সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ও আগরতলা ইমিগ্রেশন পুলিশের দুই সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
গত সোমবার দুপুরে আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র কনস্টেবল কিষাণ লাল (হেডকং/৬৯) ও ইমিগ্রেশন পুলিশের কনস্টেবল বিশ্বজিৎ সরকার (কং/৯০৩)।
জেলা পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, গতকাল সোমবার দুপুর ১২টার দিকে আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্টের ইমিগ্রেশন পুলিশের কার্যালয়ের পাশ থেকে কিষাণ লাল ও বিশ্বজিৎ সরকারকে আটক করেন বিজিবির সদস্যরা। তারা অবৈধভাবে বাংলাদেশে ঢুকেছিলেন। তবে কি উদ্দ্যেশে বাংলাদেশে ঢুকেছিলেন সে বিষয়ে কিছু জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ গোলাম কবির সাংবাদিকদের জানান, বিজিবি-বিএসএফ’র কোম্পানি কমান্ডার পর্যায়ের বৈঠকের পর তাদেরকে হস্তান্তর করা হয়। বৈঠকে তারা তাদের ভুলের কথা স্বীকার করেছে।
###
Leave a Reply