সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার “আমার গ্রাম-আমার শহর” শীর্ষক আলোচনা সভা গত শনিবার সকালে নাসিরনগর ইনষ্টিটিউট অব লাইফস্টক সাইন্স এন্ড টেকনোলজি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য বদরুজোদ্দা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলীর সভাপতিত্বে এবং ডাঃ কাওসার হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী মোঃ খলিলুর রহমান, ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সাঈদ, এলজিইডি ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী প্রকৌশলী মোঃ শিরাজুল ইসলাম, নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফি উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বদরুজোদ্দা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষনা দিয়েছেন, আগামী পাচঁ বছরের পরিকল্পিত উন্নয়নে দেশের প্রতিটি মফস্বল এলাকার গ্রামকে শহরে পরিণত করা হবে। শহরের সুবিধা নিশ্চিত করা হবে। সেই আলোকে নাসিরনগর উপজেলার প্রতিটি ইউনিয়নে উন্নয়ন কর্মকান্ড করে গ্রামকে শহরের সুবিধার আওতায় আনতে কার্যক্রম শুরু করা হয়েছে। তিনি উন্নয়ন কর্মকান্ডে সকলের সহযোগীতা কামনা করেন।
###