botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে “স্বল্পশিক্ষিত গ্রামীণ বেকার মহিলাদের” ৫ দিন ব্যাপী কনফেকশনারী ও বেকারি প্রশিক্ষণ গতকাল রবিবার শুরু হয়েছে।

গতকাল রবিবার সকালে উপজেলা মহিলা বিষয়ক প্রশিক্ষণ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দ হামিদা লতিফ পান্না।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আরার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের কর্মকর্তা মোঃ মেহেদী হাসান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক রুবি আক্তার ও সাংবাদিক আকতার হোসেন ভুইয়া। প্রশিক্ষণে ১৫ জন গ্রামীণ বেকার মহিলা অংশ গ্রহণ করেন।
###

নাসিরনগরে গ্রামীণ বেকার মহিলাদের ৫ দিনব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের কুন্ডা চকবাজারে গত বুধবার রাতে আগুনে পুড়ে গেছে সাতটি দোকান। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয় বলে ধারণা করা হচ্ছে। তবে কি কারণে আগুন লাগে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায় নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক তিনটার দিকে আগুন লাগে। স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হলেও এরই মধ্যে সাতটি দোকান পুড়ে যায়। আগুনে আবু কালামের কাপড়ের দোকান, কাসেম মিয়ার মুদি দোকান, জুনাইদ হকের সারের দোকান, আবু মুছার স্টেশনারি দোকান, ইয়াছিন মিয়া ও তোফাজ্জল হকের মুরগির দোকান, মঞ্জু মিয়ার চায়ের দোকান পুড়ে যায়।
###

নাসিরনগরে আগুনে পুড়েছে সাত দোকান

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে “ অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তিনদিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিনব্যাপী মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাউসদ পারভেজ মজুমদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ, উপজেলা কৃষি কর্মকর্তা আনিছুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আনোয়ার হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আরজু মিয়া প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে কৃষক/কৃষানীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তিনদিনব্যাপী মেলায় কৃষক কৃষানী ও শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিরতন এবং উপজেলা পরিষদ চত্বরে গাছের চারা রোপন করা হয়।

বৃক্ষমেলায় ফলদ ও বনজসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষের ১০টি স্টলে উপজেলার বিভিন্ন এলাকার নার্সারীর মালিকরা অংশ নেন। এর আগে সকালে বৃক্ষ মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
###

নাসিরনগরে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা শুরু

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নদীতে রাখা পাটের নৌকা পাহারা দিতে গিয়ে জালাল মিয়া-(৬৫) নামে এক কৃষক খুন হয়েছেন।
শনিবার সকালে উপজেলার ফান্দাউক ইউনিয়নের রসুলপুর গ্রামের পাশ্ববর্তী খাস্তি নদীতে রাখা নৌকা থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত জালাল মিয়া একই গ্রামের মরহুম আবদুর রহমানের ছেলে। শনিবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

পরিবারের লোকজন ও পুলিশ জানান, গত শুক্রবার রাতে জালাল মিয়া খাস্তি নদীতে নৌকায় রাখা নিজের জমির পাট পাহারা দিতে যায়। গতকাল শনিবার সকালে নৌকার মধ্যে গলাকাটা অবস্থায় তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ নৌকা থেকে তার লাশ উদ্ধার করে।

পুলিশ জানায় এটি পরিকল্পিত এ ব্যাপারে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু জাফরের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের গলার এক অংশে কাটার চিহ্ন রয়েছে। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য আমরা লাশ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। তিনি বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
###

পাটের নৌকা পাহারা দিতে গিয়ে নাসিরনগরে কৃষক খুন

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের চৈয়ারকুঁড়ি বেড়িবাঁধ ও বাক লংঘন বিলের ডাকবাংলো ঘাটে বৃহস্পতিবার মোট ৩৮৫ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে মাছের পোনা অবমুক্ত করেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসউদ পারভেজ মজুমদার, জেলা পরিষদ সদস্য আসাদুজ্জামান চৌধুরী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান, মোঃ শামছুদ্দিন আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আনিছুজ্জামান, প্রাণিসম্পদ কর্মকর্তা সুমন ভৌমিক, যুব উন্নয়ন কর্মকর্তা ফরহাদ হোসেন, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ তাজিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
###

নাসিরনগরে মাছের পোনা অবমুক্ত

 

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে “মাতৃদুগ্ধদান জীবনের ভিত্তি” এই শ্লোগানকে সামনে রেখে বে-সরকারি সেচ্ছাসেবী সংস্থা সীমান্তিক নতুন দিনের উদ্যোগে এসএমসি ও ইউএসএআইডির সহযোগিতায় শনিবার উপজেলার ফান্দাউক ইউনিয়ন পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফান্দাউক ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলমগীর শাহ্’র সভাপতিত্বে ফিল্ড সুপারভাইজার আইরিন আক্তারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সীমান্তিক নতুন দিনের ডিস্ট্রিক টিম লিডার সুভাশীষ দাস, ইউপি সদস্য মোঃ আলাউদ্দিন, শারাজ শাহ, সৈয়দ উদ্দিন, আলী আসাদ, মহিলা সদস্য আলসুমা, পারভীন আক্তার, এফপিআই মোঃ শরীফ উদ্দিন, পরিবার কল্যান সহকারী সুইটি রানী দেব প্রমুখ।

সভায় বক্তারা শিশুদের মায়ের দুগ্ধ পান বিষয়ে গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরেন। এসময় মায়েররাসহ জনপ্রতিনিধি, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সীমান্তিক নতুন দিনের কর্মীরা উপস্থিত ছিলেন। পরে একটি র‌্যালি বের করা হয়।
###

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে নাসিরনগরে সভা ও র‌্যালি

 

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা পাবলিক লাইব্রেরির ব্যবস্থাপনা কমিটির সভা গত বৃহস্পতিবার সন্ধ্যায় লাইব্রেরির হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

লাইব্রেরি ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসউদ পারভেজ মজুমদারের সভাপতিত্বে এবং সম্পাদক সহকারী অধ্যাপক জামিল ফোরকানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন লাইব্রেরি ব্যবস্থাপনা কমিটির সদস্য মুক্তিযোদ্ধা হাজী আবদুল বাকি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মনির হোসেন ভুইয়া, প্রধান শিক্ষক আবদুর রহিম, প্রধান শিক্ষক এবিএম সালেম, শাহ আলম, আজিজুর রহমান চৌধুরী, শিবলী চৌধুরী, সাংবাদিক আকতার হোসেন ভুইয়া প্রমুখ।

উল্লেখ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসউদ পারভেজ মজুমদার এই উপজেলায় যোগদানের পর পরই তিনি অবহেলিত উপজেলা পাবলিক লাইব্রেরিটি মেরামত করে সৌন্দর্যবর্ধন করেছেন এবং লাইব্রেরিতে পাঠক বাড়াতে বিভিন্ন উদ্যোগ গ্রহন করছেন।
###

নাসিরনগরে পাবলিক লাইব্রেরি ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির বিআরডিবির আওতাধীন বিভিন্ন সমিতির সভাপতি ও ম্যানেজারদের হাঁস-মুরগী পালন ’বিষয়ক তিন দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা মঙ্গলবার উদ্বোধন করা হয়েছে।

স্থানীয় বিআরডিবির প্রশিক্ষণ রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসউদ পারভেজ মজুমদারের সভাপতিত্বে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আজিজুল হকের পরিচালনায় এতে প্রধান অতিথি থেকে তিনদিন ব্যাপী কর্মশালার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার । বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দ হামিদা লতিফ পান্না,

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উম্মে সালমা,উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা ভেটেরনারি সার্জন ডাঃ জুবায়ের হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ ফিরোজুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের কর্মকর্তা মোঃ মেহেদী হাসান ও উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ভাইস চেয়ারম্যান সাংবাদিক আকতার হোসেন ভুইয়া। কর্মশালায় ২৫টি সমিতির ২৫ জন সদস্য অংশগ্রহন করেন।
###

নাসিরনগরে হাসঁ-মুরগী পালন বিষয়ক তিনদিন ব্যাপি কর্মশালার উদ্বোধন

botvনিউজ:

নাসিরনগরে ১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ ॥ দুই ব্যবসায়ীকে জরিমানা।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন প্রয়োগে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগানের নেতৃত্বে গতকাল শনিবার উপজেলার ফান্দাউক বাজারে অবৈধ কারেন্ট জাল বিক্রির সময় অভিযান চালিয়ে প্রায় ১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে। যার আনুমানিক মূল্য প্রায় ৮০ হাজার টাকা।

এসময় হাজী আবদুর রউফ-(৬৫) ও জামাল মিয়া-(৪০)নামে দুই ব্যবসায়ীকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসউদ পারভেজ মজুমদারের আদালত হাজির করলে ২ জন ব্যবসায়ীকে ২ হাজার টাকা করে ৪ হাজার টাকা জরিমানা করেন। পরে উদ্ধারকৃত কারেন্ট জাল উপজেলা পরিষদ চত্বরে ভস্মীভূত করা হয়।

এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান, সহকারী মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান ও উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা তাজিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
###

 

নাসিরনগরে ১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ ॥ দুই ব্যবসায়ীকে জরিমানা

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে আগামী ১৪ জুলাই অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন“এ”প্লাস ক্যাম্পেইন সফলের লক্ষ্যে গতকাল বুধবার উপজেলা পর্যায়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরন সভায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসউদ পারভেজ মজুমদার, উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ, ইউপি চেয়ারম্যান ফয়েজ উদ্দিন ভুইয়া, ইউপি চেয়ারম্যান মোঃ ওয়াছ আলী,ইউপি চেয়ারম্যান এটিএম মোজাম্মেল হক, মেডিকেল অফিসার ডাঃ মুকবুল হোসেন,ডাঃ আওয়াতিক ইবনে মতিন,ডাঃ শোয়েব মোহাম্মদ শাহরিয়ার,ডাঃ কাওসার হাবিব।

অবহিতকরণ সভায় জনপ্রতিনিধি,এনজিও প্রতিনিধি ও সাংবাদিকসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
###

জাতীয় ভিটামিন“এ”প্লাস ক্যাম্পেইন উপলক্ষে নাসিরনগরে অবহিতকরণ সভা

ফেসবুকে আমরা..