bptv নিউজ:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বৃটিশ-আমেরিকান ট্যাবাকো কোম্পানির এক প্রতিনিধিকে ছুরিকাঘাত করে ১৮ লাখ টাকা ছিনতাইয়ের সময় খোকন সূত্রধর-(৩০) নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে পৌর শহরের লাল বাজার এলাকার জনতা ব্যাংকের নীচে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত খোকন সূত্রধর বিজয়রনগর উপজেলার সিঙ্গারবিল গ্রামের রমেশ সূত্রধরের ছেলে।
পুলিশ জানায়, সোমবার দুপুরে লাল বাজার এলাকার জনতা ব্যাংকে বৃটিশ-আমেরিকান ট্যাবাকো কোম্পানীর প্রতিনিধি মানিক দেবনাথ টাকা জমা দিতে যাওয়ার সময় কয়েকজন ছিনতাইকারি তাকে ছুরিকাঘাত করে ১৮ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যাওয়ার সময় তার চিৎকারে আশপাশের লোকজন তাদেরকে ঘিরে ফেলে। এ সময় একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। আহত মানিক দেবনাথকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন তরফদারের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অপর ছিনতাইকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
###
Priligy
gabapentin moa
https://prednisonebuyon.com/ – uses of prednisolone