BOTV নিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার নাটাই(দ:) ইউনিয়নের পয়াগ-নরসিংসার বোর্ড অফিস বাজারে দিন দিন অনিয়মের পাল্লা ভারী হচ্ছে। প্রকাশ্যে চলছে চাঁদাবাজি আর জবর-দখল। পরিষদের কিছু স্বার্থান্বেষী মহল বে-আইনী ভাবে সেন্ডিকেট বানিয়ে এসব অনিয়ম করছে। জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের বরাবর লিখিত অভিযোগ করেও কোনো প্রতিকার হয়নি।

এলাকার খোজ নিয়ে জানা যায়, এই নব্য আওয়মীলীগনেতা পরিচয়দারী সেন্ডিকেট বাহীনি ইউনিয়ন পরিষদের পাশে সরকারি জায়গা দখল করে বেশ কয়েকটি দোকান-ঘর করে ভাড়া দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। পরিষদের রাস্তার দুই পাশে সরকারি ভূমিতে অবৈধ স্থাপনার জন্য যানবাহন সহ জন সাধারণের চলাফেরা চরমভাবে বিঘ্ন হচ্ছে।

 

এই ব্যাপারে ৮-৪-১৮ইং তারিখে সচেতন ব্যাক্তি সাইফুল ইসলাম বাদী হয়ে জেলা প্রশাসক ও উপজেলা নিবার্হী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করলে এখনও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

পয়াগ-নরসিংসার বোর্ড অফিস বাজারের দোকানদার জাবেদ মিয়া জানান, বাজারের সভাপতি আব্দুর রহমান প্রতিমাসে আমার কাছ থেকে ৪০০ টাকা ভাড়া নেই। এমন প্রায় অর্ধশতাধিক দোকান রয়েছে। যার সবগুলোর ভাড়া কমিটি নামক কথিত সেন্ডিকেটের পকেটে যায়।

###

 

পয়াগ-নরসিংসার বাজারে জবর-দখল ও চাঁদাবাজি অভিযোগের ৬ মাসেও প্রশাসন নিরব

botv-নিউজ :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বৃহস্পতিবার (২২ মার্চ) বিকেলে শহরে বিক্ষোভ মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা।

বিকেল সাড়ে তিনটার দিকে শহরের কান্দিপাড়া মাদরাসা রোডে জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবকদল নেতা দেলোয়ার হোসেন দিলীপের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আজহারুল ইসলাম দিদার, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সালাহউদ্দিন, জেলা ছাত্রদল নেতা আশরাফুল কমল, পৌর ছাত্রদলের আহবায়ক সাঈদ হাসান সানি, স্বেচ্ছাসেবক দল নেতা ইলিয়াছ প্রমুখ।

(প্রেস বিজ্ঞপ্তি)

খালেদা’র মুক্তির দাবিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

botvনিউজঃ

ভারতের ত্রিপুরা রাজ্যের বিধান সভার নির্বাচনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। স্থলবন্দরের ব্যবসায়িদের সিদ্ধান্ত অনুযায়ি গতকাল শনিবার ও আজ রবিবার এ বন্দর দিয়ে ব্যবসায়িক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। তবে বন্দর দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
আখাউড়া স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক ফোরকান আহমেদ খলিফা ও আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম জানান, আজ রবিবার ত্রিপুরার বিধানসভার নির্বাচন। যে কারণে ভারতীয় ব্যবসায়িদের সঙ্গে আলোচনা করে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।

ত্রিপুরায় বিধান সভার নির্বাচন বন্ধ আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি

 

botvনিউজ:
পরিবার-পরিজন নিয়ে বাঁচতে চায় দৃষ্টিপ্রতিবন্ধী আমিরুল ইসলাম মানিক-(৪১)। বর্তমানে পরিবার পরিজন নিয়ে তিনি মানবেতর জীবন যাপন করছেন। কর্মসংস্থানের মাধ্যমে তাকে পুনর্বাসন করার জন্য তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের ভাটপাড়া গ্রামের মরহুম আবদুল আওয়ালের ছেলে আমিরুল ইসলাম মানিক বর্তমানে পৌর এলাকার পশ্চিম মেড্ডা নোয়াপাড়ায় পরিবার পরিজন নিয়ে ভাড়া বাসায় বসবাস করছেন। অন্যের সহায়তার উপরই চলছে তাঁর সংসার।
আমিরুল ইসলাম মানিক জানান,পৈত্রিক বাড়ি ভাটপাড়ায় হলেও সেখানে তাদের কোন জায়গা-জমি এমনকি বাড়ি নেই। তাই বাধ্য হয়েই নোয়াপাড়ায় ভাড়া বাসায় বসবাস করছেন। পরিবারে রয়েছেন তার বৃদ্ধ মা, স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে। ৫জনের সংসার নিয়ে তিনি মানবেতর জীবন যাপন করছেন। মানিক জানান, তিনি যখন তৃতীয় শ্রেণীতে পড়েন, তখন তার ১০ বয়স বছর। তখন তার চোখে সমস্যা দেখা দেয়। এক সময় তিনি দু’চোখের দৃষ্টি হারিয়ে ফেলেন। দৃষ্টি প্রতিবন্ধী হলেও তিনি থেমে থাকেননি। ২০০৫ সালে ব্রেইল পদ্ধতিতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম.এস.এস পাশ করেছেন। তারপর একটি এনজিওতে চাকুরী নেন। ভালোই কাটছিল তার দিনকাল। কিন্তু সেখানে মাত্র ৪ বছর চাকুরী করার পর এনজিওর প্রকল্প শেষ হয়ে যায়। প্রকল্পের কাজ শেষ হওয়ার পর তার চাকুরীও শেষ হয়ে যায়। এর পর থেকেই তিনি বেকার। মানিক বলেন, নিজের সহায়-সম্পত্তি, বাড়ি-ঘর না থাকায় তিনি পরিবারের ৫ সদস্যকে নিয়ে পশ্চিম মেড্ডার ভাড়া বাসায় মানবেতর জীবন-যাপন করছেন। তিনি বলেন, পরিবারের আয়ের কোন উৎস নেই। শ্বশুর বাড়িসহ মানুষের সহায়তায় চলে তার পরিবার। আমিরুল ইসলাম মানিক বলেন, তিনি দৃষ্টিপ্রতিবন্ধী হলেও এ পর্যন্ত সরকারীভাবে কোন ধরনের সাহায্য-সহযোগীতা পাননি। তিনি কর্মসংস্থানের মাধ্যমে তাকে পুনর্বাসন করার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন।
###

পরিবার-পরিজন নিয়ে বাঁচতে চায় দৃষ্টিপ্রতিবন্ধী মানিক

শোকর্বাতা:

ব্রাহ্মণবাড়িয়া জেলা রেজিং অফিসের দলীল লেখক সমিতির সভাপতি মো: মিজনুর রহমানের মাতা হাজী আবেদা বেগম ১৬-জানুয়ারী মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় শহরের নিজ বাড়ীতে স্বাভাবিকভাবে মৃত্যু বরণ করেন।(ইন্নাল্লিহী ওয়া……..রাজীউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিন ছেলে, তিন মেয়ে,দশ নায়নাতকর সহ অসংখ্য গুণীজ্ঞাহী ও সুভান্যুধায়ী রেখে গেছেন।

১৭ জানুয়ারী বুধবার সকাল ১০টায় শহরের টেংকের পাড় মাঠে মরহুমের ১ম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।পরে বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের বাবুটিয়ায় ২য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

অন্যদিকে সমিতির সভাপতির মা’র মৃত্যুতে দলীল লেখকদের মাঝে শোক বিরাজ করছে।

###

জেলা দলীল লেখক সমিতির সভাপতির মায়ের মৃত্যুবরণ

 

যখন-তখন, যেখানে-সেখানে, এখুনি সার্বসক্রাইব করুন,ব্রাহ্মণবাড়িয়াকে সাথে রাখুন।

সময়-অসময়-সুসময়ের দাবী,ব্রাহ্মণবাড়িয়া অনলাইন টিভি

সিভিল সার্জন কার্যালয়, ব্রাহ্মণবাড়িয় ফোন-০৮৫১-৬১২৫৫
ফ্যাক্স-০৮৫১-৫৮৫০৩
জেলা সদর হাসপাতাল , ব্রাহ্মণবাড়িয়া- ০৮৫১-৫৯২৮২।
brahmanbaria@hospi.dghs.gov.bd .
বক্ষব্যাধি ক্লিনিক, ব্রাহ্মণবাড়িয়া- ফোন-০৮৫১-৫৮৬৯২
উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তার কার্যালয় , সদর, ব্রাহ্মণবাড়িয়া। ফোন- ০৮৫১-৫৮৬১৩
brahmanbaria@uhfpo.dghs.gov.bd .
উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তার কার্যালয় , সরাইল, ব্রাহ্মণবাড়িয়া। ফোন- ০৮৫২৭-৫৬০০২

উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তার কার্যালয়, নাছিরনগর, ব্রাহ্মণবাড়িয়া। ফোন- ০৮৫১-৫৮৬১৩

উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তার কার্যালয় , আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া। ফোন- ০৮৫২২-৫৬০৬৬

উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তার কার্যালয় , কসবা, ব্রাহ্মণবাড়িয়া। ফোন- ০৮৫২৪-৭৩০১১

উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তার কার্যালয় , নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া।ফোন- ০৮৫৫২৫-৭৫৩৩৩

উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তার কার্যালয় , বাঞ্ছারামপুর , ব্রাহ্মণবাড়িয়া। ফোন- ০৮৫২৩-৫৬০২২

ব্রাহ্মণবাড়িয়া জেলার গুরুত্বপূর্ণ হাসপাতাল ও ক্লিনিকের নাম্বার সমূহ:

Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing!

Hello world!

ফেসবুকে আমরা..