botv নিউজ:

সিলেটের জৈন্তায় সোমবার রাতে ওয়াজ মাহফিলে সুন্নী এবং ওয়াহাবি মতাদর্শের লোকদের মধ্যে সংঘর্ষে এক মাদরাসা ছাত্র নিহত হওয়ার প্রতিবাদে  বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে কওমি ইসলামী ছাত্র ঐক্য পরিষদ।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে জামিয়া ইসলামীয়া ইউনুছিয়া মাদরাসা থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিন করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করে।

কওমি ইসলামী ছাত্র ঐক্য পরিষদের সভাপতি মাওলানা আব্দুল জলিলের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন হেফাজত ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, জেলা কমিটির যুগ্ম সম্পাদক আব্দুর রহিম কাসেমি, প্রচার সম্পাদক মুফতি এনামুল হাসানসহ কওমি ইসলামী ছাত্র ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

প্রতিবাদ সমাবেশে বক্তরা অবিলম্বে মাদরাসা ছাত্র মোজাম্মেল ও এনামের খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারী উচ্চারণ করেন।
###

সিলেটে মাদরাসা ছাত্রকে হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মাদরাসা ছাত্রদের বিক্ষোভ

botv নিউজঃ

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (বিআরডিবির) ৪৬তম বার্ষিক সাধারণ সভা  সোমবার বিআরডির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সদর বিআরডিবির সভাপতি এম.এ.এইচ মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত পল্লী উন্নয়ন কর্মকর্তা ফারুক-ই-আজম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জীবন কুমার ভট্টাচার্য, উপজেলা সমবায় অফিসার আবদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলমসহ বিভিন্ন সমবায় সমিতির সভাপতি, ম্যানেজারসহ সমবায়ীগন। সভায় সদর বিআরডিবির কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।
সভায় সভাপতির বক্তব্যে এম.এ.এইচ মাহবুব আলম বলেন, তৃণমূলের মানুষের ভাগ্যোন্নয়নে সমবায়ের বিকল্প নেই। তিনি বলেন, সদর উপজেলা বিআরডিবি তৃণমূলের ভাগ্যোন্নয়নে কাজ করছে। তিনি ঋণের  টাকা সময়মতো পরিশোধ করে অন্যকে ঋণ পেতে সহায়তা করার আহবান জানান। সভায় উপজেলার বিভিন্ন সমবায় সমিতির ম্যানেজার ও সভাপতিকে পুরষ্কৃত করা হয়।

সভা পরিচালনা করেন জুনিয়র অফিসার (হিসাব) মোক্তার হোসেন।

##

তৃণমূলের মানুষের ভাগ্যোন্নয়নে সমবায়ের বিকল্প নেই

botv  নিউজঃ

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব বিরোধের জের ধরে নূর আলম- (৪৫) নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার রামরাইল ইউনিয়নের সোহাতা গ্রামে। নূর আলম সোহাতা গ্রামের নূরুল ইসলামের ছেলে।
মৃতের পরিবারের অভিযোগ, বিভিন্ন বিষয় নিয়ে নূর আলমের সাথে একই গ্রামের শাহজালাল এবং খলিল মিয়ারর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার সন্ধ্যায় শাহজালাল ও খলিলের নেতৃত্বে ৫/৭ জনের একটি দল নূর আলমকে তার ঘরে ঢুকে ধরে নিয়ে যায়। পরে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।
খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে মৃতের স্বজনেরা অভিযোগ করে বলেন, পূর্ব বিরোধের জের ধরে নূর আলমকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নবীর হোসেন বলেন, হাসপাতালে একজনের মৃত্যুর খবর পেয়েছি। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোন অভিযোগ দেওয়া হয়নি। আমরা তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

পূর্ব বিরোধের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ায় এক ব্যক্তিকে হত্যার অভিযোগ

 

botv নিউজঃ

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  শনিবার দুপুর সাড়ে ১২টায় পৌর এলাকার দক্ষিণ মৌড়াইলের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত অপর দু’জন হলেন, জেলা বিএনপির কর্মী জহিরুল হক ও জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আহ্সানুর রহমান।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নবীর হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাফিজুর রহমান মোল্লা একাধিক মামলার আসামী, দুপুরে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বাড়ি থেকে বিএনপি-ছাত্রদলের দুই নেতা-কর্মীকেও গ্রেপ্তার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির সভাপতিসহ গ্রেপ্তার- ৩

 

botv নিউজ:

ব্রাহ্মণবাড়িয়ায় ঋষি সম্প্রদায়ের অবহেলিত নারীদের তৈরী বিভিন্ন পন্যের প্রদর্শণী ও বিক্রয় কেন্দ্র “অপরাজিতা” এর উদ্বোধন করা হয়েছে।

বুধবার বিকেলে শহরের জেলরোডের পুলিশ বিপনী কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে “অপরাজিতার” উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাতের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেন, সরকার নারীদের আত্মনির্ভরশীল করতে নানা পদক্ষেপ  গ্রহণ করেছে। এরই ফলশ্রুতিতে সমাজের অবহেলিত,অসহায়-দরিদ্র নারীরা আজ ঘুরে দাড়িয়েছে। তারই বাস্তব প্রমান এই বিক্রয় কেন্দ্রটি। নারীদের আত্মনির্ভরশীল করতে তার পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতারও আশ্বাস দেন তিনি। বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মিজানুর রহমান বলেন- নারীদের জীবনমানের উন্নয়ন ঘটাতে এই পদক্ষেপ খুবই প্রশংসনীয়। পুলিশের পক্ষ থেকে একাজে সহযোগিতার আশ্বাস দেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসাইন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস, জেলা পরিষদ সদস্য সাদেকুর রহমান শরীফ প্রমুখ।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের তিতাস নদীর পূর্বপাড়ে বসবাসকারী ঋষি সম্প্রদায়ের অবহেলিত নারীদের প্রশিক্ষিত করে কর্মক্ষম করার উদ্যোগ নেয় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নারী উন্নয়ন ফোরাম। সেখানে প্রশিক্ষিত নারীদের হাতে তৈরী নানা পন্য ছাড়াও এই বিক্রয় কেন্দ্রটিতে পাওয়া যাবে শাড়ি, থ্রিপিসসহ গৃহসজ্জার নানা জিনিসপত্র। কেন্দ্রটি পরিচালনা করবেন নারী উন্নয়ন ফোরাম সদস্য আনোয়ারা বেগম, রোখসানা হক সূচি ও শাহিনূর হক ঝুমকী।

###

ঋষি সম্প্রদায়ের নারীদের তৈরী বিভিন্ন পন্যের প্রদর্শণী ও বিক্রয় কেন্দ্র “অপরাজিত “

botvনিউজঃ

ব্রাহ্মণবাড়িয়ার ঋষি সম্প্রদায়ের অবহেলিত নারীদের তৈরী বিভিন্ন পন্যের প্রদর্শণী ও বিক্রয় কেন্দ্র “অপরাজিতা” এর উদ্বোধন করা হয়েছে।
গতকাল বুধবার বিকেলে শহরের জেলরোডের পুলিশ বিপনী কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে “অপরাজিতার” উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা নারী উন্নয়ন ফোরাম সভাপতি অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাতের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেন, সরকার নারীদের আত্মনির্ভরশীল করতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। এরই ফলশ্রুতিতে সমাজের অবহেলিত,অসহায়-দরিদ্র নারীরা আজ ঘুরে দাড়িয়েছে।

তারই বাস্তব প্রমান এই বিক্রয় কেন্দ্রটি। নারীদের আত্ম¡নির্ভরশীল করতে তার পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতারও আশ্বাস দেন তিনি। বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মিজানুর রহমান বলেন- নারীদের জীবনমানের উন্নয়ন ঘটাতে এই পদক্ষেপ খুবই প্রশংসনীয়। পুলিশের পক্ষ থেকে একাজে সহযোগিতার আশ্বাস দেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসাইন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস, জেলা পরিষদ সদস্য সাদেকুর রহমান শরীফ প্রমুখ।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের তিতাস নদীর পূর্বপাড়ে বসবাসকারী ঋষি সম্প্রদায়ের অবহেলিত নারীদের প্রশিক্ষিত করে কর্মক্ষম করার উদ্যোগ নেয় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নারী উন্নয়ন ফোরাম। সেখানে প্রশিক্ষিত নারীদের হাতে তৈরী নানা পন্য ছাড়াও এই বিক্রয় কেন্দ্রটিতে পাওয়া যাবে শাড়ি, থ্রিপিসসহ গৃহসজ্জার নানা জিনিসপত্র। কেন্দ্রটি পরিচালনা করবেন নারী উন্নয়ন ফোরাম সদস্য আনোয়ারা বেগম, রোখসানা হক সূচি ও শাহিনূর হক ঝুমকী।

 

ব্রাহ্মণবাড়িয়ায় নারীদের হাতে তৈরী পন্যের বিক্রয় কেন্দ্র ‘অপরাজিতা’ উদ্বোধন

botvনিউজঃ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আজ বুধবার ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হচ্ছে ৮দিন ব্যাপী অমর একুশে বই মেলা।
স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে আজ বুধবার সন্ধ্যা ৬টায় প্রধান অতিথি হিসেবে বই মেলার উদ্বোধন করবেন স্থানীয় সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী। জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম(বার), পৌর সভার মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম।

আজ ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হচ্ছে ৮দিনব্যাপী অমর একুশে বই মেলা

botvনিউজ:

শান্তিবাগ বয়েজ ক্লাব আয়োজিত নোমান স্মৃতি ব্যাটমিন্টন প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে ভাদুঘর টু স্টার বনাম শান্তিবাগ টু স্টার ফাইনাল খেলার খেলার মধ্য দিয়ে প্রতিযোগিতাটি সম্পূর্ন হয়।

শান্তিবাগ বয়েজ ক্লাব সভাপতি সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান পারভেজ এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা  আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক স্বাস্থ্যসেবা ও শিক্ষানুরাগী আবু কাউসার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি মীর মোহাম্মদ শাহীন, দলীল লেখক সফিকুল হক শাকিল, প্রবাসী আসাদুল্লাহ সিকদার আশা, ঠিকাদার নুরুল আমীন।

এছারা সংগঠনের সদস্য সুমন আহমেদ, হেলাল আহমেন, নজরুল ইসলাম, ফরহাদ হোসেন জুয়েল, আশিকুর রহমান পিয়াস, ইয়াসীন চৌধুরী, বিপ্লব হোসেন, জনি, আশিক সহ অন্যান সদস্যরা ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ছাত্রনেতা শেখ রাসেল।খেলায় চ্যাম্পিয়ন কে এলসিডি টিভি ও   রানার্সআপকে ২০ ইঞ্চি ট্রপি  পুরস্কার দেওয়া হয়।

###

নোমান স্মৃতি ব্যাটমিন্টন প্রতিযোগিতার ফাইনাল খেলায় শান্তিবাগ চ্যাম্পিয়ন

botv. নিউজ

জাতীয় সংসদের ডেপুটি স্পীকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল রাজনৈতিক দলের অংশ গ্রহনের বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) উদ্যোগ নেবে।
বুধবার বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় ‘বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ ফেস্টিবল অফ ফিজিক্যাল চ্যালেঞ্জড পিপলস’ নামে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে সকাল সাড়ে ১০টায় জেলা পুলিশের সহযোগীতায় শহরের পুরাতন জেলরোডে উত্তরণ-৩ নামে হিজড়া জনগোষ্ঠির একটি বিউটি পার্লার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

বেলা সোয়া ১১টায় জেলা পুলিশ লাইনস ময়দানে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ড্রীম ফর ডিসএ্যাবিলিটি ফাউন্ডেশন ও বন্ধু তোমাকে চাই অসহায় মানুষের পাশে ফাউন্ডেশনের উদ্যোগে ‘বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ ফেস্টিবল অফ ফিজিক্যাল চ্যালেঞ্জড পিপলস’ নামে একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ডেপুটি স্পীকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া।
অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে শতাধিক শারিরিক প্রতিবন্ধী ও ভারতের ত্রিপুরার রাজ্যের আগরতলা থেকে সাতজন প্রতিবন্ধী অংশ নেন।
স্থানীয় সংসদ সদস্য র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজিলাতুন নেসা বাপ্পি, পুলিশের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান, জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, পৌর মেয়র নায়ার কবির ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার।
অনুষ্ঠান উদ্বোধন করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত চিত্র নায়ক ফারুক, চলচিত্র পরিচালক অমিতাভ রেজা, বাংলাদেশ জাতীয় ফুটবল দলে সাবেক অধিনায়ক কায়সার হামিদ, এটিএন বাংলার নির্বাহী সম্পাদক জ ই মামুন, অভিনেত্রী মেহের আফরোজ শাওন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রতিবন্ধীদের নিয়ে বিভিন্ন রকমের খেলাধুলা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্বে পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাউশির অবসরপ্রাপ্ত মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন।
অনুষ্ঠানে ভারত থেকে আসা শারিরিক প্রতিবন্ধী সঞ্জীব সাহা বলেন, ‘বাংলাদেশে এটাই আমার প্রথম আসা। কখনোই ভাবিনি আমাদের জন্য এ ধরণের একটি আয়োজন হবে। আমরা খুব খুশি। এ আয়োজন আমাদেরকে আরো এগিয়ে নেবে। ত্রিপুরা প্রতিবন্ধী অধিকার মঞ্চ থেকে এ ধরণের একটি অনুষ্ঠান করা যায় কিনা সে বিষয়ে দেশে গিয়ে কথা বলবো।
প্রতিক্রিয়া জানাতে গিয়ে অভিনেত্রী মেহের আফরোজ শাওন বলেন, ‘আমরা দেখি যে সুস্থ মানুষ আত্মহত্যা করে। আর প্রকৃতি যাদেরকে অনেক কিছু থেকে বঞ্চিত করেছে তারা বিভিন্ন ভাবে এগিয়ে যাচ্ছে। তাদের কাছ থেকে আমাদের শেখার আছে।
অনুষ্ঠানে ফজিলাতুন নেসা বাপ্পি এম.পি বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া প্রতিবন্ধীদের জন্য একটি রোল মডেল। উবায়দুল মোকতাদির চৌধুরী এম. পি বলেন, সরকার তথা আওয়ামী লীগের যে আদর্শ এর প্রতিফলন ঘটেছে এ অনুষ্ঠানের মধ্য দিয়ে। ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া এম.পি বলেন, ‘প্রতিবন্ধীরা উদ্যোগী হয়ে কাজ করছে, বিভিন্ন ক্ষেত্রে সুনাম অর্জন করছে।
এর আগে সকাল সাড়ে ১০টায় জেলা পুলিশের সহযোগীতায় শহরের পুরাতন জেলরোডের পুলিশ ভবন মার্কেটে উত্তরণ-৩ নামে হিজড়া জনগোষ্ঠির একটি বিউটি পার্লার উদ্বোধনকালে ডেপুটি স্পীকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণের বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) উদ্যোগ নেবে। এ সময় তিনি আরো বলেন, দেশের সাধারণ নাগরিক হিসেবে আমরা চাইব সব দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশে হোক।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী, সংসদ সদস্য ফজিলাতুন-নেসা বাপ্পী, পুলিশের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল কবির প্রমুখ। হিজরারা এই পার্লারটি পরিচালনা করবে।
##

 

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় সংসদের ডেপুটি স্পীকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া

 

botv.নিউজ

মোকতাদির চৌধুরী এমপি এবং জেলা প্রশাসককে মুক্তিযোদ্ধাদের অভিনন্দন
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লে¬ক্স ভবন নির্মাণের জন্য ভূমি মন্ত্রণালয় ১০ (দশ) শতাংশ খাস ভূমি বরাদ্দ করেছে।
স্থানীয় সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সম্মতিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা কমান্ডার আলহাজ্ব মোঃ আবু হোরায়রাহ্ গত ২৮ মার্চ ২০১৭ইং তারিখে জেলা প্রশাসক বরাবর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লে¬ক্স ভবন নির্মাণের জন্য পুরাতন জেলখানার পুকুরের উত্তর পাড়, পশ্চিম পাইকপাড়া মৌজার ১ নম্বর খাস খতিয়ানভুক্ত বি এস ১৬৮ দাগের ১০ (দশ) শতাংশ ভূমি বরাদ্দের আবেদন জানালে তদন্তক্রমে জেলা প্রশাসক ভূমি মন্ত্রণালয় বরাবর প্রস্তাব পাঠালে ভূমি মন্ত্রণালয় কর্তৃক ৩০ জানুয়ারী ভূমি বরাদ্দ অনুমোদন করে।

বরাদ্দ প্রস্তাবে স্থানীয় সংসদ সদস্য মোকতাদির চৌধুরীর সদয় সম্মতি ও দ্রুত অনুমোদনে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান’র ভূমিকা ও অবদানের জন্য কৃতজ্ঞতাচিত্তে ধন্যবাদসহ অভিনন্দন জানিয়েছেন সদর উপজেলার মুক্তিযোদ্ধাগন। অভিনন্দন বার্তায় তারা তাদের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের জন্য ভূমি বরাদ্দ দেওয়ায়

ফেসবুকে আমরা..