botvনিউজ:

র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, একটি মাদক ব্যবসায়ী চক্র নিয়মিত সীমান্ত এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন সময় বিজয়নগর থানাসহ বি-বাড়িয়া জেলার বিভিন্ন স্থানে পাইকারি/খুচরা বিক্রয় করে থাকে।

এই তথ্যের ভিত্তিতে উক্ত মাদক ব্যবসায়ী চক্রের উপর র‌্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়। র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক এডি চন্দন দেবনাথ এর নেতৃত্বে একটি আভিযানিক দল ২৭/০৭/২০১৮ ইং ০০.৪৫ ঘটিকায় বি-বাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন ১। মোঃ হাবিব মিয়া (৩৪) পিতা- এলো মিয়া ২। মোঃ সুমন মিয়া (৩২) পিতা মৃত-

আমিন মিয়া, সর্ব সাং সিঙ্গারবিল , থানা- বিজয়নগর , জেলা- বি-বাড়িয়াদ্বয়কে আটক করেন। জনৈক এলো মিয়ার বাড়ীর সামনে বাঁশ ঝারের নিকট থেকে ১। মোঃ হাবিব মিয়ার ডান হাতে থাকা কফি রংয়ের শপিং ব্যাগের ভিতরে রক্ষিত অবস্থায় ১০ (দশ) বোতল মাদক দ্রব্য স্কাফ পাওয়া যায় এবং অপর আসামী ২। মোঃ সুমন মিয়ার পরিহিত লুঙ্গির ডান কোমরে গোজা অবস্থায় ১৪৮০/- টাকা উদ্ধার করা হয়।

সর্বমোট উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য ১১,৪৮০/- টাকা। ধৃত আসামীদের বিরুদ্ধে ১৯৯০ সনের (সংশোধনী ২০০৪) এর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিল ৩(ক) ধারা মোতাবেক বি-বাড়িয়া জেলার বিজয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

বিজয়নগরের সিঙ্গারবিল হতে স্কাফসহ ০২ মাদক ব্যবসায়ী আটক

 

botvনিউজ:

জায়গা-সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ছোট দুই ভাইয়ের হাতে আমজাদ হোসেন-(৩৫) নামে বড় ভাই খুন হয়েছেন। রোববার সকাল সাড়ে ১১টায় উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আমজাদ কাশিনগর গ্রামের শওকত হোসেনের ছেলে। ঘটনার পর পরই ঘাতক দুই ভাই কাউছার মিয়া ও উসমান মিয়া পালিয়ে যায়।

নিহতের পারিবার জানায়, পৈতৃক সম্পত্তি নিয়ে আমজাদের সাথে তার আপন ছোট দুই ভাই কাউছার এবং উসমানের বিরোধ চলে আসছিল। আমজাদ এ বছর তার মাকে হজ্বে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

হজে যাওয়ার আগেই তিনি তার ভাইদের সাথে সম্পত্তি নিয়ে বিরোধ মিটিয়ে ফেলবেন বলে কথা দিয়েছিলেন। রোববার সকালে বাকবিতন্ডার এক পর্যায়ে কাউছার ও উসমান ধারালো অস্ত্র দিয়ে আমজাদকে এলোপাথাড়ি কোপাতে থাকে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী পারভিন বেগম বলেন, দীর্ঘ দিন ধরে আমার স্বামীকে আমার দুই দেবর ওসমান ও কাউসার মিলে মোটা অংকের টাকা দেওয়ার জন্য চাপ দিতে থাকে। রোববার সকালে তারা আমার ঘরে এসে টাকার জন্য হুমকি-ধামকি দিতে থাকে। পরে এক পর্যায়ে টাকা দিতে অনীহা প্রকাশ করলে তারা দুই ভাই মিলে দেশীয় অস্ত্র দিয়ে আমার স্বামীর সারা শরীরে এলোপাতাড়ি কুপাতে থাকে।

পরে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলী আরশাদ বলেন, এ ঘটনায় এখনো মামলা হয়নি। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ ব্যাপারে অতিরিক্তি পুলিশ সুপার মোঃ ইকবাল হোসাইন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
###

বিজয়নগরে ছোট ভাইদের হাতে বড় ভাই খুন

 

 

 

 

 

 

 

 

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদক বিরোধী বিশেষ অভিযানে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার সিঙ্গারবিল ও বিষ্ণুপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তবে গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয় জানা যায়নি।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলী আরশাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৩ জন মাদক ব্যবসায়ী এবং নিয়মিত মামলার দুইজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে গ্রেপ্তারকৃতদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মাদক বিরোধী অভিযানে বিজয়নগরে ১৩ জন গ্রেপ্তার

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার অভাবনীয় উন্নয়নের রূপকার, বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, বিজয়নগর উপজেলার সাথে জেলা সদরের সংযোগ স্থাপনকারী “ শেখ হাসিনা সড়ক” বিজয়নগরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন । এই স্বপ্ন এখন বাস্তবায়নের পথে। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই শেখ হাসিনা সড়কের নির্মান কাজ শেষ করতে হবে।

তিনি গতকাল বুধবার সকালে শেখ হাসিনা সড়কের নির্মান কাজ পরিদর্শনকালে একথা বলেন। তিনি বলেন, সড়কের নির্মানকাজে কোন অনিয়ম হলে, কোন ধরনের গাফিলতি পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ তানভীর ভূইয়া, উপজেলা নির্বাহী অফিসার আলী আফরোজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ভূইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান ফয়জুন্নাহার টুনি, উপজেলা প্রকৌশলী জামাল উদ্দিন, চর-ইসলামপুর ইউপি চেয়ারম্যান দানা মিয়া ভূইয়া, পওন ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান রতন, সদর বিআরডিবির চেয়ারম্যান এম.এ.এইচ মাহবুব আলম, বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আরশাদ, সদর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক জসিম উদ্দিন রানা, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি সুজন দত্ত, বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আজহারুল ইসলাম ভূইয়া প্রমুখ।
###

“ শেখ হাসিনা সড়ক” সড়কের নির্মানকাজে কোন অনিয়ম হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এ বছর লিচুর ভালো ফলন হলেও গত কয়েকদিনের টানা বৃষ্টিতে লিচুতে ফাঁটল ধরেছে। এতে করে লোকসানের আশংকা করছেন লিচুর বাগানের মালিক ও ব্যবসায়ীরা। লিচুতে ফাঁটল ধরায় চাষীদের মনেও খুব একটা আনন্দ নেই। এ অবস্থায় স্থানীয় বাজারে লিচুর দাম একটু বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। লিচু ব্যবসায়ীরা এবার আর্থিকভাবে বড় ধরনের লোকসানের সম্মুখীন হবেন বলে আশংকা করছেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার পাহাড়পুর, বিষ্ণুপুর, সিঙ্গারবিল, চম্পকগনর ও হরষপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের কৃষকরা প্রতি বছর লিচু চাষ করেন। এ বছর এই ৫ ইউনিয়নে ১৭০টি বাগানে লিচুর চাষ করা হয়েছে। ৯২৭ বিঘা জমির এসব লিচুর বাগানে গাছের সংখ্যা নয় হাজার ২৭৫টি। এছাড়া বসতবাড়ির আরো ছয় হাজার ৫৭৭টি গাছে লিচুর ফলন ধরেছে। এসব বাগানে বোম্বাই, পাটনাই ও চায়না-ত্রি জাতের লিচু চাষ করা হয়েছে। এ বছর এসব গাছ থেকে মোট এক হাজার ৪২৬ মেট্রিকটন ফলন আশা করা হচ্ছে।

উপজেলা কৃষি অফিস জানিয়েছে, গত কয়েকদিনের বৈরি আবহাওয়ার কারণে লিচুতে ফাটল ধরেছে। এতে ফলন কমার শঙ্কার না থাকলেও ফেটে যাওয়া লিচুতে দাম কম পাবে চাষী। যে কারণে বাজারে এর কিছুটা প্রভাব পড়তে পারে।

তবে এই অবস্থা থেকে উত্তরণে উপজেলা কৃষি অফিস থেকে বিভিন্ন ধরণের পরামর্শ দেয়া হচ্ছে। বলা হচ্ছে, এক টানা তিন সপ্তাহ গাছে বরিক এসিড ও জিঙ্ক সালফেট স্প্রে করতে।
খোঁজ নিয়ে জানা গেছে, লিচু বাগানের মালিকরা তাদের উৎপাদিত লিচু বিভিন্ন দামে জেলা ও আশপাশের বিভিন্ন ব্যবসায়িদের কাছে বিক্রি করেন। ব্যবসায়ীরা বাগান থেকে লিচু ক্রয় করে উপজেলার আউলিয়া বাজারসহ বিভিন্ন বাজারে পাইকারদের কাছে লিচু বিক্রি করেন।
বিভিন্ন জাতের লিচু প্রতি একশ ২৫০ থেকে ছয়শ ও সাড়ে ছয়শ টাকা দামে বিক্রি হয়।

চায়না থ্রি জাতের লিচু আকারে বড় হওয়ায় এর দাম বেশি। চায়না থ্রি জাতের প্রতি একশ লিচুর দাম ছয়শ থেকে সাড়ে ছয়শ টাকা।
উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সেজামোড়া গ্রামের মোর্শেদ মিয়া পাঁচ লাখ টাকায় ৪২০শতক জমির একটি লিচু বাগান কেনেন। ওই বাগানে ১৮০টি লিচু গাছ রয়েছে। তিনি জানান টানা বৃষ্টির কারনে গাছের লিচু ফেটে যাচ্ছে। তিনি জানান, পাঁচ লাখ টাকায় বাগান কিনলেও পুঁজি তুলতে পারবেন না। দুই লাখ টাকায়ও বিক্রি হবে কি না এই সংশয়ে রয়েছেন তিনি।

একই গ্রামের কাউসার ভূইয়া বলেন, আমার চারটি বাগানে ১৬০টি লিচু গাছ রয়েছে। প্রতি বছর তিনি ১০/১২ লাখ টাকার লিচু বিক্রি কারণ। তিনি আশংকা প্রকাশ করে বলেন, এ বছর ৪/৫ লাখ টাকার বেশি লিচু বিক্রি করতে পারবেন না। তিনি বলেন, তার বাগানের অধিকাংশই লিচুই ফেটে গেছে।
একই ইউনিয়নের কামলমোড়া গ্রামের লিচু বাগানের মালিক শফিকুল ইসলাম বলেন, তার দুটি বাগানে ৮০টি লিচু গাছ রয়েছে। টানা বৃষ্টি ও শিলা পড়ায় ৪০টি গাছের সব লিচু ফেটে গেছে। উপজেলা কৃষি অফিস থেকে এনে ওষুধ দিলেও কোনো কাজ হয়নি। তিনি জানান, গত বছর লিচু বিক্রি করে পাঁচ লাখ টাকা আয় করলেও এবার দুই লাখ টাকা আয় করতে পারবেন না।

উপজেলার পত্তন ইউনিয়নের আদমপুর গ্রামের লিচু বাগানের মালিক জুয়েল মিয়া বলেন, তার ছোট ছোট দুটি বাগানে ১৫টি গাছ রয়েছে। গত বছর লিচু বিক্রি করে ৯০হাজার টাকা পেলেও এবছর লিচু বিক্রি করে ২০/৩০ হাজার টাকার বেশি পাব না।

উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিঙ্গা গ্রামের সেনু মিয়া বলেন, তার একটি বাগানে ২৫টি লিচু গাছ রয়েছে। গাছে মুকুল ধরার সময় বাগানটি এক লাখ ২০হাজার টাকা দাম হয়েছিল। বর্তমানে লিচু ফেঁটে যাওয়ায় কেউ বাগান কিনতেও আসছেন না।

উপজেলার হরষপুর ইউনিয়নের দাড়িয়াপুর গ্রামের লিচু বাগানের মালিক ফখরুল মিয়া জানান, ১৩টি গাছের একটি বাগান থেকে গত বছর ৫০ হাজার টাকা আয় করলেও এবারের চিত্র ভিন্ন। এবছর ১৫হাজার টাকার বেশি লিচু বিক্রি করতে পারবেন না।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মশকর আলী বলেন, এবছর উপজেলায় লিচুর বেশ ভালো ফলন হয়েছে। গত বছর উপজেলায় প্রায় কোটি টাকার লিচু বিক্রি হয়েছে। এর আগের বছর প্রায় ১৩ কোটি টাকার লিচু বিক্রি হয়েছিল। এবছর নূন্যতম ১০/১২ কোটি টাকার লিচু বিক্রি হবে বলে তিনি জানান। তিনি বলেন, লিচুতে ফাঁটল ধরারয় বাগানে প্রয়োজনীয় সার, স্প্রে ও কীটনাশক দেয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এক টানা তিন সপ্তাহ গাছে বরিক এসিড ও জিঙ্ক সালফেট স্প্রে করতে বলা হয়েছে। পরামর্শ অনুযায়ি কৃষকরা বরিক এসিড ও জিঙ্ক সালফেট স্প্রে করলে ক্ষতি কিছুটা কম হবে।
###

ভালো ফলন হলেও বিজয়নগরে লিচুতে ফাঁটল

 

সিনিয়র সহ-সভাপতি পদে দুইজন- আল-আমীন শাহীন ও কাউছার এমরান।

সাধারণ সম্পাদক পদে দুইজন  জাবেদ রহিম বিজন  ও দীপক চৌধুরী বাপ্পি ।

botv নিউজ:

বিনাপ্রতিদ্বন্ধিতায় সভাপতি সহ ৯ পদপ্রার্থী নির্বাচিত ॥ সিনিয়র সহ সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আজ ভোট গ্রহণ ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এই নির্বাচনে ইতোমধ্যে বিনাপ্রতিদ্বন্ধিতায় সভাপতি পদ সহ ৯ পদপ্রার্থী নির্বাচিত হয়েছেন । নির্বাচনে সিনিয়র সহ সভাপতি ও সাধারণ সম্পাদক দুটি পদে ভোটগ্রহণ হবে । এর মধ্যে সিনিয়র সহ সভাপতি পদে আল আমীন শাহীন এবং আ ফ ম কাউসার এমরান , সাধারণ সম্পাদক পদে দীপক চৌধুরী বাপ্পী এবং জাবেদ রহিম বিজন প্রতিদ্বন্ধিতা করছেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব নির্বাচনের নির্বাচন কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহের নিগার সাক্ষরিত পত্রে জানা গেছে, বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিতরা হচ্ছেন সভাপতি পদে খ আ ম রশিদুল ইসলাম,

সহ সভাপতি পদে মফিজুর রহমান লিমন ,

যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ বাহারুল ইসলাম মোল্লা,

কোষাধ্যক্ষ পদে নজরুল ইসলাম শাহজাদা,

দপ্তর সম্পাদক পদে ফরহাদুল ইসলাম পারভেজ,

পাঠাগার ও ক্রীড়া সম্পাদক পদে মোশাররফ হোসেন বেলাল,

সাংস্কৃতিক ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে শিহাবউদ্দিন বিপু ,

কার্যকরী সদস্য পদে শাহজাহান সাজু ও মজিবুর রহমান খান।

৭মে-২০১৮ইং প্রেস ক্লাব মিলনায়তনে দুপুর ২ টা থেকে ৫ টা পর্যন্ত এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

###

৭মে নিবার্চন, কে হবে প্রেসক্লাব সম্পাদক/সহ-সভাপতি।

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের কামারমুড়া গ্রামের জাহের মিয়ার বাড়িতে গত শুক্রবার রাতে লাগা আগুনে একটি ঘর পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ওই পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। জাহের মিয়ার ছেলে বকুল মিয়া জানান,

রাত আটটার দিকে তাঁদের বাড়িতে আগুন লাগে। স্থানীয় লোকজনের পাশাপাশি আখাউড়া থেকে ফায়ার সার্ভিসের টিম এসে আগুন নিয়ন্ত্রনে আনে। শত্রুতা বশতঃ এক মাদক ব্যবসায়ি এ ঘটনা ঘটিয়েছেন বলে তিনি অভিযোগ করেন। এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হবে বলে তিনি জানান।
###

বিজয়নগরে অগ্নিকান্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা শতভাগ বিদ্যুতায়নের আওতায় এসেছে। ৫০ হাজার ছাড়িয়ে গেছে এ উপজেলার বিদ্যুৎ গ্রাহক সংখ্যা। নতুন বাড়িঘর ও প্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগ দেয়ার জন্য শুরু হয়েছে ‘স্পট মিটারিং’ কার্যক্রম।

এ কার্যক্রমের আওতায় গ্রামে গ্রামে গিয়ে আবেদন প্রাপ্তির প্রেক্ষিতে তাৎক্ষনিকভাবে মিটার লাগিয়ে দেয়া হচ্ছে।
পল্লী বিদ্যুত সমিতি সূত্রে জানা গেছে, বিজয়নগর উপজেলায় বর্তমানে এক হাজার ৩৩ কিলোমিটার এলাকাজুড়ে বিদ্যুৎ সংযোগ রয়েছে। ৩১ মার্চ নাগাদ বিদ্যুতের গ্রাহক সংখ্যা ৪৯ হাজার ৯৮২ জন। মূলত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে হুহু করে বাড়তে থাকে বিদ্যুৎ সংযোগ দেয়ার কাজ।

পল্লী বিদ্যুৎ থেকে পাওয়া এক হিসেব থেকে দেখা যায়, ২০০৮ সাল পর্যন্ত এ উপজেলায় গ্রাহক ছিল ১২ হাজার ৬৬২ জন। গত ১০ বছরে নতুন গ্রাহক হন ৩৭ হাজার ৩২০ জন। উপজেলায় একটি ১৫ এমভিএ উপকেন্দ্র রয়েছে। পাঁচ কোটি টাকা ব্যয়ে চম্পকনগরে আরেকটি উপকেন্দ্র নির্মাণে প্রক্রিয়া শুরু হয়েছে।

এখানে বিদ্যুৎ লাইন নির্মাণে ব্যয় হয়েছে ছয় কোটি ২০ লাখ টাকা। উপকেন্দ্র, ট্রান্সফরমার, মিটারসহ অন্যান্য খাতে ব্যয় হয়েছে ২০ কোটি টাকা।
বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ জহিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘বর্তমান সরকার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে বদ্ধপরিকর।

সরকারের পরিকল্পনা বাস্তবায়নে স্থানীয় সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী ব্যাপক ভূমিকা রাখা ও আন্তরিক প্রচেষ্টা থাকায় আমাদের উপজেলাকে দ্রুত শতভাগ বিদ্যুতায়নের আওতায় আনা সম্ভব হয়েছে।

এ ব্যাপারে পল্লী বিদ্যুৎ সমিতি আখাউড়ার ডিজিএম আহমেদ শাহ আল জাবের বলেন, ‘আমরাও কখনো ভাবিনি যে এত দ্রুত ওই উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন সম্ভব হবে। তবে সরকারের বিভিন্ন পরিকল্পনার কারণে এটা সহজ হয়ে গেছে। এ উপজেলায় এখন ‘স্পট মিটারিং’ এর মাধ্যমে সেবা দেয়া হচ্ছে।
###

বিজয়নগরে শতভাগ বিদ্যুতায়ন

botv নিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে স্থানীয় দাউদপুর উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য মোঃ জহিরুল ইসলাম ভূইয়া।

উপজেলা নির্বাহী অফিসার আলী আফরোজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি অ্যাডঃ লোকমান হোসেন, চান্দুরা ইউপি চেয়ারম্যান শামীউল হক চৌধুরী শামীম, সিঙ্গারবিল ইউপি চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, চর-ইসলামপুর ইউপি চেয়ারম্যান মোঃ দানা মিয়া, ইছাপুরা ইউপি চেয়ারম্যান জিয়াউল হক বকুল, প্রেসক্লাব বিজয়নগরের সভাপতি মৃনাল চৌধুরী লিটন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জহিরুল ইসলাম ভূইয়া বলেন, বর্তমান সরকার ক্রীড়া বান্ধব সরকার। ক্রীড়ার উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করছে। তিনি বলেন, সুস্থ্য দেহে সুস্থ্য মন। খেলাধূলা মানুষের শরীরকে সতেজ রাখে। খেলাধূলা মানুষকে মাদকসহ যাবতীয় খারাপ কাজ থেকে বিরত রাখে।
উদ্বোধনী খেলায় চর-ইসলামপুর ও সিঙ্গারবিল ইউনিয়ন দল মুখোমুখী হয়। খেলায় চর-ইসলামপুর ১ গোলে জয়লাভ করে।                                                                                                                      ###

র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

botvনিউজ:

শান্তিবাগ বয়েজ ক্লাব আয়োজিত নোমান স্মৃতি ব্যাটমিন্টন প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে ভাদুঘর টু স্টার বনাম শান্তিবাগ টু স্টার ফাইনাল খেলার খেলার মধ্য দিয়ে প্রতিযোগিতাটি সম্পূর্ন হয়।

শান্তিবাগ বয়েজ ক্লাব সভাপতি সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান পারভেজ এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা  আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক স্বাস্থ্যসেবা ও শিক্ষানুরাগী আবু কাউসার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি মীর মোহাম্মদ শাহীন, দলীল লেখক সফিকুল হক শাকিল, প্রবাসী আসাদুল্লাহ সিকদার আশা, ঠিকাদার নুরুল আমীন।

এছারা সংগঠনের সদস্য সুমন আহমেদ, হেলাল আহমেন, নজরুল ইসলাম, ফরহাদ হোসেন জুয়েল, আশিকুর রহমান পিয়াস, ইয়াসীন চৌধুরী, বিপ্লব হোসেন, জনি, আশিক সহ অন্যান সদস্যরা ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ছাত্রনেতা শেখ রাসেল।খেলায় চ্যাম্পিয়ন কে এলসিডি টিভি ও   রানার্সআপকে ২০ ইঞ্চি ট্রপি  পুরস্কার দেওয়া হয়।

###

নোমান স্মৃতি ব্যাটমিন্টন প্রতিযোগিতার ফাইনাল খেলায় শান্তিবাগ চ্যাম্পিয়ন

ফেসবুকে আমরা..