botv নিউজ:

৪৭তম মহান স্বাধীনতা দিবস ২০১৮ উপলক্ষে “এডঃ লুৎফুল হাই সাচ্চু স্মৃতি পরিষদের” উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল গত ২৬মার্চ সোমবার সন্ধ্যায় মরহুম লুৎফুল হাই স্বাচ্চুর মৌলভীপাড়াস্থ বাসভবনে অনুষ্ঠিত হয়।

স্মৃতি পরিষদের আহবায়ক জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা বীরমুক্তিযোদ্ধা আমানুল হক সেন্টু এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মিসেস মিনারা আলম, জেলা শ্রমিকলীগের সভাপতি এডঃ মোঃ কাউছার আহমেদ, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. শাহনুর ইসলাম। জেলা যুবলীগ নেতা শাহাদাত মোঃ সাইম এর পরিচালনায় আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন শহর আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ কামাল মিয়া, নাটাই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী মোবারক হোসেন, স্মৃতি পরিষদের যুগ্ম আহবায়ক আল মামুন মনোয়ারুল হাই প্রমুখ।

সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ১৯৭১ সালে বঙ্গবন্ধুর আহবানে এদেশের সাধারণ মানুষ যে দেশাত্ববোধের চেতনায় যুদ্ধ করে বিজয় অর্জন করেছে। সেই দেশ প্রেম ও মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা একটি সুন্দর, উন্নত, সুখি সম্মৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছে। গত কিছুদিন পূর্বে মহান স্বাধীনতার মাসে আমাদের দেশ স্বল্পোন্নত দেশ থেকে “উন্নয়নশীল” দেশ হিসেবে জাতিসংঘের স্বীকৃতি অর্জন করেছে। যা আমাদের জন্য গৌরব ও আনন্দের বিষয়।

বাংলাদেশের এই অব্যাহত উন্নয়নের ধারা বজায় রাখতে আগামী নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে আমাদের সকলকে একযোগে কাজ করে যেতে হবে। সভায় বঙ্গবন্ধুর ও তাঁর পরিবার এবং মুক্তিযুদ্ধের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়। উক্ত কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতা কর্মী অংশ গ্রহন করেন।

###

 

স্বাধীনতার মাসে “উন্নয়নশীল” দেশের স্বীকৃতি আমাদের গৌরব

botv নিউজ:

ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের বৈদ্যুতিক সাব-স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও ঘটনার পর থেকেই বিদ্যুৎহীন অবস্থায় আছে পুরো হাসপাতাল। তবে জেনারেটরের মাধ্যমে হাসপাতালের কার্যক্রম স্বাভাবিক রাখা ছিল।

প্রত্যক্ষদর্শী ও জেলা সদর হাসপাতালের ওয়ার্ড মাস্টার এনামুল হক জানান, দুপুরে হঠাৎ করে হাসপাতালের সাবস্টেশনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকেরা এসে প্রায় আধঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

এ ব্যাপারে জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মো. শফিকুল ইসলাম জানান, শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে বলে জানতে পেরেছি। তবে সাব-স্টেশনটি হাসপাতালের মূল ভবনের বাইরে হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি বলেন, জেনারেটরের মাধ্যমে হাসপাতালের কার্যক্রম স্বাভাবিক রাখা হয়েছে। বিদ্যুৎ অফিসে জানানো হয়েছে। তারা এসে ত্রুটি মেরামত করলেই হাসপাতালের বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হবে।
###

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা সদর হাসপাতালের সাবস্টেশনে অগ্নিকান্ড

botv নিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিশ্ব পানি দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭মার্চ মঙ্গলবার সকালে নাসিরনগর  উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা  উম্মে সালমার নেতৃত্বে এক র‌্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুমন ভৌমিক, উপজেলা শিক্ষা কর্মকর্তা উম্মে সালমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহিবুল আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আরা, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আজিজুল হক, উপজেলা রিসোর্স কর্মকর্তা মোঃ শাহাজাহান ভুইয়া, প্রধান শিক্ষক আবদুর রহিম প্রমুখ। র‌্যালিতে সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
###

নাসিরনগরে বিশ্ব পানি দিবসে শোভাযাত্রা

ফেসবুকে আমরা..