botvনিউজ:

ইসলামী যুব খেলাফত নবীনগর উপজেলা শাখা কমিটি গঠন উপলক্ষে গতকাল রবিবার সকাল ১০টায় স্থানীয় ইসলামী ঐক্যজোট কার্যালয়ে এক যুব প্রতিনিধি সম্মেলন মাওলানা সাদেকুল ইসলাম মহল্লীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী ঐক্যজোট জেলা সাংগঠনিক সম্পাদক মুফতী মোহাম্মদ এনামুল হাসান। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ঐক্যজোট কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাওলানা মেহদী হাসান, জেলা ইসলামী ঐক্যজোট নেতা হাজী মোবারক হোসেন, মাওলানা শাহীন মোল্লা, ইসলামী ঐক্যজোট নবীনগর উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মাসউদুর রহমান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মুফতী মোহাম্মদ এনামুল হাসান বলেন, যুব সমাজ হচ্ছে দেশ, জাতি ও ইসলামের আশা আকাঙ্খার প্রতিক। বর্তমান যুব সমাজের অবস্থা অত্যন্ত হতাশাজনক। ইসলামের দুশমনদের ষড়যন্ত্রের পাতা ফাদে পা দিয়ে যুব সমাজ তাদের গৌরবময় অতীত ইতিহাস ভুলতে বসেছে। যুবকদের নৈতিক চরিত্রের অবক্ষয় আজ গোটা জাতিকে পুঙ্গ করে দিচ্ছে।
তিনি আরো বলেন, যুবসমাজকে আল্লাহ প্রদত্ত যৌবনের মহা মূল্যবান সময়কে আল্লাহর হুকুম মতো পরিচালনা করার জন্য যুব সমাজকে ইসলামের ছায়া তলে আসার পাশাপাশি ইসলাম প্রতিষ্ঠার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে যেতে হবে।

যুব প্রতিনিধি সম্মেলনে মাওলানা সাদেকুল ইসলাম মহল্লীকে সভাপতি ও মাওলানা গাজী মাজহারুল হক যুক্তিশাহীকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট ইসলামী যুব খেলাফত নবীনগর উপজেলা কমিটি ঘোষণা করা হয়।
###

নবীনগরে ইসলামী যুব খেলাফতের সম্মেলন অনুষ্ঠিত

botvনিউজ:

বিজয়নগরে উপজেলা প্রশাসন আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব গতকাল রবিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। চাউড়া কবি সানাউল হক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত চুড়ান্ত পর্বে মুকুন্দপুর উচ্চ বিদ্যালয়কে হারিয়ে বিতর্ক বিষয়ের পক্ষ দল দাউদপুর উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। শ্রেষ্ঠ বক্তা হন বিজয়ি দলের দলনেতা আফরোজা সুলতানা শিনজা। চুড়ান্ত পর্বে বিতর্কের বিষয় ছিলো, ‘নৈতিক অবক্ষয়ই প্রশ্নপত্র ফাঁসের মূল কারণ’।

বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী আফরোজের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন। বিশেষ অতিথি ছিলেন বিজয়নগর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ তানভীর ভুইয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার মিলনকৃষ্ণ হালদার, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারন সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, চাউড়া কবি সানাউল হক উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ বশির আহমেদ। প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ের ৩২টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ৭৫ পরবর্তী সময় থেকেই নৈতিক অবক্ষয়ের রাজনীতি শুরু হয়েছে। এ বিষয়ে এখনই কাজ শুরু করতে হবে। সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে।
###

বিজয়নগরে বিতর্ক প্রতিযোগিতা

botvনিউজ:

সরাইলের পানিশ্বরে মেঘনা নদীর কড়াল গ্রাস থেকে রক্ষার জন্য সাময়িক ভাবে বালির বস্তার বাঁধের উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার সকালে শাখাইতি গ্রামের জিল্লু মিয়ার মাঠের নিকটে নদীতে বস্তা ফেলে প্রকল্পের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডঃ জিয়াউল হক মৃধা। ইউপি চেয়ারম্যান মো. দ্বীন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধন পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এমপি। ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ শাহজাহান আলম সজুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ শাহিনুজ্জামান, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক মোঃ মাহফুজ আলী, বর্তমান যুগ্ম সম্পাদক জিয়াউল ইসলাম জজ মিয়া,

আশুগঞ্জ জাপার সভাপতি মেরাজ সিকদার, সাবেক ইউপি সদস্য মোঃ মোস্তফা ও ঠিকাদার মোঃ রুবেল সিকদার। জেলা পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় লোকজন জানায়, গত কয়েক বছরের বিরামহীন ভাঙ্গনে মেঘনায় বিলীন হয়ে গেছে মূল পানিশ্বর গ্রাম। আর এখন নিয়মিতই নদী গিলে খাচ্ছে শাখাইতি গ্রামের বাড়িঘর। সম্প্রতি দরিদ্র পাল সম্প্রদায়ের বাড়ি, ১৫-২০টি চাতাল মিল ও শতাধিক বসতঘর নদীতে বিলীন হয়ে গেছে। প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা একাধিকবার নদী ভাঙ্গন পরিদর্শনও করেছেন। এমপি ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের চেষ্টায় নদী ভাঙ্গনরোধে সাময়িকভাবে ২০ লাখ টাকার একটি প্রাথমিক প্রকল্প অনুমোদন পেয়েছে। ৭৭ মিটার জন গুরুত্বপূর্ণ স্থান সমূহে বালুর বস্তা ফেলে ভাঙ্গন তান্ডব সাময়িকভাবে রোধ করাই এ প্রকল্পের মূল লক্ষ্য। পর্যায়ক্রমে আরো প্রকল্প আসবে। প্রধান অতিথি বলেন, এখানকার সমস্যার কথা আমি সংসদে বলেছি। প্রধানমন্ত্রী নোটও করেছেন। দ্রুতই আরো বড় প্রকল্প আসছে।

আমার সময়ের মধ্যেই সরাইল-পানিশ্বর সড়কের কাজ হবে। স্থায়ী বেড়িবাঁধও হবে। আজবপুর ও মেঘনায় ভারতের বড় বড় জাহাজ নোঙ্গর করবে। মেঘনা অভিশাপ নয়, আশির্বাদও। এখানকার মানুষের জীবনমানের পরিবর্তন ঘটবে। অর্থনৈতিক ভাবে তারা উন্নতি সাধন করবে। তিনি বলেন, দেশকে জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদের হাত থেকে রক্ষা করতে হলে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে ক্ষমতায় থাকতে হবে। মহাজোটেই নির্বাচন হবে। আর এ আসন থেকে আমিই মনোনয়ন পাব। জাপার মনে কষ্ট দিয়ে আওয়ামীলীগ ক্ষমতায় থাকতে পারবে না। বিএনপি নির্বাচনে না আসলে জাপা ৩’শ আসনেই মনোনয়ন দিবে।
###

পানিশ্বরে মেঘনায় গ্রামরক্ষা বাঁধের উদ্বোধনকালে জিয়াউল হক মৃধা এমপি

botvনিউজ:

দীর্ঘ ২৬ ঘন্টা অন্ধকারে রয়েছে সরাইল সদরের ৭ মার্কেট ও অর্ধশতাধিক বাড়ি-ঘর। ফলে ভাদ্র মাসের এই ভ্যাঁসপা গরমে অতিষ্ট হয়ে ওঠেছে জনজীবন। হাসপাতাল মোড়ের বৈদ্যুতিক ট্রান্সফরমারের সামান্য ক্রুটির জন্য এমন দুর্ভোগের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় পিডিবি’র কর্মচারিরা। নির্বাহী প্রকৌশলী ছুটিতে তাই গত শনিবার বিকেল থেকে সারারাত দফায় দফায় চেষ্টা করেও সমস্যা সমাধান করতে পারেনি পিডিবি’র লোকজন।

পিডিবি’র লোকজন ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত শনিবার বিকাল ৫ টার দিকে হঠাৎ করে সরাইল সদরের বিদ্যুৎ চলে যায়। আধা ঘন্টা পর সব জায়গায় বিদ্যুৎ আসলেও বাতি গুলো লাফাতে থাকে। পরে প্রায় ঘন্টা খানেক চলে বিদ্যুৎ যাওয়া আসার খেলা। এক সময় কিছুটা স্থির হয়। কিন্তু হাসপাতাল মোড় থেকে সরাইল সদরে প্রবেশের সড়কের দু’পাশে গড়ে ওঠা মোল্লা মার্কেট (১), মোল্লা মার্কেট (২), হাজী সানু মোল্লা মার্কেট, গার্লস স্কুল রোড মার্কেট, গার্লস স্কুল মার্কেট, মিজান ঠাকুর মার্কেট ও সমুদ্র মার্কেট ছিল গতকাল বিকাল সাড়ে ৫টা পর্যন্ত অন্ধকারে। সেই সাথে মার্কেটের আশপাশের প্রায় অর্ধশতাধিক বাড়িÑঘরেও ছিল না বিদ্যুৎ।

ভাদ্র মাসের এ ভ্যাঁসপা গরমে সারারাত শিশু বাচ্চা নিয়ে ঘুমায়নি অনেকেই। সদ্য সমাপ্ত হওয়া কোরবানীর মাংস নিয়ে সকলেই পড়েছেন অবর্ণনীয় কষ্টে। মাংসকে পঁচনের হাত থেকে রক্ষার জন্য অনেককে গাড়িতে করে অন্যত্র স্বজনদের বাড়িতে পাঠাতেও দেখা গেছে। রাত শেষে গতকাল শনিবার সকাল থেকে অধীর আগ্রহে লোকজন অপেক্ষা করছিল বিদ্যুতের। কিন্তু ছোট সমস্যা বললেও সারাদিনেও সমাধান করতে পারছিলেন না পিডিবি কর্তৃপক্ষ। অবশেষে বিকাল সাড়ে ৫টার দিকে দেখা মিলে কাঙ্খিত বিদ্যুতের।

এ বিষয়ে সরাইল পিডিবি’র (বিক্রয় ও বিতরণ বিভাগ) নির্বাহী প্রকৌশলী মো. মাঈনুদ্দিন জুয়েল ২৪ ঘন্টারও অধিক সময় বিদ্যুৎ না থাকার কথা স্বীকার করে বলেন, একটি ট্রান্সফরমার ডেথ হয়ে গিয়েছিল। আমার লোকজন কাজ করে এটি ঠিক করেছে। তাই এত সময় লেগেছে। জরুরী কাজে ব্যবহারের জন্য অফিসে অতিরিক্ত ট্রান্সফরমার বরাদ্ধ আছে কিনা? এমন প্রশ্নের উত্তেরে তিনি বলেন, আছে। তাও ওইটাকে মেরামত করে নিলাম। এটা আসলে টেকনিকেল বিষয়।
###

২৬ ঘন্টা অন্ধকারে সরাইলের ৭ মার্কেট

botvনিউজ:

স্বাধীনতার কবি শামসুর রাহমান সম্মাননা প্রদান করেছে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস আবৃত্তি সংগঠন। এ বছর সম্মাননা গ্রহন করেন ভারতের ত্রিপুরা রাজ্যের কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেশ্বর ভট্টাচার্য।

গত শুক্রবার রাতে স্থানীয় সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে শামসুর রাহমান স্মরণ অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে কবি শামসুর রাহমানের জীবন ও কর্মের উপর আলোচনা, সম্মাননা প্রদান, আবৃত্তি প্রতিযোগিতার সনদপত্র বিতরণ, কবিতা পরিবেশিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। উদ্বোধন করেন পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন খান।

সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাতের সভাপতিত্বে ও তিতাস আবৃত্তি সংগঠনের সহকারী পরিচালক বাছির দুলালের পরিচালনা এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাহিত্য একাডেমির সভাপতি জয়দুল হোসেন, সুর স¤্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সম্পাদক আবদুল মান্নান সরকার, ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজের অধ্যক্ষ হরিলাল চন্দ্র দেবনাথ, রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ সভাপতি অধ্যাপক মানবর্দ্ধন পাল, সাধারণ সম্পাদক ডা. অরুনাভ পোদ্দার, মুক্তিযোদ্ধা আছরারুন্নবী মোবারক, ত্রিপুরার সংস্কৃতিকর্মী মনীষ চক্রবর্ত্তী, তিতাস আবৃত্তি সংগঠন পরিচালক মোঃ মনির হোসেন।
###

ব্রাহ্মণবাড়িয়ায় শামসুর রাহমান সম্মাননা প্রদান

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ায় সমীর বণিক-(৪৫) নামে এক স্বর্ণশিল্পীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার সুহিলপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

সমীর বনিক হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি শায়েস্তাগঞ্জে একটি স্বর্ণের দোকানের কারিগর (শিল্পী) ছিলেন।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে তাকে হত্যার পর লাশ মহাসড়কের পাশে ফেলে দেয়া হয়েছে। তিনি বলেন, নিহতের গলার নিচে আঘাতের চিহ্ন রয়েছে। তার লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
###

ব্রাহ্মণবাড়িয়ায় স্বর্ণশিল্পীর লাশ উদ্ধার

botvনিউজ:

আগামী ২২ আগষ্ট অনুষ্ঠিতব্য পবিত্র ঈদুল আযহায় কোরবানীর পশুর বর্জ্য নিষ্কাশনে জনসচেতনতা বৃদ্ধিতে বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যালি ও প্রচারিযান অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠন ক্লিন ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে সকালে স্থানীয় লোকনাথ উদ্যান (টেংকেরপাড়) একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং স্থানীয় বঙ্গবন্ধু স্কয়ারে গিয়ে শেষ হয়। এ সময়ে জনসচেতনতা বিষয়ক বিভিন্ন প্রচার পত্র বিলি করা হয়।

সকালে কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। ক্লিন ব্রাহ্মণবাড়িয়ার উপদেষ্টা ও ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের চেয়ারম্যান ডাঃ মোঃ আবু সাঈদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ, ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক আয়েশা আকতার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রেজাউল কবীর, পৌর কাউন্সিলর মুরাদ খান, সাংবাদিক আল আমীন শাহীন প্রমুখ।
###

কোরবানীর পশুর বর্জ্য নিষ্কাশনে জনসচেতনতা বৃদ্ধিতে

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে “ অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তিনদিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিনব্যাপী মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাউসদ পারভেজ মজুমদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ, উপজেলা কৃষি কর্মকর্তা আনিছুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আনোয়ার হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আরজু মিয়া প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে কৃষক/কৃষানীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তিনদিনব্যাপী মেলায় কৃষক কৃষানী ও শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিরতন এবং উপজেলা পরিষদ চত্বরে গাছের চারা রোপন করা হয়।

বৃক্ষমেলায় ফলদ ও বনজসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষের ১০টি স্টলে উপজেলার বিভিন্ন এলাকার নার্সারীর মালিকরা অংশ নেন। এর আগে সকালে বৃক্ষ মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
###

নাসিরনগরে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা শুরু

 

botvনিউজ:

সাংবাদিকতার বাতিঘর, দেশবরেণ্য সাংবাদিক ও সমকাল সম্পাদক গোলাম সারওয়ার এর প্রয়ানে গতকাল মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে এক শোক সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই বরেণ্য এই সাংবাদিকের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

প্রেসক্লাব সভাপতি খ.আ.ম রশীদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পীর পরিচালনায় শোক সভায় বরেণ্য এই সাংবাদিকের কর্মময় জীবনের ওপর আলোচনায় অংশ নেন দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি মোহাম্মদ আরজু, দৈনিক সমতট বার্তার সম্পাদক মনজুরুল আলম, দৈনিক তিতাসকন্ঠের সম্পাদক সৈয়দ মিজানুর রেজা, প্রেসক্লাবের সহ-সভাপতি আল আমিন শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক ও যায়যায়দিন প্রতিনিধি মোঃ বাহারুল ইসলাম মোল্লা, দৈনিক জনকন্ঠের স্টাফ রিপোর্টার রিয়াজ উদ্দিন জামি, এনটিভির স্টাফ রিপোর্টার শিহাবুদ্দিন বিপু, বাংলাভিশনের জেলা প্রতিনিধি আশিকুল ইসলাম, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি সৈয়দ মোহাম্মদ আকরাম, সংবাদ প্রতিদিনের মনির হোসেন ও বাংলাদেশ প্রতিদিনের মোশারফ হোসেন বেলাল প্রমুখ ।

শোকসভায় সাংবাদিকবৃন্দ প্রয়াত এই সাংবাদিকের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন সাংবাদিক গোলাম সারওয়ারের মৃত্যুতে বাংলাদেশের সাংবাদিকতা জগতের অপূরনীয় ক্ষতি হয়েছে। প্রয়াত এই সাংবাদিকের দেখানো পথ অনুসরণ করে বাংলাদেশের সাংবাদিকতাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সাংবাদিকগন। শোক সভায় প্রয়াত সাংবাদিকের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
###

সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের প্রয়ানে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে শোকসভা অনুষ্ঠিত

botvনিউজ:

১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বেলা ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি খ.আ.ম রশিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পীর পরিচালনায় আলোচনা সভার শুরুতেই ১৫ আগষ্টে জাতির জনক সহ শাহাদাৎবরণকারীদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রেজা, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, প্রেস ক্লাব কল্যাণ ফান্ডের আহবায়ক সৈয়দ মোহাম্মদ আকরাম, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার আবদুন নূর প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর মহানুভবতা এবং দেশপ্রেমের বিভিন্ন অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দেশ ও জাতির কল্যাণে সকলকে কাজ করার আহবান জানান। আলোচনা সভা শেষে ১৫ আগষ্ট শাহাদাৎবরনকারীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
###

জাতীয় শোক দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত

ফেসবুকে আমরা..