সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা আওয়ামীলীগের একাংশের সংবাদ সম্মেলনে একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে বাঁধা দিয়েছে পুলিশ। বাঁধার কারনে তরিঘরি করে সংবাদ সম্মেলন শেষ করতে বাধ্য হন আয়োজকরা।

রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও প্রয়াত সাবেক সাংসদ অ্যাডভোকেট লুৎফুল হাই সাচ্চুর মৌলভীপাড়ার বাসভবনে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ কর্তব্যরত সাংবাদিকদের সাথেও অশোভন আচরন করেন।

সম্প্রতি জেলার বিজয়নগর উপজেলা আওয়ামীলীগ, সদর উপজেলা আওয়ামীলীগ ও ব্রাহ্মণবাড়িয়া পৌর আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে জেলা আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ৫ নেতাকে দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কারের প্রস্তাবের প্রতিবাদে রোববার দুপুর ১২টায় জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি লুৎফুল হাই সাচ্চুর বাসভবন প্রাঙ্গনে ওই ৫ নেতার পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে দল থেকে বহিষ্কারের প্রস্তাবকৃত নেতা আমানুল হক সেন্টু লিখিত বক্তব্য পাঠ করার সময় সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ. বি.এম মশিউজ্জামানের নেতৃত্বে সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংবাদ সম্মেলনে বাঁধা প্রদান করেন। এ সময় পুলিশের সাথে সংবাদ সম্মেলন আহবানকারীদের তুমুল বাকবিতন্ডা হয়। পুলিশের বাঁধার মুখে তরিঘরি করে সংবাদ সম্মেলন শেষ করতে বাধ্য হয় আয়োজকরা। সংবাদ সম্মেলন চলাকালে সদর থানার সহকারি উপপরিদর্শক (এএসআই) শিমুল পারভেজ সাংবাদিকদের সাথে অশোভন আচরণ করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক সচিব মিজানুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল আলম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র হেলাল উদ্দিন, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মিনারা আলম, জেলা কৃষক লীগের সভাপতি কাউসার আহমেদ প্রমুখ।

 

খোঁজ নিয়ে জানা গেছে, বিগত জেলা পরিষদ নির্বাচন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থীর বিরোধীতা করায় জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল আলম, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আমানুল হক সেন্টু, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, জেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি মিনারা আলম ও জেলা শ্রমিকলীগের সভাপতি কাউছার আলমকে দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কারের দাবি জানায় দলের তৃণমূলের নেতা-কর্মীরা।

সদ্য অনুষ্ঠিত জেলার বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের সম্মেলন, সদর উপজেলা আওয়ামীলীগের সম্মেলন এবং ব্রাহ্মণবাড়িয়া পৌর আওয়ামীলীগের সম্মেলনে নেতারা এই ৫ নেতার বহিষ্কার দাবি করে কাউন্সিলের সর্বসম্মতভাবে প্রস্তাব গ্রহণ করে ও কাউন্সিলদের সুপারিশ জেলা আওয়ামীলীগের কাছে প্রেরণ করে।

এর আগেও একাদশ জাতীয় সংসদ নির্বাচনোত্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সভায় ওই ৫ নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কারের জন্য সর্বসম্মতভাবে প্রস্তাব করা হয়। এই ৫ নেতার মধ্যে জেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল আলম বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন।

এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, একই সময়ে এবং একই স্থানে ছাত্রলীগ ও আওয়ামীলীগের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনের কর্মসূচী ঘোষনা করায় আইন-শৃংখলা পরিস্থিতি যাতে অবনতি না হয় সেজন্য সেখানে পুলিশ মোতায়েন করা হয়। তিনি বলেন, সাংবাদিকদের সাথে পুলিশের ভুল বুঝাবুঝি হয়েছে।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এ.বি.এম মশিউজ্জামান বলেন, একই সময়ে ও একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচী ঘোষনা করায় আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রাখতে সেখানে আমরা গিয়েছিলাম।
###

ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামীলীগের একাংশের সংবাদ সম্মেলনে পুলিশের বাঁধা!

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আনুমানিক ২০ বছর বয়সী অজ্ঞাতনামা এক যুবতীর মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার রাত ৮টায় উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিটঘর গ্রামের একটি জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় বিটঘর গ্রামের একটি জমির কাদামাটিতে মস্তকবিহীন একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে রাত ৮টার দিকে পুলিশ তার লাশটি উদ্ধার করে।

এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি জানান, ওই যুবতীর লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই যুবতীর পরিচয় জানার চেষ্টা চলছে।
###

সরাইলে যুবতীর মস্তকবিহীন লাশ উদ্ধার

সুুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার কবি ও কবিতা বিষয়ক সংগঠন “কবির-কলম” এর সাহিত্য চক্র ও অনলাইন প্রতিযোগীতায় নির্বাচিত মাসিক সেরা কবিদের সম্মাননা গতকাল শুক্রবার বিকেলে স্থানীয় শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্তরে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি আল আমীন শাহীন।

“কবির কলমের” সভাপতি কবি সুমন সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি হুমায়ন কবির সোহেল এর পরিচালনায় উক্ত সাহিত্য চক্রে আলোচনায় অংশ গ্রহণ করেন সাবেক ছাত্রলীগ নেতা অপু সারওয়ার খান, বিশিষ্ট সঙ্গিত শিল্পী হৃদয় কামাল, “কবির কলমরে” সিনিয়র সহ-সভাপতি কবি মনিরুল ইসলাম শ্রাবণ, সদস্য কবি এম এম ইকরাম, কবি তাহমিদ অনি নিলয়, কবি ইফতেখারুল হক সোহান, কবি রতন মিয়া, কবি ফাহিম মুনতাসির প্রমুখ।

সভায় প্রধান আলোচক এর বক্তব্যে কবি আল আমীন শাহীন ব্রাহ্মণবাড়িয়ার অমর কথা সাহিত্যিক অদ্বৈত মল্ল বর্মণ এর জীবন ও কর্ম এবং তাঁর অমর সাহিত্য “তিতাস একটি নদীর নাম ” উপন্যাসের বিভিন্ন চরিত্র ও ঘটনা সম্পর্কে আলোকপাত করেন। তিনি তাঁর বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাস-ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রতির মেলবন্ধনের ধারাবাহিকতায় রক্ষায় কবির কলমের তরুণ কবিগণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন।

পরে অতিথিবৃন্দ “কবির কলমের” অনলাইন কবিতা প্রতিযোগিতায় যৌথভাবে নিবার্চিত মাসিক সেরা দুই কবি কবি এম এম ইকরাম ও কবি তাহমিদ অনি নিলয়ের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
###

কবির কলমের সাহিত্য চক্র ও সেরা কবিদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আজ সকাল সোয়া সাতটার দিকে সিলেট থেকে চট্টগ্রামগামী জালালাবাদ এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এ দুর্ঘটনার পর থেকে সিলেটের সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
সকাল নয়টার এ রিপোর্ট লেখার সময় ট্রেনটির উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। উদ্ধার কাজ শেষ করতে আরো ঘন্টা দু’য়েক সময় লাগতে পারে বলে ধারণা পাওয়া গেছে। রেলওয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারিরা দুর্ঘটনা কবলিত স্থানে অবস্থান করছেন।

আখাউড়া রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. সেতাফুর রহমান জানান, আখাউড়া রেলওয়ে স্টেশনে ঢোকার মুহুর্তে সকাল সোয়া সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুই বগির মাঝখানের যন্ত্রাংশ ভেঙ্গে গিয়ে ট্রেনটির চারটি মালবাহী বগি লাইনচ্যুত হয়। তবে এতে কেউ হতাহত হয় নি।

আখাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. খলিলুর রহমান জানান, দুর্ঘটনার পর সিলেটের সঙ্গে চট্টগ্রামের যোগাযোগ বন্ধ থাকলেও ট্রেন সিডিউলের বিপর্যয় ঘটবে না। কেননা, ওই পথে বেলা একটার আগে আর কোনো ট্রেন নেই। উদ্ধার কাজ শেষ করতে ঘন্টাখানেকেরও বেশি সময় লাগবে বলে তিনি জানান।
###

আখাউড়ায় যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত সিলেট-চট্টগ্রাম যোগাযোগ বন্ধ

ফিরোজুর রহমান ওলিওকে কেন্দ্রীয় আওয়ামীলীগের শোকজ।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা এবং সদর উপজেলা আওয়ামীলীগের সদস্য, ফিরোজুর রহমান ওলিওকে দলীয় নির্দেশ অমান্য করে ৫ম উপজেলা নির্বাচনে “ বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহণ এবং দল বিরোধী নানাবিধ তৎপরতাসহ দলীয় আদর্শ ও শৃংখলা ভঙ্গের অভিযোগে” বাংলাদেশ আওয়ামীলীগের গঠনতন্ত্রের ৪৭(ক) ধারার বিধানমতে তাঁর বিরুদ্ধে “ কেন গঠনতান্ত্রিক ব্যবস্থা গ্রহণ করা হবেনা” মর্মে ২১ দিনের মধ্যে কেন্দ্রীয় অফিসে লিখিত জবাব দাখিল করতে দলের সাধারণ সম্পাদক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের স্বাক্ষরিত নির্দেশ জারি করা হয়েছে। (প্রেস বিজ্ঞপ্তি)

###

দলীয় নির্দেশ অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহণ করায়

সুমন আহম্মেদঃ
হত্যা মামলায় কারান্তরীণ সাংবাদিক জহির রায়হানকে দেখতে জেলা কারাগারে গেছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি কারাগারে যান। জহির রায়হান বেসরকারি টেলিভিশন চ্যানেল গাজী টিভির ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক।

কারাগারের বিধি অনুযায়ী এমপি বুলবুল সাংবাদিক জহির রায়হানের সঙ্গে সাক্ষাত করে তার খোঁজ-খবর নেন। পরে জহির রায়হান হত্যা মামলায় তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে বলে এমপিকে অবহিত করেন। হত্যা মামলাটি সুষ্ঠুভাবে তদন্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন বলে দেন এমপি বুলবুল।

এ সময় এমপি বুলবুলের সাথে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, উপজেলা আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম, নাসির উদ্দিন, জেলা আওয়ামী লীগের সদস্য শাহরিয়ার বাদল ও এমপি বুলবুলের ব্যক্তিগত সহকারী মোক্তার হোসেন শিকদার প্রমুখ।

উল্লেখ্য, নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের গৌরনগর গ্রামে গোষ্ঠিগত দাঙ্গার জেরে ২০১৮ সালের ২৯ সেপ্টেম্বর সংগঠিত জোড়া খুনের মামলায় গত ৬ সেপ্টেম্বর জেলা শহরের কাউতলি এলাকা থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল তাকে গ্রেফতার করে। তিনি এই মামলার ৯৩ নম্বর আসামি।
###

সাংবাদিককে দেখতে কারাগারে গেলেন এমপি

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে গত বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শামসুজ্জামানের নেতৃত্বে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউজ প্রাঙ্গনে এসে শেষ হয়।

পরে সার্কিট হাউজ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ, ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক (উপ-পরিচালক) দূর-রে-শাহওয়াজ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শামসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মিতু মরিয়ম।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দূর-রে-শাহওয়াজ বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে। বর্তমানে আমাদের দেশ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। উন্নয়নের প্রতিযোগীতায় আমাদেরকে টিকে থাকতে হলে উৎপাদনশীলতা বাড়াতে হবে।
আলোচনা সভায় চেম্বার অব কমার্সের পরিচালক মোঃ শাহআলম, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আবু হোরায়রাসহ বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
###

জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যালি-আলোচনা সভা অনুষ্ঠিত

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে চড়া দামে পেঁয়াজ বিক্রি করার দায়ে চার ব্যবসায়িকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আজগর আলীর নেতৃত্বে গঠিত ভ্রাম্যমান আদালত নাসিরনগর বাজারে অভিযান চালিয়ে বেশী দামে পেয়াজ বিক্রির দায়ে এবং দোকানগুলোতে সরকার নির্ধারিত বিক্রিকৃত পণ্যের মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৮ এবং ৪০ ধারায় চার ব্যবসায়ীকে অর্থদন্ড দেন।

অর্থদন্ড পাওয়া ব্যবসায়ী মনোরঞ্জন ঘোপকে ১০ হাজার টাকা, সজল দেবকে ৫ হাজার, বিশু দেবকে ৫ হাজার এবং রঞ্জন ঘোপকে ২ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে ১ মাসের কারাদন্ডাদেশ দেন।

পরে ভ্রাম্যমান আদালত একই বাজারের সুশীল ঘোপের মিষ্টির দোকানে অভিযান চালিয়ে ওজনে কম দেয়ার অভিযোগ ৩০ হাজার টাকা জরিমানা করেন।

এ ব্যাপারে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলী জানান, বেশী দামে পেঁয়াজ বিক্রি করায় এবং সরকার নির্ধারিত পণ্যের বিক্রিকৃত মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ৩৮,৪০ ও ৪৩ ধারায় তাদেরকে অর্থদন্ড দেয়া হয়েছে।
###

চড়া মূল্যে পেঁয়াজ বিক্রি করায় নাসিরনগরে চার ব্যবসায়িকে জরিমানা

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে গত মঙ্গলবার র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে গত মঙ্গলবার বিকেলে বাংলাদেশ সিনিয়র সিটিজেন্স এসোসিয়েশন (বাচকা) এর উদ্যোগে স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বর থেকে এক র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয়।

বাংলাদেশ সিনিয়র সিটিজেন্স এসোসিয়েশন (বাচকা) এর জেলা আহবায়ক হাবিবুর রহমান পারভেজের সভাপতিত্বে এবং সংগঠনের কেন্দ্রীয় সদস্য প্রকৌশলী আজহার উদ্দিনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রবিউল ইসলাম।

আলোচনা সভায় সম্মানিত অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ শওকত হোসেন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর অমৃত লাল সাহা, প্রবীণ ব্যক্তিত্ব রবীন্দ্রসাহা, হরিপদ দেব, ডাঃ ফয়জুর রহমান ফায়েজ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আল-আমিন শাহীন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি, সাংবাদিক আবদুন নূর, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সদস্য সাংবাদিক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু,জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক-রতন কান্তি দত্ত, ইব্রাহিম খান সাদাত, খন্দকার শফিকুল আলম মোঃ মনির হোসেন,মাসুক হ্নদয়,সুমন আহম্মেদ।

বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা সৈয়দ আরাফাত, বিজয় সাহা, অশেষ রায়, মোঃহেলাল মিয়া,রেজাউল করিম ও অরোও উপস্থিত তরুণদের মধ্যে ছাত্রলীগ নেতা বিপ্লব হোসেন, ইয়াছিন চৌধুরী, ইমরান মিয়া, মোঃ জনি মোঃ রকি, তানভীর আহমেদ,নাঈম ইসলাম প্রমুখ।

আলোচনা সভায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ শওকত হোসেন বলেন, তিনি প্রবীনদের জন্য হাসপাতালে একটি চিকিৎসা কর্ণার করার চেষ্টা করবেন। তিনি বলেন, প্রবীণরা আমাদের অহংকার, প্রবীণরা আমাদের গর্ব। প্রবীণদের মেধা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব। তিনি বলেন, বৃদ্ধাশ্রম যেন না হয় মা-বাবার শেষ ঠিকানা সেজন্য আমাদেরকে শপথ নিতে হবে। প্রবীণদের প্রতি আমাদেরকে খেয়াল রাখতে হবে। তারা যেন কোন কারনে কষ্ট না করেন। আলোচনা সভা শেষে মিষ্টি বিতরণ করা হয়।
###

বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যালি-অলোচনা সভা অনুষ্ঠিত

সুমন আহম্মেদঃ
ব্রাহ্মণবাড়িয়ায় পেয়াজের বাজারের লাগাম টানতে মঙ্গলবার বিকেলে শহরের প্রধান মসলার বাজার জগত বাজারে জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়–য়ার নেতৃত্বে পৃথক তিনটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
অভিযানকালে ভ্রাম্যমান আদালত সঠিক মূল্য তালিকা এবং ক্রয় মূল্যের চালান না থাকায় চারটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা করেন।

চারটি প্রতিষ্ঠানের মধ্যে মেসার্স বিসমিল্লাহ ষ্টোরকে ১০ হাজার টাকা, মেসার্স মায়ের দোয়া এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা, মেসার্স শাহ-আমানত ট্রেডার্সকে ১৫ হাজার টাকা এবং মেসার্স শাহজালাল ট্রেডার্সকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতের অভিযান শেষে সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পঙ্কজ বড়–য়া সাংবাদিকদের জানান, চলমান অস্থির পেয়াজের বাজার মনিটরিং করার জন্যে সরকারের উচ্চ পর্যায় থেকে নির্দেশনা রয়েছে।

নির্দেশনা অনুযায়ী এই অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানকালে চার ব্যবসা প্রতিষ্ঠানে সঠিক মূল্য তালিকা এবং ক্রয় মূল্যের চালান না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষন আইনের ২০০৯ এর (৪০) ধারায় প্রত্যেক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। তিনি বলেন, বাজার মূল্য নিয়ন্ত্রনে না আসা পর্যন্ত ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন বাজারে ৯০ টাকা কেজি দরে পেয়াজ বিক্রি হয়।
###

পেয়াজের বাজারে অস্থিরতা ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে চার প্রতিষ্ঠানকে জরিমানা

ফেসবুকে আমরা..