botvনিউজ:

ব্রাহ্মণবাড়িয়া রাজনৈতিক অঙ্গনের জীবন্ত কিংবদন্তী ব্রাহ্মণবাড়িয়া মাটি ও মানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর জন্মদিন উপলক্ষে brahmanbariaonlinetv ‍studio তে প্রিয়নেতার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে কেককাটা হয়।

অনলাইন টিভি’র প্রকাশক ও সম্পাদক হাবিবুর রহমান পারভেজের পরিচালনায় অনুভূতি প্রকাশ করেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, যুগ্ম সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত,সময়  টেলিভিশনের ক্যামেরাম্যান  জুয়েলুর রহমান ও জেলা ছাত্রলীগনেতা মো: ইমরান মিয়া।
এসময় উপস্থিত ছিলেন আ ব র নি  সংগঠনের সদস্য সফিকুল হক শাকিল, মো: ইদ্রিস মিয়া, সুমন আহমেদ, হেলাল আহমেদ, সালে উদ্দিন সালেক ও রাজীব ।

জীবন্ত কিংবদন্তী নেতার জন্মদিন উদযাপন করেছে brahmanbariaonlinetv

 

botvনিউজ:
পরিবার-পরিজন নিয়ে বাঁচতে চায় দৃষ্টিপ্রতিবন্ধী আমিরুল ইসলাম মানিক-(৪১)। বর্তমানে পরিবার পরিজন নিয়ে তিনি মানবেতর জীবন যাপন করছেন। কর্মসংস্থানের মাধ্যমে তাকে পুনর্বাসন করার জন্য তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের ভাটপাড়া গ্রামের মরহুম আবদুল আওয়ালের ছেলে আমিরুল ইসলাম মানিক বর্তমানে পৌর এলাকার পশ্চিম মেড্ডা নোয়াপাড়ায় পরিবার পরিজন নিয়ে ভাড়া বাসায় বসবাস করছেন। অন্যের সহায়তার উপরই চলছে তাঁর সংসার।
আমিরুল ইসলাম মানিক জানান,পৈত্রিক বাড়ি ভাটপাড়ায় হলেও সেখানে তাদের কোন জায়গা-জমি এমনকি বাড়ি নেই। তাই বাধ্য হয়েই নোয়াপাড়ায় ভাড়া বাসায় বসবাস করছেন। পরিবারে রয়েছেন তার বৃদ্ধ মা, স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে। ৫জনের সংসার নিয়ে তিনি মানবেতর জীবন যাপন করছেন। মানিক জানান, তিনি যখন তৃতীয় শ্রেণীতে পড়েন, তখন তার ১০ বয়স বছর। তখন তার চোখে সমস্যা দেখা দেয়। এক সময় তিনি দু’চোখের দৃষ্টি হারিয়ে ফেলেন। দৃষ্টি প্রতিবন্ধী হলেও তিনি থেমে থাকেননি। ২০০৫ সালে ব্রেইল পদ্ধতিতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম.এস.এস পাশ করেছেন। তারপর একটি এনজিওতে চাকুরী নেন। ভালোই কাটছিল তার দিনকাল। কিন্তু সেখানে মাত্র ৪ বছর চাকুরী করার পর এনজিওর প্রকল্প শেষ হয়ে যায়। প্রকল্পের কাজ শেষ হওয়ার পর তার চাকুরীও শেষ হয়ে যায়। এর পর থেকেই তিনি বেকার। মানিক বলেন, নিজের সহায়-সম্পত্তি, বাড়ি-ঘর না থাকায় তিনি পরিবারের ৫ সদস্যকে নিয়ে পশ্চিম মেড্ডার ভাড়া বাসায় মানবেতর জীবন-যাপন করছেন। তিনি বলেন, পরিবারের আয়ের কোন উৎস নেই। শ্বশুর বাড়িসহ মানুষের সহায়তায় চলে তার পরিবার। আমিরুল ইসলাম মানিক বলেন, তিনি দৃষ্টিপ্রতিবন্ধী হলেও এ পর্যন্ত সরকারীভাবে কোন ধরনের সাহায্য-সহযোগীতা পাননি। তিনি কর্মসংস্থানের মাধ্যমে তাকে পুনর্বাসন করার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন।
###

পরিবার-পরিজন নিয়ে বাঁচতে চায় দৃষ্টিপ্রতিবন্ধী মানিক

botvনিউজ:
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে স্থানীয় বিনিয়োগ পরিকল্পনা এবং উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় জেলার ৯টি উপজেলার সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আসাদুজ্জামানে সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান।
###

জেলা প্রশাসক কার্যালয়ে উন্নয়ন বিষয়ে কর্মশালা


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিশ্বরোড মোড়ে অবস্থিত রশিদ সুপার মার্কেটে দীর্ঘদিন ধরে চলে আসা জুয়ার আসরসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে মঙ্গলবার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে মাদরাসার ছাত্র ও শিক্ষক।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে তৌহিদি জনতার ব্যানারে স্থানীয় জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসা প্রাঙ্গন থেকে ছাত্র-শিক্ষকদের এক বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

বক্তব্য রাখেন, মাওলানা হাবিবুর রহমান, মুফতি বোরহান উদ্দিন কাশেমী, মুফতি মাজহারুল হক কাসেমী, মুফতি আব্দুল হক, মাওলানা বোরহান উদ্দিন আল মতিন, মুফতী মোহাম্মদ এনামুল হাসান, মাওলানা ইউসুফ ভুঁইয়া, মাওলানা এরশাদুল্লাহ কাশেমী প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বিশ্বরোডে অবস্থিত রশিদ মার্কেটের ভেতরে দীর্ঘদিন ধরে জুয়া, মদের আসরসহ বিভিন্ন ধরনের অসামাজিক কাজ চলছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি এই অসামাজিক কার্যকলাপ বন্ধ এবং এসব অসামাজিক কর্মকান্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার না করা হলে কঠোর আন্দোলনের কর্মসূচী গ্রহণ করা হবে।

প্রতিবাদ সমাবেশ থেকে বুধবার বিকালে স্থানীয় নন্দনপুর বাজারে বিক্ষোভ সমাবেশ এবং বৃহস্পতিবার সকাল ৯টা থেকে অনির্দিষ্টকালের জন্য বিশ্বরোড মোড়ে কুমিল্লা-সিলেট ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধে কর্মসূচি ঘোষণা করা হয়।

###

মাদরাসা ছাত্রদের বিক্ষোভ মিছিল ॥ বৃহস্পতিবার মহাসড়ক অবরোধের ঘোষণা

শহর প্রতিনিধ:

ব্রাহ্মণবাড়িয়া  ৪৮ ঘন্টার কর্মবিরতি শুরু করেছে পৌরসভার সার্ভিস এসোসিয়েশন  ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা, সরকারি কোষাগার থেকে পৌর সভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, পেনশনসহ অন্যান্য সুবিধা প্রদানের জন্য  সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় সোমবার থেকে কর্মবিরতী শুরু করেছে।
গতকাল সোমবার সকালে পৌর ভবন প্রাঙ্গনে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সার্ভিস এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় ৪৮ ঘন্টার কর্মবিরতি শুরু করেছে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার। এতে বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ, উপদেষ্টা ও পৌরসভার নির্বাহী প্রকৌশলী নিকাশ চন্দ্র মিত্র, হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম কাউছার, সংরক্ষণ কর্মকর্তা মীর মোস্তাফিজুর রহমান প্রমুখ।

##

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সার্ভিস এসোসিয়েশন কর্মবিরতি

বাঞ্ছারামপুর উপজেলার সকল প্রতিষ্ঠান

 

ইউনিয়ন

তেজখালী

পাহাড়িয়াকান্দি

দরিয়াদৌলত

সোনারামপুর

দড়িকান্দি

ছয়ফুল্লাকান্দি

বাঞ্ছারামপুর

 আইয়ুবপুর

ফরদাবাদ

১০

রূপসদী

১১

ছলিমাবাদ

১২

উজানচর

১৩

মানিকপুর

বাঞ্ছারামপুর উপজেলার ইউনিয়ন সমূহ

উপজেলার আয়তন    =২১৭.৩৮ বর্গকিঃমিঃ।

ইউনিয়ন সংখ্যা             =১৩

মৌজা সংখ্যা                 = ৭৪

গ্রাম সংখ্যা                     =১২১

খানা সংখ্যা                     =৫৯৬৯৯

সরকারি অফিস           =৩০

জনসংখ্যাঃ (২০১১সনের আদমশুমারি অনুযায়ী)

মোট জনসংখ্যা-২৯৮৪৩০

পুরুষ-১৩৯১১৮

মহিলা-১৫৯৩১২

মুসলিম-২৮৩৬৩৫

হিন্দু-১৪৭৮৯

খ্রিষ্টান-৫

বৌদ্ধ-১

 

কৃষি ও খাদ্যঃ

ভূমি-৪৬২৮৫ একর।

আবাদিজমি-৩২৪০০ একর।

অনাবাদি-১৩৮৮৫একর।

নদী-৭৪৩৩ একর।

এক ফসলি-১০৩২২ একর।

দুই ফসলি-১৪৭৪৫ একর।

তিন ফসলি-৪৪২৩ একর।

খাদ্যউৎপাদন (২০১২-২০১৩)-৪৮৮৫৫ মেঃটন।

খাদ্য চাহিদা———৫৩০৪৭ মেঃটন

ঘাটতি————-৪১৯২ মেঃটন

খাদ্য গুদাম——–১

 

সেচঃ-

গভীর নলকূপ———-নাই

অ-গভীর নলকূপ———১৫৮৩

শক্তিচালিতনলকূপ——–২২১

সেচকৃতজমি———–২৩৮৫৩ একর

স্বাস্থ্য ও পরিবারপরিকল্পনাঃ-

পরিবার কল্যানকেন্দ্র——-১০

সরকারিহাসপাতাল——১

উপ-স্বাস্থ্যকেন্দ্র্———২

বে-সরকারি হাসপাতাল—-৪

ক্লিনিক—১

সরকারি ডাক্তার পদ সংখ্যা–২২

কর্মরত সরকরি ডাক্তার—১৪

ডাক্তার অনুপাত জনসংখ্যা- ১:১৩৫৬৫

শিক্ষা:

সরকারি প্রাঃ বিদ্যালয়——–৯৩

বে-সরকারি রেজিঃ প্রাঃ বিদ্যালয়——২৬

কে.জি. স্কুল——-৫২

ব্রাক স্কুল———৫

ইবতেদায়ী/দাখীল মাদ্রাসা—–৫

আলীম মাদ্রাসা————৩

ফাজিল সাদ্রাসা—-নাই

কামিল মাদ্রাসা—নাই

কওমী মাদ্রাসা——–১০

এতিম খানা—-৮

বে-সরকারউিচ্চবিদ্যালয়-২০

বে-সরকারি জুনিয়র উচ্চবিঃ—১

সরকারি টেকনিক্যালস্কুল এন্ড কলেজ—১

বে- সরকারি কলেজ———৫

মসজিদ—————–৫২৮ (প্রায়)

মন্দির——————৮ (প্রায়)

যোগাযোগঃ

কাঁচা রোড———২১৭ কিমিঃ

আধা পাকা রোড—–৫ কিমিঃ

পাকারোড——- ১৩৭ কিমিঃ

নৌ-পথ———১৮২ কিঃমিঃ

ব্রীজ————২০

কালবার্ট————–১৯৭

পোস্ট অফিস—–১৮

টেলিগ্রাফ অফিস- ১

টেলিফে্ন এক্সচেঞ্জ–১

ব্যাংকঃ

সোনালী ব্যাংক–২

জনতা ব্যাংক–৩

কৃষি ব্যাংক–৩

অগ্রনী ব্যাংক–২

ইসলামী ব্যাংক-১

গ্রামীন ব্যাংক-১

ব্রাক ব্যাংক-১

ডাচ-বাংলা ব্যাংক-১

মৎস্য সম্পদঃ

জল মহালু ২৪, আয়তন-৯৩৪ একর

মৎস খামার-৫০,আয়তন-৩৩ একর

পুকুর—১৩১০, আয়তন-২০৮ একর

হ্যাচারী—-নাই

পোনা উৎপাদন কেন্দ্র (নার্সারী)—৬

বার্ষিক পোনা উৎপাদন——-৮৩৫০০০০ টি

বার্ষিক মাছ উৎপাদন——-৬৪৭০ মে:টন

প্রানিসম্পদঃ

কৃত্রিম প্রজনন উপ- কেন্দ্র——-১, পয়েন্ট-৪ টি

মুরগি খামার (লেয়ার)-৪

মুরগিখামার(ব্রয়লার)—-৬৭

হাসের খামার  (লেয়ার)-২ টি

দুগ্ধ খামার—–৪৭

ছাগলের খামার–১০

 

 

 

 

বিবিধঃ

বিদ্যুতায়িত গ্রাম—১২১

সিনেমাহল-১

ডাক বাংলো-১

প্রাকৃতিক গ্যাস কূপ-১

হাট/বাজার(বড়ছোটসকল)-২৮

প্রেস ক্লাব-১

মুক্তি যোদ্ধা সংসদ—-১

মোট মুক্তিযোদ্ধা—–৬৮২

মহিলা সমবায় সমিতি—–৫৮

মৎস সমবায় সমিতি—–২৭

তাঁতি সমবায় সমিতি—-৬৯

ক্ষুদ্র ঋন/বহুমুখি সমবায়সমিতি—–৭৯

আদর্শ সমবায় সমিতি-৪

সঞ্চয়দান সমবায় সমিতি-৫

কৃষক সমবায় সমিতি-১৭৩

বিত্তহীন  সমবায় সমিতি-৪১

ব্যবসায়ী সমবায় সমিতি-১৫

রেজিঃক্লাব——–১

 

এক নজরে বাঞ্ছারামপুর উপজেলা

নবীনগর উপজেলার সকল প্রতিষ্ঠান

 

বড়াইল

বীরগাঁও

কৃষ্ণনগর

নাটঘর

বিদ্যাকুট

পূর্ব নবীনগর

পশ্চিম নবীনগর

বিটঘর

শিবপুর

১০

শ্রীরামপুর

১১

জিনোদপুর

১২

লাউর ফতেপুর

১৩

ইব্রাহিমপুর

১৪

সাতমোড়া

১৫

শ্যামগ্রাম

১৬

রাসুল্লাবাদ

১৭

বড়িকান্দি

১৮

ছলিমগঞ্জ

১৯

রতনপুর

২০

কাইতলা দক্ষিন

২১

কাইতলা উত্তর

নবীনগর উপজেলার ইউনিয়ন সমূহ

ফেসবুকে আমরা..