botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শিক্ষা কার্যক্রম থেকে প্রথম ও দ্বিতীয় শ্রেনীর শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধ, পাঠ আয়ত্ব করতে সহায়তা ও শিক্ষার মান উন্নয়নে সহায়তা ও হতদরিদ্র পরিবারের পিছিয়ে পড়া শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করতে বে-সরকারি উন্নয়ন সংস্থা আশা নাসিরনগর সদর ব্রাঞ্চের উদ্যোগে প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কর্মসূচীর আওতায় সুপারভাইজার ও শিক্ষা সেবিকাদের কর্মশালা শনিবার নাসিরনগর আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

আশার আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ কাজী বোরহান উদ্দিনের সভাপতিত্বে ও ব্রাঞ্চ ম্যানেজার বাবুতন সিংহের পরিচালনায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন আশার জেলা ম্যানেজার মোঃ আবদুল আহাদ। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক আকতার হোসেন ভূইয়া। স্বাগত বক্তব্য রাখেন শিক্ষা সুপারভাইজার দেবাশীষ গোপ । কর্মশালায় উপজেলার ২০টি শিক্ষা কেন্দ্রে কর্মরত সুপারভাইজার ও সেবিকারা অংশ নেন।

উল্লেখ্য, নাসিরনগর উপজেলায় ২০টি শিক্ষা কেন্দ্র চালু করা হয়েছে। আশার শাখা কার্যালয়ের অর্ন্তভূক্ত মহল্লা সর্বোচ্চ ৩০ জন শিক্ষার্থী নিয়ে ১ জন সেবিকার মাধ্যমে একটি পাঠদান কেন্দ্র পরিচালিত হচ্ছে। বিদ্যালয়ের পাঠ্যবই অনুসরণ করে সকালে অথবা বিকালে (শিক্ষার্থীদের স্কুলের সময়ের সাথে সংগতি রেখে) মোট ২ ঘন্টা পাঠদান করানো হচ্ছে।

###

শিক্ষা কার্যক্রম থেকে ঝড়ে পড়া রোধে নাসিরনগরে শিক্ষা সেবিকাদের কর্মশালা

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বেয়াইয়ের হামলায় আহত মনসুর মিয়া-(৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মনসুর মিয়া উপজেলার ফান্দাউক ইউনিয়নের আতোকুড়া গ্রামের রশিদ মিয়ার ছেলে। এ ঘটনায় নাসিরনগর থানায় মামলা দায়ের করা হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, বাড়ির জায়গার বন্টন নিয়ে গত শনিবার সকালে মনসুর মিয়া ও তার বড় ভাইয়ের স্ত্রী শেফা বেগমের মধ্যে কথা কাটকাটি হয়। এক পযার্য়ে শেফা বেগম বিষয়টি ফোনে তার ভাই একেই গ্রামের আহম্মদ মিয়াকে জানান। খবর পেয়ে আহম্মদ মিয়া ঘটনাস্থলে এসে বেয়াই মনসুর মিয়া ও লায়েছ মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে পেটে আঘাত করে।

আশংকাজনক অবস্থায় মনসুর মিয়াকে প্রথমে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে মনসুর মিয়ার অবস্থার অবনতি হলে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল থেকে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় মনসুর মিয়া মারা যায়।

এ ব্যাপারে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
###

জায়গা সংক্রান্ত বিরোধের জের নাসিরনগরে বেয়াইর হাতে বেয়াই খুন

botvনিউজ:

শেখ হাসিনার সরকার জনগনের উন্নয়নের সরকার। ক্ষমতায় আসার পর এ সরকার বাংলার মেহনতি মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। শেখ হাসিনার উদ্যোগ,ঘরে ঘরে বিদ্যুৎ’পৌঁছে দেয়া হবে।  শনিবার(১২ মে)বিকালে নাসিরনগর উপজেলার গোয়ানগর ইউনিয়নের বিটাডুবি ও সোনাতলা গ্রামে নতুন বিদ্যুতায়নের উদ্বোধন অনুষ্ঠানে নৌ-পরিবহন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি এ কথা বলেন ।

এতে নতুন করে আলোকিত হল উপজেলার ভিটাডুবি ও সোনাতলা গ্রামের ২৮৪টি পরিবার। নতুন বিদ্যুৎ লাইন সংযোগের শুভ উদ্বোধন উপলক্ষে সোনাতল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ কিরণ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সুধি সমাবেশে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ মাসউদ পারভেজ মজুমদার,উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডাঃ রাফি উদ্দিন আহমেদ,সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার,সাংগঠনিক সম্পাদক ও ইউসিসির চেয়ারম্যান প্রদীপ কুমার রায়,সাংস্কৃতিক সম্পাদক অরুণ জ্যোতি ভট্রাচার্য,ওসি তদন্ত রঞ্জন কুমার ঘোষ,সহকারী জেনারেল ম্যানেজার(নিপর)মোঃ নজরুল ইসলাম,সাবেক চেয়ারম্যান জিতু মিয়া ও আওয়ামীলীগ নেতা আবদুল লতিফ। এ সময় উপজেলা ও স্থানীয় আওয়ামীলীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির ১ কোটি ৩৭ লাখ ৯৬ হাজার টাকা ব্যয়ে ৭.৮৯৮ কিলোমিটার দীর্ঘ বিদ্যুৎ লাইনের আওতায় উক্ত ২টি গ্রামে ৪৬৭ জনের মধ্যে ২৮৪ জন গ্রাহককে নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান করেছেন। বাকিদেরকে পর্যায়ক্রমে সংযোগ দেয়া হবে।

শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার- এমপি সংগ্রাম

 

সিনিয়র সহ-সভাপতি পদে দুইজন- আল-আমীন শাহীন ও কাউছার এমরান।

সাধারণ সম্পাদক পদে দুইজন  জাবেদ রহিম বিজন  ও দীপক চৌধুরী বাপ্পি ।

botv নিউজ:

বিনাপ্রতিদ্বন্ধিতায় সভাপতি সহ ৯ পদপ্রার্থী নির্বাচিত ॥ সিনিয়র সহ সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আজ ভোট গ্রহণ ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এই নির্বাচনে ইতোমধ্যে বিনাপ্রতিদ্বন্ধিতায় সভাপতি পদ সহ ৯ পদপ্রার্থী নির্বাচিত হয়েছেন । নির্বাচনে সিনিয়র সহ সভাপতি ও সাধারণ সম্পাদক দুটি পদে ভোটগ্রহণ হবে । এর মধ্যে সিনিয়র সহ সভাপতি পদে আল আমীন শাহীন এবং আ ফ ম কাউসার এমরান , সাধারণ সম্পাদক পদে দীপক চৌধুরী বাপ্পী এবং জাবেদ রহিম বিজন প্রতিদ্বন্ধিতা করছেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব নির্বাচনের নির্বাচন কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহের নিগার সাক্ষরিত পত্রে জানা গেছে, বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিতরা হচ্ছেন সভাপতি পদে খ আ ম রশিদুল ইসলাম,

সহ সভাপতি পদে মফিজুর রহমান লিমন ,

যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ বাহারুল ইসলাম মোল্লা,

কোষাধ্যক্ষ পদে নজরুল ইসলাম শাহজাদা,

দপ্তর সম্পাদক পদে ফরহাদুল ইসলাম পারভেজ,

পাঠাগার ও ক্রীড়া সম্পাদক পদে মোশাররফ হোসেন বেলাল,

সাংস্কৃতিক ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে শিহাবউদ্দিন বিপু ,

কার্যকরী সদস্য পদে শাহজাহান সাজু ও মজিবুর রহমান খান।

৭মে-২০১৮ইং প্রেস ক্লাব মিলনায়তনে দুপুর ২ টা থেকে ৫ টা পর্যন্ত এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

###

৭মে নিবার্চন, কে হবে প্রেসক্লাব সম্পাদক/সহ-সভাপতি।

botv নিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরের প্রধান বাজার ইজারা মুক্ত ঘোষনা করেছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম। গত বুধবার রাতে বাজারের ব্যবসায়ীদের সাথে মতবিনিময়কালে আনুষ্ঠানিকভাবে এই ঘোষনা দেয়া হয়। এছাড়াও তিনি বাজারের রাস্তাঘাটের

উন্নয়নসহ গভীর নলকূপ স্থাপন, টয়লেট নির্মাণ, ড্রেন সংস্কার, ফায়ার সার্ভিসের সেবা নিশ্চিত করারও আশ্বাস দেন। নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে বাজার কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ আবুল হাসেমের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা

নির্বাহী কর্মকর্তা মোঃ মাসউদ পারভেজ মজুমদার, মুক্তিযোদ্ধা হাজী আবদুল বাকি, ব্যবসায়ী হাজী ওয়াজিল চৌধুরী, কাজল জ্যোতি দত্ত সহ ব্যবসায়ীগন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য এই প্রথমবারের মত নাসিরনগর বাজারকে ইজারামুক্ত করায় বি এম ফরহাদ হোসেন সংগ্রাম এমপিকে স্থানীয় ব্যবসায়ীগণ অভিনন্দন জানিয়েছেন।
##

নাসিরনগর বাজার ইজারা মুক্ত ঘোষনা

botv নিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জুয়া ও মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় এক যুবলীগ নেতার ব্যবসা-প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। হামলায় অন্তত ২০জন আহত ও আনুমানিক ১৫ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় থানায় অভিযোগ (জিডি) করা করা হয়েছে।
গত বৃহস্পতিবার সকালে উপজেলার প্রত্যন্ত এলাকা ফান্দাউক বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

থানায় দায়েরকৃত এজাহারে বলা হয়, উপজেলার ফান্দাউক ইউনিয়নের ফান্দাউক গ্রামের বিভিন্ন স্থানে প্রতিদিন জুয়া খেলা ও মাদক ব্যবসা করে এলাকার কিছু সমাজবিরোধী লোক। তাদের ভয়ে এলাকার কেউ মুখ খুলে প্রতিবাদ করার সাহস পায় না।


ফান্দাউক ইউনিয়ন যুবলীগের সভাপতি জানে আলম ভুইয়া সায়েম জুয়া ও মাদক ব্যবসার প্রতিবাদ করায় সমাজ বিরোধীরা সায়েমকে তার ফান্দাউক বাজারের ব্যবসায়িক প্রতিষ্ঠানে গিয়ে গালমন্দ করে তাকে অপহরণ করে খুন করে লাশ গুম করে ফেলার হুমকি দেয়। এ ঘটনায় সায়েম গত শনিবার রাতে নাসিরনগর থানায় ৬ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা আরো কয়েকজনের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেন ( জিডি নং-৭৮১)।

এতে ক্ষিপ্ত হয়ে গত বৃহস্পতিবার সকাল ১০টায় সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ফান্দাউক বাজারে সায়েমের ব্যবসা প্রতিষ্ঠানে (ইলেক্ট্রনিক সামগ্রী ও বিকাশের দোকানে) হামলা, ভাংচুর ও লুটতরাজ করে। সন্ত্রাসীরা দোকানে থাকা নগদ সাড়ে তিন লাখ টাকা নিয়ে যায়।


খবর পেয়ে সায়েমের লোকজন এগিয়ে আসলে তাদের উপর হামলা চালানো হয়। এতে ২০ জন আহত হয়। আহত মাসুক মিয়া-(৪৫) কে ঢাকায়, খাইরুল আলম-(২৩) ও মবুল মিয়া মিয়া-(২৪) কে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেয়।
এ ঘটনায় জানে আলম ভুইয়া সায়েম বাদি হয়ে বৃহস্পতিবার রাতে জেলা পরিষদ সদস্য ফারুকুজ্জামানকে প্রধান আসামী করে ৫১ জনের বিরুদ্ধে নাসিরনগর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এ ব্যাপারে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হামলাকারীদের বিরুদ্ধে তদন্তপূবর্ক ব্যবস্থা নেয়া হবে।

মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবলীগ নেতার প্রতিষ্ঠান ভাংচুর

botv নিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মহাসম্মেলনকে কেন্দ্র করে আহমদিয়া সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। মহাসম্মেলনকে কেন্দ্র করে আহমদিয়াদের বাড়িঘর ও ভাঙচুর হতে পারে এমন শঙ্কা থেকে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে নিরাপত্তার জন্য আবেদন করেছেন। আগামী ১ এপ্রিল নাসিরনগর সদরের হেলিপ্যাড মাঠে ওই মহাসম্মেলন হওয়ার কথা রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, নাসিরনগর কওমী ওলামা পরিষদের উদ্যোগে আগামী ১ এপ্রিল সকাল ১০টায় কাদিয়ানীদের (আহমদিয়া) সকল অপতৎপরতা নিষিদ্ধ এবং তাঁদেরকে সরকারিভাবে নিষিদ্ধ করার দাবিতে খতমে নবুয়ত মহাসম্মেলনের ডাক দেয়া হয়েছে। এতে মাওলানা নুরুল ইসলাম ওলিপুরি প্রধান

অতিথি হিসেবে থাকবেন বলে কথা রয়েছে। ওই মহাসম্মেলনকে কেন্দ্র করে নাসিরনগরের সর্বত্র ব্যানার, ফেস্টুন লাগিয়ে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে।
এ অবস্থায় উপজেলার নাসিরপুরে বসবাসরত আহমদিয়া সম্প্রদায়ের মাঝে আতঙ্ক দেখা দেয়। ওই গ্রামে বসবাসকারি আহমদিয়া সম্প্রদায়ের মোহাম্মদ ঈছা

মিয়া নামে এক ব্যক্তি নিজেদের আতঙ্কের কথা উল্লেখ করে গত মঙ্গলবার নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে নিরাপত্তার জন্য একটি লিখিত আবেদন করেছেন। এতে তিনি উল্লেখ করেছেন, ওই মহাসমাবেশকে কেন্দ্র করে তাঁদের মসজিদ ও বাড়িঘর ভাঙচুরের শিকার হতে পারে।

এ বিষয়ে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু জাফর জানান, যেহেতু নাসিরনগর একটি স্পর্শকাতর এলাকা সেহেতু এ বিষয়ে বিস্তারিত মতামত লিখে জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। সেখান থেকে নির্দেশনা এলে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উম্মে সালমা সাংবাদিকদেরকে জানান, মহাসম্মেলনের বিষয়ে জেলা প্রশাসকের কাছ থেকে অনুমতি দেয়া না দেয়ার কোনো চিঠি এখনো আসেনি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো অনুমতি দেয়া হয় নি।

উল্লেখ্য, ২০১৬ সালের ২৯ অক্টোবর নাসিরনগর উপজেলার হরিণবেড় গ্রামের রসরাজ দাস নামে জেলে পরিবারের এক যুবক ফেসবুকে পবিত্র কাবাঘর অবমাননা করেছে অভিযোগে তাকে পিটিয়ে পুলিশে দেয় একদল যুবক। পরের দিন ৩০ অক্টোবর এলাকায় মাইকিং করে নাসিরনগর উপজেলা সদরে

প্রতিবাদ সমাবেশ আহবান করা হয়। ৩০ অক্টোবর সকাল ১০টার দিকে নাসিরনগর উপজেলা সদরে আহলে সুন্নাত ওয়াল জামাত এবং হেফাজত ইসলামের ব্যানারে পৃথক দু’টি সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে হিন্দুদের মন্দির ও বাড়িঘরে ভাঙচুর চালানো হয়। এসব ঘটনায় পুলিশ শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করে ও একটি মামলায় চার্জশিট দেয়
###

মহাসম্মেলকে কেন্দ্র করে নাসিরনগরে আহমদিয়ারা আতঙ্কত

botv নিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিশ্ব পানি দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭মার্চ মঙ্গলবার সকালে নাসিরনগর  উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা  উম্মে সালমার নেতৃত্বে এক র‌্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুমন ভৌমিক, উপজেলা শিক্ষা কর্মকর্তা উম্মে সালমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহিবুল আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আরা, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আজিজুল হক, উপজেলা রিসোর্স কর্মকর্তা মোঃ শাহাজাহান ভুইয়া, প্রধান শিক্ষক আবদুর রহিম প্রমুখ। র‌্যালিতে সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
###

নাসিরনগরে বিশ্ব পানি দিবসে শোভাযাত্রা

botv-নিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জুয়া খেলার প্রতিবাদ করায় এক যুবলীগ নেতাকে প্রাণনাশের হুমকি দিয়েছে জুয়ারীরা। এ ঘটনায় শনিবার রাতে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ফান্দাউক ইউনিয়নের ফান্দাউক গ্রামের কতিপয় জুয়াড়ি প্রতিদিন জুয়ার আসর বসায়। তাদের বিরুদ্ধে থানায় জুয়া ছাড়াও অস্ত্র, গাঁজাসহ বিভিন্ন অপরাধের মামলা রয়েছে।

জুয়ারিরা প্রতিদিন ফান্দাউকের বিভিন্ন স্থানে প্রকাশ্যে জুয়ার আসর বসায়। তাদের ভয়ে এলাকার কেউ মুখ খুলতে সাহস পায়না।
সম্প্রতি ফান্দাউক গ্রামের খলিমউল্লাহ ভুইয়ার ছেলে ব্যবসায়ী ও যুবলীগ নেতা জানে আলম ভুইয়া সায়েম জুয়ার খেলার প্রতিবাদ করলে জুয়ারিরা শনিবার

সকালে সায়েমকে ফান্দাউক বাজারে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে গিয়ে অকথ্য ভাষায় গালমন্দ করে তাকে অপহরণ করে খুন করে লাশ গুম করে ফেলার হুমকি দেয়। এ ঘটনায় সায়েম শনিবার রাতে ৬ জনের নাম উল্লেখ করে নাসিরনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। (ডায়েরী নং-৭৮১, তারিখ-২৪-০৩-২০১৮)।
###

জুয়া খেলার প্রতিবাদ করায় নাসিরনগরে যুবলীগ নেতাকে হুমকি


botv নিউজ:
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে “নেতৃত্ব চাই যক্ষ্মা নির্মূলে, ইতিহাস গড়ি সবাই মিলে”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাক ও সীমান্তিক নতুন দিনের সহযোগিতায় এক র‌্যালি বের হয়।

র‌্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ডাঃ মশিউর রহমান মল্লিক, ডাঃ মুকবুল হোসেন, ডাঃ আওয়াতিক ইবনে মতিন, ডাঃ শোয়েব মোহাম্মদ শাহরিয়ার, ডাঃ কাওসার হাবিব, সাংবাদিক সুজিত কুমার চক্রবর্তী, ইপিআই শাখাওয়াত হোসেন, নতুন দিনের ফিল্ড সুপারভাইজার আইরিন আক্তার, উপজেলা ব্র্যাক ম্যানেজার (স্বাস্থ্য পুষ্টি ও জনসংখ্যা) আশুতোষ বালা, ব্রাঞ্চ ম্যানেজার আমিনুল ইসলাম প্রমুখ।

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, ব্র্যাক,সীমান্তিক নতুন দিনের কর্মীরা উপস্থিত ছিলেন।
###

বিশ্ব যক্ষ্মা দিবসে নাসিরনগরে র‌্যালি ও আলোচনা সভা

ফেসবুকে আমরা..