সুমন আহম্মেদঃ
২১ সেপ্টেম্বর রোজ শনিবার বেলা ১১:০০টায় বিশ্ব নদী দিবস ২০১৯” উপলক্ষে “বিশ্ব নদী দিবসের অঙ্গিকার, রুখে দাও খাল-নদী দূষণকারী-দখলদার” এই দাবিতে নোঙর (নদী নিরাপত্তার সামাজিক সংগঠন) ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব প্রাঙ্গণ সড়কে এক ‘মানববন্ধন’ অনুষ্ঠিত হয়েছে।
নদীমাতৃক বাংলাদেশে সকল নদ-নদীর শেকড় হচ্ছে খাল-বিল, জলাশয়, হাওর-বাওর। জেলার খালগুলো ছিল মানবদেহের শিরা-উপশিরার মতো ছড়িয়ে-ছিটিয়ে, ছিল প্রাণবন্ত। কিন্তু এখন এ খালগুলোর অধিকাংশেরই মরণদশা। এসব খাল ভরাট করে অবৈধভাবে দোকানপাট, বাড়িঘরসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছে প্রভাবশালীরা। আবর্জনায় পরিপূর্ণ কোনো কোনো খাল বদ্ধ জলাশয়ে পরিণত হয়েছে। এসব খালের পানি নিষ্কাশন ক্ষমতাও হারিয়ে যাচ্ছে। বারবার অভিযান চালিয়েও অবৈধ দখলদারদের উচ্ছেদে সফল হতে পারছে না কর্তৃপক্ষ।
কঠিন বর্জ্যে ভরে আছে তিতাস নদীসহ জেলার বিভিন্ন খালগুলো। নির্গমণ পথ না থাকায় আবদ্ধ হয়ে পড়েছে। জমি অধিগ্রহণের কথা বহু বছর ধরে শোনা যাচ্ছে। তিতাস নদী খনন কাজ শুরু হলেও তা গতিহীন হয়ে পড়েছে।
সরকারের পাশাপাশি আমাদের জনগণ, রাজনৈতিকনতৃবর্গ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, তরুণ সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।তাহলেই আমাদের খাল-নদী বাঁচবে, নদী বাঁচলে বাঁচবে দেশ।
উক্ত মানববন্ধনে আলোচনায় অংশগ্রহণ করেন; ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও, বীর মুক্তিযোদ্ধা সাবেক জেলা কমান্ডার হারুন অর রশিদ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ সিলেট অঞ্চলের সাংগঠনিক সম্পাদক তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক সাংবাদিক মনির হোসেন, পিস ভিশন বাংলাদেশ সভাপতি এড. শেখ মো. জাহাঙ্গীর আলম, সাবেক ওয়ার্ড কমিশনার বাবু কিংকর ঘোষ, নোঙর সদস্য নারী নেত্রী খালেদা মুন্নি, অংকুর প্রতিষ্ঠাতা সভাপতি কাজী রিপন, নোঙর সদস্য ফেবিন রহমান, নোঙর সদস্য সঙ্গীত শিল্পী সোহেল রানা,
শান্তা ইসলাম। উপস্থিত ছিলেন নোঙর সদস্য মিজানুর রহমান, কামাল উদ্দিন, শিপন কর্মকার, তোফাজ্জল হোসেন জীবন, দৈনিক ভোরের দর্পণ ও বিজয় টিভি’র ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি খায়রুল কবীর, নাফিজ আহমেদ সেলিম, পিস ভিশন বাংলাদেশ সম্পাদক শরীফ আহমদ খান, ইবনে মনির হোসেন, মনির হোসেন, আবদুল হাকিম প্রমূখ। মানববন্ধনে সভাপতিত্ব করেন নোঙর জেলা আহবায়ক শামীম আহমেদ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন নোঙর সদস্য সোহেল আহাদ।
###