খুলনায় সংখ্যালঘু পরিবারে হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
খুলনার রুপসা উপজেলার শিয়ালী গ্রামে হিন্দু পরিবারের উপর হামলায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা শাখার উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলার প্রেসিডিয়াম সদস্য জহর লাল সাহার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রদে্যুত নাগ, সাংগঠনিক সম্পাদক খোকন কান্তি আচার্য্য, সদর উপজেলা সভাপতি প্রবীর কুমার দেব।

মানববন্ধনে বক্তারা বলেন, গত কয়েকদিন আগে খুলনার রুপসা উপজেলার শিয়ালী গ্রামে হিন্দু পরিবারের উপর হামলা, পটুয়াখালীর কলাপাড়ায় রাখাইনদের উপর হামলাসহ সংখ্যালঘুদের উপর হামলা নির্যাতন চলছে। বক্তারা এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

2 responses to “খুলনায় সংখ্যালঘু পরিবারে হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা..