সুমন আহম্মেদ ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নাজমুল হক ফাহিম-(৬) নামে এক স্কুল শিক্ষার্থীকে নির্যাতনের প্রতিবাদে ও জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে তাঁর সহপাঠিরা। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ইসলামপুর গ্রামের গ্রীণভ্যালি আইডিয়েল স্কুলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নেন।

স্কুল শিক্ষার্থী ফাহিম বিজয়নগর উপজেলার বীরপাশা গ্রামের উত্তরপাড়ার খোকন মিয়ার ছেলে। সে গ্রীণভ্যালি আইডিয়েল স্কুলের নার্সারী বিভাগের ছাত্র।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন গ্রীণভ্যালি আইডিয়েল স্কুলের অধ্যক্ষ মোঃ রেজাউল হক, সহকারী শিক্ষক কামাল মিয়া, অভিভাবক সদস কাজী মনোয়ার ও কাজী নিয়াজ উদ্দিন।

মানববন্ধনে বক্তারা বলেন, ফাহিমের বাবার সাথে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে গত ৪ এপ্রিল বীরপাশা গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা আলমগীর মিয়া ও হেলাল মিয়া তাঁকে পিটিয়ে হাত ভেঙে দেয়। এ ঘটনায় ফাহিমের মা শেফালী আক্তার বাদি হয়ে গতকাল ৫ এপ্রিল বিজয়নগর থানায় একটি মামলা দায়ের করেন।

বক্তারা আরো বলেন, নিরপরাধ শিশু ফাহিমের উপর যারা হামলা করেছে, যারা তার পা ভেঙ্গে দিয়েছে তারা চিহ্নিত সন্ত্রাসী। এখনো তাঁরা এলাকায় প্রকাশ্যে ঘুরাফেরা করছে। আমরা অবিলম্বে তাঁদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। যাতে করে ভবিষ্যতে আর কেউ কোনো শিশুকে নির্যাতনের সাহস না পায়।

এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফয়জুল আজীম বলেন, আসামীদের গ্রেফতারে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।
###

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বিজয়নগরে শিশু শিক্ষার্থীর উপর হামলা ॥ মানববন্ধন অনুষ্ঠিত

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার অভাবনীয় উন্নয়নের রূপকার, বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, জেলা আওয়ামীলীগের সভাপতি ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩-(সদর-বিজয়নগর) আসনে তৃতীয়বার বিশাল ভোটের ব্যবধানে বিজয়ী র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন,মানুষের কল্যানেই আমি আমার জীবনের একমাত্র ব্রত হিসেবে নিয়েছি। আমাকে পুনরায় নির্বাচিত করে যে অকৃিত্রম ভালোবাসার বন্ধনে বেঁধেছেন, তার প্রতিদান দেবার সাধ্য হয়তো আমার নেই।
ব্রাহ্মণবাড়িয়াবাসীকে নিজের পরিবারের সদস্য মনে করি, আপনাদের ভালোবাসার কাছে আমি ঋনী, আমি কৃতজ্ঞ। আমাদের নতুন বছরের অঙ্গীকার হবে নির্বাচনের মাধ্যমে আমাদের যে, ভুল-ভ্রান্তি ও সাংগঠনিক দুর্বলতা বুঝতে পেরেছি তা কাটিয়ে উঠা।
তিনি গতকাল বুধবার দিনব্যাপী সদর উপজেলার রামরাইল, নাটাই দক্ষিণ, নাটাই উত্তর, সাদেকপুর,  তালশহর পূর্ব ইউনিয়নে সাধারন জনগন ও দলীয় নেতা-কর্মীদের সাথে পৃথক পৃথক ভাবে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে একথা বলেন।
এ সময় মোকতাদির চৌধুরী এমপি জনগন ও দলীয় নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে ১৯৭০ ও ৫৪ সালের মতো গণজোয়ারের প্রতিফলন ঘটেছে।
তিনি আরো বলেন দেশের অন্য যে কোনো রাজনৈতিক দলের চেয়ে আওয়ামী লীগ অনেক বেশি অগ্রসর ও অনেক বেশি পারদর্শী। গত ১০ বছরে তা প্রমাণ করে দিয়েছে। তিনি বলেন বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে পৌঁছে গেছে। তাই উন্নয়নের চাকা আরও বেগবান রাখতে জনগণ আওয়ামী লীগকে ফের ভোট দিয়ে নির্বাচিত করেছে।
তিনি সকলের নিকট দোয়া প্রার্থনা করে বলেন আপনাদের সন্তান হিসেবে, ভাই হিসেবে, বন্ধু হিসেবে সব সময় আপনাদের পাশে থাকতে পারি। কোন অপশক্তি যাতে আমাদের উন্নয়ন, অগ্রগতি বাধাগ্রস্থ না করতে পারে, আমরা কোন অপশক্তিকে আমাদের প্রান প্রিয় এলাকার মাটিতে ঠাঁই দিবো না। আমরা ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করবো।
নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট মুক্তিযোদ্ধা আল মামুন সরকার,সহ সভাপতি তাজ মো ইয়াছিন, মুজিবুর রহমান বাবুল,যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু,সাংগঠনিক সম্পাদক অ্যাড. মাহাবুবুল আলম খোকন,শাহ আলম সরকার,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,ভাইস চেয়ারম্যান মহসিন মিয়া,মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাড.তাসলিমা সুলতানা খানম নিশাত,
সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাবিবুল্লাহ বাহার,জেলা পরিষদের মেম্বার বাবুল মিয়া, রামরাইল ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেননাটাই দক্ষিণ ইউপি চেয়ারম্যান নামজুল হক,সাদেকপুর আ.লীগের সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবুল হাই, তালশহর পূর্ব এনামুল হক ওসমান, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহানূর ইসলাম,সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস,সদর উপজেলা যুবলীগের সভাপতি আলী আজমের, সাধারন সম্পাদক জসিম উদ্দিন রানা,জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল, সাধারন সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন সহ সাধারন জনগন ও স্থানীয় আওয়ামীলীগ অংঙ্গও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
                                                             ###

ব্রাহ্মণবাড়িয়াবাসীকে নিজের পরিবারের সদস্য মনে করি,মোকতাদির চৌধুরী এমপি..

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাস ও ট্রাকের মুখোমুখী সংঘর্ষে ২ জন নিহত এবং ৬জন আহত হয়েছে।শনিবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার শশই নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন বাসের চালক মোঃ আনোয়ার হোসেন-(৫৫) এবং ট্রাকের হেলপার মোঃ ইউনুস মিয়া-(২৫)।

নিহত আনোয়ার মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমসেরনগর গ্রামের আবদুল আজিজের ছেলে এবং ইউনুছ মিয়া নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার নারায়ণপুর গ্রামের আবদুল মজিদের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা লন্ডন এক্সপ্রেসের একটি যাত্রীবাহি বাস (ঢাকা মেট্টো- ব- ১৫-৩২১৩) শনিবার ভোর ৫টার দিকে বিজয়নগর উপজেলার শশই এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবোঝাই ট্রাকের (ঢাকা মেট্টো-ট-১৮-৬৪৫) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের চালক ও ট্রাকের হেলপার মারা যায় ও বাসের ৬ যাত্রী আহত হয়।

তিনি বলেন, পুলিশ নিহতদের লাশ উদ্ধার করেছে এবং আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা ও বাকিদেরকে সিলেটে পাঠানো হয়।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হোসেন সরকারের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘন কুয়াশার কারনেই এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে।
###

বিজয়নগরে বাস ও ট্রাকের মুখোমুখী সংঘর্ষে নিহত-২

botvনিউজ:

বিজয়নগর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৫ম বার্ষিক সাধারন সভা সোমবার সকালে বিজয়নগরে বিআরডিবির হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
বিজয়নগর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর চেয়ারম্যান সাংবাদিক দিপক চৌধুরী বাপ্পীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার।
সাধারন সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো নবীর হোসেন, বিজয়নগর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ভাইস চেয়ারম্যান সন্জয় রায় পোদ্দার,পরিচালক বিল্লাল মিয়া, শিব্বির আহমেদ,রায় মোহন চৌধুরী,হামদু মোল্লা,দুলাল মিয়া, আব্দুল কাইয়ূম, প্রমূখ।সভায় সাগত্য বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মুজিবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্য বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার বলেন বাংলাদেশ সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। এতে সমবায়গুলোর অবদানও রয়েছে। সমবায় হচ্ছে এমন একটি পদ্ধতি, যেখানে ধনী–গরিব সবার অংশগ্রহণের সুযোগ রয়েছে। এটি অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ কৌশল। সে কারণে স্বাধীনতার পর জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায়কে উন্নয়নের অন্যতম কৌশল হিসেবে বেছে নিয়েছিলেন।
তিনি বলেন বর্তমান সরকার ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ হিসেবে গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এ ক্ষেত্রে সমবায়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ।
                                                                                                                               ###

সমবায় এমন একটি পদ্ধতি, যেখানে ধনী–গরিব সবার অংশগ্রহণের সুযোগ রয়েছে

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দোকান থেকে মেয়াদোর্ত্তীন খাবার কিনে খেয়ে মাদরাসার ১২ ছাত্রী অসুস্থ্য হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার শ্রীপুর কেরাতুল ক্যাডেট মাদ্রাসায় এ ঘটনা ঘটে। অসুস্থ্যদের মধ্যে ৪জনকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ৬জনকে জেলা সদর হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়। বাকীরা প্রাথমিক চিকিৎসা নেয়। খবর পেয়ে পুলিশ মুদি দোকানী জহিরুল ইসলামকে গ্রেপ্তার করে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নবীর হোসেন জানান, মঙ্গলবার সকালে মাদ্রাসার ছাত্রীরা মাদ্রাসা সংলগ্ন জহিরুল ইসলামের মুদি দোকান থেকে আচার, জুস, চানাচুর খায়। এতে ১২ ছাত্রী অসুস্থ্য হয়ে পড়ে।

পরে অসুস্থ্য শিশুদের মধ্যে ৪জনকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৬জনকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়। ২জনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। তিনি বলেন, এ ঘটনায় দোকানী জহিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ব্যাপারে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শফিউর রহমান জানান, শিশুরা পেট ব্যাথার কথা বলেছে।
###

 

 

বিজয়নগরে মেয়াদোর্ত্তীন খাবার খেয়ে ১২ শিক্ষার্থী অসুস্থ্য ॥ দোকানী গ্রেপ্তার

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর উজেলার শেখ হাসিনা (সিমনা-ব্রাহ্মণবাড়িয়া) সংযোগ সড়কে দুটি ব্রীজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
গতকাল শনিবার দুপুরে বিজয়নগরের পত্তন এলাকার লইসকা ও বালিয়াজুড়ি নদীর উপর ব্রীজ দুটির ভিত্তিপ্রস্থর স্থাপন করেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।এ উপলক্ষে সিমনা শিবির এলাকায় এক সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সুধী সমাবেশে মোকতাদির চৌধুরী এমপি বলেন,সিমনা ব্রাহ্মণবাড়িয়া সড়কটি তার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া সদর এবং বিজয়নগর এলাকার কয়েক লাখ মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ছিল। সেই স্বপ্নের বাস্তবায়ন হচ্ছে। তিনি বলেন সড়কটি নির্মাণ হলে জেলা শহরের ওপর দিয়ে বয়ে চলা তিতাসের পূর্ব পাড়ে নতুন নতুন শিল্প কারখানা, শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠবে। জেলা শহর সম্প্রসারিত হবে। এতে জেলার মানচিত্রটাই পাল্টে যাবে বলে তিনি মন্তব্য করেন।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী আফরোজ,বিজয়নগরে উপজেলা প্রকৌশলী জামাল উদ্দিন,জেলা আওয়ামীলীগের সহ সভাপতি তাজ মো ইয়াছিন,বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জহিরুল ইসলাম ভূইয়া,বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান তানভীর ভূইয়া,ভাইস চেয়ারম্যান বাবুল আক্তার,মহিলা ভাইস চেয়ারম্যান ফয়জুন নাহার টুনি,ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দিপক চৌধুরী বাপ্পী,পত্তন ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান রতনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য,২০১০ সালের ১২ মে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়কটি নির্মাণের ঘোষণা দেন। পরে গত বছরের জুন মাসে প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে সাড়ে আট কিলোমিটার দৈর্ঘ্য এবং ২৪ ফিট প্রস্থ বিজয়নগরের সিমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের নির্মাণ কাজ শুরু হয়। গতকাল শনিবার সকালে সিমনা ব্রাহ্মণবাড়িয়ায় (শেখ হাসিনা)সড়কের স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের বাস্তবায়নে লইসকা নদীর উপর ৩৩ কোটি টাকা ব্যয়ে ২৪০ মিটার এবং বালিয়াজুড়ি নদীর উপর ২১ কোটি টাকা ব্যায়ে ১৭৫ মিটার সেতু দুটি নির্মাণ করা হবে।ব্রীজ গুলো নির্মিত হলে জেলা সদরের সাথে বিজয়নগর উপজেলার সরাসরি সড়ক যোগযোগ স্থাপিত হবে।
                                                                                                                            ###

শেখ হাসিনা সড়কে ৫৪কোটি টাকা ব্যায়ে দুই ব্রীজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মোকতাদির চৌধুরী এমপি

botvনিউজ:

দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবারো সরকার গঠনের মাধ্যমে দেশ ও জনগণের সেবার সুযোগ দেওয়ার জন্য নৌকা মার্কায় ভোট দিকে জনগনকে আহবান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৩-(সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি।

গত শনিবার বিকেলে বিজয়নগর উপজেলার লক্ষীমুড়া উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন, আউলিয়ানগর মাদরাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উপজেলার পাহাড়পুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের তৃতীয়তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এই আহবান জানান।

অনুষ্ঠানে তিনি বিজয়নগর উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের ফিরিস্তি তুলে ধরে বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আগামী নির্বাচনেও নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়ী করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী আফরোজ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি তাজ মোহাম্মদ ইয়াছিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জহিরুল ইসলাম ভূইয়া, বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট তানভীর ভূইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান ফয়জুন নাহার টুনি, জেলা পরিষদের সদস্য সৈয়দা নাখলু প্রমুখ।
###

কর্মকান্ডের উদ্বোধনকালে নৌকা মার্কায় ভোট চাইলেন মোকতাদির চৌধুরী এমপি

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে প্রায় ২০ লাখ টাকা মূল্যের ২০ কেজি ভারতীয় রূপা এবং ৭৫০ জোড়া ইমিটেশন চুড়ি উদ্ধার করেছে বিজিবির সদস্যরা।
গত সোমবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার চান্দুরা এলাকায় সিলেট থেকে ঢাকা গামী রেইনবো পরিবহনের একটি বাস তল্লাশী করে বিপুল পরিমান এই অলংকার ও রূপা উদ্ধার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির ব্রাহ্মণবাড়িয়া টিসি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার মোঃ জাহাঙ্গীর হোসেনের নেতেৃত্বে এই অভিযান চালানো হয়।

বিজিবির পক্ষ থেকে গন মাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় উদ্ধারকৃত রূপা ও ইমিটেশনের চুড়ির মূল্য আনুমানিক ১৯ লাখ ৭৫ হাজার টাকা। এ ঘটনায় বিজয়নগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
###

বিজয়নগরে ২০ লাখ টাকা মূল্যের রূপা ইমিটেশন চুড়ি উদ্ধার

botvনিউজ:

বিজয়নগরে উপজেলা প্রশাসন আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব গতকাল রবিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। চাউড়া কবি সানাউল হক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত চুড়ান্ত পর্বে মুকুন্দপুর উচ্চ বিদ্যালয়কে হারিয়ে বিতর্ক বিষয়ের পক্ষ দল দাউদপুর উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। শ্রেষ্ঠ বক্তা হন বিজয়ি দলের দলনেতা আফরোজা সুলতানা শিনজা। চুড়ান্ত পর্বে বিতর্কের বিষয় ছিলো, ‘নৈতিক অবক্ষয়ই প্রশ্নপত্র ফাঁসের মূল কারণ’।

বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী আফরোজের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন। বিশেষ অতিথি ছিলেন বিজয়নগর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ তানভীর ভুইয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার মিলনকৃষ্ণ হালদার, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারন সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, চাউড়া কবি সানাউল হক উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ বশির আহমেদ। প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ের ৩২টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ৭৫ পরবর্তী সময় থেকেই নৈতিক অবক্ষয়ের রাজনীতি শুরু হয়েছে। এ বিষয়ে এখনই কাজ শুরু করতে হবে। সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে।
###

বিজয়নগরে বিতর্ক প্রতিযোগিতা

botvনি্উজ:

নিরাপদ সড়কের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুর ও সরাইল উপজেলার কুট্টাপাড়া মোড়ে প্রায় দেড়ঘন্টা অবরোধ করে রাখে শিক্ষার্থীরা।
শনিবার বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত দেড়ঘন্টা মহাসড়কে অবরোধ করে রাখে শিক্ষার্থীরা।

অবরোধ চলাকালে বিভিন্ন ব্যানার, ফেস্টুন নিয়ে ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউট, সরাইল অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয় ও সরাইল ডিগ্রী কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। এসময় শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়।

ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মীর তরিকুল ইসলাম, আল মাসুম, মেহেদী হাসান এবং সরাইল অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ সোহাগ মিয়া, সরাইল ডিগ্রি কলেজের শিক্ষার্থী তারিকুল ইসলাম শান্ত, ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজের শিক্ষার্থী তানজিনা জানান, আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে সরকারকে ৯ দফা দেয়া হয়েছে। সরকার আমাদের ৯ দফা বাস্তবায়ন নিয়ে তালবাহানা করছে। শিক্ষার্থীরা অবিলম্বে ৯ দফা দাবি বাস্তবায়নের দাবি জানান।

অবরোধ চলাকালে মহাসড়কে শিক্ষার্থীরা পুলিশের উপস্থিতিতে বিভিন্ন যানবাহনের লাইসেন্স চেক করেন।
যাদের কাছে লাইসেন্স পেয়েছেন তাদেরকে চকলেট উপহার দেন। যাদের কাছে পাননি তাদের কে পুলিশের কাছে তুলে দেন। পরে পুলিশ এসে নিরাপদ সড়কের দাবি বাস্তবায়নের আশ্বাস দিলে শিক্ষার্থীরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয়।

এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মফিজ উদ্দিন ভূইয়া এবং বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আরশাদ জানান, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করে ক্যাম্পাসে ফিরে যায়।
এদিকে পরিবহন শ্রমিকেরাও সকাল থেকে বিভিন্ন দাবিতে বিক্ষোভ সমাবেশ করছে। শনিবার সকাল পৌনে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর আন্তঃজেলা বাস টার্মিনালের সামনে কুমিল্লা-সিলেট মহাসড়কে অবরোধ করে রাখে।

এ ব্যাপারে ব্যাপারে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সেলিম মিয়া বলেন, মহাসড়কে নসিমন, করিমন বন্ধ, চালককে মারধোর করার প্রতিবাদ এবং যানবাহন ভাংচুর বন্ধ করার দাবিতে তারা মহাসড়কে অবরোধ করেছে। তিনি বলেন, শ্রমিকদের দাবিগুলো না মানা হলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।
###

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থী ও শ্রমিকদের মহাসড়ক অবরোধ

ফেসবুকে আমরা..