স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
খুলনার রুপসা উপজেলার শিয়ালী গ্রামে হিন্দু পরিবারের উপর হামলায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা শাখার উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলার প্রেসিডিয়াম সদস্য জহর লাল সাহার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রদে্যুত নাগ, সাংগঠনিক সম্পাদক খোকন কান্তি আচার্য্য, সদর উপজেলা সভাপতি প্রবীর কুমার দেব।

মানববন্ধনে বক্তারা বলেন, গত কয়েকদিন আগে খুলনার রুপসা উপজেলার শিয়ালী গ্রামে হিন্দু পরিবারের উপর হামলা, পটুয়াখালীর কলাপাড়ায় রাখাইনদের উপর হামলাসহ সংখ্যালঘুদের উপর হামলা নির্যাতন চলছে। বক্তারা এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

খুলনায় সংখ্যালঘু পরিবারে হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় করোনায় ক্ষতিগ্রস্থ ১৪ জন পল্লী উদ্যোক্তার মধ্যে প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনার ১৮লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে এ চেক বিতরণ করা হয়৷

চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা পৌরসভার মেয়র এমরান উদ্দিন জুয়েল।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হাসিবা খানের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনির হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন সমিতির সভাপতি মোঃ জহিরুল হক খান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শরিফুর রহমান, কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী, সমবায় কর্মকর্তা জামাল উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইকবাল নাছির প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার ১৪জন পল্লী উদ্যোক্তার মধ্যে প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনার ১৮লাখ টাকার চেক বিতরণ করা হয়।

কসবায় করোনায় ক্ষতিগ্রস্থ উদ্যোক্তার মধ্যে প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনার চেক বিতরণ


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ২ নারীর মৃত্যু হয়েছে। বুধবার ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ৫৯ বছর বয়সী এক নারী ও নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬০ বছর বয়সী অপর এক নারী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন অফিসের ফেসবুক পেইজে এই তথ্য দেয়া হয়।

এছাড়া গত ২৪ ঘন্টায় ৩৪০টি নমুনা পরীক্ষা করে ১১১জনের করোনা সনাক্ত হয়েছে। এদের মধ্যে সদর উপজেলায় ৬২ জন, কসবা উপজেলায় ১০জন, আখাউড়া উপজেলায় ৯জন, আশুগঞ্জ উপজেলায় ২১জন, বিজয়নগর উপজেলায় ২জন ও বাঞ্চারামপুর উপজেলায় ৭ জন। গত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০জন।

ফেসবুক পেইজে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়া জেলায় এ পর্যন্ত ৯৯৩৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৪৫৭ জন, প্রাতিষ্ঠানিক কোয়ারেইন্টানে আছেন ১৯৩ জন, হাসপাতালের আইসোলেশনে আছেন ৭৯জন, সেলফ আইসোলেশনে আছেন ৪২৫৬ জন৷ এ পর্যন্ত জেলায় মারা গেছেন ১৪১ জন।

এ ব্যাপারে সিভিল সার্জন ডাঃ মোঃ একরামউল্লাহর সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টির সত্যতা নিশ্চিত করেন৷

ব্রাহ্মণবাড়িয়ায় করোনায় আক্রান্ত হয়ে ২ নারীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া অনলাইন টিভি ডেস্কঃ
দ্বিতীয় সারির দল নিয়ে অস্ট্রেলিয়ার মতো নিউজিল্যান্ডও বাংলাদেশে সফর করবে।নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)
বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে। সেই সাথে তারা টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডের ঘোষণা করে দিয়েছে। বিশ্বকাপ দলের কেউই বাংলাদেশে আসা কিউইদের ১৪ সদস্যের স্কোয়াডে নেই। বাংলাদেশ সফরের পরই পাকিস্তান সফরে যাবে নিউজিল্যান্ড।
আঠারো বছর পর পাকিস্তানে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে নিউজিল্যান্ড৷ কিউইরা পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলবে।এনজেডসি টানা জৈব সুরক্ষা বলয়ের ধকল এড়ানোর জন্য এবং আইপিএলে কেন উইলিয়ামসন, কাইল জেমিসন ও ট্রেন্ট বোল্টদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্যই বাংলাদেশ সফরে এই প্রথম সারির ক্রিকেটারদের পাঠাচ্ছে না।

নিউজিল্যান্ড পাকিস্তান সফরের পর ভারতের মাটিতেও টেস্ট সিরিজ খেলবে। টম ল্যাথাম বাংলাদেশ ও পাকিস্তান সফরে নিউজিল্যান্ডের নেতৃত্ব দেবেন। বরাবরের মতই কেন উইলিয়ামসন টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের অধিনায়ক থাকবেন।

 

নিউজিল্যান্ডের বিশ্বকাপ দলে আছেন মিচেল স্যান্টনার, টড অ্যাস্টল, ইশ সোধি, জিমি নিশাম, ড্যারিল মিচেল, ট্রেন্ট বোল্ট, টিম সৌদি, লকি ফার্গুসন, কাইল জেমিসন, টিম সাইফার্ট, মার্টিন গাপটিল ও ডেভন কনওয়েরা। তারা বাংলাদেশ সফরে আসবেন না, এবং পাকিস্তানে ওয়ানডে সিরিজেও যাবে না৷
অ্যাডাম মিলনেকে পনের সদস্যের বিশ্বকাপের দলের বাইরে বাড়তি সদস্য হিসেবেও রাখা হয়েছে। বিশ্বকাপের দলে থাকা গাপটিল, চ্যাপম্যান, অ্যাস্টল ও সোধি বাংলাদেশে না আসলেও পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজে যাবেন৷
নিউজিল্যান্ডের বাংলাদেশের বিপক্ষে পাঁচ টি-টোয়েন্টির সিরিজ শুরু ১ সেপ্টেম্বর থেকে, এবং পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজ শুরু ১৭ই সেপ্টেম্বর ও ওয়ানডে সিরিজ ২৫শে সেপ্টেম্বর থেকে শুরু হবে৷
বাংলাদেশ সফরের নিউজিল্যান্ড দল সমূহঃ
টম ল্যাথাম (অধিনায়ক), হামিশ বেনেট, ফিন অ্যালেন, টম ব্লান্ডেল, ডগ ব্রেসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি, কোল ম্যাককনকি, স্কট কুগালাইন, হেনরি নিকোলস, এজাজ প্যাটেল, রচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, উইল ইয়াং, ব্লেয়ার টিকনার।
নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল সমূহঃ
কেন উইলিয়ামসন (অধিনায়ক) ,ট্রেন্ট বোল্ট, টড অ্যাস্টল, ডেভন কনওয়ে, মার্ক চ্যাপম্যান, লকি ফার্গুসন, মার্টিন গাপটিল, কাইল জেমিসন, ডেরিল মিচেল, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, গ্লেন ফিলিপস, টিম সাইফার্ট, ইশ সোধি, অ্যাডাম মিলনে (১৬তম সদস্য)।
সূত্রঃ মুহূর্ত টিভি

অস্ট্রেলিয়ার পর এবার নিউজিল্যান্ডও দ্বিতীয় সারির দল নিয়ে বাংলাদেশে আসছে

ফেসবুকে আমরা..