botvনউজ:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শুক্রবার থেকে শুরু হচ্ছে শাহ্ সৈয়দ আহম্মেদ গেছুদারাজ (রঃ) প্রকাশ খড়মপুর শাহপীর কল্লা শহীদ মাজারের ওরস শরীফ।
সপ্তাহব্যাপি এই ওরসে আগামী ১৪ আগস্ট আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। ওরসকে কেন্দ্র করে সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। ওরস উপলক্ষে মাজার এলাকা ও শাহপীর কল্লা শহীদ উচ্চ বিদ্যালয় মাঠে মাসব্যাপি মেলা বসবে।
মাজার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক ছালেহ নেওয়াজ খান খাদেম জানান, ইতিমধ্যেই ভক্ত আশেকানরা মাজারে আসতে শুরু করেছেন।
###
Leave a Reply