স্টাফ রিপার্টার,ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় দেশীয় প্রজাতির প্রজননক্ষম মাছ ও মাছের পোনা রক্ষার্থে সদর উপজেলা মৎস্য অফিসের উদ্যােগে অভিযান পরিচালনা করা হয়েছে৷ সােমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের তিতাস নদীতে অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ২০ সেট চায়না রিং জাল জব্দ করা হয়৷

অভিযানটি পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ সামছুদ্দিন৷ পরে জব্দ করা জাল ও রিং আগুন পুড়িয়ে দেয়া হয়।

এ ব্যাপারে অভিযান পরিচালনাকারী সদর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ সামছুদ্দিন জানান, দেশীয় প্রজননক্ষম মাছ ও মাছের পোনা রক্ষার্থে সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তিতাস নদীতে অভিযান পরিচালনা করে ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ২০ সেট চায়না রিং (ফিক্সড ইঞ্জিন) জাল জব্দ করা হয়। পরে তা জনসম্মুখে আগুন পুড়িয়ে নষ্ট করা হয়। বিনষ্টকৃত জালের বাজার মূল্য প্রায় দেড় লাখ টাকা।

ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় শ্রদ্ধা ও ভালোবাসার মধ্যে দিয়ে উপমহাদেশের শাস্ত্রীয় সঙ্গীতের কিংবদন্তি কালাকার, বিশ্ববরেণ্য সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

সোমবার সকালে সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের উদ্যোগে আলোচনা সভা ও সঙ্গীতাঙ্গন প্রাঙ্গণ্যে স্থাপিত আলাউদ্দিন খাঁর ম্যুরালে পুস্পস্তবক অর্পন করা হয়।

সঙ্গীতাঙ্গনের সরোদ মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন।

সঙ্গীতাঙ্গন পরিচালনা কমিটির সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারের সভাপতিত্বে এবং সঙ্গীতাঙ্গন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মনজুরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা, জেলা জাসদের সভাপতি অ্যাডভোকেট আখতার হোসেন সাঈদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এস.আর.এম ওসমান গণি সজিব ও সুর সম্রাট আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সাবেক সাধারণ সম্পাদক আবদুল মান্নান সরকার।

বক্তব্য রাখেন জেলা ওয়ার্কার্সপার্টির সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড নজরুল ইসলাম। আলোচনা সভায় বক্তারা সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর বর্ণাঢ্য কর্মজীবন নিয়ে আলোচনা করেন।

অতিথিরা আলোচনা সভার আগে সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করেন৷

ব্রাহ্মণবাড়িয়ায় সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর মৃত্যুবার্ষিকী পালিত


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আর্সেনিক ঝুঁকি নিরসন বিষয়ে উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা ও টিউবওয়েল টেস্টারদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সি।

ঢাকার গবেষণা ও উন্নয়ন ফাউন্ডেশন সমাহার এর উদ্যোগে ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠিত অবহিতকরণ কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার অরবিন্দ বিশ্বাসের সভাপতিত্বে ও উপ-সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ বায়েজিদ আহম্মেদের সঞ্চলানায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ ও ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল খায়ের।

কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রকৌশলী আবদুল রহিম, সমাহারের টিম লিডার আব্দুল মান্নান ও প্রশিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান প্রমুখ।

অবহিতকরণ কর্মশালা শেষে টিউবওয়েলের পানির আর্সেনিক পরীক্ষা বিষয়ে টেস্টারদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৮টি ইউনিয়নের ৪৮জন নব নিয়োগকৃত টিউবওয়েল টেস্টার অংশ গ্রহণ করেন।

আশুগঞ্জে আর্সেনিক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সদর উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে উম্মুক্ত জলাশয়ে ছয়শত কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। সোমবার সকালে সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর মেড্ডা কালভৈরব ঘাটে ও পরে সদর উপজেলার বিভিন্ন সরকারি-বে-সরকারি পুকুরে এই পোনা মাছ অবমুক্ত করা হয়।

বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এই পোনা মাছ অবমুক্ত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাইফ-উল আরেফিন, জেলা মৎস্য কর্মকর্তা তাজমহল বেগম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল কালাম ভূইয়া, সাধারণ সম্পাদক এম.এ.এইচ মাহবুব আলম, সদর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ সামছুদ্দিন প্রমুখ।

এ ব্যাপারে সদর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ সামসুদ্দিন জানান, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন উম্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা, মাছের বংশ বৃদ্ধিতে বাঁধা দিচ্ছে এমন ক্ষতিকর জাল অপসারণ, খামারীদের উৎসাহ ও প্রণোদনা দেয়া হচ্ছে। যারা দেশীয় মাছের বংশ বৃদ্ধিতে বাঁধা দিচ্ছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, রোববার সকালে পৌর এলাকার মেড্ডা কালভৈরব ঘাটে তিতাস নদীতে ২ শত ৮৫ কেজি ও সদর উপজেলার বিভিন্ন সরকারি-বে-সরকারি পুকুরে ৩১৫ কেজি মাছ অবমুক্ত করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ায় উম্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

ফেসবুকে আমরা..