botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ায় রবিবার বহুল কাঙ্খিত ভারতীয় ভিসা সেন্টার চালু হয়েছে। পৌর এলাকার খৈয়াসারে এই ভিসা কেন্দ্র চালু করা হয়। রবিবার সকাল ৮টা থেকে এই কেন্দ্রে ভিসা প্রত্যাশীদের আবেদন জমা নেয়া শুরু হয়।

প্রতি সপ্তাহের রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভিসা প্রত্যাশীদের আবেদন ও পাসপোর্ট জমা নেয়া হবে। এরপর দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে পাসপোর্ট বিতরণ কার্যক্রম। আবেদন জমা দেয়ার ৭ কর্মদিবস পর পাসপোর্ট বিতরণ করা হবে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় বহুল কাঙ্খিত এই সেন্টার চালু হওয়ায় স্বস্তি ফিরছে ভিসা প্রত্যাশীদের মনে। কেননা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দর দিয়ে প্রতিদিন শত শত যাত্রী ভারতে যায়। ফলে ভিসা পাওয়ার জন্য তাদেরকে যেতে হতো বিভাগীয় শহরে। বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ায় ভিসা সেন্টার চালু হওয়ায় তাদেরকে আর বিভাগীয় শহরে যেতে হবেনা।

এ ব্যাপারে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়ার দায়িত্বশীল কেউ সাংবাদিকদের সাথে কথা বলতে রাজী হননি।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সেলিম উদ্দিন বলেন, রবিবার সকালে শহরের খৈয়াসারে ভারতীয় ভিসা কেন্দ্রটি চালু হয়। প্রথমদিনেই কেন্দ্রে বেশ কিছু আবেদন জমা পড়ে।
###

ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় ভিসা সেন্টার চালু

 

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আসন্ন নির্বাচনে আবিধি লঙ্ঘন করছেন পরিচালক প্রার্থী, ঝুমুর হোটেলের সত্বাধিকারী আব্দুল মালেক।
চেম্বারের নির্বাচনে অংশ নেওয়া কোন প্রার্থী বিজ্ঞাপন দিতে পারবে না এ মর্মে এক এর (ক) ধারায় যে বিধি রয়েছে, এর তোয়াক্কা না করে তিনি ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন দৈনিক পত্রিকা, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ অন্যান্য মাধ্যমে   নিজ পোস্টারের বিজ্ঞাপন প্রচার করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, যা উল্লিখিত ধারার পরিপন্থী।
পরিচালক পদের এ প্রার্থী ব্রাহ্মণবাড়িয়া শহরের মসজিদ রোডের দি ঝুমুর হোটেল এন্ড রেস্টুরেন্টের সত্বাধিকারী। এছাড়া তার রয়েছে গ্র্যান্ড এ মালেক নামে চাইনিজ ও আবাসিক হোটেল ব্যবসা। হোটেল ব্যবসায় সফল এ ব্যাক্তি নিজ নামে করেছেন একটি কনভেনশন সেন্টারও।  সম্প্রতি তার অাবাসিক হোটেলে দেহ ব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছিল। জেলার কেন্দ্রীয় মসজিদ ঘেঁষা এ প্রতিষ্ঠানের দেহ ব্যবসার ভিডিও ভাইরাল হওয়ায় তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েন।
এ বিষয়ে চেম্বার নির্বাচনের পরিচালক প্রার্থী, আব্দুল মালেক জানান, নির্বাচনে বিজ্ঞাপন প্রচার করে নির্বাচনী প্রচারণা বিষয়ে আমি অবগত ছিলাম না,নির্বাচনের আচরন বিধি লঙ্ঘন হয়ে থাকলে  এ রকম ভুল আর হবে না।
এবিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া চেম্বারের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও পৌর মেয়র নায়ার কবির বলেন, কোন প্রার্থী নির্বাচনের আচরন বিধি লঙ্ঘন  করলে ওই প্রার্থীর বিরুদ্ধে আইনানুুগ ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির ২০১৯-২০২০ এবং ২০২০-২০২১ মেয়াদের নির্বাচনে স্বাধীনতা পরিষদের ব্যানারে ২নং ব্যালটে পরিচালক পদে নির্বাচন করছে হোটেল ব্যবসায়ী আব্দুল মালেক।
                                                          ###

ব্রাহ্মণবাড়িয়া চেম্বার নির্বাচন পরিচালক প্রার্থী মালেকের আচরণবিধি লঙ্ঘন

botvনিউজ:

দৈনিক কালের কণ্ঠের ১০ জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় পত্রিকাটির পাঠক সংগঠন শুভ সংঘের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

গভ. মডেল গার্লস হাই স্কুল মাঠে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় শতাধিক শিশু অংশ নেয়। এ সময় শিশুদেরকে নিয়ে ১০ পাউন্ডের একটি কেক কাটা হয়।

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সভাপতি খ আ ম রশিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, যুগ্ম সাধারন সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের সম্পাদক নিয়াজ মুহাম্মদ খান বিটু, সময় টিভির ব্যুরো প্রধান উজ্জল চক্রবর্তী, সাংবাদিক খন্দকার মো. শফিকুল ইসলাম প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চয়ন বিশ্বাস, ইফতেয়ার রিফাত, বাহাদুর আলম, মাজহারুল করিম অভি, প্রণয় সাহা প্রমুখ।

পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ৩৬ জনের মাঝে পুরস্কার বিতরণ করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক আবদুন নূর। কালের কণ্ঠের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু’র উপস্থাপনায় এ সময় শুভ সংঘের সাধারন সম্পাদক মো. হাবিবুর রহমান পারভেজসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আলোচকরা বলেন, ‘কালের কণ্ঠ মানেই ব্যতিক্রম কিছু। প্রতিনিয়তই ভালো সংবাদ পরিবেশনের পাশাপাশি সমাজের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে অংশ নেয়। এরই অংশ হিসেবে এমন ধরণের প্রতিযোগিতা আয়োজন করেছে। কালের কণ্ঠ আরো এগিয়ে যাবে।’

###

প্রতিষ্ঠাবার্ষিকিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ‘কালের কণ্ঠ মানেই ব্যতিক্রম কিছু’

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের উদ্যোগে স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে জনসভা অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌর সভার মেয়র মিসেস নায়ার কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি তাজ মোহাম্মদ ইয়াছিন, মোঃ হেলাল উদ্দিন, মোঃ মুজিবুর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, গোলাম মহিউদ্দিন খান খোকন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহাবুবুল আলম খোকন, মোঃ শাহআলম, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, বিশিষ্ট মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদ খান লাভলু, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহানুর ইসলাম, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি অ্যাডভোকেট লোকমান হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন প্রমুখ।

###

ব্রাহ্মণবাড়িয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের ৭দিন পর এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের তিতাস নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃতের নাম আব্দুর রহমান-(৩২)। তিনি মজলিশপুর গ্রামের রৌশন মিয়ার ছেলে।

মৃতের পরিবারের লোকজন ও স্থানীয়রা জানান, গত ৩১ ডিসেম্বর নিখোঁজ হয় আবদুর রহমান। সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেও তার সন্ধ্যান মিলেনি।রবিবার সকালে স্থানীয়রা তিতাস নদীতে তার লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সেলিম উদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আবদুর রহমান মানুসিক ভারসাম্যহীন ছিল বলে তার পরিবারের লোকজন জানিয়েছে। তার লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
###

নিখোঁজের ৭দিন পর ব্রাহ্মণবাড়িয়ায় যুবকের লাশ উদ্ধার

botvনিউজ:

একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও বিশিষ্ট নারীনেত্রী মিসেস নায়ার কবিরকে দেখতে চায় ব্রাহ্মণবাড়িয়াবাসী।

বিশিষ্ট শিক্ষানুরাগী মিসেস নায়ার কবির ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট হুমায়ূন কবিরের সহধর্মীনি। বিগত পৌর সভার নির্বাচনে তিনি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার দেড়শত বছরের ইতিহাসে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসেবে প্রথম নারী মেয়র নির্বাচিত হন।

এর আগে তিনি দশম জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২-(সরাইল-আশুগঞ্জ) আসনে নির্দলীয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন। পরে তিনি জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হওয়ার জন্যে দলীয় মনোনয়ন ফরম দাখিল করেছিলেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সর্বশেষ সম্মেলনে তিনি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্বাচিত হন।

বিশিষ্ট সমাজসেবক নায়ার কবির ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পশ্চিম পাইকপাড়ায় “ এক আকাশের নীচে” নামক একটি বৃদ্ধা নিবাস গড়ে তুলেছেন। ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার প্রসারে তিনি স্বামী হুমায়ূন কবির নিয়ে আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ, পলি কমল প্রি-ক্যাডেট স্কুল এবং হুমায়ূন কবির বিদ্যা নিকেতন গড়ে তুলেন। তিনটি প্রতিষ্ঠানেরই তিনি পরিচালনা পর্ষদের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।

রাজনৈতিক পরিবারের পুত্রবধূ মিসেস নায়ার কবির জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বর্তমানে জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি, জেলা শিল্পকলা একাডেমীর সদস্য, সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সহ-সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া ইসলমিক সেন্টার পরিচালনা পর্ষদের সহ-সভাপতি ও জাতীয় মহিলা সংস্থা ব্রাহ্মণবাড়িয়ার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

পৌর মেয়র নায়ার কবিরের স্বামী অ্যাডভোকেট হুমায়ূন কবির ব্রাহ্মণবাড়িয়া পৌর সভার দুইবারের চেয়ারম্যান, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান, ব্রাহ্মণবাড়িয়া সদর আসন থেকে দুইবার সংসদ সদস্য ও স্বাস্থ্য উপমন্ত্রী ছিলেন।
অ্যাডভোকেট হুমায়ূন কবির অসুস্থ্য হওয়ার পর মিসেস নায়ার কবির রাজনীতিতে পুরোদমে সময় দিচ্ছেন। তিনি নিজ কর্ম গুণে সমাজের সর্ব মহলে প্রশংসিত। আর এসব কারনেই নায়ার কবিরকে এবার জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য করার দাবি তুলেছেন জেলাবাসী।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া পৌর সভার মেয়র নায়ার কবিরের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, রাজনীতি করি দেশের জন্য, মানুষের জন্য। দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন তাঁকে যে দায়িত্ব দেবেন তাই তিনি পালন করতে প্রস্তুত আছেন। তিনি বলেন, জেলা আওয়ামীলীগের সিনিয়র নেতাদের সাথে পরামর্শক্রমে তিনি একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের দলীয় মনোনয়নপত্র উত্তোলন করবেন। তিনি জেলাবাসীর দোয়া ও সহযোগীতা প্রত্যাশা করেছেন।

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মেয়র নায়ার কবিরকে দেখতে চায়

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মধ্যপাড়াস্থ ছাত্রলীগের উদ্যোগে ৫নং  ওয়ার্ড এলাকাবাসীর  সহযোগিতায় নারী অধিকার ও হ্মমতায়ন বিষয়ক আলোচনা সভা ও মহিলা সমাবেশ অনুষ্টিত হয়েছে।

৩রা ডিসেম্বর সোমবার বিকাল ৪ টায় হুমায়ুন কবীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্টিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক মহা-পরিচালক মাধ্যমিক ও উচচ শিহ্মা  অধিদপ্তর (গ্রেড-১) প্রফেসর ফাহিমা খাতুন ,বিশেষ অতিথি মেয়র ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা মিসেস নায়ার কবির, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান  তাসলিমা খানম নিসাত , সংরক্ষিত মহিলা কাউন্সিলর   হালিমা মুর্শেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফাল্গুণী দাস তন্নি।

আয়োজকদের পক্ষে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি অশেষ রায়, জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেন, সহ-সভাপতি মো: শামীম মিয়া, উপ-অর্থ বিষয়ক সম্পাদক ইমরান মিয়া, সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো: হাবিব উল্লাহ ভূইয়া(বিপ্লব), যুগ্ম- সাধারণ সম্পাদক মো: রায়হান সরকার, শহর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান হ্রদয়।

৫ নং ওয়ার্ড  মহিলা আওয়ামীলীগের সভাপতি শাহেনা বেগমের সভাপতিত্বে ও অংকুর-অন্বেষা বিদ্যাপীঠের সহকারী শিক্ষক শারমিন সুলতানা উপস্থাপনায় ছাত্রনেতা জাহিদুল ইসলামের কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে আলোচনাসভা শুরু হয়। সার্বিক তত্বাবধনে জেলা আওয়ামীলীলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম খোকন, জেলা শ্রমীক লীগের সাধারণ সম্পাদক এম এ মালেক চৌধুরী, ৫নং ওয়ার্ড কমিশনার আলী এহসান কাউছার, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম দুলাল, সাধারণ সম্পাদক জামাল মিয়া।

###

মধ্যপাড়ায় নারী অধিকার ও ক্ষমতায়ন বিষয়ক আলোচনাসভা ও মহিলা সমাবেশ

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার বলেছেন, অ্যাডঃ আলী আজম ভূইয়া ছিলেন, একজন সৎ ও সাহসী মানুষ। দুর্দিনে তিনি শক্ত হাতে আওয়ামীলীগকে পরিচালনা করেছিলেন।

তিনি গতকাল শনিবার বিকেলে হালদারপাড়ায় জেলা আওয়ামীলীগের কার্যালয়ে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি অ্যাডঃ আলী আজম ভূইয়ার ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামীলীগ আয়োজিত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি তাজ মোহামদ ইয়াছিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আল-মামুন সরকার আরো বলেন, অ্যাডঃ আলী আজম ভূইয়া ছিলেন, একজন প্রকৃত দেশপ্রেমিক। মুক্তিযুদ্ধে তাঁর অবদান জাতি চীরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

আল-মামুন সরকার বলেন,অ্যাডঃ আলী আজম ভূইয়া ছিলেন একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। তিনি ছিলেন গন-মানুষের নেতা, সারা জীবন তিনি মানুষের জন্য কাজ করে গেছেন।

আলোচনা সভা ও মিলাদ মাহফিলে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক অ্যাডঃ হামিদুর রহমান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন, মজিবুর রহমান বাবুল, জাতীয় পরিষদের সদস্য আলহাজ্ব আবুল কালাম ভূইয়া, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকন, সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ মাহাবুবুল আলম খোকন, জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক আলহাজ্ব মোঃ শাহআলম, জেলা আওয়ামীলীগের সদস্য মোঃ ফারুক মিয়া, মাহমুদুর রহমান জগলু,

মোঃ জায়েদুল হক, কাচন মিয়া, বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম ভূইয়া, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাবিবুল্লাহ বাহার, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, জেলা যুবলীগের সহ-সভাপতি ইখতিয়ার উদ্দিন স্বপন, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আবদুল মালেক চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি অ্যাডঃ লোকমান হোসেন, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন রানা, পৌর যুবলীগের আহবায়ক আমজাদ হোসেন রনি প্রমুখ। আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ আবদুল্লাহ। (প্রেস বিজ্ঞপ্তি)
###

অ্যাডঃ আলী আজম ভূইয়ার মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায়

botvনিউজ:

গত শুক্রবার বিকালে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের নব-নির্বাচিত জেলা কমিটির পরিচিতি সভা খ্রীষ্টান মেমোরিয়াল হাসপাতালে অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা দিলীপ কুমার নাগ এবং সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রদ্যোৎ রঞ্জন নাগ।

সভার বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মন্ডলীর সদস্য ডাঃ ডিউক চৌধুরী, মুক্তিযোদ্ধা অ্যাড. হরে কৃষ্ণ ভৌমিক (মিন্টু), ডাঃ সুখেন্দ বিকাশ তালুকদার, মুক্তিযোদ্ধা সুনীল দেব, বাবু জহর লাল সাহা, সুভাষ চন্দ্র পাল, সব্যসাচী পাল, প্রবীণ কুমার দেব, অ্যাডঃ যতন শর্মা, এলবার্ট হীরক বৈদ্য, আখাউড়া উপজেলা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা বিধান দাস, অ্যাডঃ প্রণব কুমার দাস উত্তম,

বাবু স্বপন দেব, নাসিরনগর উপজেলার পক্ষে দিলীপ কুমার দত্ত, প্রাণেশ শর্মা, মিস নন্দিতা সেন, খোকন কান্তি আচার্য্য, অ্যাডঃ সুবাস দেবনাথ, উমা পাল, মুক্তিযোদ্ধা সুবোধ দাস, প্রমুখ।

বক্তারা সোহরাওয়ার্দী উদ্যানে মহা সমাবেশের ঘোষিত ৫ দফা দাবি অবিলম্বে বাস্তবায়নের জন্য আহবান জানান। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতিগত ধর্মীয় সংখ্যালঘুদের উপর সকল ধরণের নির্যাতন, নিপীড়ন বন্ধের জন্য ও জোর দাবি জানান। (প্রেস বিজ্ঞপ্তি)
###

হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের নব-নির্বাচিত জেলা কমিটির পরিচিতি সভা

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ায় অগ্নিকান্ডে একটি মার্কেটের ১০ দোকান ভস্মীভূত হয়েছে। গত বৃহস্পতিবার গভীর রাতে শহরের আনন্দবাজারে এই অগ্নিকা-ের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে মুদি মাল, খৈল-ভুষি, সেলুন ও মোবাইল ফোনের দোকান।
ক্ষতিগ্রস্ত দোকানী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত তিনটার দিকে আনন্দ বাজারের একটি দোকানে আগুন লাগে। পরে মুহুর্তের মধ্যেই আগুন ছড়িয়ে যায় পার্শ্ববর্তী দোকানগুলোতে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় অগ্নিকা-ে বাজারের ১০টি দোকান পুড়ে যায়।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা সাকেরিন হায়দার বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত।
###

ব্রাহ্মণবাড়িয়ায় অগ্নিকান্ডে ১০ দোকান ভস্মীভূত

ফেসবুকে আমরা..