ভ্রাম্যমান আদালতের অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় দুই ফার্মেসী সীলগালা

সুমন আহম্মেদঃ

ব্রাহ্মণবাড়িয়ায় মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসীকে সীলগালা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় তিনজনকে আটক করে সাজা ও জরিমানা করা হয়। সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ শামসুজ্জামান জেলা সদরের পুরাতন জেল রোডের ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের মার্কেটে এই অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমান আদালত সূত্র জানায় গতকাল সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ শামসুজ্জামানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের মার্কেটে অবস্থিত হোসাইনীয়া মেডিকেল হল ও আল্লাহ ভরসা ফার্মেসীতে অভিযান পরিচালনা করেন। এ সময় ফার্মেসী দুটোতে মেয়াদোর্ত্তীন ঔষধ পাওয়ায় ফার্মেসীর তিনজনকে আটক করে ফার্মেসী দুটোকে সীলগালা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, হোসাইনীয়া মেডিকেল হলের সাইফুল ইসলাম এবং আল্লাহ ভরসা ফার্মেসীর কিবরিয়া ও মহিউদ্দিন রনি।

পরে ভ্রাম্যমান আদালত হোসাইনীয়া মেডিকেল হলকে ৫০হাজার টাকা জরিমানা এবং দোকানের মালিক সাইফুল ইসলামকে ৮মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অপরদিকে আল্লাহ ভরসা ফার্মেসীকে ৩০হাজার টাকা জরিমানা অনাদায়ে দোকান থেকে আটক কিবরিয়া ও মহিউদ্দিন রনিকে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
###

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা..