শোক সংবাদ শাহজাহান মিয়া

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার দক্ষিণ পৈরতলার বাসিন্দা ও পৌর সভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর ওমর ফারুক জীবনের পিতা, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা ও দক্ষিণ পৈরতলা শেখ জালাল (রঃ) মাজার শরীফের খাদেম মোঃ শাহজাহান মিয়া ইন্তেকাল করেছেন (ইন্না—রাজিউন)। গত শনিবার রাত সাড়ে ১০টায় নিজবাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।

রবিবার বাদ জোহর দক্ষিণ পৈরতলা ঈদগাহ মাঠে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। নামাজে জানাযায় সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট হুমায়ূন কবির, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ এমরানুর রেজা, পৌরসভার সাবেক মেয়র মোঃ হেলাল উদ্দিন, হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি তাজ মোহাম্মদ ইয়াছিন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, জেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক সৈয়দ মিজানুর রেজা, পৌর সভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগনসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
###

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা..