botv নিউজ:

এস.এস.সি এবং এইচ.এস.সি পরীক্ষার পদ্ধতি বাতিল করে, পরীক্ষার্থীদের মানসিকভাবে নির্যাতনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। গতকাল রোববার বেলা ১১ টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জেলা সদরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।
মানববন্ধন চলাকালে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র ইকরামুল আলম ইশানের সভাপতিত্বে ও মুহীয় শারদের পরিচালনায় বক্তব্য রাখেন সাবেরা সোবহান বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর শিক্ষার্থী আরেফিন জান্নাত শোভা, গভঃ মডেল গার্লস উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অমৃতা দাস, গ্যাস ফিল্ড স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মিসবাহ উদ্দিন রাফাত সহ অন্যান্য শিক্ষার্থীরা।

মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক আব্দুন নূর, অ্যাডভোকেট নূর মুহাম্মদ জামাল।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বক্তারা বলেন, প্রশ্ন ফাঁস রোধ করতে ব্যর্থ হয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর মানসিকভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে। বারবার পরীক্ষা পদ্ধতি বদলে দেয়ার কারনে শিক্ষার্থীরা পড়াশোনায় পিছিয়ে পড়ছে। এমসিকিউ পদ্ধতি বাতিল করে ১০টি সৃজনশীল প্রশ্নের উওর দেয়া শিক্ষার্থীদের পক্ষে সম্ভব নয়। তাই তারা আগের নিয়মে এসএসসি ও এইচএসসি পরীক্ষার পদ্ধতি চুড়ান্ত করার দাবি জানান।
###

আগের নিয়মে পরীক্ষা পদ্ধতি চুড়ান্ত করার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

botvনিউজ:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০১৮ উপলক্ষে
জেলা মহিলা আওয়ামী লীগের আলোচনা সভায় বক্তাগণ
বঙ্গবন্ধুর কর্মময় জীবনাদর্শ থেকে আমাদের সকলকে শিক্ষা গ্রহণ করতে হবে
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০১৮ উপলক্ষে জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা গতকাল শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মিসেস মিনারা আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন। আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা, বীরমুক্তিযোদ্ধা আমানুল হক সেন্টু।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিকলীগের সভাপতি এড. মোঃ কাউছার আহমেদ, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. শাহনুর ইসলাম, শহর আওয়ামীলীগ সহ সভাপতি মোঃ কামাল মিয়া। সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামীলীগ সহ সভাপতি সাদেকা বেগম, নিলুফা ইয়াসমিন, যুগ্ম সম্পাদক মারহুমা আক্তার কল্পনা, সাংগঠনিক সম্পাদক নাছরিন হাওলাদার শিশির, মোফেজা বেগম, আকলিমা রহমান, শ্রম সম্পাদক নাছিমা বেগম, অর্থ সম্পাদক আনারকলি, আশুগজ্ঞ উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ফেরদৌসী জাহান, জেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী মনোয়ার বেগম, মাজেদা বেগম ফেন্সী, বিথি আক্তার, রহিমা বেগম, তাহেরা বেগম, লুৎফা বেগম, শহর আওয়ামীলীগ সদস্য বশির আহমেদ ছুট্টু মিয়া, জেলা যুবলীগের সহ সভাপতি সৈয়দ আশেক আহমেদ, যুবলীগ নেতা শাহাদাত মোঃ সাইম, উত্তর পৈরতলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামছুল হক পুতুল, বঙ্গবন্ধু প্রজন্মলীগের সাধারণ সম্পাদক এ এম আকছির খান, স্বেচ্ছা সেবকলীগ নেতা মোঃ ফোরকান আহমেদ, যুবলীগ নেতা রেফাতুল ইসলাম প্রমুখ।

সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালীর স্বাধীনতা সংগ্রামের মহানায়ক, বাঙ্গালীজাতির পিতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী। তিনি কেবল বাঙ্গালী জাতির নন, তিনি বিশ্বের নির্যাতিত, নিপীড়িত ও শোষিত মানুষের স্বাধীনতার প্রতীক। বঙ্গবন্ধু আমাদের সকলের প্রেরণার উৎস। তাঁর কর্ম ও আদর্শ থেকে আমাদের সকলকে শিক্ষা গ্রহন করতে হবে। আসুন সবাই মিলে জাতির পিতার অসাম্প্রদায়িক, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলি এবং দেশের ভবিষ্যৎ নেতৃত্ব শিশুদের জাতির পিতার আর্দশে গড়ে তুলি। সভায় বঙ্গবন্ধুর ও তারঁ পরিবার এবং মুক্তিযুদ্ধের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়। পরে অতিথিবৃন্দ বঙ্গবন্ধুর ৯৮তম জন্ম বার্ষিকীর কেককাটেন ও সকলকে মিষ্টমুখ করান। উক্ত কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতা কর্মী অংশ গ্রহন করেন।

জেলা মহিলা আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত

botv-নিউজ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গতকাল শনিবার জেলা প্রশাসনের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন, র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।
শনিবার সকাল ৯টায় পৌর ভবনের সামনে থেকে এক র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু স্কয়ারে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন।
পুষ্পস্তক অর্পন শেষে স্থানীয় সুর সম্্রাট আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তেন আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী।
জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র মিসেস নায়ার কবির, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসাইন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার প্রমুখ।
আলোচনা সভা শেষে ব্রাহ্মণবাড়িয়া ফাউন্ডেশনের আয়োজিত বঙ্গবন্ধুর জীবনী ও মুক্তিযুদ্ধ বিষয়ক রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন করা হয়।
###

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যালি ও আলোচনা সভা

botv নিউজ:

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের উদ্যোগে সাংবাদিকদের জন্য দু’দিনব্যাপী ডিজিটাল বাংলাদেশ বিষয়ক রিপোর্টিং প্রশিক্ষণ কর্মশালা গতকাল বৃহষ্পতিবার শুরু হয়।
সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে প্রেসক্লাব ক্লাব সভাপতি খ.আ.ম রশিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পিআইবি’র সিনিয়র প্রশিক্ষক রাফিজা রহমান, এটুআই প্রশিক্ষক মাহমুদুল ইসলাম স্মরন, প্রযুক্তি বিষয়ক সাংবাদিক এমদাদুল হক তুহিন।

প্রশিক্ষনে প্রিন্ট ও ইলেকট্্রনিক মিডিয়ার ২৮জন সাংবাদিক অংশ নেয়। আজ শুক্রবার সমাপনী দিনে পিআইবি’র মহাপরিচালক শাহ আলমগীর প্রধান অতিথি থেকে প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদ-বিতরন করবেন।
###

পিআইবি’র আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় দু’দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালার শুরু

botv-নিউজ

ব্রাহ্মণবাড়িয়ায় পঞ্চম শ্রেণীর এক প্রতিবন্ধী ছাত্রকে বিদ্যালয় থেকে প্রধান শিক্ষক জোরপূর্বক বের করে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত ১২ মার্চ ওই ছাত্রের মা এবং সদর উপজেলার গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা বিলকিছ জাহান রিমি উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে সহকারি শিক্ষিকা বিলকিছ জাহান রিমি বলেন, তার প্রতিবন্ধী ছেলে মোঃ আবদুল্লাহ আল সিফাত মেধাবী ছাত্র। সে সদর উপজেলার গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণীতে ভর্তি হয়ে বর্তমানে পঞ্চম শ্রেণীতে অধ্যয়নরত। তার রোল নং-৩। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ক্লাশে তার রোল নং ছিল ১ থেকে ৩ এর মধ্যে।
অভিযোগে বলা হয়, গত ২০১৩ সালের ২৭ জানুয়ারি প্রধান শিক্ষক হিসেবে আশীষ চন্দ্র দেব এই বিদ্যালয়ে যোগদানের পর থেকেই প্রতিবন্ধী ছেলে মোঃ আবদুল্লাহ আল সিফাতের উপর মানসিক, নির্যাতন ও ভয়-ভীতি প্রদর্শন করে আসছে। প্রধান শিক্ষক প্রায়ই আবদুল্লাহ আল সিফাতকে আবুইল্লা বলে ডাকে। সম্প্রতি তিনি সিফাতকে নৌকা থেকে ফেলে প্রাননাশের হুমকি দেন।
অভিযোগে গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা বিলকিছ জাহান রিমি আরো বলেন, চলতি বছরের শুরুতে সিফাতের ওপর প্রধান শিক্ষক আশীষের নির্যাতনের মাত্রা আরো বেড়ে যায়। গত ফেব্রুয়ারি মাসে তিনি সহকারী শিক্ষিকা শিরিন আক্তারের ক্লাস চলাকালে শ্রেণীকক্ষে ঢুকে হাতে লেখার জন্য সিফাতকে কটাক্ষ করেন। এরপর সিফাতকে ১৫ দিনের মধ্যে হাতে লেখা সুন্দর করার জন্য আল্টিমেটাম দিয়ে তাকে চতুর্থ শ্রেণিতে নামিয়ে দিতে বলেন। এ ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যায় সিফাত। সিফাতের মা প্রধান শিক্ষক আশীষকে তার মানসিক ও শারীরিক অসুস্থতার কথা একাধিকবার জানালেও গত ৬ মার্চ প্রধান শিক্ষক আশীষ সহকারী শিক্ষক শিরিন আক্তারের মাধ্যমে সিফাতের মাকে জানিয়ে দেন, সে আর এই বিদ্যালয়ের পড়ালেখা করতে পারবে না। পরদিন সিফাতকে জোরপূর্বক বিদ্যালয় থেকে ছাড়পত্র দেন ওই প্রধান শিক্ষক।

এ ব্যাপারে গোপিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ চন্দ্র দেব অভিযোগটি উদ্দেশ্যমূলক দাবি করে বলেন, আমি যদি ছয় বছর ধরে সিফাতকে নির্যাতন করে থাকি তাহলে এতদিন পরে আমার বিরুদ্ধে অভিযোগ করা হলো কেন?। তিনি বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ উদ্দেশ্যমূলক এবং ভিত্তিহীন। সিফাতের মা আমাদের বিদ্যালয় থেকে শহরে বদলি হয়ে যাবেন বলে আমাকে নিজেই বলেছেন সিফাতকে ছাড়পত্র দিতে।
এ ব্যাপারে জানতে চাইলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করার জন্য জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পেলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।
###

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবন্ধী শিশুকে স্কুল থেকে থেকে বের করে দেয়ার অভিযোগ

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় বেড়েছে বেওয়ারিশ কুকুরের উৎপাত। অস্বাভাবিক হারে কুকুরের বংশ বিস্তার ও উৎপাত বৃদ্ধি পেলেও বন্ধ রয়েছে কুকুর নিধন অভিযান। বেওয়ারিশ কুকুরের উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছে পৌর এলাকার প্রতিটি পাড়া ও মহল্লাবাসী ।
দিনের বেলা শহরের কুকুরের সংখ্যা কম থাকলেও সন্ধ্যার পর পরই বেওয়ারিশ কুকুর বিভিন্ন মহল্লা থেকে শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়। রাত বাড়ার সাথে সাথে বাড়ে কুকুরের সংখ্যাও উৎপাত।
পৌর এলাকার ভাদুঘর বাস টার্মিনাল, মেড্ডা বাসস্ট্যান্ড, কাউতলী মোড় চৌরাস্তা, কালীতলী স্টেডিয়াম মার্কেটের সামনে, কালীবাড়ি মোড়, রেলওয়ে স্টেশন, কান্দিপাড়ার মোড়, মেড্ডা সিও অফিসের মোড়, মওলা ভবনের সামনে, সদর থানা কম্পাউন্ড, মঠের গোড়া, সদর হাসপাতালের সামনে, কুমারশীল মোড়, জেলরোড মোড়, পৌর ভবনের সামনে, সুপার মার্কেটের সামনে, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে, খৈয়াসারের মোড়, সড়ক বাজার গোলচত্বর, মহাদেবপট্টিসহ বিভিন্ন স্থানে রাতের বেলা দলবেঁধে কুকুর হাটাহাটি করে। কোন পথচারীকে একা পেলে তার উপর হামলে পড়ার চেষ্টা করে। এছাড়াও রাতের বেলা পৌরসভার ১২টি ওয়ার্ডের বিভিন্ন রাস্তায় কুকুরের উৎপাতে মহল্লাবাসী বাড়ি থেকে বের হতে ভয় পায়।

গত মাসখানেক আগে মধ্যপাড়া এলাকায় দুলাল মিয়া নামে এক ব্যক্তি কুকুরে কামড় দেয়। পৌর এলাকার কাজীপাড়ার বাসিন্দা মোরশেদ মিয়া বলেন, পৌর কর্তৃপক্ষ সময় মতো কুকুর নিধন না করায় বর্তমানে শহরে কুকুরে উপদ্রব বেড়েছে। তিনি বলেন, কুকুরের উপদ্রবে রাতের বেলা শহরে চলাফেরা করতে সমস্যা হয়। রাতের বেলা কুকুরের দল কাউকে একা পেলে তার উপর আক্রমন করার চেষ্টা করে। অনেক সময় কুকুর রিকসাযাত্রীকেও লাফিয়ে কামড় দেওয়ার চেষ্টা করে।
মধ্যপাড়ার বাসিন্দা ফারুক মিয়া বলেন, ভোরে কুকুরের উপদ্রবে বাসাবাড়ির ছোট ছোট বাচ্চাদের স্কুল, কোচিংসহ চলাচলে চরম সমস্যার সৃষ্টি হচ্ছে। কখন কুকুর কাকে কামড় দেয় সেই আতংকে থাকি। শহরবাসী অবিলম্বে বেওয়ারিশ কুকুর নিধনের জন্য পৌর কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন।

কুকুরের উপদ্রব বেড়েছে ॥ আতঙ্কে শহরবাসী

botv-নিউজ

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ বলেছেন, বর্তমান সরকার সংবাদপত্র ও সাংবাদিক বান্ধব সরকার। সাংবাদিকতার উন্নয়নে এবং সংবাদপত্রের সংকট মোকাবেলায় সকলের সহযোগিতায় প্রেস কাউন্সিল ভবিষ্যতে নানামুখী উদ্যোগ গ্রহণ করবে।

তিনি গত শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আইন ও আচরণবিধি সম্পর্কে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

প্রেসক্লাব সভাপতি খ.আ.ম রশিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ আরো বলেন, সরকার সাংবাদিকদের মানোন্নয়ন ও কল্যাণে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছে। তিনি বলেন, সাংবাদিকদের সাংবাদিকতার আইন ও আচরণবিধি মেনে চলা প্রয়োজন।
প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আল আমীন শাহীনের পরিচালনায় প্রেস কাউন্সিলের আইন ও আচরণবিধি সম্পর্কিত মূল বিষয়ের উপর বক্তব্য রাখেন যুগ্ম সচিব শ্যামল চন্দ্র কর্মকার। শুভেচ্ছা বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ শামসুল হক।

স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী। বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, সাংবাদিক মনজুরুল আলম, পীযুষ কান্তি আচার্য, উজ্জল চক্রবর্তী, মোঃ শফিকুল ইসলাম প্রমুখ। মতবিনিময় সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
###

ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান

botv নিউজ:

ব্রাহ্মণবাড়িয়ায় ৫৯টি বৈদ্যুতিক মিটার, ৭৬টি অফিস ফাইল এবং বিপুল পরিমান বৈদুতিক সরঞ্জাম উদ্ধার করেছে ভ্রাম্যমান আদালত। গত বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার বড়াইল-সাদেকপুর ফিডার এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়। এ ঘটনায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ব্রাহ্মণবাড়িয়া বিতরণ বিভাগের তিন ইলেক্ট্রেশিয়ানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কুমিল্লা বিদ্যুৎ আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্র্যাট মুজাহিদুর রহমান।

ভ্রাম্যমান আদালতের অভিযান বিষয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ব্রাহ্মণবাড়িয়া বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ কামরুজ্জামান জানান, বড়াইল এবং সাদেকপুর ফিডারের বিতরন বিভাগের তিন ইলেক্টেশিয়ান শাহজাহান মিয়া, মিলন মিয়া এবং জাহের মিয়ার বাড়ীতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৫৯টি মিটার, বিদ্যুত অফিসের ৭৬ টি ফাইল এবং বিপুল পরিমান বৈদুতিক সরঞ্জাম উদ্ধার করে। উদ্ধারকৃত মিটারের মধ্যে ১লাখ ৫৪ হাজার ইউনিট বিদুৎ চুরির প্রমান পায় ভ্রাম্যমান আদালত।

পরে বিদ্যুৎ আইনের ৩৩ ধারায় বিদ্যুৎ চুরি ও সরকারী রাজস্ব ফাঁকি দেয়ার অভিযোগ এনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
###

৫৯ বৈদুতিক মিটার ও ৭৬টি অফিস ফাইল উদ্ধার ॥ তিনজনের বিরুদ্ধে মামলা

 

botv নিউজ:

ব্রাহ্মণবাড়িয়া কবি পরিষদের কার্যকরী কমিটি (২০১৮-২০১৯) গঠন করা হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি বিকেলে পাইকপাড়াস্থ কার্যালয়ে বিশিষ্ট লেখক রফিক উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সম্মতিক্রমে ব্রাহ্মণবাড়িয়া কবি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কবি শৌমিক ছাত্তারকে সভাপতি, কবি মোহাম্মদ ইদ্রিসকে সম্পাদক এবং কবি এম.এ. মান্নান রিপনকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।

পরিষদের উপদেষ্টারা হলেন মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নূরুজ্জামান, মুক্তিযোদ্ধা ও কবি এম. ওয়াসেল ছিদ্দিকী, কবি জয়দুল হোসেন, লেখক রফিক উদ্দিন ভূইয়া, অধ্যক্ষ সোপানুল ইসলাম। পরিষদের অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি তালুকদার কাসেম, আনিছ মুহম্মদ, মোঃ আমির হোসেন, রাশিদুল্লাহ তুষার, যুগ্ম সম্পাদক সৈম আকবর, নাজমা বেগম, দপ্তর সম্পাদক মোঃ মুছা, সহ-দপ্তর সৈয়দ মোনাব্বির তনন, অর্থ সম্পাদক আবু আহমেদ মৃধা, প্রচার সম্পাদক মহিউদ্দিন আহমেদ। সদস্য মোঃ মনির হোসেন, নূর মোহাম্মদ হাজারি, নাগর হান্নান, মোঃ মনিরুল ইসলাম শ্রাবন, সাবিনা ইয়াসমিন টগর, রোমেনা চৌধুরী প্রমুখ। সভায় পরিষদের ব্যানারে একটি ত্রৈমাসিক লিটল ম্যাগাজিন প্রকাশের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

###

কবি পরিষদের কমিটি গঠিত শৌমিক সভাপতি ॥ ইদ্রিস সম্পাদক||

ফেসবুকে আমরা..