সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দিন দুপুরে অফিসে ঢুকে পিস্তল ঠেকিয়ে সাড়ে আট লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত সোমবার বিকেলে ব্রিটিশ ট্যোবাকো কোম্পানির পরিবেশকের (ডিস্ট্রিবিউটর) পৌর এলাকার লাল বাজারের অফিসে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে সন্ধ্যা সাতটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয় নি।

কোম্পানির সেলস রিপ্রেজেন্টেটিভ প্রীতম পাল মুন্না ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ‘বেলা চারটার কিছু পর আমরা অফিস কক্ষে ১৩-১৪ জন মিলে কাজ করছিলাম। এ সময় মোটর সাইকেলে করে আসা তিনজন অফিসে ঢুকে। তারা হেলমেট পড়া ও মুখে মাস্ক লাগানো। তারা আমাদেরকে পিস্তল ঠেকিয়ে প্রথমেই আলমীরা ও খোলা অবস্থায় থাকা সাড়ে আট লাখ টাকা হাতিয়ে নেয়। পরে আমাদের কাছ থেকে ছয়টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে নেয়।

সেলস ম্যানেজার মানিক দেব বলেন, ‘আমি বাড়িতে খাবার খেতে যাওয়ার পরপরই এ ঘটনা ঘটে। সিসি টিভির ফুটেজে ঘটনার বিস্তারিত দেখা যাচ্ছে। পুলিশ ও আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষ এসে পরিদর্শন করে গেছেন।

এ ব্যাপারে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রসুল আহমেদ নিজামী জানান, খবর পেয়ে পুলিশ নিয়ে তিনি ওই অফিসে যান। কিভাবে কি হয়েছে সেটা জানার চেষ্টা চলছে। অফিস সংশ্লিষ্ট কেউ জড়িত থাকতে পারেন বলে তিনি সন্দেহ প্রকাশ করেন।
###

দিনদুপুরে আখাউড়ায় পিস্তল ঠেকিয়ে সাড়ে আট লাখ টাকা ছিনতাই

botvনিউজঃ

তিউনিসিয়া উপকূলে ভূমধ্যসাগরে তিন সপ্তাহ ভেসে থাকা অবৈধ পথে অভিবাসনপ্রত্যাশী ৬৪ বাংলাদেশির মধ্যে ১৭ জন গত শুক্রবার বিকেলে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশে ফিরেছেন। ফেরত আসা ১৭ জন বাংলাদেশীর মধ্যে ৪ জনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার বিভিন্ন গ্রামে।

এরা হলেন, উপজেলার ধরখার ইউনিয়নের ছতুরা শরীফ গ্রামের হেবজু মিয়ার ছেলে সাহাজুল খন্দকার-(২৩), একই গ্রামের ইউনুছ জমাদারের ছেলে ইদ্রিস জমাদার-(২৪), উপজেলার হীরাপুর বড় কুড়িপাইকা গ্রামের আবদুল আহাদ শিকদারের ছেলে নেয়ামত শিকদার-(১৮) এবং উপজেলার নোয়াপাড়া গ্রামের আবদুল জব্বারের ছেলে আবু বক্কর ছিদ্দিক-(২৩)।

পুলিশ জানায়, তিন সপ্তাহ তিউনিসিয়া উপকূলে ভূমধ্যসাগরে ভেসে থাকা অবৈধ পথে অভিবাসনপ্রত্যাশী ৬৪ বাংলাদেশির মধ্যে ১৭ জন শুক্রবার বিকেলে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিউনিসিয়া থেকে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

এ ব্যাপারে আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আরিফুল আমিন জানান, ইমিগ্রেশন পুলিশ তাদের নাম ঠিকানা নিশ্চিত করেছেন। ভুক্তভোগীরা যদি এই বিষয়ে কোন অভিযোগ দেয়, তাহলে আমরা আইনত ব্যবস্থা গ্রহণ করব।
###

তিউনিসিয়া ফেরত ১৭জনের মধ্যে ৪জনের বাড়ি আখাউড়ায়

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ও আগরতলা ইমিগ্রেশন পুলিশের দুই সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

গত সোমবার দুপুরে আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র কনস্টেবল কিষাণ লাল (হেডকং/৬৯) ও ইমিগ্রেশন পুলিশের কনস্টেবল বিশ্বজিৎ সরকার (কং/৯০৩)।

জেলা পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, গতকাল সোমবার দুপুর ১২টার দিকে আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্টের ইমিগ্রেশন পুলিশের কার্যালয়ের পাশ থেকে কিষাণ লাল ও বিশ্বজিৎ সরকারকে আটক করেন বিজিবির সদস্যরা। তারা অবৈধভাবে বাংলাদেশে ঢুকেছিলেন। তবে কি উদ্দ্যেশে বাংলাদেশে ঢুকেছিলেন সে বিষয়ে কিছু জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ গোলাম কবির সাংবাদিকদের জানান, বিজিবি-বিএসএফ’র কোম্পানি কমান্ডার পর্যায়ের বৈঠকের পর তাদেরকে হস্তান্তর করা হয়। বৈঠকে তারা তাদের ভুলের কথা স্বীকার করেছে।
###

আখাউড়ায় বিএসএফ ও ইমিগ্রেশন পুলিশের ২ সদস্য আটক

সুমন আহম্মেদঃ
ঐক্যফন্টের সভাপতি ড. কামাল হোসেনকে উদ্দেশ্য করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এম.পি বলেছেন, ‘ঢাকায় বসে রাজনীতি করার দিন শেষ। ওনাদের (ড. কামাল) সাথে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। এমন অনেকেই আছেন যারা ওনাদেরকে শুধু টিভিতে ও খবরের কাগজে দেখেন।

তিনি গত বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে ঢেউটিন ও গৃহনির্মাণের চেক বিতরণকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এর আগে মন্ত্রী কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে ঢেউটিন ও গৃহনির্মাণনের চেক বিতরণ অনুষ্ঠানে যোগ দেন। সেখানেও তিনি ড. কামালের সমালোচনা করে বলেন, ‘তিনি জনগণকে বিভ্রান্ত করতে নানা কথা বলে বেড়ান।

মন্ত্রী জানান, গত পাঁচ বছরে কসবা ও আখাউড়া উপজেলার ১৭০০ জনকে চাকুরি দেয়া হয়েছে। চাকরি দেয়ার এ ধারা বর্তমান সরকারের আমলেও অব্যাহত থাকবে। জনগণের সেবক হিসেবে আগামী দিনেও সকলের সুখে-দু:খে তিনি পাশে থাকতে চান। মন্ত্রী ওই দিন দুই উপজেলার দলীয় নেতা-কর্মীসহ সাধারন মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

কসবার অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কায়সার ভূঁইয়া জীবন, পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েলসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার রেইনার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম ভূঁইয়া, পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন প্রমুখ।
###

ড. কামালকে উদ্দেশ্য করে আইনমন্ত্রী ঢাকায় বসে রাজনীতি করার দিন শেষ

সুমন আহম্মেদঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে ছয়দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।৪জুন মঙ্গলবার থেকে আগামী ৯ জুন পর্যন্ত এই বন্দর দিয়ে সব ধরণের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এসময়ে স্থল বন্দর দিয়ে দুই দেশের বৈধ যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক মোঃ শফিকুল ইসলাম জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আখাউড়া স্থলবন্দর দিয়ে মঙ্গলবার থেকে আগামী ৯ জুন পর্যন্ত পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। দুই দেশের ব্যবসায়িদের সাথে আলোচনা করে ছয়দিন বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে ওই সময়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
###

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে আজ থেকে আখাউড়া স্থলবন্দরে ৬দিনের ছুটি

সুমন আহম্মেদঃ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ক্রেতা সেজে মাংসের দোকানে গিয়ে ভয়ঙ্কর চিত্র দেখলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.কে.এম শরিফুল হক। পরে তিনি দোকান গুলোকে আর্থিক জরিমানা করেন।

জানা গেছে, শুক্রবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.কে.এম শরিফুল হক সাধারণ ক্রেতা সেজে উপজেলা সদরের সড়ক বাজারের সবকটি গরুর মাংসের দোকান ঘুরে দাম এবং মান পর্যবেক্ষণ করেন।

পরবর্তীতে আখাউড়া থানা পুলিশ ও স্যানেটারি ইন্সপেক্টর মো. রফিকুল ইসলামকে নিয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয় দোকানগুলোতে।

অভিযান চলাকালে ভ্রাম্যমান আদালত দেখতে পায় ভয়ঙ্কর চিত্র। মেয়াদোত্তীর্ণ মাংসকে তাজা বলে চালানোর জন্য গরুর পুরনো রক্ত মেশানো হতো মাংসে। আর মহিষের মাংসকে গরুর মাংস বলে ক্রেতারে কাছে বিক্রি করা হতো।

অভিযান চলাকালে মাংসের দোকানের রেফ্রিজারেটর থেকে বোতলভর্তি গরুর পুরনো রক্ত জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দোকান গুলোর রেফ্রিজারেটর খুলতেই সবার চোখ যেন ছানাবড়া! রেফ্রিজারেটরে বোতলজাত করে রাখা হয়েছে গরুর পুরনো রক্ত। পরে বোতলভর্তি রক্ত জব্দ করে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস সংরক্ষণ এবং গরুর নামে মহিষের মাংস বিক্রয় ও মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার আইনে ওইসব দোকানগুলোকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ মাংস জব্দ এবং তৎক্ষণিক জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল হক সাংবাদিকদের জানান, পরবর্তীতে এসব অপরাধের প্রমাণ পেলে কঠিন শাস্তির ব্যাপারে দোকান মালিকদের সতর্ক করে দেয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের এ ধরণের অভিযান পুরো রমজান মাসজুড়ে চলবে বলেও জানান তিনি।
###

আখাউড়ায় ক্রেতা সেজে মাংসের বাজারে ম্যাজিস্ট্রেট ॥ দেখলেন ভয়ঙ্কর চিত্র!

সুমন আহম্মেদঃ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জঙ্গিবাদ, মাদক ও ধর্ষণকে লাল কার্ড প্রদর্শন করেছে উপজেলার দেবগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শনিবার সকাল ১০টায় বিদ্যালয় মিলনায়তনে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে আয়োজিত এক সভায় শিক্ষার্থীরা জঙ্গিবাদ, মাদক, যৌন হয়রানি, বাল্য বিবাহ, ধর্ষণকে লাল কার্ড ও দেশপ্রেম এবং সত্যবাদিতাকে সবুজ কার্ড প্রদর্শন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমদ নিজামী।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও লাল সবুজ উন্নয়ন সংঘ কুমিল্লা দক্ষিন জেলার সাধারণ সম্পাদক সোহরাব সজীবের পরিচালনায় অনষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আরিফুল আমীন, সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, সংগঠনের ব্রাহ্মণবাড়িয়া শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মাহি ও সদস্য রাকিবুল হাসান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রসুল আহমদ নিজামী শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা করে নিজকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে, ধুমপান অথবা মাদক সেবন না করতে এবং ছেলের ২১ বছর ও মেয়েরা ১৮ বছর বয়সের আগে বিবাহ বন্ধনে আবদ্ধ না হওয়ার পরামর্শ দেন। পরে তিনি শিক্ষার্থীদেরকে শপথ বাক্য পাঠ করান।
###

আখাউড়ায় জঙ্গিবাদ, মাদক ও ধর্ষণকে শিক্ষার্থীদের লাল কার্ড

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের টয়লেটে এক নারীর ভিডিও ধারনের অপরাধে সুজন ঋষি-(২৫) নামে এক যুবকের ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
গত সোমবার সন্ধ্যায় আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর মহানগর গোধূলী এক্সপ্রেস ট্রেন থেকে আটকের পর তাকে ভ্রাম্যমান আদালতে তোলা হয়।

দন্ডপ্রাপ্ত সুজন উপজেলার আজমপুর গ্রামের স্বর্গীয় সনাতন ঋষির ছেলে।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি দাস জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহানগর গোধূলী এক্সপ্রেস ট্রেনটি সোমবার সন্ধ্যায় আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে যাত্রাবিরতি দেয়ার সময় এক নারী যাত্রী টয়লেটে যান। এ সময় সুজন ওই নারীর ভিডিও ধারণ করলে অন্যান্য যাত্রীরা তাকে মারধর করে পুলিশে সোপর্দ করে।

পরে তাকে আখাউড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল হকের ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল হক জানান, গোপনে নারীর ভিডিও ধারণের দায়ে ওই যুবককে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
###

নারীর ভিডিও ধারণ করায় আখাউড়ায় যুবকের ৬ মাসের কারাদন্ড

 

সুমন আহম্মেদ ব্রাহ্মণবাড়িয়াঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার ৫টি উপজেলা পরিষদের নির্বাচনে তিনটিতে বিদ্রোহী এবং দুইটিতে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা বিজয়ী হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা, সরাইল উপজেলা ও নবীনগর উপজেলা পরিষদে চেয়ারম্যানপদে বিদ্রোহী প্রার্থীরা এবং নাসিরনগর উপজেলা ও আশুগঞ্জ উপজেলা পরিষদে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এর আগে একাধিক প্রার্থী না থাকায় জেলার কসবা ও আখাউড়া উপজেলা পরিষদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীরা চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদঃ-
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ফিরোজুর রহমান ( আনারস প্রতীক) ৬৮ হাজার ২৩৩ ভোট পেয়ে বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম ( নৌকা প্রতীক) পেয়েছেন ২৬ হাজার ৯০৭ ভোট।

 

নাসিরনগর উপজেলা পরিষদঃ-
নাসিরনগর উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ রাফি উদ্দিন আহম্মদ (নৌকা প্রতীক) ৫৯ হাজার ৪৬১ ভোট পেয়ে বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.টি.এম, মনিরুজ্জামান সরকার ( আনারস প্রতীক) পেয়েছেন ১৪ হাজার ৫৭৪ ভোট।

সরাইল উপজেলা পরিষদঃ-
সরাইল উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ রফিক উদ্দিন ঠাকুর (ঘোড়া প্রতীক) ৩১ হাজার ৪৮৪ ভোট পেয়ে বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের অপর বিদ্রোহী প্রার্থী মোঃ শের আলম মিয়া ( মোটর সাইকেল প্রতীক) পেয়েছেন ২২ হাজার ৭৫৮ ভোট।

আশুগঞ্জ উপজেলা পরিষদঃ-
আশুগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ হানিফ মুন্সী (নৌকা প্রতীক) ৪৩ হাজার ৪১ ভোট পেয়ে বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আনিছুর রহমান (আনারস প্রতীক) পেয়েছেন ২৫ হাজার ৫৫৫ ভোট।

 

নবীনগর উপজেলা পরিষদঃ-
নবীনগর উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামান (দোয়াত- কলম প্রতীক) ৪৯ ভোট পেয়ে বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ মনোনীত প্রার্থী কাজী জহির উদ্দিন সিদ্দিক টিটু পেয়েছেন ৪৮ হাজার ৬৯০ ভোট।

উল্লেখ্য ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া ও কসবা উপজেলায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। এর মধ্যে কসবা উপজেলায় উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও আইনমন্ত্রীর সাবেক সহকারি একান্ত সচিব অ্যাডভোকেট রাশেদুল কাউসার ভূইয়া জীবন এবং আখাউড়া উপজেলা পরিষদের নির্বাচনে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আবুল কাশেম ভূইয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

###

উপজেলা পরিষদের নির্বাচন তিনটিতে বিদ্রোহী এবং দুইটিতে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীরা জয়ী

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কনফেকশনারী দোকানের অন্তরালে মাদক ব্যবসার দায়ে দীপঙ্কর সাহা-(৪০) এবং জয় মোদক-(৩০) নামে দুই ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদফতর।

গত সোমবার রাত সাড়ে ৮টায় উপজেলার বড়বাজার এলাকার হাসপাতাল রোডে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৩৮ক্যান বিয়ার উদ্ধার করা হয়। আটক দুইজনের বাড়ি আখাউড়া উপজেলার রাধানগর গ্রামে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদফতরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের পরিদর্শক (ইন্সপেক্টর) মোঃ শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে গোপন সংবাদের ভিত্তিতে হাসপাতাল রোডের মোদক স্টোর ও বিশ্বনাথ স্টোর নামে দুটি কনফেকশনারী দোকানে অভিযান চালানো হয়। এসময় দোকানে তল্লাশি চালিয়ে ৩৮ ক্যান হান্টার বিয়ারসহ ওই দুইজনকে আটক করা হয়। তিনি আরও জানান, আটককৃতরা কনফেকশনারী দোকানের আড়ালে মাদক ব্যবসা করত। তাদের বিরুদ্ধে আখাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
###

দোকানের আড়ালে মাদক ব্যবসা আখাউড়ায় দুই ব্যক্তি আটক

ফেসবুকে আমরা..