সুমন আহম্মেদঃ

ব্রাহ্মণবাড়িয়ায় মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসীকে সীলগালা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় তিনজনকে আটক করে সাজা ও জরিমানা করা হয়। সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ শামসুজ্জামান জেলা সদরের পুরাতন জেল রোডের ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের মার্কেটে এই অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমান আদালত সূত্র জানায় গতকাল সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ শামসুজ্জামানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের মার্কেটে অবস্থিত হোসাইনীয়া মেডিকেল হল ও আল্লাহ ভরসা ফার্মেসীতে অভিযান পরিচালনা করেন। এ সময় ফার্মেসী দুটোতে মেয়াদোর্ত্তীন ঔষধ পাওয়ায় ফার্মেসীর তিনজনকে আটক করে ফার্মেসী দুটোকে সীলগালা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, হোসাইনীয়া মেডিকেল হলের সাইফুল ইসলাম এবং আল্লাহ ভরসা ফার্মেসীর কিবরিয়া ও মহিউদ্দিন রনি।

পরে ভ্রাম্যমান আদালত হোসাইনীয়া মেডিকেল হলকে ৫০হাজার টাকা জরিমানা এবং দোকানের মালিক সাইফুল ইসলামকে ৮মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অপরদিকে আল্লাহ ভরসা ফার্মেসীকে ৩০হাজার টাকা জরিমানা অনাদায়ে দোকান থেকে আটক কিবরিয়া ও মহিউদ্দিন রনিকে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
###

ভ্রাম্যমান আদালতের অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় দুই ফার্মেসী সীলগালা

সুমন আহম্মেদঃ

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় স্থানীয় সুর সম্রাট দি আলাউদ্দিনঁ সঙ্গীতাঙ্গণে লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়েসিস এর উদ্যোগে এই হুইল চেয়ার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করেন জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান।

লায়ন্স ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি এ.টি.এম ফয়জুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিবন্ধীদের নিয়ে মূল আলোচনা করেন লায়ন্স ক্লাবের ডিস্ট্রিক গর্ভনর আনিসুর রহমান।

প্রতিবন্ধীদের সেবায় আমরা “এই শ্লোগানকে সামনে রেখে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়াটার) মোঃ আবু সাঈদ, জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আবু সাঈদ, প্রেসক্লাবের সভাপতি সভাপতি খ.আ.ম রশিদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম প্রমুখ। অনুষ্ঠানে ১৮ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।
###

ব্রাহ্মণবাড়িয়ার প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

নিউজ ডেস্কঃ স্বাস্থ্যসেবা সপ্তাহ কার্যক্রম উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের বহিঃ বিভাগের চিকিৎসা সেবা দিয়েছেন চিকিৎসকরা ও অন্তঃ বিভাগে সিজার করেছেন গাইনী কনসালটেন্টরা।

সারা বাংলাদেশে প্রতিটি জেলা সদর হাসপাতাল গুলোর মত ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালেও স্বাস্থ্যসেবা কার্যক্রম উপলক্ষে ৫দিন ব্যাপী চিকিৎসা সেবার আজ ৪র্থ দিনে হাসপাতালের বহিঃ বিভাগে চিকিৎসাসেবা ও অন্তঃ বিভাগে সিজার করেছেন গাইনী কনসালটেন্টরা।

৪র্থ দিনেও হাসপাতালের প্রতিটি কক্ষে জুনিয়র ও সিনিয়র কনসালটেন্টগন রোগীদের চিকিৎসা দিয়েছিল এবং ওটিতে অপারেশন করেছেন গাইনী কনসালটেন্টরা ।

সদর হাসপাতালের ১০৯(ক) কক্ষে- ডাঃ শ্যামল রঞ্জন দেবনাথ, ১০৯(খ) ডাঃ মোহাম্মদ আলী, ১১০ কক্ষে- ডাঃ নিজামউদ্দিন, ডাঃ শাহজাহান, ১১১ কক্ষে- ডাঃ ইছা মোঃ বাকের, ও ডাঃ মোঃ মনির হোসেন, ১১২ কক্ষে- ডাঃ এম এ এহসান, ১১৫ কক্ষে- ডাঃ মাহফিদা আক্তার হ্যাপী ও শারমীন হক স্বর্না, ২১২ কক্ষে- ডাঃ ফখরুল আলম আশেক, ২১৫ কক্ষে- ডাঃ আজহারুর রহমান তুহীন, ২১৬ কক্ষে- ডাঃ মোঃ ফরহাদ হোসেন সাহেদ, ৩০২ কক্ষে- ডাঃ মোঃ রাজীব আহসান, ৩০৩ কক্ষে- ডাঃ মোঃ শফিকুল ইসলাম, ৩০৭ কক্ষে- ডাঃ এ কে এম নিজামউদ্দিন। সদর হাসপাতালের ওটিতে ডাঃ ফৌজিয়া আখতার, ডাঃ মারিয়া পারভীন, ডাঃ মাফিদা আক্তার হ্যাপি, ডাঃ নুরুল আমিন ভুইয়া পিয়াল, ডাঃ খোকন দেবনাথ, ডাঃ মোশফাকুর রহমান পলাশ এর নেতৃত্বে ২-৪ টি সিজার করা হয় ।

সদর হাসপাতালের তত্ত্বাবধারক ডাঃ শওকত হোসেন বলেন- সারা বাংলাদেশের কর্মসূচি অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে স্বাস্থ্যসেবা সপ্তাহ কার্যক্রম উপলক্ষে ১৬-২০ এপ্রিল পর্যন্ত এই সেবা অব্যাহত থাকবে ।

 

শুক্রবারেও চলছে সদর হাসপাতালে বহিঃ বিভাগে চিকিৎসাসেবা

সুমন আহম্মেদঃ

ব্রাহ্মণবাড়িয়ায় দ্রুতগামী ট্রাক ও সিএনজি-চালিত অটোরিকশা সংঘর্ষে মো. হানিফ নামে এক আড়াই বছরের শিশু নিহত হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের রাধিকা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হানিফ জেলার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের দরুইল গ্রামের মোরশেদ মিয়ার ছেলে। এ ঘটনায় অটোরিকশার আরও চার যাত্রী আহত হয়েছেন। এরা হলেন, নিহত হানিফের বাবা মোরশেদ মিয়া (৩০) ও মা নাজমা বেগম (২৫), মিলন মিয়া (২৮) এবং রাশেদা বেগম (৩৫)।
এর মধ্যে নিহত হানিফের বাবা মোরশেদ মিয়া ও মা নাজমা বেগমকে মূমূর্ষু অবস্থায় চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

নিহত হানিফের নিকট আত্মীয় নাইমা আক্তার জানান, হানিফের বাবা নবীনগর দরুইল উচ্চ বিদ্যালয়ে অফিস সহকারীর কাজ করে। হামিফের মা নাজমা বেগম অসুস্থ থাকায় শুক্রবার সকালে সিএনজি যোগে জেলা শহরে চিকিৎসার জন্য আসছিল। পথিমধ্যে এই দুর্ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নারায়াণ চন্দ্র দাস দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে রাধিকা এলাকায় সিএনজি চালিত অটোরিকশা জেলা শহরের দিকে আসছিল। এ সময় বিপরীত দিকে থেকে আসা দ্রুতগতির একটি পণ্যবাহী ট্রাক চাপা দেয়। এতে অটোরিকশার পাঁচ যাত্রী গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসক হানিফকে মৃত ঘোষণা করেন।

ট্রাকটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।

###

ট্রাক-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল শিশুর, বাবা-মা আহত

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বৃহস্পতিবার দুপুরে ইভটিজিং, মাদক, বাল্য বিবাহ, যৌতুক ও নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ক সচেতনামূলক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার উপজেলা সার্চ অর্গানাইজেশনের উদ্যোগে কসবা পৌর উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন কসবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কে.এম হুমায়ূন কবির।

সংগঠনের সভাপতি রাকিবুল হক রোমনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কসবা পৌর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ সালাউদ্দিন, কসবা থানার উপ- পুলিশ পরিদর্শক রুবেল মিয়া ও সাংবাদিক খ.ম. হারুনুর রশীদ ঢালী।

বক্তব্য রাখেন সাংবাদিক সোহরাব হোসেন, সজল আহাম্মদ খান, সার্চ সংগঠনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান ও সাংগঠনিক সম্পাদক আলী হোসাইন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সমাজে ইভটিজিং, মাদক, বাল্য বিবাহ, যৌতুক ও নারী নির্যাতন একটা মারাত্মক ব্যাধি। এই ব্যাধি থেকে আজকের প্রজন্মকে রক্ষা করতে হলে সকলকে সচেতন হয়ে প্রতিরোধে এগিয়ে আসতে হবে।
###

ইভটিজিং, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে কসবায় সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

botvনিউজ:

ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার সাথে জড়িতদের ফাঁসির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে গত মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অ্যাডভোকেট কাজী মাসুদ আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, জেলা ওয়ার্কার্স পার্টির সহ-সভাপতি শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সাঈদ খান, সদস্য কমরেড নজরুল ইসলাম, অ্যাডভোকেট নাসির মিয়া, জেলা নারী মুক্তি সংসদের সহ-সভাপতি রোকেয়া রহমান, জেলা ছাত্রমৈত্রীর আহবায়ক মুহয়ী শারদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশের মানুষ নুসরাত হত্যার বিচারের দাবিতে ফুঁসে ওঠেছে। আমরাও একাত্মতা প্রকাশ করে নুসরাত হত্যায় জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। তারা বলেন, এ ঘটনার সাথে জড়িতদের ফাঁসিতে ঝুলানো উচিত। বক্তারা বলেন, কারা কারা এই ঘটনার সাথে জড়িত তা তদন্তে বের হয়ে এসেছে। তাই এই হত্যার কান্ডের দ্রুত বিচার কার্য সম্পন্ন করার জন্য সরকারের কাছে আহবান জানান তাঁরা।

মানববন্ধনে জেলা ওয়ার্কার্স পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

উল্লেখ্য, গত ২৭ মার্চ নুসরাত জাহান রাফিকে নিজ কক্ষে নিয়ে শ্লীলতাহানির অভিযোগে মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাকে আটক করে পুলিশ। ওই ঘটনার পর থেকে তিনি কারাগারে। এ ঘটনায় রাফির মা শিরিন আক্তার বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মামলা করেন। ৬ এপ্রিল ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার ছাত্রী নুসরাত জাহান পরীক্ষা দিতে গেলে দুর্বৃত্তরা ছাদে ডেকে নিয়ে তাঁর গায়ে আগুন লাগিয়ে দেয়। গুরুতর আহত অবস্থায় ওই দিন রাতে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। গত বুধবার রাত সাড়ে নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নুসরাত জাহান মারা যান।
###

মাদরাসার ছাত্রী নুসরাত হত্যাকারীদের বিচার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সম্মেলন গত মঙ্গলবার বিকেলে পৌর এলাকার কাউতলী বন্ধন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি সভাপতি মুফতী আশরাফুল ইসলাম বিল্লালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শামস আল ইসলাম ভূইয়ার পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মুফতী আব্দুর রহমান গিলমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোঃ ওবাইদুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফেজ মাওলানা শাহ মোহাম্মদুল্লাহ প্রমুখ।

সম্মেলন শেষে মুফতী আশরাফুল ইসলাম বিল্লালকে সভাপতি এবং হাফেজ মাওলানা শামস আল ইসলাম ভূইয়াকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি ঘোষনা করা হয়।
###

ইসলামী যুব আন্দোলন ব্রাহ্মণবাড়িয়া জেলা সম্মেলন অনুষ্ঠিত আশরাফুল সভাপতি ॥ শামস সম্পাদক

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ায় গত রোববার ৭ দিনব্যাপী বৈশাখী উৎসব শুরু হয়েছে। স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমীর আয়োজনে এই উৎসব শুরু হয়। উৎসবের সার্বিক সহযোগীতায় রয়েছে প্রাণ-আরএফএল গ্রুপের ভোগ্য পণ্য “ প্রাণ ম্যাংগো ফ্রুট ড্রিংক” এবং “ফ্রুটফান বিস্কুট”।

রোববার সন্ধ্যা সোয়া ৭টায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে ৭দিনব্যাপী বৈশাখী উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন।

বৈশাখী উৎসবের আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহেরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর দফতর) আবু সাঈদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের চেয়ারম্যান ডা. মো. আবু সাঈদ।

আলোচক ছিলেন ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক এস.আর ওসমান গনি সজীব ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী। উদ্বোধনী আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

উৎসব উপলক্ষে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের পক্ষ থেকে মেলায় ২৬টি স্টল বসানো হয়েছে। উৎসবের প্রথম দিনেই দর্শনার্থীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।
###

ব্রাহ্মণবাড়িয়ায় ৭দিনব্যাপী বৈশাখী উৎসব শুরু

botvনিউজ:

যৌন নিপীড়নের প্রতিবাদ করায় ফেনীর সোনাগাজী উপজেলার মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে “বাংলাদেশ মানবাধিকার কমিশন স্টুডেন্ট উইং ব্রাহ্মণবাড়িয়া” নামের একটি সংগঠনের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট লোকমান হোসেন, ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন, সোহান মাহমুদ, সুমাইয়া আক্তার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, একজন শিক্ষকের কাছে যদি শিক্ষার্থীরা নিরাপদ না থাকে তাহলে কেউ নিরাপদ থাকতে পারবে না। বক্তারা নুসরাত হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। শিক্ষার্থীদের সবার হাতে ছিল ‘বোন নুসরাত হত্যার বিচার চাই’ ‘যৌন নিপীড়নমুক্ত শিক্ষাঙ্গণ চাই’ ‘নারীকে নারী নয়, নারীকে মানুষ ভাবুন’ সহ নানা শ্লোগানযুক্ত প্ল্যাকার্ড।

এদিকে মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গত শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে উদীচী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা।

উল্লেখ্য, গত ২৭ মার্চ নুসরাত জাহান রাফিকে নিজ কক্ষে নিয়ে শ্লীলতাহানির অভিযোগে মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাকে আটক করে পুলিশ। এ ঘটনায় রাফির মা শিরিন আক্তার বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মামলাও দায়ের করেন। গত ৬ এপ্রিল সকালে নুসরাত চলমান আলিম পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসায় যায়। এ সময় মাদরাসার এক ছাত্রী তাঁর বান্ধবী নিশাতকে ছাদের উপর কেউ মারধর করছে- এমন সংবাদ দিলে নুসরাত ওই বিল্ডিংয়ের চার তলায় যান।

সেখানে মুখোশ পরা চার-পাঁচজন তাঁকে অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে মামলা ও অভিযোগ তুলে নিতে চাপ দেয়। নুসরাত অস্বীকৃতি জানালে তারা তাঁর গায়ে আগুন ধরিয়ে দেয়। ঘটনার চারদিন পর গত বুধবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নুসরাত।
###

নুসরাত হত্যার বিচার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত

botvনিউজ:

আজ ১৪ এপ্রিল (রোববার) ব্রাহ্মণবাড়িয়ার কৃতি কন্যা, সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী কৃষকলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি, জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও নারী মুক্তিযোদ্ধা দিলারা হারুনের সপ্তম মৃত্যুবার্ষিকী।

এ উপলক্ষে আজ রোববার সকালে পৌর এলাকার শেরপুরে মরহুমার কবরে ফাতেহা পাঠ, কোরখানখানি ও এতিমদের মাঝে খাবার পরিবেশন করা হবে। তার আত্মার মাগফেরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।

উল্লেখ্য ২০১২ সালের ১৪ এপ্রিল বিকেলে ঢাকা জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
###

আজ সাবেক সংসদ সদস্য দিলারা হারুনের সপ্তম মৃত্যুবার্ষিকী

ফেসবুকে আমরা..