় ক্ষতিগ্রস্থ ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনটি দ্রুত সংস্কার করে সকল ট্রেনের যাত্রা বিরতিসহ পরিপূর্ণ যাত্রী সেবা নিশ্চিত করা, তান্ডবের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা, সহকারি কমিশনার (ভূমি) এর কার্যালয় (ভূমি অফিস), পৌর ভবন, জেলা পরিষদসহ সকল ক্ষতিগ্রস্থ প্রতিষ্ঠান দ্রুত পুনঃসংস্কার করে জনগনের সেবা প্রদান নিশ্চিত করা ও ভবিষ্যতে রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানে হামলাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির বিধান নিশ্চিত করে আইন পাস করার দাবি জানান।

মানববন্ধনে তারা বলেন, তাদের দাবি দ্রুত বাস্তবায়ন করা না হলে ব্রাহ্মণবাড়িয়াবাসীর স্বার্থে লাগাতার আন্দোলন করবেন তারা।

ব্রাহ্মণবাড়িয়ায় মূক ও বধির সমাজকল্যান সংঘের মানববন্ধন


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের বহুতল ভবন উদ্বোধন করা হয়েছে। আজ বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী উপজেলা কমপ্লেক্স থেকে ভার্চুয়ালি চারটি ভবন উদ্বোধন করেন।

শিক্ষা প্রতিষ্ঠানের ভবন গুলো হচ্ছে, উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন, চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের চতুর্থতলা বিশিষ্ট “অধ্যাপক ফাহিমা খাতুন একাডেমিক ভবন”, মহেশপুর উচ্চ বিদ্যালয়ের তৃতীয় তলা বিশিষ্ট “যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরি একাডেমি ভবন” ও উপজেলার পাহাড়পুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন, উপজেলা নির্বাহী অফিসার কে.এম. ইয়াসির আরাফাত, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা লুৎফুর রহমান (নাছিমা মুকাই আলী), উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তানবীর ভূইয়া, সহকারি কমিশনার (ভূমি) রাবেয়া আফসার সায়মা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান সাবিত্রী রাণী প্রমুখ।

বিজয়নগরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের বহুতল ভবন উদ্বোধন করলেন মোকতাদির চৌধুরী এমপি


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম রেজা-(৩৪) নামে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার এক যুবক নিহত হয়েছেন।
বাংলাদেশের সময় বুধবার সন্ধ্যা ৭টায় সৌদি আরবের নারিয়া নামক স্থানে তিনি দুর্ঘটনার শিকার হন। নিহত সাইফুল ইসলাম রেজা নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের ভুবন গ্রামের মাওলানা ইউনুছুর রহমানের ছেলে। সাইফুল ইসলাম কোরআনে হাফেজ ছিলেন। তিনি সৌদি আরবের একটি মসজিদে মোয়াজ্জেম হিসেবে চাকুরি করতেন। পাশাপাশি তিনি অবসর সময়ে তিনি গাড়ি চালাতেন। নিহত সাইফুল ইসলাম রেজা তিন সন্তানের জনক।

নিহতের ফুফাতো ভাই চৌধুরী সুমন জানান, গত প্রায় ৬ বছর আগে সাইফুল ইসলাম রেজা সৌদি আরবে যান। পরে তিনি তার ছোট ভাইকেও সেখানে নিয়ে যান। দুই ভাই একসাথেই থাকতেন।

গত কিছুদিন আগে তিনি তার মা, বোন ও ছোট ভাইয়ের স্ত্রীকে ওমরাহ করার জন্য সৌদি আরবে নিয়ে যান। বৃহস্পতিবার তাদের ওমরাহ পালনের কথা।

বুধবার সন্ধ্যায় তিনি সৌদি আরবের দাম্মাম থেকে নিজে গাড়ি চালিয়ে বাসায় যাওয়ার পথে নারিয়া নামক স্থানে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে সাথে সাথেই গাড়িতে আগুন লেগে যায়। খবর পেয়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নাসিরনগরের যুবক নিহত


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জাহিদুল ইসলাম (১৮) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বিকেলে উপজেলার হরষপুর ইউনিয়নের বাগদিয়া কইছাপুরা বিল থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। মৃত জাহিদুল ইসলাম উপজেলার হরষপুর ইউনিয়নের বাগদিয়া গ্রামের কৃষক বাচ্চু মিয়ার ছেলে।

মৃতের পরিবার ও পুলিশ জানায়, গত ৫ মে সকালে মাছ ধরার জন্য বাড়ি থেকে বের হয় জাহিদুল ইসলাম। পরে আর বাড়ি ফিরেনি। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজির পর তার সন্ধ্যান না পেয়ে পরিবারের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ (জিডি) করা হয়।

গতকাল (৮ জুন) বিকেলে কইছাপুরা বিলে জাহিদুলের অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে বিকেল ৫টায় তার লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এখনো কোন মামলা দায়ের করা হয়নি।

বিজয়নগরে কিশোরের লাশ উদ্ধার


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় আরো দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। আজ দুপুরে পুলিশ সদর দফতর থেকে দুই ওসির বদলি সংক্রান্ত আদেশ পুলিশ সুপারের কার্যালয়ে পৌছে। এর মধ্যে জেলার বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতিকুর রহমানকে রংপুর এবং নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হককে বরিশাল রেঞ্জে বদলি করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ মোজাম্মেল হোসেন রেজা সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। এই দুইজন ওসির বদলিকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তান্ডবের অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অপরাধ), জেলা পুলিশের বিশেষ শাখার সিনিয়র সহকারী পুলিশ সুপারসহ পুলিশের ২৪জন কর্মকর্তাকে অন্যত্র বদলি করা হয়েছে।

হেফাজতে ইসলামের তান্ডবের পর সর্বপ্রথম গত ২৬ এপ্রিল পুলিশ সদর দফতরের আদেশে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুর রহিমকে রংপুর রেঞ্জে, ২৭ এপ্রিল জেলা পুলিশের বিশেষ শাখার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আলাউদ্দিন চৌধুরীকে সিলেট রেঞ্জে বদলী, সরাইলের খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মোঃ সাখাওয়াত হোসেনকে গাজীপুরে বদলি করা হয়।

গত ৯ মে পুলিশ সদর দফতরের আরেকটি আদেশে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আহমদেকে বরিশাল রেঞ্জে, ১১ মে সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) ইশতিয়াক আহমেদকে নাসিরনগর থানার চাতলপাড় পুলিশ তদন্ত কেন্দ্রে, ১৯ মে সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ শাহজাহানকে পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ন্ত্রণ কক্ষে পদায়ন করা হয়।

গত ২৫ মে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শকের (ডিআইজি) কার্যালয় এক আদেশে ব্রাহ্মণবাড়িয়া জেলায় কর্মরত ১৩জন উপ-পরিদর্শককে (এস.আই) একযোগে বদলি করা হয়। আদেশে ১০ জন এসআইকে জনস্বার্থে ও বাকি তিনজন এসআইকে প্রশাসনিক কারণে বদলি করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

বদলির আদেশ হওয়া ১৩জন উপপরিদর্শকের (এসআই) মধ্যে ছয়জনকে রাঙ্গামাটি, দুইজনকে বান্দরবন, দুইজনকে খাগড়াছড়ি, একজনকে লক্ষীপুর, একজনকে চাঁদপুর ও একজনকে নোয়াখালী জেলায় বদলি করা হয়েছে।
গত ২৭ মে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ রইছ উদ্দিনকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলী করা হয়।

উল্লেখ্য, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক সহিংসতা চালায় হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা।

ব্রাহ্মণবাড়িয়ায় আরো দুই থানার ওসি বদলি


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের কর্মসূচী চলাকালে (গত ২৬ থেকে ২৮ মার্চ) মাদরাসার ছাত্র ও হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের নারকীয় তান্ডবে ধ্বংসপ্রায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনটি দ্রুত সংস্কার করে ট্রেনের যাত্রা বিরতি চালু করা ও তান্ডবের ঘটনায় ইন্ধনদাতা হেফাজতে ইসলামের জেলা কমিটির সভাপতি মাওলানা সাজিদুর রহমান ও সাধারণ সম্পাদক মুফতি মোবারক উল্লাহসহ জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে গতকাল মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির উদ্যোগে আজ বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কাজী মাসুদ আহমেদের সভাপতিত্বে ও জেলা ছাত্র মৈত্রীর সভাপতি ফাহিম মুনতাসিরের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড আবু সাঈদ খাঁন, জেলা জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারন সম্পাদক কমরেড নজরুল ইসলাম, জেলা যুব মৈত্রীর আহবায়ক অ্যাডভোকেট মোঃ নাসির মিয়া, সদস্য সচিব ফরহাদুল ইসলাম পারভেজ, রিকসা শ্রমিক ইউনিয়নের সভাপতি সামসুল আলম, সাধারণ সম্পাদক ফিরোজ পাটোয়ারী, জেলা ছাত্র মৈত্রীর সাধারন সম্পাদক সানিউর রহমান, কার্যকরী সদস্য মুহুয়ী শারদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা তান্ডবের ইন্ধনদাতা জেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা সাজিদুর রহমান, সাধারণ সম্পাদক মুফতি মোবারক উল্লাহসহ হেফাজতের শীর্ষ নেতাদের গ্রেপ্তার ও তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে বিক্রয়লব্দ অর্থ দিয়ে ক্ষতিগ্রস্থ জাতীয় সম্পদ সংস্কারের দাবি জানান এবং তান্ডবের ঘটনায় আপীল বিভাগের বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করে পুলিশ সুপারের ভূমিকাসহ ব্রাহ্মণবাড়িয়ার তান্ডবের সকল বিষয় তদন্তপূর্বক প্রতিবেদন জনসম্মুখে প্রকাশের দাবি জানানো হয়।
বক্তারা ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনটি সংস্কার করে আগামী ২০ জুনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে পূর্ব নির্ধারিত সকল ট্রেনের যাত্রা বিরতি চালু করার দাবি জানান। জেলার সর্বস্তরের জনগনকে নিয়ে রেল পথ অবরোধ সহ কঠোর কর্মসূচি দেয়া হবে হুশিয়ারি দেয়া হয়।

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা ওয়ার্কার্স পার্টির মানববন্ধন, রেলপথ অবরোধের হুমকি


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রন আইন বিয়ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সমন্বয়কারী ও স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব হোসেন আলী খোন্দকার।

তামাকের কুফল বিষয়ে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ একরাম উল্লাহ, পৌর সভার মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের চেয়ারম্যান ডাঃ মোঃ আবু সাঈদ, জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রির সভাপতি আজিজুল হক, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শফিউল আলম লিটন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন,ব্রাহ্মণবাড়িয়া ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) সভাপতি পীযুষ কান্তি আচার্য প্রমুখ।

কর্মশালায় তামাকের কুফল বিষয়ে প্রতিবেদন তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রুহুল আমিন।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সমন্বয়কারী ও স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব হোসেন আলী খোন্দকার তামাক নিয়ন্ত্রণ আইনটিকে মাঠ পর্যায়ে আরো জোরদারের পাশাপাশি আইনটি আরো কঠোর করার জন্যে সরকারের চিন্তা ভাবনার কথা তুলে ধরেন। তিনি ধুমপানের কুফল বিষয়ে মাঠ পর্যায়ে প্রচার-প্রচারণা বাড়ানোসহ আইনটি বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনার অভিমত ব্যক্ত করেন।

দিনব্যাপী কর্মশালায় সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা অংশ গ্রহন করেন।

ব্রাহ্মণবাড়িয়ায় তামাকের কুফল বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে তানজিনা (২২) নামের এক গৃহবধূকে মেরে ফাঁসিতে ঝুলিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনার পর নিহতের স্বামী সুহেল মিয়াসহ পরিবারের সদস্যরা হাসপাতালের মর্গে লাশ রেখে পালিয়ে যায়। আজ সকালে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জরুরি বিভাগে এ ঘটনা ঘটে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত ৪ বছর আগে জেলা শহরের পশ্চিম মেড্ডায় আইয়ুব আলীর ছেলে সুহেল মিয়ার সাথে কসবা উপজেলার বাদৈর ইউনিয়নের শিকারপুর গ্রামের ওমর ফারুকের মেয়ে তানজিনার বিয়ে হয়। দুই লাখ টাকার কাবিননামায় পারিবারিক ভাবে তাদের বিয়ে হয়েছিল। তাদের তিনবছরের একটি ছেলে বাচ্চা আছে। বিয়ের পর থেকেই তাদের মধ্যে যৌতুকের টাকা ও নানান সমস্যার নিয়ে মিল-ঝিল হচ্ছিল না। প্রায়ই শ্বাশুড়ি ও ননদরা তাকে মারধোর করতেন। ধারনা করা হচ্ছে এরই জেরে সুহেল তার স্ত্রীকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যার চেষ্টা করেন৷ হত্যা চেষ্টার পর আজ সকালে ব্রাহ্মণবাড়িয়া ২৫০শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে তানজিনা যখন মারা যান তখন তার স্বামী সুহেলসহ পরিবারের সবাই নিহতের লাশ হাসপাতালে মর্গে রেখে পালিয়ে যায়।

তানজিনার মা স্বপ্না জানান, আজ সকাল সাড়ে ৯টার দিকে সুহেল মিয়া তাদেরকে মোবাইল ফোনে জানায় তানজিনা ফাঁসি লাগছে তাকে হাসপাতালে নিয়ে গেছেন। পরে তানজিনা মারা যাওয়ার পর হাসপাতালে রেখে সোহেলসহ সবাই পালিয়ে যায়। তিনি আরো বলেন, বিয়ের পর থেকে সাংসারিক বিভিন্ন কারন নিয়ে তানজিনাকে শ্বাশুড়ি ও ননদ মারধোর করতেন। সুহেল এর আগে সামিয়া নামের অন্য আরেকটি মেয়েকে বিয়ে করেছিল। তাদের ঘরে ৭বছর একটি ছেলে সন্তান ছিল। তারা জানতেন না যে সুহেল আগে বিয়ে করেছে। একই কারনে তার ওই বউও চলে যায়। এব্যাপারে থানায় মামলা হয়ছিল। সুহেলের ব্যাপারে এত কিছু জেনেও মেয়েকে সংসার করিয়েছেন। তিনি মেয়ে হত্যার বিচার দাবি করেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে বলেন, হাসপাতাল সূত্রে জানতে পারি এক গৃহবধূর লাশ হাসপাতালে রেখে পালিয়ে গেছে তার স্বামী। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়। এব্যাপারে থানায় একটি সাধারণ ডাইরি হয়েছে। ঘটনার তদন্তে কাজ চলছে। ময়নাতদন্তের রিপোর্টে না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না৷

ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রীকে হত্যার অভিযোগ


স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে মোঃ শাহীন উদ্দিন-(৫৫) নামে এক বিদ্যুৎ কর্মকর্তার মৃত্যু হয়েছে। আজ সকাল ১০টায় পৌর শহরের শিমরাইল কান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শাহীন উদ্দিন পৌর এলাকার বণিক পাড়ার বাসিন্দা। তিনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) ব্রাহ্মণবাড়িয়া বিতরণ বিভাগে হিসাব রক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয় স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই মোঃ সালাউদ্দিন খাঁন জানান, সকালে শিমরাইল কান্দি এলাকায় এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। তিনি বলেন, ধারণা করা হচ্ছে তিনি ট্রেনে কাটা পড়ে মারা গেছেন।

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে বিদ্যুৎ কর্মকর্তার মৃত্যু


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় বাস চাপায় আনুমানিক ৫০ বছর বয়সী এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। আজ দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় অটোরিকসার দুই যাত্রী আহত হন। তাদেরকে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এমরানুল ইসলাম ও ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নামজুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার দুপুরে পুলিশ লাইন এলাকায় দিগন্ত পরিবহনের একটি বাস পিছন দিক থেকে ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে বাসের নীচে চাপা পড়েন অটোরিকশার চালক। অন্য দুই যাত্রী অটোরিকশা থেকে ছিটকে পড়ে যান। স্থানীয় কয়েক যুবক আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক অটোরিকসা চালককে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় অটোরিকশা চালক নিহত

ফেসবুকে আমরা..