botvনিউজ:
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে “মাতৃদুগ্ধদান জীবনের ভিত্তি” এই শ্লোগানকে সামনে রেখে বে-সরকারি সেচ্ছাসেবী সংস্থা সীমান্তিক নতুন দিনের উদ্যোগে এসএমসি ও ইউএসএআইডির সহযোগিতায় শনিবার উপজেলার ফান্দাউক ইউনিয়ন পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফান্দাউক ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলমগীর শাহ্’র সভাপতিত্বে ফিল্ড সুপারভাইজার আইরিন আক্তারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সীমান্তিক নতুন দিনের ডিস্ট্রিক টিম লিডার সুভাশীষ দাস, ইউপি সদস্য মোঃ আলাউদ্দিন, শারাজ শাহ, সৈয়দ উদ্দিন, আলী আসাদ, মহিলা সদস্য আলসুমা, পারভীন আক্তার, এফপিআই মোঃ শরীফ উদ্দিন, পরিবার কল্যান সহকারী সুইটি রানী দেব প্রমুখ।
সভায় বক্তারা শিশুদের মায়ের দুগ্ধ পান বিষয়ে গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরেন। এসময় মায়েররাসহ জনপ্রতিনিধি, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সীমান্তিক নতুন দিনের কর্মীরা উপস্থিত ছিলেন। পরে একটি র্যালি বের করা হয়।
###
Leave a Reply