সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার দক্ষিণ পৈরতলার বাসিন্দা ও পৌর সভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর ওমর ফারুক জীবনের পিতা, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা ও দক্ষিণ পৈরতলা শেখ জালাল (রঃ) মাজার শরীফের খাদেম মোঃ শাহজাহান মিয়া ইন্তেকাল করেছেন (ইন্না—রাজিউন)। গত শনিবার রাত সাড়ে ১০টায় নিজবাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।

রবিবার বাদ জোহর দক্ষিণ পৈরতলা ঈদগাহ মাঠে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। নামাজে জানাযায় সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট হুমায়ূন কবির, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ এমরানুর রেজা, পৌরসভার সাবেক মেয়র মোঃ হেলাল উদ্দিন, হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি তাজ মোহাম্মদ ইয়াছিন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, জেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক সৈয়দ মিজানুর রেজা, পৌর সভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগনসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
###

শোক সংবাদ শাহজাহান মিয়া

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রক্তদানের সংগঠন “আত্মীয়” এর এক বছর পূর্তি উপলক্ষে শনিবার দুপুরে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ছিন্নমূল চার শতাধিক শিশুকে খাওয়ানো হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মো. শাহ আলম এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় ফ্লোরিডা আওয়ামী লীগ নেতা নেছার আহমেদ খলিফা, আখাউড়া উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আব্দুল মমিন বাবুল, উপজেলা ছাত্রলীগ সভাপতি শাহাবউদ্দিন বেগ শাপলু, সাধারন সম্পাদক শাখাওয়াত হোসেন নয়ন, সাংবাদিক মিনহাজুল আবেদীন খাদেম, কাজী মফিকুল ইসলাম, বিশ্বজিৎ পাল বাবু প্রমুখ উপস্থিত ছিলেন। আত্মীয় এর সমন্বয়ক সমীর চক্রবর্তী জানান, রক্তদানের পাশাপাশি সংগঠনটি সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম করে যাচ্ছে।
###

‘আত্মীয়’ এর বছর পুর্তিতে আখাউড়ায় ছিন্নমূলদের ভুড়িভোজ

সুমন আহম্মেদঃ
দিন যত যাচ্ছে ডেঙ্গু রোগীর সংখ্যা তত বাড়ছে । ব্রাহ্মণবাড়িয়ায় জেনারেল হাসপাতালে ২৭ জন ডেঙ্গু রোগী র্ভতি হয়েছে, চিকিৎসাধীন আছে র্সবমোট- ৫১ জন ।

ব্রাহ্মণবাড়িয়ায় ডেঙ্গু রোগে আক্রান্ত দুই শতাধিকের উপরে। তবে হাসপাতাল সূত্রে জানা যায়- ৩৪ জন রোগীকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে প্রেরণ করা হয়েছে তাছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে আরো ২০ জনের মত ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছে ।

আজ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে আরোও ২৭ জন নতুন ডেঙ্গু রোগী র্ভতি হয়েছে । আজ ১০ই আগস্ট খোঁজ নিয়ে জানা যায়- এখনো হাসপাতালের মেডিসিন ওর্য়াডে ৩৭ জন, পেয়িং ওর্য়াডে ৬ জন, কেবিন ওর্য়াডে ৫ জন ও শিশু ওর্য়াডে ৩ জন র্ভতি আছে। হাসপাতালের মেডিসিন বিভাগে ডেঙ্গু র্কনার রোগীদের জায়গা হচ্ছে না। প্রতিদিন জেনারেল হাসপাতালে র্অধশতাধিক রোগীর ডেঙ্গু পরীক্ষা করা হচ্ছে ।

ব্রাহ্মণবাড়িয়ায় জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ শওকত হোসেন বলেন, জেনারেল হাসপাতালে মেডিসিন বিভাগে ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য ডেঙ্গু র্কনার গঠন করা হয়েছে । হাসপাতালে র্ভতি সবাই শংকা মুক্ত তবে ঈদুল আজহার কারনে ঢাকার সবাই জেলামুখি হওয়ায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে পারে। তিনি ডেঙ্গুর বিরুদ্ধে সকলকে সচেতন হওয়ার আহবান জানিয়েছে এবং আতঙ্কিত না হয়ে জেনারেল হাসপাতালে এসে ডেঙ্গু পরীক্ষা ও ডেঙ্গুর চিকিৎসা নিতে বলেন ।
###

ব্রাহ্মণবাড়িয়ায় ডেঙ্গু আতংক বিরাজ করছে- ২ শতাধিকের উপর ডেঙ্গু রোগে আক্রান্ত

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ায় গাছ থেকে পড়ে বাবুল মিয়া-(৩০) নামে এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের আদমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাবুল মিয়া ওই গ্রামের নূরু মিয়ার ছেলে।

নিহতের বড় ভাই মুছা মিয়া জানান, বাবুল মিয়া চট্টগ্রামে চাকুরী করেন। ঈদ-উল-আযহা উপলক্ষে তিনি বাড়িতে এসেছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বাবুল মিয়া বাড়ির একটি গাছের ঢাল কাটতে গাছে উঠলে হঠাৎ গাছ থেকে নিচে পড়ে আহত হন। আহতবস্থায় তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আরিফুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই বাবুল মিয়া মারা গেছেন। পরিবারের সদস্যরা তার লাশ নিয়ে গেছেন বলে জানান তিনি।
###

ব্রাহ্মণবাড়িয়ায় গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

সুমন আহম্মেদঃ
বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসার মধ্যে দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার শোক র‌্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসনের উদ্যোগে সর্বস্তরের মানুষের অংশ গ্রহনে একটি শোক র‌্যালি স্থানীয় লোকনাথ উদ্যান (টেংকের পাড়) থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় বঙ্গবন্ধু স্কয়ারে এসে শেষ হয়। পরে বঙ্গবন্ধু স্কয়ারে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আনুষ্ঠানিকভাবে পুষ্পস্তক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন, পুলিশ সুপার মোঃ মোহাম্মদ আনিসুর রহমান।

পরে পর্যায়ক্রমে জেলা আওয়ামীলীগ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব, পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদসহ বিভিন্ন সরকারি ও বে-সরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন পুষ্পস্তবক অর্পন করেন। পরে বাদ জোহর জেলা জামে মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
###

বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় শোক দিবস পালিত

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি বড় পশুর হাটে জাল নোট শনাক্তকরণ মেশিন দিয়েছে র‌্যাব। ওই মেশিনের মাধ্যমে কোরবানীর পশু ক্রেতা-বিক্রেতারা বিনামূল্যে জাল নোট শনাক্ত করতে পারবে। এ মেশিনকে কেন্দ্র করে ক্রেতা বিক্রেতার মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছে।

র‌্যাব-১৪-এর কিশোরগঞ্জের ভৈরব ক্যাম্প সূত্র জানায়, শুক্রবার থেকে ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর, সুহিলপুর, নবীনগরের শিবপুর ও সরাইলের দুইটি পশুর হাটে জাল নোট শনাক্তকরণ মেশিন দেয়া হয়েছে। হাটের পাশেই জাল নোট শনাক্ত করার জন্য অস্থায়ী ক্যাম্প করা হয়েছে। কিশোরগঞ্জ জেলায় একই ধরণের মেশিন দিয়ে র‌্যাবের পক্ষ থেকে জাল নোট শনাক্ত করা হচ্ছে বলে জানানো হয়েছে।

এ ব্যাপারে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সিনিয়র সহকারি পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, কোনো চক্র যাতে বাজারে কোনোভাবেই জাল নোট ছড়াতে না পারে সে জন্য কড়া নজরদারি রয়েছে। প্রতিটি পশুরহাটে র‌্যাবের নজরদারি রয়েছে। ঈদের পূর্বরাত পর্যন্ত পশু ক্রেতা বিক্রেতাদের বিনা খরচে নোট যাচাই সংক্রান্ত সেবা প্রদান করা হবে।
###

ব্রাহ্মণবাড়িয়ার ছয় পশুর হাটে জাল নোট শনাক্তকরণ মেশিন দিয়েছে র‌্যাব

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মনিজুর রহমান ৩৬ বছর ধরে চাকুরী করে এখন তিনি “ অতিরিক্ত শিক্ষক” বনে গেলেন।

তিনি ১৯৮৩ সালের ২৮ ডিসেম্বর থেকে চাকরি করছেন। এ অবস্থায় মনিজুর রহমান যে কোনা সময় সরকারিভাবে প্রাপ্ত বেতন-ভাতা বন্ধের শঙ্কায় আছেন।

মনিজুর রহমানের অভিযোগ, বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিলে তথ্য বিবরণীতে তার স্বাক্ষর জাল করে এ অবস্থার সৃষ্টি করেছেন। তাঁর বদলে নিয়ম বহির্ভূতভাবে অন্য শিক্ষকও নিয়োগ দিয়ে ফেলেছেন। এ বিষয়ে তিনি উচ্চ আদালতের দ্বারস্থ হওয়ার পাশাপাশি সরাইল থানায় সাধারন ডায়রি (জিডি) করেছেন।
তবে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মোঃ আনোয়ার হোসেন এই অভিযোগ অস্বীকার করেছেন।

শুক্রবার বিকেলে তিনি বলেন, ‘মনিজুর রহমান মিথ্যুক। তথ্য বিবরণীতে তাঁর স্বাক্ষরের ঘর খালি আছে। এখন তিনি মিথ্যা তথ্য দিয়ে কয়েকজন শিক্ষকের বেতন ভাতা আটকে রেখেছেন। অথচ মনিজুর সরকারি নীতিমালা অনুযায়ি সব বেতন-ভাতা এমনকি পেনশন পাবেন। নিয়ম অনুসারে আমরা এনটিআরসি থেকে নিয়োগপ্রাপ্ত শিক্ষককে যোগদান করিয়েছি মাত্র।

মনিজুর রহমান বলেন, ‘আমি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষক। নিয়মিত বেতন ভাতা পেয়ে আসছি। হঠাৎ করে আমি ও ফারহানা বেগম নামে দুই শিক্ষকের জায়গায় অন্য দুই শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে। তথ্য বিবরণীতে বলা হয়েছে আমরা অতিরিক্ত শিক্ষক। ওই তথ্য বিবরণীতে আমাদের স্বাক্ষর জাল করা হয়েছে। এ অবস্থায় সরকার যে কোনো সময় আমাদের বেতন ভাতা বন্ধ করে দিতে পারেন।
###

৩৬ বছর ধরে চাকরি করে এখন ‘অতিরিক্ত শিক্ষক’

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় জ্বালানী নিরাপত্তা দিবস উপলক্ষে জাতীয় জ্বালানী নিরাপত্তা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে শহরতলীর বিরাসারে বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানী লিমিটেড (বিজিএফসিএল) এর প্রধান কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিজিএফসিলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তৌফিকুল ইসলাম তপু।

বিজিএফসিলের মহাব্যবস্থাপক (কম্প্রেসার ও জেনারেটর) আমির ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ.আ.ম রশিদুল ইসলাম, বিজিএফসিলের অফিসার ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি ও মহাব্যবস্থাপক (অপারেশন) প্রকৌশলী আলী মোক্তেজার, জিএম (এডমিনিস্ট্রেশন) এটিএম শাহ আলম, বিজিএফসিলের এমপ্লয়িজ এসোসিয়েশন সভাপতি তৌফিক বেলাল প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শাহাদাৎ বরণের মাত্র এক সপ্তাহ আগে ১৯৭৫ সালের ৯ আগস্ট এদেশের বিদেশী মালিকানাধীন শেল ওয়েল কোম্পানির ৫টি গ্যাস ফিল্ড নামমাত্র ১৭.৮৬ কোটি টাকায় ক্রয় করে রাষ্ট্রীয় মালিকানাভুক্ত করেন। জাতির পিতার এই যুগান্তকারী দূরদর্শী সিদ্ধান্তের ফলে আজ অবধি আমাদের অর্থনৈতিক বিকাশে ও জ্বালানী নিরাপত্তার ক্ষেত্রে গ্যাস ক্ষেত্র গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। জ্বালানি খাতে জাতির পিতার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার প্রথম বারের মতো ২০১০ সালের ৯ আগস্টকে “জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস” হিসেবে ঘোষণা করেন।
###

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় জ্বালানী নিরাপত্তা দিবস পালিত

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মানিক মিয়া (৩০) নামে এক রং মিস্ত্রীর মৃত্যু হয়েছে।
বুধবার (৭ আগস্ট) দুপুর ১টায় জেলা শহরের র্পূব মেড্ডা এলাকার মোশারফ মিয়ার বাড়িতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রং মিস্ত্রীর মৃত্যু হয়।

নিহত মানিক শহরের মধ্যমেড্ডা (বনানীপাড়া) এলাকার ইউনুছ মিয়ার ছেলে। সে পেশায় রং মিস্ত্রী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে র্পূব মেড্ডা এলাকায় মোশারফ মিয়ার বাড়িতে সাইড দেয়ালের রঙের কাজ করার সময় টিনের চালে পড়ে যায়, টিনের নিচে থাকা তারে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় মানিক মিয়া।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরির্দশক (তদন্ত) আতিকুর রহমান জানান- খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল র্মগে রাখা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
###

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রং মিস্ত্রীর মৃত্যু

সুমন আহম্মেদঃ
চাঁদা না দেয়ায় ব্রাহ্মণবাড়িয়া শহরের কালাইশ্রীপাড়া এলাকায় নির্মানাধীন বাড়ির মালিক এক হিন্দু ব্যবসায়িকে মারধর করেছে প্রতিবেশী সন্ত্রাসীরা। এসময় সন্ত্রাসীরা ওই ব্যবসায়ির বাড়ির সীমানা প্রাচীর ভেঙ্গে বাঁশের বেড়া দিয়ে পাশ্ববর্তী আরো দুই বাড়ির যাতায়তের পথ বন্ধ করে দিয়েছে। এ ঘটনায় গত সোমবার (০৫ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দুই হামলকারির নামোল্লেখ করে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ব্যবসায়ি সঞ্জয় দত্ত।

মামলায় অভিযুক্ত দুই হামলাকারি হলেন, কালাইশ্রীপাড়ার বাসিন্দা সুব্রত দেব ও একই এলাকার মনির হোসেন দুলাল।

মামলার এজাহারে বাদি সঞ্জয় দত্ত বলেন, তার পৈত্রিক ভিটিতে ভবন নির্মাণের কাজ চলছে। এ অবস্থায় গত শনিবার (০৩ আগস্ট) রাত অনুমান ১০টার দিকে উপরিল্লিখিত দুইজনসহ তাদের আরো কয়েকজন সহযোগী বাদির ঘরে ঢুকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। বাদি চাঁদা দিতে অস্বীকার করলে সুব্রত দেব তাকে কিল-ঘুষি মেরে ও শার্ট-প্যান্ট ছিড়ে অপদস্ত করে। এসময় মনির হোসেন দুলাল বাদি সঞ্জয় দত্ত’র প্যান্টের পকেট থেকে ৩৫ হাজার টাকা হাতিয়ে নেয়। এসময় তাদের সহযোগীরা বিভিন্ন নির্মাণ সামগ্রী লুটপাট ও ভাংচুর করে প্রায় তিন লাখ টাকার ক্ষতিসাধন করে। পরে সন্ত্রাসীরা চাঁদা না পাওয়ার ক্ষোভে ব্যবসায়ি সঞ্জয় দত্তের বাড়ির সীমানা প্রাচীর ভেঙ্গে গুড়িয়ে দেয় এবং সেখানে বাঁশের বেড়া দিয়ে পাশ্ববর্তী আরো দুই বাড়ির যাতায়তের পথ বন্ধ করে দেয়।

এ অবস্থায় তারা অব্যাহত হুমকি-ধামকির ভয়ে বাড়িতে যেতে পারছেন না।
মামলা দায়েরের পর আদালত বিষয়টি সরেজমিন তদন্ত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
এদিকে নির্মাণাধীন এই বাড়ি ঘেঁষা জায়গায় যেন কেউ অনধিকার প্রবেশ করে কোন প্রকার বিঘন্ন সৃষ্টি করতে না পারে সেজন্য ১৪৪ ধারা জারি করে সুব্রত দেবের নামে সমন জারি করেছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালত।
###

চাঁদা না দেয়ায় ব্যবসায়িকে মারধর বাড়ির সীমানা প্রাচীর ভেঙ্গে যাতায়তের পথ বন্ধ

ফেসবুকে আমরা..