স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আর্সেনিক ঝুঁকি নিরসন বিষয়ে উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা ও টিউবওয়েল টেস্টারদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সি।
ঢাকার গবেষণা ও উন্নয়ন ফাউন্ডেশন সমাহার এর উদ্যোগে ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠিত অবহিতকরণ কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার অরবিন্দ বিশ্বাসের সভাপতিত্বে ও উপ-সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ বায়েজিদ আহম্মেদের সঞ্চলানায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ ও ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল খায়ের।
কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রকৌশলী আবদুল রহিম, সমাহারের টিম লিডার আব্দুল মান্নান ও প্রশিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান প্রমুখ।
অবহিতকরণ কর্মশালা শেষে টিউবওয়েলের পানির আর্সেনিক পরীক্ষা বিষয়ে টেস্টারদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৮টি ইউনিয়নের ৪৮জন নব নিয়োগকৃত টিউবওয়েল টেস্টার অংশ গ্রহণ করেন।
Leave a Reply