botvনিউজ:

ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্র, ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে আজ রবিবার বৃত্তিপ্রদান, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।

বিকেল ৩টায় সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হানিফের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন মাউশির সাবেক ডিজি প্রফেসর ফাহিমা খাতুন, জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন, পৌর সভার মেয়র মিসেস নায়ার কবির, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.এস.এম শফিকুল্লাহ ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার।

অনুষ্ঠানে আমন্ত্রিতদের উপস্থিতি কামনা করেছেন সংগঠনের সভাপতি এস.আর.এম ওসমান গনি সজীব ও সাধারণ সম্পাদক আলেয়া জাহান তৃপ্তি।

###

আজ ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্রের বৃত্তিপ্রদান-পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষনা দিয়েছেন দুই আওয়ামীলীগ নেতা। গতকাল শনিবার সকালে নাসিরনগর প্রেসক্লাবে পৃথক সংবাদ সম্মেলনে তারা নিজেদের প্রার্থীতা ঘোষনা করেন।

প্রার্থীরা হলেন, আওয়ামীলীগ নেতা ও উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র চৌধুরী এবং উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক অরুন জ্যোতি ভট্টাচার্য।

প্রেসক্লাব সভাপতি সুজিত কুমার চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী নির্মল চন্দ্র চৌধুরী বলেন, দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হতে পারলে সকলের সহযোগিতায় জনগনের কল্যানে তিনি কাজ করবেন। অপর দিকে সংবাদ সম্মেলনে অপর মনোনয়ন প্রত্যাশী অরুন জ্যোতি ভট্টাচার্য বলেন, দলীয় মনোনয়ন পেয়ে তিনি নির্বাচিত হতে পারলে নাসিরনগরকে ডিজিটাল উপজেলা হিসেবে গড়ে তুলবেন।
###

নাসিরনগরে সংবাদ সম্মেলনে দুই আওয়ামীলীগ নেতার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষনা

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপ-মহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা হযরত মাওলানা আবু সাঈদ আছগর আহমাদ আল কাদেরী (রহঃ) এর ৮১ তম বার্ষিক মাহফিল উপজেলার আড়াইবাড়ী দরবার শরীফের মাঠে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপর ১২টায় মাহফিল শুরু হয়ে গতকাল শুক্রবার ফজর নামাজ শেষে আখেরী মোনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হয়।

দরবার শরীফের গদিনীন পীর অধ্যক্ষ মোঃ গোলাম সারোয়ার সাঈদীর সভাপতিত্বে মাহফিলে বয়ান করেন প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা কামাল উদ্দিন জাফরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইনমন্ত্রীর একান্ত সহকারী সচিব অ্যাডভোকেট রাশেদুল কাউছার ভূইয়া জীবন, প্রকৌশলী কবীর হোসেন, কসবা পৌরসভার মেয়র মোঃ এমরান উদ্দিন জুয়েল, জেলা পরিষদের সদস্য মোশারফ হোসেন ইকবাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মনির হোসেন ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন রিমন প্রমুখ।
###

কসবার আড়াইবাড়ী দরবার শরীফের বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

ফেসবুকে আমরা..