botvনিউজ:

যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্যোগে এবং সদর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে  বৃহস্পতিবার বিকালে নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব ১৭) এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব ১৭) ফাইনাল খেলায় সুহিলপুর ইউনিয়ন ২-০গোলে সুলতানপুর ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম।

সদর উপজেলা নির্বাহী অফিসার ও সদর উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিন মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডঃ তাসলিমা সুলতানা খানম নিশাত, সহকারী কমিশনার (ভূমি) সোহেল রানা, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি আবুল কাশেম, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক এবিএম তৈমুর, সদর উপজেলা শিক্ষা অফিসার জীবন ভট্টাচার্য, উপজেলা কৃষি অফিসার তোফায়েল হোসেন,

সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাবিবুল্লাহ বাহার, সুহিলপুর ইউপি চেয়ারম্যান আজাদ হাজারী আঙ্গুর, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফরহাদ হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শহীদুল হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আবদুর রহমান, ব্রাহ্মনবাড়িয়া ফুটবল এসোসিয়েশন সভাপতি অ্যাডঃ ইউসুফ কবির ফারুক, টুর্নামেন্ট কমিটির সমন্বয়ক মনিরুল আলম। খেলার ধারা বিবরনীতে ছিলেন মিজানুর রহমান মিজান। খেলা পরিচালনা (রেফারী) করেন আবু মুসা খসরু, মোঃ আতিকুর রহমান, রফিকুল ইসলাম, রিয়াজ উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, এক সময় বাংলার জনপ্রিয় খেলা ফুটবলকে আবারো নতুন করে জাগ্রত করতে হবে। তিনি বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে বিরত রাখে। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসায় বাংলাদেশের খেলাধুলার উন্নয়নে কাজ করছেন। বাংলাদেশ আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর খেলাধুলার মাধ্যমে বিশ্বের কাছে বাংলাদেশের মুখ উজ্জল করেছে।

তিনি বলেন ফুটবল খেলোয়াড় তৈরী করতে ক্রীড়া সংগঠকদের এগিয়ে আসতে হবে। আমি আশা করছি আগামীতেও ব্রাহ্মনবাড়িয়া সদর উপজেলা এভাবে এগিয়ে যাবে।
খেলা চলাকালীন সময়ে পুরো মাঠের চারপাশে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ক্রীড়া প্রেমী দর্শকের ঢল দেখা যায়। উল্লেখ্য এ টুর্নামেন্টে ১১টি ইউনিয়নের ১১টি দল অংশ গ্রহন করেন।
###

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় মোঃ জাহাঙ্গীর আলম

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মোটরযান চালকদের দক্ষতা বৃদ্ধি ও অনাকাঙ্খিত দুর্ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার সমাপ্ত হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা প্রশাসন ও বিআরটি এর সহযোগিতায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে বৃহস্পতিবার প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ শামসুজ্জামান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা ইসলামের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আনিছুল হক ভুইয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক আসাদুজ্জামান ভূইয়া, বিআরটিএ জেলা সহকারী পরিরচালক জি.এম নাদির হোসেন, বিআরটিএ’র মোটরযান পরিদর্শক কেশব কুমার দাস, সাংবাদিক খ.ম.হারুনুর রশীদ ঢালী ও কসবা থানার উপ পুলিশ পরিদর্শক বেলাল হোসেন।

দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় মোটরযান চালকদের মাঝে রোড সাইন সতর্কীকরণ চিহ্ন, তথ্যমূলক চিহ্ন, চালকদের জন্য করণীয়, চালকদের লাইসেন্স প্রাপ্তির নিয়ম, মোটর ড্রাইভিং সংক্রান্ত মোটরযানের বিভিন্ন অপরাধ ও শাস্তির বিধানসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষন দেওয়া হয়।

কর্মশালায় ১৫০জন মোটরযান চালক প্রশিক্ষন নেয়। গত বুধবার দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।
###

দক্ষতা বৃদ্ধি ও অনাকাঙ্খিত দুর্ঘটনা এরাতে কর্মশালা

botvনিউজ:

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও শান্তিপূর্ন পরিবেশে গত বুধবার ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাক গ্রুপের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৯ টি পদে মহসিন-আওয়াল পরিষদ এবং মোঃ আসাদুল হক মেরাজের নেতৃত্বাধীন দুটি প্যানেলের ৩৭ জন এবং সভাপতি পদে মোঃ শাহীনুর রহমান শাহীন নির্দলীয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।

সকাল ৮ থেকে বিকাল ৫ টা পর্যন্ত (১ঘন্টা বিরতি ছাড়া) পূর্ব মেড্ডা ট্রাক টার্মিনালে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। রাত ৯ টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে মহসিন-আওয়াল পরিষদ থেকে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১২ টি পদে এবং মোঃ আসাদুল্লাহ হক মেরাজের নেতৃত্বাধীন প্যানেল থেকে ৩ জন সহ-সভাপতিসহ ৭টি পদে প্রার্থীরা বিজয়ী হন।

বিজয়ীরা হলেন, সভাপতি পদে সাবেক পৌর কাউন্সিলর হাজী শেখ মোঃ মহসিন-(২০৯ ভোট), সাধারণ সম্পাদক পদে আব্দুল আওয়াল- (১৫৩ ভোট), সিনিয়র সহ-সভাপতি পদে মোঃ আবুল কালাম আজাদ-(১৯৮ ভোট), সহ-সভাপতি পদে শাহাদাৎ হোসেন্ উকিল-(১৬৩ ভোট), শ্রী বাবুল কর-(১৬০ ভোট), মোঃ আনোয়ার হোসেন-(১৩৮ ভোট) ও খোকন মোল্লা-(১৩০ ভোট),

যুগ্ম সাধারণ সম্পাদক পদে আবু মিয়া-(১৭১ ভোট), সহ-সাধারণ সম্পাদক পদে শাহ আলম মিয়া-(১৬০ ভোট), সাংগঠনিক সম্পাদক পদে রফিকুল ইসলাম-(১৯৫ ভোট), দপ্তর সম্পাদক পদে আরমান-(১৫৬ ভোট), অর্থ সম্পাদক পদে লোকমান হোসেন-(১৮৩ ভোট), প্রচার সম্পাদক পদে মানিক-মিয়া (২২২ ভোট)। কার্যকরী সদস্যরা হলেন হাকিম মিয়া-(১৯৩ ভোট), আইয়ূব আলী-(১৭০ ভোট), আনিছ মিয়া-(১৬৮ ভোট), জয়নাল মিয়া-(১৪৮ ভোট), জাহাঙ্গীর আলম-(১৩১ ভোট), মোঃ এম.এ এলাহী-(১৩০ ভোট) এবং আবুল হোসেন-(১৩০ ভোট)। নির্বাচন শেষে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হাজী মোঃ হেলাল উদ্দিন এই তথ্য জানিয়েছেন।
###

জেলা ট্রাক গ্রুপের নির্বাচন অনুষ্ঠিত শেখ মহসিন সভাপতি ॥ আবদুল আওয়াল সাধারণ সম্পাদক

ফেসবুকে আমরা..