সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে চড়া দামে পেঁয়াজ বিক্রি করার দায়ে চার ব্যবসায়িকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আজগর আলীর নেতৃত্বে গঠিত ভ্রাম্যমান আদালত নাসিরনগর বাজারে অভিযান চালিয়ে বেশী দামে পেয়াজ বিক্রির দায়ে এবং দোকানগুলোতে সরকার নির্ধারিত বিক্রিকৃত পণ্যের মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৮ এবং ৪০ ধারায় চার ব্যবসায়ীকে অর্থদন্ড দেন।

অর্থদন্ড পাওয়া ব্যবসায়ী মনোরঞ্জন ঘোপকে ১০ হাজার টাকা, সজল দেবকে ৫ হাজার, বিশু দেবকে ৫ হাজার এবং রঞ্জন ঘোপকে ২ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে ১ মাসের কারাদন্ডাদেশ দেন।

পরে ভ্রাম্যমান আদালত একই বাজারের সুশীল ঘোপের মিষ্টির দোকানে অভিযান চালিয়ে ওজনে কম দেয়ার অভিযোগ ৩০ হাজার টাকা জরিমানা করেন।

এ ব্যাপারে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলী জানান, বেশী দামে পেঁয়াজ বিক্রি করায় এবং সরকার নির্ধারিত পণ্যের বিক্রিকৃত মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ৩৮,৪০ ও ৪৩ ধারায় তাদেরকে অর্থদন্ড দেয়া হয়েছে।
###

চড়া মূল্যে পেঁয়াজ বিক্রি করায় নাসিরনগরে চার ব্যবসায়িকে জরিমানা

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার “আমার গ্রাম-আমার শহর” শীর্ষক আলোচনা সভা গত শনিবার সকালে নাসিরনগর ইনষ্টিটিউট অব লাইফস্টক সাইন্স এন্ড টেকনোলজি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য বদরুজোদ্দা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলীর সভাপতিত্বে এবং ডাঃ কাওসার হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী মোঃ খলিলুর রহমান, ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সাঈদ, এলজিইডি ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী প্রকৌশলী মোঃ শিরাজুল ইসলাম, নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফি উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বদরুজোদ্দা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষনা দিয়েছেন, আগামী পাচঁ বছরের পরিকল্পিত উন্নয়নে দেশের প্রতিটি মফস্বল এলাকার গ্রামকে শহরে পরিণত করা হবে। শহরের সুবিধা নিশ্চিত করা হবে। সেই আলোকে নাসিরনগর উপজেলার প্রতিটি ইউনিয়নে উন্নয়ন কর্মকান্ড করে গ্রামকে শহরের সুবিধার আওতায় আনতে কার্যক্রম শুরু করা হয়েছে। তিনি উন্নয়ন কর্মকান্ডে সকলের সহযোগীতা কামনা করেন।
###

নাসিরনগরে আমার শহর আমার গ্রাম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪৮ তম গ্রীষ্মকালীন স্কুল ও মাদরাসা ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল খেলার ফাইনাল ও পুরষ্কার বিতরনী গতকাল বুধবার সকালে উপজেলার আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় ট্রাইব্রেকারে কুন্ডা উচ্চ বিদ্যালয় ৩-২ গোলে ফান্দাউক মদিনাতুল উলুম মাদরাসাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলীর সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুমন ভৌমিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আরা।

অনুষ্ঠানে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
###

নাসিরনগরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর অর্থায়নে উপজেলার ফান্দাউক পন্ডিতরাম উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলী এর উদ্বোধন করেন।

দুর্নীতি প্রতিরোধে তরুণ প্রজন্মের মধ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি এবং গণসচেতনতা গড়ে তোলার লক্ষে দুর্নীতি দমন কমিশন এই উদ্যোগ গ্রহণ করেছে।
সততা স্টোরের উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলী শিক্ষার্থীদেরকে দুর্নীতি মুক্ত রাখা এবং দুর্নীতিকে প্রশ্রয় না দেয়ার জন্য শপথ বাক্য পাঠ করান।

এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল আলম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আবদুর রহিম, সাধারণ সম্পাদক সাংবাদিক আকতার হোসেন ভুঁইয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান শেখ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ইয়ার খান, সারোয়ার আলমসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
###

নাসিরনগরে সততা স্টোরের উদ্বোধন

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বুধবার ডেঙ্গু রোগ প্রতিরোধ বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে গতকাল বুধবার সকালে হাসপাতালের অনুষ্ঠিত কর্মশালায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোঃ শাহ আলম।

ডাঃ কাওছার হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহম্মেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আকিব উদ্দিন।
বক্তব্য রাখেন মা-মনি’র উপজেলা সমন্বয়কারী মোঃ সামছুল আলম, স্বাস্থ্য সহকারি শরিফুল রহমান, শফিউল আলম, সহকারী স্বাস্থ্য পরিদর্শক হুমায়ুন কবির খান ও ওয়ার্ড ইনচার্জ আসমা আক্তার।

কর্মশালায় প্রধান অতিথি ডেঙ্গু রোগ প্রতিরোধের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, এডিস মশার আক্রমনের ফলে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিস্তার ঘটে। তাই ডেঙ্গু রোগের এডিস মশার বংশ বিস্তার ও ডেঙ্গু নিয়ে আতংকিত না হয়ে ব্যক্তি,পরিবার ও সমাজকে এ থেকে মুক্ত রাখার জন্য সবাইকে সচেতন হতে হবে। কর্মশালায় চিকিৎসক, স্বাস্থ্যকর্মীসহ এনজিও’র প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
###

নাসিরনগরে ডেঙ্গু রোগ প্রতিরোধ বিষয়ক দিনব্যাপী কর্মশালা

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অগ্নিকান্ডে নগদ ত্রিশ হাজার টাকাসহ একটি বসতঘর সম্পূর্ন ভস্মীভূত হয়েছে। গত রোববার বিকেলে উপজেলার চাপরতলা ইউনিয়নের চাপরতলা গ্রামের রুবেল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে গতকাল সোমবার সকালে এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সংবাদ পেয়ে সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলী ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবারকে জেলা প্রশাসকের জিআর ক্যাশ থেকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।

স্থানীয়রা জানান, গত রোববার বিকালে চাপরতলা গ্রামের রুবেল মিয়ার ঘরে আগুন লাগে । আগুনে রুবেল মিয়ার ঘরে থাকা নগদ ৩০ হাজার টাকা, মেশিন, ধানসহ ঘরটি সম্পূর্ন পুড়ে যায়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকান্ডে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত রুবেল মিয়া জানান।
###

নাসিরনগরে অগ্নিকান্ডে বসতঘর ভস্মীভূত

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে নাসিরনগর-লাখাই সড়কের ফান্দাউক-বুড়িশ্বরের মধ্যবর্তী স্থানে রাস্তায় ব্যারিকেট দিয়ে ডাকাতির প্রস্তুতিকালে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলা সদরের পশ্চিম পাড়ার মোঃ জলিল-(২৪), উপজেলার চাপরতলা গ্রামের সোহেল মিয়া-(২৫) ও সাঈদ মিয়া-(২৩)।

এসময় তাদের কাছ থেকে ছোরাসহ ডাকাতির নানা সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
নাসিরনগর থানার পরিদর্শক (ওসি) মোঃ সাজেদুর রহমান জানান ১০/১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় বাকিরা পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।
###

ডাকাতির প্রস্তুতিকালে নাসিরনগরে ৩ ডাকাত গ্রেপ্তার

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের গোয়ালনগর গ্রামের মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

মৃতরা হলেন, গোয়ালনগর গ্রামের মাসুক মিয়ার ছেলে আরমান মিয়া-(১৬) এবং সালমান মিয়া-(১৪)। তারা ঈদ-উল-আযহা উপলক্ষে চট্টগ্রাম থেকে দাদার বাড়িতে বেড়াতে এসেছিলো।

গোয়ালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল হক জানান, গোয়ালনগর গ্রামের মধ্যপাড়ার মাসুক মিয়া পরিবার নিয়ে চট্টগ্রামে বসবাস করেন। সেখানে মাসুক মিয়া ব্যবসা করেন। গত ঈদ-উল আযহায় মাসুক মিয়ার দুই ছেলে গ্রামের বাড়িতে বেড়াতে আসে। গতকাল শনিবার দুপুরে বাড়ির পাশের বিলের পানিতে গোসল করতে গিয়ে ছোট ভাই সালমান মিয়া পানিতে ডুবে যায়। তাকে বাঁচাতে গিয়ে বড় ভাই আরমান মিয়াও পানিতে ডুবে যায়।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষনা করেন।
###

নাসিরনগরে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাসিক আইন-শৃংখলা কমিটির সভা বুধবার সকালে স্থানীয় অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলী।

সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফি উদ্দিন আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফজলে ইয়াজ, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুর রহমান প্রমুখ।

সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলী মাদক, জঙ্গীবাদ, অপরাধ প্রবণতা বন্ধ ও আইনশৃঙ্খলার উন্নয়নে পুলিশের পাশাপাশি সকলকে ভূমিকা রাখার আহবান জানান।
###

নাসিরনগরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুলিশ হেফাজতে মো. বাবুল মিয়া (৫৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ডাকাতি মামলার গ্রেপ্তারি পরোয়ানামূলে তাকে গ্রেপ্তারের ঘন্টাখানেক পরই তিনি মারা যান। বাবুল মিয়া উপজেলার কুইয়ারপুর গ্রামের চন্দ্রপাড়ার লাল খানের ছেলে।

নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. কবির আহমেদ জানান, রবিবার বেলা পৌণে দুইটার দিকে বাবুল মিয়াকে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। থানার কাছাকাছি নিয়ে আসার পর তিনি অসুস্থবোধ করলে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। বাবুল মিয়া জেলার বিজয়নগর থানায় দায়ের হওয়া ডাকাতি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামী।

তিনি আরো জানান, নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী আজগর সন্ধ্যায় পরিবারের সদস্যদের সামনে ওই ব্যক্তির লাশের সুরতেহাল রিপোর্ট তৈরি করেন। ময়না তদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
###

নাসিরনগরে পুলিশ হেফাজতে ডাকাতি মামলার আসামীর মৃত্যু

ফেসবুকে আমরা..