শিশু ও নারীর উন্নয়নে ব্রাহ্মণবাড়িয়ায় কর্মশালা অনুষ্ঠিত

botv নিউজ:

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা তথ্য অফিসের উদ্যোগে শিশু ও নারীর উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় বুধবার সকালে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের ওরিয়েন্টেশন কর্মশালা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন। রিসোর্স পারসন হিসেবে কর্মশালায় বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক অরবিন্দ দত্ত, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, সদর উপজেলা শিক্ষা অফিসার আবদুস সামাদ আকন্দ। স্বাগত বক্তব্য রাখেন জেলা ভারপ্রাপ্ত তথ্য অফিসার দীপক চন্দ্র দাস।

কর্মশালায় বক্তারা বলেন, জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী। নারীর উন্নয়ন ছাড়া একটি দেশের উন্নয়ন সম্ভব নয়। তারা বলেন, শিশুদেরকে পরিচর্যা করতে হবে। শিশুদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে না পারলে একটি সুন্দর দেশ গড়া সম্ভব নয়।

কর্মশালায় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
###

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা..