botv নিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শিল্পকলা একাডেমির মাসব্যাপী বৈশাখ উদযাপনের ৬ষ্ঠ দিনে গত বৃহস্পতিবার বেলা ১১টায় আখাউড়া প্রেসক্লাবের সৌজন্যে দিনব্যাপী ঐতিহ্যবাহি পুতুল নাচ প্রদশর্নী শুরু হয়েছে।

উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে পুতুল নাচ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি মোহাম্মদ শামছুজ্জামামান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আখাউড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জেসমিন সুলতানা, আখাউড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মানিক মিয়া, সাধারন সম্পাদক নুরুন্নবী ভুইয়া, সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু, অধ্যাপক কামাল উদ্দিন, ব্যবসায়ী আব্বাস উদ্দিন ভুইয়া প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুজ্জামামান বলেন, লোকনাট্যের একটি প্রাচীন মাধ্যম পুতুল নাচ। বৈশাখের মত বিভিন্ন গ্রামীন উৎসবে পুতুল নাচের ব্যাপক চাহিদা রয়েছে। দেশাত্ববোধ, সামাজিক বিভিন্ন বিষয়, পালাগান, পৌরাণিক কাহিনী তুলে ধরা হয় পুতুল নাচের মাধ্যমে। তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়াতেই প্রথম পুতুল নাচের প্রচলন শুরু হয়।

তিনি গ্রাম বাংলার আবহমান সংস্কৃতিকে ধরে রাখার এই উদ্যোগ নেয়ায় আখাউড়া প্রেসক্লাবকে ধন্যবাদ জানান । তিনি আখাউড়া উপজেলার ইউনিয়ন গুলোতে এই লোকনাট্যের অন্যতম প্রতীক পুতুল নাচের আয়োজন করতে আখাউড়া প্রেসক্লাব কর্তৃপক্ষকে অনুরোধ জানান।
ব্রাহ্মণবাড়িয়ার বানী বীণা পুতুল নাচ এই পুতুল নাচ প্রদশর্নী পরিবেশন করছেন।
###

প্রেসক্লাবের উদ্যোগে আখাউড়ায় দিনব্যাপী পুতুল নাচ প্রদর্শনীর উদ্বোধন

botv নিউজ:

আগামী ৭ মে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন।  বৃহস্পতিবার সকালে নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব নির্বাচন-২০১৮ এর নির্বাচন কমিশনার মেহের নিগার।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৩ এবং ২৪ এপ্রিল দুপুর ১২টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত প্রার্থীরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন।
২৫ এপ্রিল বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীদের মনোনয়পত্র দাখিল, ২৬ এপ্রিল দুপুর ১২টায় মনোনয়পত্র যাচাই-বাছাই, ৩০ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহার এবং ৭ মে দুপুর দুইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে ভোট গ্রহণ।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী বলেন, আমরা নির্ধারিত সময়ের মধ্যই নির্বাচন করতে যাচ্ছি। তিনি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার কমিশনকে সব ধরণের সহযোগীতার করার জন্য আহবান জানান।
###

আগামী ৭ মে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন

botv নিউজ:

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা তথ্য অফিসের উদ্যোগে শিশু ও নারীর উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় বুধবার সকালে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের ওরিয়েন্টেশন কর্মশালা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন। রিসোর্স পারসন হিসেবে কর্মশালায় বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক অরবিন্দ দত্ত, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, সদর উপজেলা শিক্ষা অফিসার আবদুস সামাদ আকন্দ। স্বাগত বক্তব্য রাখেন জেলা ভারপ্রাপ্ত তথ্য অফিসার দীপক চন্দ্র দাস।

কর্মশালায় বক্তারা বলেন, জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী। নারীর উন্নয়ন ছাড়া একটি দেশের উন্নয়ন সম্ভব নয়। তারা বলেন, শিশুদেরকে পরিচর্যা করতে হবে। শিশুদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে না পারলে একটি সুন্দর দেশ গড়া সম্ভব নয়।

কর্মশালায় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
###

শিশু ও নারীর উন্নয়নে ব্রাহ্মণবাড়িয়ায় কর্মশালা অনুষ্ঠিত

bptv নিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বৃটিশ-আমেরিকান ট্যাবাকো কোম্পানির এক প্রতিনিধিকে ছুরিকাঘাত করে ১৮ লাখ টাকা ছিনতাইয়ের সময় খোকন সূত্রধর-(৩০) নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  সোমবার দুপুরে পৌর শহরের লাল বাজার এলাকার জনতা ব্যাংকের নীচে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত খোকন সূত্রধর বিজয়রনগর উপজেলার সিঙ্গারবিল গ্রামের রমেশ সূত্রধরের ছেলে।
পুলিশ জানায়,  সোমবার দুপুরে লাল বাজার এলাকার জনতা ব্যাংকে বৃটিশ-আমেরিকান ট্যাবাকো কোম্পানীর প্রতিনিধি মানিক দেবনাথ টাকা জমা দিতে যাওয়ার সময় কয়েকজন ছিনতাইকারি তাকে ছুরিকাঘাত করে ১৮ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যাওয়ার সময় তার চিৎকারে আশপাশের লোকজন তাদেরকে ঘিরে ফেলে। এ সময় একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। আহত মানিক দেবনাথকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন তরফদারের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অপর ছিনতাইকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
###

 

আখাউড়ায় যুবককে ছুরিকাঘাত করে ১৮ লাখ টাকা ছিনতাই

botv নিউজ:

আজ শনিবার বাংলা নববর্ষ ১৪২৫। পহেলা বৈশাখের উৎসবকে সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে গতকাল শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাব-১৪- এর ভৈরব ক্যাম্পের উদ্যোগে মহাসড়কে সন্ত্রাস বিরোধী বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়।

গতকাল শুক্রবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের খাটিহাতা বিশ্বরোড মোড়ে এই মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়ার নেতৃত্ব দেন র‌্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান। এ সময় অতিরিক্ত ক্যাম্প কমান্ডার চন্দন কুমার দেবনাথ সহ র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

মহড়া চলাকালে র‌্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মাহফুজুর রহমান বলেন, শনিবার পহেলা বৈশাখ। এই দিনে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থানে বৈশাখী উৎসব, মেলা অনুষ্ঠিত হবে। এসব অনুষ্ঠানে কোন গোষ্ঠী যাতে কোন ধরনের নাশকতা না করতে পারে এ জন্য র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা তৎপর থাকবেন। এজন্যই মহড়া হচ্ছে।
###

পহেলা বৈশাখ উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে র‌্যাবের মহড়া অনুষ্ঠিত

botv নিউজ:

ব্রাহ্মণবাড়িয়ায় সাহিত্য একাডেমির উদ্যোগে স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে ৮দিনব্যাপী বৈশাখী উৎসব  শুক্রবার সন্ধ্যায় শুরু হয়েছে। সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান ৮দিনব্যাপী বৈশাখী উৎসব উদ্বোধন করেন।

বৈশাখী উৎসব উদযাপন পরিষদের আহবায়ক অ্যাডভোকেট মোঃ আবু তাহের এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম (বার), পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার,

ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান ডাঃ আবু সাঈদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলমগীর ভূইয়া, সনাকের জেলা সভাপতি জেসমিন খানম, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এস.আর.এম উসমান গণি সজীব।

স্বাগত বক্তব্য রাখেন সাহিত্য একাডেমীর সভাপতি কবি জয়দুল হোসেন। বক্তব্য রাখেন সাইফুল ইসলাম। মেলায় বিভিন্ন দেশীয় পন্য নিয়ে ২৫টি স্টল বসে।
###

সাহিত্য একাডেমির উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় ৮দিনব্যাপী বৈশাখী উৎসব শুরু

 

botv নিউজ:

১৪ এপ্রিল (শনিবার) ব্রাহ্মণবাড়িয়ার কৃতি কন্যা, সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী কৃষকলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি, জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও নারী মুক্তিযোদ্ধা দিলারা হারুনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী।

এ উপলক্ষে আজ শনিবার সকালে পৌর এলাকার শেরপুরে মরহুমার কবরে ফাতেহা পাঠ, কোরখানখানি ও এতিমদের মাঝে খাবার পরিবেশন করা হবে। তার আত্মার মাগফেরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।

উল্লেখ্য ২০১২ সালের ১৪ এপ্রিল বিকেলে ঢাকা জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে তিনি ইন্তেকাল করেন।
###

আজ সাবেক সংসদ সদস্য দিলারা হারুনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী

botv নিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রায় সোয়া ৯ লাখ টাকা মূল্যের ভারতীয় থান কাপড়সহ মোঃ সজিব মিয়া-(১৮) নামে এক যুবককে আটক করেছে বিজিবির সদস্যরা।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা কর্ণেল বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।আটক সজিব মিয়া কর্ণেল বাজার এলাকার মোঃ আব্দুল রহিমের ছেলে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইলের সদস্যরা কর্নেল বাজার এলাকায় অভিযান চালিয়ে অটোরিকসাসহ মোঃ সজিব মিয়াকে আটক করে। পরে অটোরিকসায় তল্লাশী চালিয়ে ৩০৮ মিটার ভারতীয় থান কাপড় উদ্ধার করে।

এ ঘটনায় বিজিবির নায়েব সুবেদার মোঃ ফারুক হোসেন বাদি হয়ে আখাউড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধারকৃত কাপড়ের মূল্য ৯,২৪,৬০০ টাকা।
###

আখাউড়ায় সোয়া ৯ লাখ টাকার ভারতীয় কাপড়সহ যুবক আটক

botv নিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বাঙালির বৈশাখ আনন্দকে ভিন্নমাত্রা দিতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন।  মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামানের সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বিভিন্ন অফিসের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধি ও শিক্ষক-শিক্ষিকাসহ সর্বস্তরের নেতৃবৃন্দ।
সভায় বলা হয়, এবার আখাউড়া উপজেলায় সবচেয়ে আকর্ষণীয় হবে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। উৎসব, আনন্দ আর উচ্ছাসে ভরে উঠবে পৌরশহর থেকে শুরু করে গ্রামাঞ্চল। চারুকলার মঙ্গল শোভাযাত্রার আলোকে মাসব্যাপী উদযাপন হবে আখাউড়ায় বৈশাখ উৎসব।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান বলেছেন, এবার বৈশাখী উৎসব মাস ব্যাপী চলবে। নগরকেন্দ্রিক ভাবনা থেকে বেরিয়ে এসে মঙ্গল শোভাযাত্রাসহ দেশীয় গান, আবৃত্তি, নাটক, পুতুল নাচ, মেলা, খেলাধুলা ইত্যাদির মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা, প্রকৃত বাঙালির আত্মপরিচয় ও দেশপ্রেম তুলে ধরবেন আমাদের সংস্কৃতিক কর্মীরা। তিনি আরো বলেন, বৈশাখী উৎসবে অংশগ্রহনকারী মহিলারা লাল-সাদা শাড়ি, কপালে টিপ,

খোপায় ফুলের মালা নিয়ে বর্ণিল সাজে থাকবে, পুরুষের পোশাক ও চলায় থাকবে আনন্দের ছোয়া। প্রস্তুতি সভায় অন্যান্যদের মধ্যে ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ নেতা জমসিদ শাহ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল, মোগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হোসেন, অধ্যাপক কামাল উদ্দিন, আখাউড়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জুটন বনিক, প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোঃ সেকের মিয়া, নাছরীন নবী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: আব্দুর রাজ্জাক ভুইয়া, শিক্ষক দেবব্রত বনিক ও শাহ আলম প্রমুখ।
###

বাংলা নববর্ষ উদযাপনে আখাউড়ায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

botv নিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে অষ্টম শ্রেণীর এক স্কুল ছাত্রী। গত রবিবার রাতে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী বাইন হিরা উপজেলার তারুয়া গ্রামে কনের বাড়িতে গিয়ে বাল্য বিয়ে বন্ধ করে দেন। এ সময় বর ও কনের পরিবারের সদস্যদের আটক করেন তিনি। পরে মুচলেকা দিয়ে বিয়ে না দেয়ার অঙ্গীকার করায় স্থানীয় জনপ্রতিনিধিদের জিম্মায় তাদের ছেড়ে দেয়া হয়।

এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার তারুয়া গ্রামের মিয়াজী বাড়ির ফারুক মিয়ার মেয়ে ও তারুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী মুর্শিদার সাথে একই গ্রামের বাউল বাড়ির ছফিউল্লাহ মিয়ার ছেলে আব্দুল্লাহর বিয়ে হওয়ার কথা ছিল গতকাল সোমবার দুপুরে।

গত রবিবার রাতে ছিল গায়ে হলুদ। মুর্শিদার সহপাঠীদের কাছ থেকে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী বাইন হিরা রবিবার রাতে পুলিশ নিয়ে হাজির হন কনের বাড়িতে। গিয়ে দেখেন গায়ে হলুদের প্রস্তুতি চলছে।

উপজেলা নির্বাহী অফিসার বাড়িতে পৌছা মাত্রই বাড়ি থেকে পালিয়ে যান মুর্শিদার বাবা। কনের বাড়িতে অভিযান চলার কথা শুনে একই গ্রামে অবস্থিত বরের বাড়িতে থেকে পালিয়ে যায় বর সহ বরের পরিবারের সদস্যরা।

পুলিশ কনের মা শিরিনা বেগম এবং বরের চাচা হাবিবুল্লাকে আটক করে উপজেলা পরিষদে নিয়ে যায়।
পরে কনের পরিবারের দায়িত্ব নেন তারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিস হাসান এবং বরের পরিবারের দায়িত্ব নেন তারুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাদল সাদির। পরে তাদের জিম্মায় দুই পরিবারের সদস্যদের ছেড়ে দেয়া হয়।

বরের চাচা হাবিবুল্লাহ মিয়া জানান, বাল্য বিবাহ অপরাধ, আমরা না জেনে বিয়ের আনুষ্ঠানিকতা করেছিলাম। কিন্তু এখন আমরা বিষয়টি বুঝতে পেরেছি।
কনের মা শিরিনা বেগম জানান, আমি আমার ভূল বুঝতে পেরেছি। আমার মেয়ে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবো না।

এ ব্যাপারে আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী বাইন হিরার সাথে যোগাযোগ করলে তিনি বাল্য বিয়ে বন্ধ করার কথা স্বীকার করে বলেন, বাল্য বিয়ের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

###

আশুগঞ্জে বাল্য বিয়ে থেকে রক্ষা পেয়েছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী

ফেসবুকে আমরা..