botvনউজ:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শুক্রবার থেকে শুরু হচ্ছে শাহ্ সৈয়দ আহম্মেদ গেছুদারাজ (রঃ) প্রকাশ খড়মপুর শাহপীর কল্লা শহীদ মাজারের ওরস শরীফ।

সপ্তাহব্যাপি এই ওরসে আগামী ১৪ আগস্ট আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। ওরসকে কেন্দ্র করে সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। ওরস উপলক্ষে মাজার এলাকা ও শাহপীর কল্লা শহীদ উচ্চ বিদ্যালয় মাঠে মাসব্যাপি মেলা বসবে।

মাজার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক ছালেহ নেওয়াজ খান খাদেম জানান, ইতিমধ্যেই ভক্ত আশেকানরা মাজারে আসতে শুরু করেছেন।

###

আখাউড়ায় আজ শুরু হচ্ছে খড়মপুর মাজারের ৭দিনব্যাপী ওরস মোবারক

botvনিউজ:

কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ব্রাহ্মণবাড়িয়া কুমিলা¬ মহাসড়কে আখাউড়া সড়ক ও জনপথ বিভাগের জায়গায় অবৈধভাবে গড়ে উঠা দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। গত বুধবার বিকেলে উপজেলার তন্তর বাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

সড়ক ও জনপথ বিভাগ, ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী প্রকৌশলী আবু এহতেশাম রাশেদের নির্দেশে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানে তন্তর বাজারে অবৈধভাবে গড়ে উঠা ১৫টি দোকান উচ্ছেদ করা হয়।

অভিযানকালে সড়ক ও জনপথ বিভাগ ব্রাহ্মণবাড়িয়ার উপ-বিভাগীয় প্রকৌশলী ভূইয়া রেদওয়ানুর রহমানসহ সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এ নিয়ে তিন দফায় তন্তর বাজার এলাকা থেকে অবৈধভাবে গড়ে তোলা ৪০টি দোকান উচ্ছেদ করা হয়।
###

সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে আখাউড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিপুল পরিমান মেয়াদোর্ত্তীন ঔষধ রাখার দায়ে উপজেলার মোগড়া বাজারের রুবি ফার্মেসীর মালিক মোঃ সোলাইমানকে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ শামছুজ্জামান মঙ্গলবার দুপুরে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

এর আগে একই ভ্রাম্যমান আদালত গতকাল মঙ্গলবার সকাল ৮টায় জাতীয় মৎস্য সপ্তাহ-উপলক্ষ্যে আখাউড়ার বিভিন্ন মাছের বাজারে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে মাছ ব্যবসায়ীদের সাথে মৎস্য বিষয়ক বিভিন্ন আইন ও ফরমালিনের ক্ষতিকারক দিক নিয়ে আলোচনা করেন। এসময় আদালত বেশ কয়েকটি মাছের দোকান ও আড়তে মাছের নমুনা পরীক্ষা করে ফরমালিনের অস্তি¡ত্ব পায়নি। পরে ভ্রাম্যমান আদালত ২৩ সেমিঃ এর কম রুই জাতীয় মাছ বিক্রয় না করার জন্য নির্দেশ দেন।

এদিকে ভ্রাম্যমান আদালতের অভিযান টের পেয়ে মোগড়া বাজারের বেশ কয়েকজন ঔষধ ব্যবসায়ী দোকানে তালা মেরে পালিয়ে যায়। পরে ভ্রাম্যমান আদালত মোগড়া বাজার কমিটিকে বিষয়র ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন।
অভিযান চলাকালে উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিমসহ আখাউড়া থানার বেশ কয়েকজন পুলিশ উপস্থিত ছিলেন।
###

ভ্রাম্যমান আদালতের অভিযান আখাউড়ায় ফার্মেসীকে জরিমানা

 

 

 

 

 

 

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিনা পাসপোর্টে ভারতে যাওয়ার সময় দুইজনকে করেছে ২৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়ার উপজেলার সীমান্তবর্তী সেনারবাদী এলাকা থেকে তাদেরকে আটক করা হয় ।

আটককৃতরা হলেন, সরাইল উপজেলার দক্ষিণ আরিফাইল গ্রামের মোঃ শহিদ মিয়ার ছেলে মোঃ মনির মিয়া-(২৪) এবং একই উপজেলার জসিম মিয়ার স্ত্রী মোছাঃ সাজেদা বেগম- (২৫)। বিজিবি সূত্র জানায়, আটক দু’জনকে আখাউড়া থানায় সোর্পদ করা হয়েছে।
###

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় আখাউড়ায় মহিলাসহ দুইজন গ্রেপ্তার

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নারী ও শিশু নির্যাতন মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আনিছ মিয়া-(৬০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার রামধননগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আনিছ মিয়া রামধননগর গ্রামের জজ মিয়ার ছেলে।

এ ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন তরফদার বলেন, গ্রেপ্তারকৃত আনিছ মিয়া একটি নারী ও শিশু নির্যাতন মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী। আদালত তাকে যাবজ্জীবন কারাদন্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদন্ড প্রদান করেছিলো। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
###

আখাউড়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

botvনিউজ:

পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের দুর্ভোগ কমাতে নিজ অর্থায়নে ব্রাহ্মণবাড়িয়ার কসবা-আখাউড়া সড়ক সংস্কার করে দিচ্ছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এম.পি। গতকাল বুধবার সকালে ওই সড়কের সাত কিলোমিটার অংশের সংস্কার কাজের শুরু হয়। ঈদের পর সড়ক সরকারি অর্থায়নে পুরোদমে মেরামত কাজ হবে বলে জানা গেছে।

গতকাল বুধবার সকালে আইনমন্ত্রীর সহকারি একান্ত সচিব (এপিএস) অ্যাডভোকেট রাশেদুল কায়ছার ভূঁইয়া জীবন সড়ক সংস্কার কাজের উদ্বোধন করেন। এ সময় কসবা পৌর মেয়র মোঃ এমরান উদ্দিন জুয়েল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মনির হোসেন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন রিমনসহ বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কসবা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মনির হোসেন জানান, গত মঙ্গলবার মন্ত্রী ঢাকা থেকে আখাউড়া হয়ে কসবা-আখাউড়া পথে কসবায় আসেন। সন্ধ্যায় তিনি একই পথে আখাউড়া এসে সেখানে আওয়ামী লীগ আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে যোগ দেন। এ সময় সড়কের বেহাল দশা দেখে দ্রুত মেরামতের নির্দেশ দেন মন্ত্রী।

আইনমন্ত্রীর এপিএস রাশেদুল কায়সার ভূঁইয়া জানান, সড়কটি মেরামতে পাঁচ কোটি ৬১ লাখ টাকা বরাদ্দ হয়েছে। ইতিমধ্যে টেন্ডারও হয়েছে। তবে ঈদের ঘরমুখো মানুষের দুর্ভোগ কমাতে মন্ত্রী মহোদয় নিজ অর্থায়নে সড়ক মেরামত কাজ করার কথা বলেন। মন্ত্রীর নির্দেশনা মোতাবেক কাজ শুরু করা হয়েছে।
###

নিজের টাকায় আইনমন্ত্রীর সড়ক সংস্কার

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের পালাটানা বিদ্যুৎ কেন্দ্রের ভারতীয় স্টিল পাইপ পরিবহন শুরু হয়েছে।  বুধবার সকালে পাঁচটি ট্যাংক লরিতে করে ১৬২ টন স্টিল পাইপ আশুগঞ্জ নৌ-বন্দর থেকে আখাউড়া স্থলবন্দরের পৌঁছে অনুষ্ঠানিকতা শেষে বিকেলে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় গেছে।

আশুগঞ্জ নৌবন্দর সূত্রে জানা গেছে, ভারতের ত্রিপুরা রাজ্যের পালাটানা বিদ্যুৎ কেন্দ্রের স্টিল পাইপ বহনের জন্য বাংলাদেশের বিআইডব্লিউটিএ ২৫ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত অনুমতি নেয় ভারত।

গত ২৫ এপ্রিল ভারতের কলকাতার হলুদিয়া নৌবন্দর থেকে এমভি মহাদেব নামে একটি ভারতীয় জাহাজ এক হাজার ৭৩১ টন স্টিলের পাইপ নিয়ে আশুগঞ্জ নৌবন্দরের উদ্দেশ্যে রওয়ানা হয়। গত ২৯ এপ্রিল জাহাজটি বাংলাদেশের জলসীমানায় প্রবেশ করে। গত ৬ মে দিনগত মধ্যরাতে জাহাজটি আশুগঞ্জ নৌ-বন্দরের জলসীমানার মেঘনা নদীর মাঝখানে নোঙ্গর করে। গত ২১ মে এমভি মহাদেব নামে জাহাজটি আশুগঞ্জ নৌবন্দরে ভিড়ে।

গত মঙ্গলবার জাহাজ থেকে স্টিলের পাইপ আশুগঞ্জ নৌবন্দরে নামামো শুরু হয়।  বুধবার সকালে নৌ-বন্দরের সকল আনুষ্ঠানিকতা শেষে পাঁচটি ট্যাংক লরিতে করে ১৬২ টন স্টিল পাইপ সড়কপথে আখাউড়া স্থলবন্দরে পৌছে। সকল আনুষ্ঠানিকতা শেষে গতকাল বিকেলে স্টিল পাইপ আখাউড়া স্থলবন্দর হয়ে ভারতে ত্রিপুরা রাজ্যের আগরতলা গেছে।

গালফ ওরিয়েন সিওয়েজ শিপিং এজেন্টের নৌপথে এই স্টিলের পাইপ পরিবহনের দায়িত্ব¡ পান। জানা গেছে, ১৯৭২ সালের নৌ প্রটোকল চুক্তির ট্রান্সশিপমেন্টের আওতায় জলপথ ও স্থলপথ ব্যবহার করে স্টিলের পাইপ ভারতের ত্রিপুরা রাজ্যে নেয়া শুরু হয়।

বিআইডব্লিউটিএ এর আশুগঞ্জ নৌ-বন্দরের পরিদর্শক শাহ আলম বলেন, ভারতের পালাটানা বিদ্যুৎ কেন্দ্রের এক হাজার ৭৩১ টন স্টিল পরিবহনে বাংলাদেশ প্রতিটনে ভয়েজ পারমিশন চার্জ, পাইলট অবস্থান চার্জ, ল্যান্ডিং চার্জ, চ্যানেল ফি ও নরাপত্তা ফিসহ প্রতি টনে ১৯২ টাকা করে পাবে।

পরিবহন ঠিকাদারি প্রতিষ্ঠান গালফ ওরিয়েন্ট সিওয়েজের লজিস্টিক ব্যবস্থাপক মোঃ নুরুজ্জামান জানান, পুরো চালানটি ত্রিপুরা রাজ্যের আগরতলায় পাঠাতে অন্তত ২০/২৫দিন সময় লাগবে।
##

আখাউড়া স্থল বন্দর দিয়ে ত্রিপুরায় পৌঁছেছে ১৬২ মেট্রিকটন স্টিল পাইপ

botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারার মামলায় মোখলেছুর রহমান লিটন-(৪৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। বুধবার ভোরে কুমিল্লা জেলা শহর থেকে তাকে আটক করা হয়। তিনি কসবা উপজেলার কুটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তবে লিটনকে সরাসরি ‘আটক’ বলা যাবে না বলে জানিয়ে পুলিশ। কার মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সেটিও স্পষ্ট জানা যায়নি।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান বলেন, সন্দেহভাজন হিসেবে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ৫৭ ধারার যে বিষয়গুলো আছে সেগুলোর সাথে তার সংশ্লিষ্টতা আছে কিনা বা তার মোবাইল থেকে পোস্ট করা হয়েছি কিনা এগুলো আমরা দেখছি।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-৪-( কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য ও আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এবং তার সহকারি একান্ত সচিব অ্যাডভোকেট রাশেদুল কাউছার ভূইয়া জীবনের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগে এপ্রিল মাসে কসবা থানায় ৭টি মামলা দায়ের করা হয়। দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত এসব মামলায় ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনের সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মোহাম্মদ শাহ আলম এবং কেন্দ্রীয় যুবলীগ নেতা শ্যামল কুমার রায়কেও আসামি করা হয়।
###

৫৭ ধারার মামলায় কসবায় আওয়ামীলীগ নেতা আটক

botv নিউজ:
মো. মুজিবুর রহমান অাজাদ। ব্রাহ্মণবাড়িয়ার অাখাউড়া উপজেলার একজন স্বজ্জন গুণী শিক্ষক। উপজেলার ধরখার ইউনিয়নের রাণীখার এস. এ হান্নান মাধ্যমিক ও কারিগরি উচ্চ বিদ্যালয়ে একাধারে ৩৭ বছর শিক্ষকতা করেছেন।
‘অাজাদ স্যার’ হিসেবে সমধিক পরিচিত এই কীর্তিমান শিক্ষককে সোমবার বিদ্যালয়ের পক্ষ থেকে আবেগঘন পরিবেশে অশ্রুজলে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
১৯৮২ সালে ওই বিদ্যালয়ে সহকারি শিক্ষক হিসেবে যোগ দিয়ে চলতি বছরের ৩ মার্চ তিনি অবসর গ্রহণ করেন। এরপর বিদ্যালয় পরিচালনা কমিটি এবং গুণমুগ্ধ শিক্ষার্থীরা তাঁকে বিদায় সংবর্ধনা প্রদানের উদ্যোগ নেন।
সোমবার বিদ্যালয়ের হলরুমে অনু্ষ্ঠিত বিদায় সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি, সাবেক গণপরিষদ সদস্য সৈয়দ এমদাদুল বারী। বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক সৈয়দ মাইনুদ্দিনের সঞ্চালনায় অনু্ষ্ঠিত বিদায় সংবর্ধনায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজুর রহমান ভূঁইয়া। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ওই বিদ্যালয়ের শিক্ষক জিয়াউল করিম, বকুল অাক্তার, পরিচালনা কমিটির সদস্য মো. মুছা, প্রাক্তন শিক্ষার্থী লোকমান খন্দকার প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘ ৩৭ বছরের শিক্ষকতা জীবনে স্কুলের প্রতি তাঁর দায়িত্ববোধ, সততা, আন্তরিকতা আর ছাত্র-ছাত্রীদের প্রতি নির্মোহ ভালোবাসা ছিল অতুলনীয়। এসময়ের মধ্যে তিনি নিজের ঘাম-শ্রম বিলিয়ে এই বিদ্যালয়ের মান উন্নয়নে সহযোগিতা করেন অকুন্ঠচিত্তে। এজন্য  এলাকার সকল মানুষের কাছে তিনি অাজীবন ভালোবাসা ও শ্রদ্ধার পাত্র হয়ে থাকবেন।
অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠান এবং বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দিয়ে তাকে সম্মাননা জানানো হয়।
রাণীখার গ্রামের মোল্লাবাড়ির বাসিন্দা মজিবুর রহমান অাজাদ ব্যক্তিগত জীবনে স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাকে নিয়ে বসবাস করছেন।
#
Attachments area

অাখাউড়ায় কীর্তিমান শিক্ষককে বিদায় সংবর্ধনা

 

সিনিয়র সহ-সভাপতি পদে দুইজন- আল-আমীন শাহীন ও কাউছার এমরান।

সাধারণ সম্পাদক পদে দুইজন  জাবেদ রহিম বিজন  ও দীপক চৌধুরী বাপ্পি ।

botv নিউজ:

বিনাপ্রতিদ্বন্ধিতায় সভাপতি সহ ৯ পদপ্রার্থী নির্বাচিত ॥ সিনিয়র সহ সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আজ ভোট গ্রহণ ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এই নির্বাচনে ইতোমধ্যে বিনাপ্রতিদ্বন্ধিতায় সভাপতি পদ সহ ৯ পদপ্রার্থী নির্বাচিত হয়েছেন । নির্বাচনে সিনিয়র সহ সভাপতি ও সাধারণ সম্পাদক দুটি পদে ভোটগ্রহণ হবে । এর মধ্যে সিনিয়র সহ সভাপতি পদে আল আমীন শাহীন এবং আ ফ ম কাউসার এমরান , সাধারণ সম্পাদক পদে দীপক চৌধুরী বাপ্পী এবং জাবেদ রহিম বিজন প্রতিদ্বন্ধিতা করছেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব নির্বাচনের নির্বাচন কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহের নিগার সাক্ষরিত পত্রে জানা গেছে, বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিতরা হচ্ছেন সভাপতি পদে খ আ ম রশিদুল ইসলাম,

সহ সভাপতি পদে মফিজুর রহমান লিমন ,

যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ বাহারুল ইসলাম মোল্লা,

কোষাধ্যক্ষ পদে নজরুল ইসলাম শাহজাদা,

দপ্তর সম্পাদক পদে ফরহাদুল ইসলাম পারভেজ,

পাঠাগার ও ক্রীড়া সম্পাদক পদে মোশাররফ হোসেন বেলাল,

সাংস্কৃতিক ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে শিহাবউদ্দিন বিপু ,

কার্যকরী সদস্য পদে শাহজাহান সাজু ও মজিবুর রহমান খান।

৭মে-২০১৮ইং প্রেস ক্লাব মিলনায়তনে দুপুর ২ টা থেকে ৫ টা পর্যন্ত এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

###

৭মে নিবার্চন, কে হবে প্রেসক্লাব সম্পাদক/সহ-সভাপতি।

ফেসবুকে আমরা..