সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত আবৃত্তি শিল্পী শরীফ মুহাম্মদ সাঈম স্মরণে শুক্রবার শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বেলা ১১টায় স্থানীয় তিতাস আবৃত্তি সংগঠনের উদ্যোগে তিনদিনের শোক কর্মসূচীর অংশ হিসাবে এই শোক মিছিল অনুষ্ঠিত হয়।

স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বর থেকে শোক মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় সুর স¤্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে গিয়ে শেষ হয়।

পরে তিতাস আবৃত্তি সংগঠনের সমন্বয়ক রোকেয়া দস্তগীরের সভাপতিত্বে ও সহকারি পরিচালক উত্তম কুমার দাসের সঞ্চালনায় শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নন্দিতা গুহ, বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম-সম্পাদক এটিএম ফয়েজুল কবীর, নাগরিক ফোরাম সাধারণ সম্পাদক রতন কান্তি দত্ত, খেলাঘর আসর সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার, তিতাস আবৃত্তি সংগঠন পরিচালক মোঃ মনির হোসেন, সহকারি পরিচালক বাছির দুলাল, তিতাস সাহিত্য সংস্কৃতি পরিষদ সদস্য সচিব হৃদয় কামাল,

রক্তদানকারী সংগঠন আত্মীয় পরিচালক সমীর কুমার চক্রবর্তী, আবরনি আবৃত্তিচর্চা কেন্দ্রের পরিচালক শারমিন সুলতানা, জেলা ছাত্রলীগ যুগ্ম-সম্পাদক মোমিন মিয়া প্রমুখ।

উল্লেখ্য গত ২২ মে দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হয় শরীফ মুহাম্মদ সাঈম।
###

আবৃত্তি শিল্পী শরীফ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় শোক মিছিল অনুষ্ঠিত

সুুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর উদ্যোগে সাংবাদিকদের জন্য সিআরসি, সিডও এবং মীনা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে দুইদিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।

প্রেসক্লাবের সভাপতি খ.আ.ম রশিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন, জেন্ডার বিশেষজ্ঞ আবদুল্লাহ শাহরিয়ার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী ও পিআইবির সহকারী প্রশিক্ষক নাসিমুল আহসান।

প্রশিক্ষণ কর্মশালায় জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের ৩০ জন প্রতিনিধি অংশ নেন। আজ শুক্রবার শেষ হবে এই কর্মশালা।
###

পি আই বি ”র উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

সুুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্ত দিয়ে ১০জন পুরুষ, নারী ও শিশুকে জোরপূর্বক বাংলাদেশে পুশইন করার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনায় সীমান্তে টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ধারণা করা হচ্ছে তারা সবাই মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক। বিষয়টি নিয়ে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর তাদেরকে বিএসএফ ফিরিয়ে নেয় বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, গতকাল বৃহস্পতিবার ভোরে কসবা উপজেলার ধ্বজনগর সীমান্তের কাঁটাতার দিয়ে দুইজন পুরুষ, দুইজন নারী ও ছয়জন শিশুকে “জোরপূর্বক” বাংলাদেশে পুশইন করার চেষ্টা করে বিএসএফ।

তবে বিজিবি সদস্যরা তৎপর থাকায় রোহিঙ্গারা বাংলাদেশ সীমান্তে ঢুকতে পারেনি। তারা অবস্থান নেয় দুই দেশের সীমান্তের শূণ্যরেখায়।

বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল ইকবাল হোসেন জানান, এ ঘটনায় সীমান্তে টহল জোরদারের পাশাপাশি সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি সদস্যরা। বিষয়টি নিয়ে দুপুরে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। পতাকা বৈঠকের পর ১০জনকে ফিরিয়ে নেয় বিএসএফ।

এর আগেও গত জানুয়ারী মাসে কসবা উপজেলার কাজিয়াতলী সীমান্ত দিয়ে ৩১ জন রোহিঙ্গা নাগরাককে জোরপূর্বক বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছিল বিএসএফ। পরে আবার তাদেরকে ভারতে ফিরিয়ে নেয় তারা।
###

কসবা সীমান্ত দিয়ে ১০ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশইনের চেষ্টা বিএসএফ’র

ফেসবুকে আমরা..