সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে গত বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শামসুজ্জামানের নেতৃত্বে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউজ প্রাঙ্গনে এসে শেষ হয়।
পরে সার্কিট হাউজ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ, ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক (উপ-পরিচালক) দূর-রে-শাহওয়াজ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শামসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মিতু মরিয়ম।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দূর-রে-শাহওয়াজ বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে। বর্তমানে আমাদের দেশ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। উন্নয়নের প্রতিযোগীতায় আমাদেরকে টিকে থাকতে হলে উৎপাদনশীলতা বাড়াতে হবে।
আলোচনা সভায় চেম্বার অব কমার্সের পরিচালক মোঃ শাহআলম, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আবু হোরায়রাসহ বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
###
Leave a Reply