সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পূর্ব মেড্ডার শান্তিবাগ জামে মসজিদে অগ্নিসংযোগকারিদের গ্রেপ্তার, উগ্রবাদী হিন্দু সংগঠন নিষিদ্ধ এবং এনজিও নেত্রী প্রিয়া সাহা কর্তৃক ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ প্রদানের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় এদারায়ে তালিমিয়্যাহ (কওমী মাদরাসা শিক্ষাবোর্ড) এর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বুধবার বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদরাসার অধ্যক্ষ মুফতি মোবারক উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কওমী মাদরাসা শিক্ষা বোর্ডের সহ-সভাপতি আল্লামা সাজিদুর রহমান, মাওলানা বোরহান উদ্দিন আল মতিন, বোরহান উদ্দিন কাসেমী, মুফতি এনামুল হাসান, মুফতি আব্দুল হক, মাওলানা আনোয়ার বিন মুসলিম, মুফতী জাকারিয়া খান, মাওলানা ইউসুফ ভুইয়া প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত।

ইসলাম শান্তির ধর্ম। শতকরা ৯০ ভাগ মুসলমানের এই দেশে আমরা সকল ধর্মের মানুষ মিলেমিশে আছি। ইসলাম ধর্মেও আছে মুসলিম রাষ্ট্রে মুসলমানদের যত অধিকার অন্য ধর্মের মানুষের অধিকারও সমান। কিন্তু ইসকন নামের একটি হিন্দু সংগঠন ধর্মীয় অশান্তি সৃষ্টির চেষ্টা করছে। একটি মহল সাম্প্রদায়িক উস্কানি দিয়ে মুসলমান ও হিন্দু সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা বাঁধিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র ও চক্রান্ত করছে।

মানববন্ধনে বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, মেড্ডা শান্তিবাগ জামে মসজিদে অগ্নি সংযোগকারীদের অবিলম্বে চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে, অন্যথায় এ ঘটনা নিয়ে কোন ধরনের বিশৃংখলার সৃষ্টি হলে এর দায়-দায়িত্ব প্রশাসনকেই বহন করতে হবে।
###

ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদে অগ্নিসংযোগকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ায় ডেঙ্গুর ভাইরাসরোধে পৌরসভার পক্ষ থেকে গত ২৫ জুলাই থেকে মশক নিধন কার্যক্রম শুরু হয়েছে। গত মঙ্গলবার বেলা ১১টায় আদালত পাড়ায় মশক নিধন অভিযান পরিচালনা করা হয়। প্রধান অতিথি হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ মোহাম্মদ সফিউল আজম এই কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্র্যাট মোঃ মাসুদ পারভেজ, পৌরসভার সচিব মোঃ শামছুদ্দিনসহ জেলা জজশীপের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মশক নিধন কার্যক্রমের উদ্বোধন শেষে জেলা ও দায়রা জজ মোহাম্মদ সফিউল আজম সাংবাদিকদের জানান, ডেঙ্গু জ্বরের প্রভাব মোকাবেলায় পৌরসভার ভূমিকা প্রশংসনীয়।

এদিকে ব্রাহ্মণবাড়িয়া পৌর সভার সচিব মোঃ শামছুদ্দিন জানান, পৌরসভার উদ্যোগে আগামী ৩১ জুলাই পর্যন্ত এই কার্যক্রম চলার কথা রয়েছে তবে পৌর এলাকায় লক্ষ পূরণ না হওয়া পর্যন্ত এই কাজ অব্যাহত থাকবে। তিনি বলেন, পৌরসভার শ্রমিকেরা আদালত পাড়ায় মশার ঔষধ ছিটানোর পাশপাশি আর্বজনা এবং আগাছা অপসারন করেছে।
###

পৌরসভার পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া আদালতপাড়ায় মশক নিধন কার্যক্রমের উদ্বোধন

সুমন আহম্মেদঃ
নবগঠিত ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা যুবদলের এক তরফা কমিটি ঘোষনার প্রতিবাদে উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়কের পদ থেকে পদত্যাগ করেছেন নাছির উদ্দিন মুন্সী ও সামসুল আলম। সোমবার রাতে আশুগঞ্জ উপজেলা শহরের পুর্ব বাজারে সভা করে ঘোষনা দিয়ে লিখিত ভাবে যুবদলের পদ থেকে পদত্যাগ করেছেন তারা।

জেলা যুবদলের সভাপতি ও সাধারন সম্পাদকের বরাবর লিখিত ভাবে এ পদত্যাগ পত্রটি পাঠিয়েছেন নাছির উদ্দিন মুন্সী ও সামসুল আলম। পদত্যাগ পত্রে উল্লেখ্য করেন, এক তরফা ভাবে যুবদলের কমিটি ঘোষনা হয়েছে। আর সেই কমিটিকে প্রতিবাদ জানিয়েই আমরা পদত্যাগ করেছি।

সভায় জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য হাজী মোঃ সাদেকুল ইসলাম, আশুগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী মোঃ মিজান খান, ইদ্রিস হাসান, উপজেলা বিএনপির সভাপতি হাজী মোঃ শাহজাহান সিরাজ, যুগ্ম-সাধারন সম্পাদক পারভেজ খা, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সজল শিকদার, সাবেক সহ-সভাপতি হাজী মোঃ হেলাল শিকদার, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সাবেক সদস্য মনির হোসেন, উপজেলা সে¦চ্ছাসেবকদলের সাধারন সম্পাদক কামাল হোসেন জয়সহ অঙ্গ সংগঠনের নেতৃ-বৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বিএনপির নেতৃ-বৃন্দ বলেন, উপজেলা বিএনপির নেতৃ-বৃন্দকে কিছু না জানিয়ে জেলা যুবদল যে কমিটি দিয়েছে তা খুবই দুঃখ জনক। এবং এ কমিটিকে তারা পকেট কমিটি হিসেবে আখ্যয়িত করেছেন। দ্রুত এ কমিটি বাতিল করে নতুন করে একটি শক্তিশালী কমিটি দেয়া দাবি জানান তারা।

উল্লেখ্য, গত ২৮ জুলাই বোরবার জেলা যুবদরের সভাপতি শামীম মোল্লা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সেলিম পারভেজকে আহবায়ক ও আলমগীর খাকে সদস্য সচিব করে ৫১সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা করে জেলা যুবদল। আর এ কমিটিতে নাছির উদ্দিন মুন্সী ও সামসুল আলমকে যুগ্ম-আহবায়ক করা হয়েছিল।
###

নবগঠিত আশুগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়কের পদ থেকে পদত্যাগ

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মোরসালিন নামে ১০ বছর বয়সি শিশু সন্তানকে হত্যার পর ছেলেধরা বলে গুজব ছড়াতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছে বাবা মোঃ মোশাহিদ মিয়া-(৩৫)। গত রোববার রাতে উপজেলার ধরমন্ডল গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘাতক পিতা মোশাহিদ মিয়াকে গ্রেফতার করেছে। মোশাহিদ চিহ্নিত মাদকাসেবী। নিহত মোরসালিন ধরমন্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র।

এ ঘটনায় নিহতের মা হাসিনা আক্তার বাদি হয়ে গতকাল সোমবার দুপুরে নাসিরনগর থানায় মামলা দায়ের করেছে। পুলিশ নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।

নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) মোঃ কবির আহমেদ বলেন, মোশাহিদ একজন চিহ্নিত মাদকাসেবী। সে দুটি বিয়ে করেছে। বড় স্ত্রীর সাথে তার বনিবনা ছিলনা। গত কয়েকদিন ধরে সে বড় স্ত্রী হাসিনা আক্তারের সাথে ভালো সম্পর্ক গড়ে তোলে। এই সুযোগে রোববার সন্ধ্যায় মোশাহিদ তার বড় স্ত্রীর ছেলে মোরসালিনকে ঘর থেকে ডেকে বাড়ির পাশের কবরস্থানের কাছে নিয়ে গলা কেটে হত্যা করে।

রাত নয়টার দিকে মোশাহিদ বাড়িতে এসে বলতে থাকে তার ছেলেকে ছেলে ধরা নিয়ে গেছে। বিষয়টি এলাকাবাসীর সন্দেহ হলে তাকে আটক করে। পরে বাড়ির পাশে কবরস্থানের ডোবায় কচুরিপানাতে লুকিয়ে রাখা মোরসালিনের লাশ দেখতে পায় স্থানীয় লোকজন।

পরিদর্শক (তদন্ত) কবির আহমেদ আরো বলেন, ধারণা করা হচ্ছে, স্ত্রীর প্রতি প্রতিশোধ নিতে কিংবা কোনো প্রতিপক্ষকে ফাঁসাতে সে এ ধরণে কাজ করেছে। ব্লেড কিংবা অন্য কোনো ধারালো অস্ত্র দিয়ে ও শ্বাসরোধে এ হত্যাকান্ড ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, এ ঘটনায় নিহতের মা হাসিনা আক্তার বাদি হয়ে গতকাল সোমবার দুপুরে নাসিরনগর থানায় মামলা দায়ের করেছে। পুলিশ নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।
###

নাসিরনগরে ছেলেকে হত্যার পর ছেলেধরা গুজব ॥ পিতা গ্রেপ্তার

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান বলেছেন, কাজ করার মধ্যেই আনন্দ, কাজের মধ্যেই স্বার্থকতা। মানুষের জন্যই কাজ করা।

তিনি গতকাল সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে প্রেসব্রিফিংয়ে একথা বলেন।

এ সময় পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান আরো বলেন, সরকার বাক স্বাধীনতায় বিশ্বাসী। সাংবাদিকরা হলেন সমাজ বির্নিমানের কারিগর। কাউন্সিলিংয়ের হাতিয়ার হচ্ছে মিডিয়া। তিনি বলেন, আমি এ জেলায় পুলিশ সুপার হিসেবে যোগদান করেছি।

আমি সকল ভালো কাজের সাথে থাকবো। সবাই মিলেমিশে সমন্বয়ের মাধ্যমে কাজ করবো। তিনি বলেন, মাদক হচ্ছে আমাদের সমাজের সবচেয়ে বড় সমস্যা। মাদক থেকে হাজারো সমস্যার সৃষ্টি হয়। একটি জাতিকে ধংস করতে মাদকই যথেষ্ট। মাদকের বিষয়ে কোন ধরনের ছাড় দেয়া হবেনা।

পুলিশ সুপার বলেন, পরিবার হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান। পরিবার থেকেই আমরা ভালো-মন্দ বুঝতে শিখি। তিনি বলেন, অপরাধী যতই শক্তিশালী হোক না কেন তাকে কোন ছাড় দেয়া হবেনা। অপরাধীদের কোন পরিচয় নেই, তাদের একটাই পরিচয় তারা অপরাধী। তিনি ইভটিজার, মাদক ব্যবসায়ী, মাদকসেবী, ভূমিদস্যু, ছিনতাইকারীদের উদ্দেশ্যে হুশিয়ারী উচ্চারন করে বলেন, কোন অপকর্ম করে আপনারা পার পাবেন না। তিনি গুজবে কান না দিতে সকল স্তরের মানুষের প্রতি আহবান জানিয়ে বলেন, যতদিন ব্রাহ্মণবাড়িয়ায় থাকবো ততদিন ব্রাহ্মণবাড়িয়ার জন্যই কাজ করবো।

ব্রাহ্মণবাড়িয়ার হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে কাজ করবো। নবাগত পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করে বলেন, মাদক ব্যবসার সাথে পুলিশের কোন সদস্যও যদি জড়িত থাকেন, প্রমান পাওয়া যায় তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, সাংবাদিকরা হলেন, সমাজ বির্নিমানের কারিগর ।

আমার সকল ভালো কাজে সাংবাদিক সমাজের সহযোগীতা চাই। প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রেজাউল কবিরসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ.আ.ম. রশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
###

সাংবাদিকদের সাথে প্রেসব্রিফিং করলেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গ্রামীণফোনের দুরন্ত উপহার প্রদান উৎসবে বিজয়ী ব্যবসায়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

গতকাল রোববার দুপুরে নাসিরনগর সদরের অফিসপাড়ায় গ্রামীফোন লিমিটেডের ডিস্ট্রিবিউশন হাউজে দুরন্ত উপহার প্রদান উৎসবে বিজয়ী ৯৫ জন ব্যবসায়ীকে পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে গ্রামীণফোন এরিয়া ম্যানেজার সাব্বির মারুফ,সিনিয়র টেরিটোরি ম্যানেজার মোহাম্মদ হোসেন,টেরিটোরি ম্যানেজার মোহাম্মদ আবু দাউদ,চৌধুরী এন্টারপ্রাইজের সত্বাধিকারী ডিস্ট্রিবিউটর শরীফুজ্জামান চৌধুরী সুমন,চৌধুরী এন্টারপ্রাইজের সুপারভাইজার কমল চন্দ্র দাস ও গ্রামীণফোন কাস্টমার কেয়ার প্রতিনিধি অসিত দাসসহ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
###

নাসিরনগরে গ্রামীণ ফোনের দুরন্ত উপহার উৎসব অনুষ্ঠিত

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ আনিসুর রহমান। গত শনিবার বিকেলে তিনি পুলিশ সুপারের দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় জেলার ৯টি থানার অফিসার ইনচার্জগনসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন এবং নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান।

পুলিশ সুপার হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় যোগদানের আগে তিনি পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার হিসেবে যোগদানের আগে মোহাম্মদ আনিসুর রহমান ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) হিসেবে দায়িত্ব পালন করেন।

মোহাম্মদ আনিসুর রহমান ১৯৭৫ সালের ১ অক্টোবর বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এল.এল.বি (অনার্স) এবং এল.এল.এম ডিগ্রী অর্জন করেন। ২০০৫ সালে ২৪তম বিসিএস (পুলিশ) ক্যাডারে মনোনীত হয়ে ২০০৫ সালের ২ জুলাই তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। পারিবারিক জীবনে তিনি দুই কন্যা সন্তানের জনক। মোহাম্মদ আনিসুর রহমান ২০১০ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত এবং ২০১৫ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত জাতিসংঘ শান্তিরক্ষা সুদান দারফুর মিশনে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

তিনি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সকলের সহযোগিতা কামনা করেছেন।
###

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার হিসেবে মোহাম্মদ আনিসুর রহমানের যোগদান

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ায় বিশিষ্ট লোক কবি, মরমী সাধক রাধা রমন দত্তের স্মরণে সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার রাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে “তুমি চিনিয়া সঙ্গ লইও” শীর্ষক সঙ্গীতানুষ্ঠান হয়।

সঙ্গীতানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌর সভার মেয়র মিসেস নায়ার কবীর। ব্রাহ্মণবাড়িয়া শিল্পী সংসদের সভাপতি আল আমীন শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম সরকার, জেলা শিল্পী কল্যাণ পরিষদের সভাপতি মোঃ শফিকুল ইসলাম তৌছির, কবি দেওয়ান মারুফ, ব্রাহ্মণবাড়িয়া চেম্বারের পরিচালক মোঃ আবদুল মালেক।

অনুষ্ঠানে লোক কবি রাধারমন দত্তের জীবন কর্ম নিয়ে আলোচনা করেন গবেষক মানিক রতন শর্মা, গবেষক জহিরুল ইসলাম স্বপন, ফেরদৌস রহমান, কাজী আলমগীর পলাশ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের সঙ্গীত পরিচালক আলী মোসাদ্দেক মাসুদ, সাংবাদিক নজরুল ইসলাম শাহাজাদা, ব্রাহ্মণবাড়িয়া শিল্পী সংসদের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ পারুল প্রমুখ।

আলোচনা সভা শেষে শিল্পী আলমগীর পলাশ, ফারুক আহমেদ পারুল, সোহেল রানা, মোঃ শাহজাহান, দেবাশীষ দেবু, মোঃ আসলাম, সানজিদা শারমিন ফ্লোরা, অনিন্দিতা দেব তুষি, নিবেদিতা রায়, উর্মিলা প্রিয়া, ঝরণা আক্তার সঙ্গীত পরিবেশন করেন।
###

লোক কবি রাধারমণ দত্ত স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সংগীতানুষ্ঠান

সুমন আহম্মেদঃ
ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কে তিন চাকার যানবাহনসহ সব ধরনের অবৈধ যানবাহন চলাচল বন্ধসহ সাত দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্যপরিষদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। জেলা প্রশাসকের আশ্বাসের প্রেক্ষিতে গত বৃহস্পতিবার দুপুর ১২টায় ধর্মঘট প্রত্যাহার করা হয়।

জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. হানিফ বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলা প্রশাসক আমাদের নেতৃবৃন্দের ডেকে বৈঠক করেছেন। আমাদের সব দাবি যুক্তিসঙ্গত হওয়ায় দাবিগুলো মেনে নিয়ে দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন। সেজন্য আমরা ধর্মঘট স্থগিত করেছি।

এর আগে সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু হয়। এর ফলে সকাল থেকে জেলা সদর থেকে কুমিল্লা, সিলেট, চট্টগ্রাম ও ঢাকার উদ্দেশে কোনো যাত্রীবাহী বাস ছেড়ে যায়নি।

###

জেলা প্রশাসকের আশ্বাসে ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার

সুমন আহম্মেদঃ
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এম.পির ছেলে পরিচয়ে বিভিন্ন ধরণের প্রতারণার অভিযোগে মোঃ আক্তার হোসেন নামে এক যুবককে গত বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার নোয়াগাঁও গ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া আক্তার হোসেন কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার ইস্টগ্রামের আব্দুস সালামের ছেলে। তিনি কসবা উপজেলার নোয়াগাঁও গ্রামে নানা বাড়িতে থাকতেন।

গ্রেপ্তার হওয়া আক্তার হোসেনের বিরুদ্ধে আইনমন্ত্রীর ছেলে পরিচয়ে চাকরি দেয়ার নাম করে পাঁচ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। এছাড়া তিনি একই পরিচয়ে জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা গিনির মেয়েকে উত্যক্ত করে আসছিলেন।

এ ব্যাপারে সিনিয়র সহকারি পুলিশ সুপার (কসবা সার্কেল) মোঃ আব্দুল করিম ও জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোঃ জিয়াউল হকসহ সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া আক্তারের নানার বাড়ি কসবা উপজেলার নোয়াগাঁও গ্রামে।

আনিসুল হক ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য। সম্প্রতি আক্তার আদালতের পেশকার পদে চাকরি দেয়ার কথা বলে কসবা উপজেলার মোঃ ইয়াছিন নামে এক যুবকের কাছ থেকে পাঁচ লাখ টাকা নেয়। এ ঘটনায় আইনমন্ত্রীর সাবেক এপিএস ও কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কায়সার ভূঁইয়া জীবন বাদী হয়ে কসবা থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলাতেই আক্তারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া আক্তার আইনমন্ত্রীর ছেলে পরিচয়ে জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা গিনির মেয়েকে উত্যক্ত করতো বলে প্রমাণ পাওয়া গেছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।
###

আইনমন্ত্রীর ছেলে পরিচয়ে হুইপের মেয়েকে উত্যক্ত কুমিল্লার যুবক কসবায় গ্রেপ্তার

ফেসবুকে আমরা..